ঢাকা ৩১ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
English
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
মিরাজ রহমান

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে কাজ করা মানুষ মিরাজ রহমান। মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন শিক্ষার্থী থাকাবস্থায়। কন্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ করেন দৈনিক যুগান্তরে। পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারার পাশাপাশি জেনারেল শিক্ষাধারায়ও । বর্তমানে নিরত আছেন এমফিল গবেষণায়। দৈনিক ডেসটিনি, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশের খবর ও প্রিয়.কমে কাজ করেছেন দীর্ঘাদিন । দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলা তারই হাতে। টেলিভিশনে অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। তার লেখা বইয়ের সংখ্যা ১২টি । প্রোডাক্টিভ মুসলিম, মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার, দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.) ও উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)-এর মতো চারটি বেস্টসেলার বইয়ের লেখক মিরাজ । বরিশাল শহরে জন্ম হলেও পড়াশুনাসহ বেড়ে ওঠা ইট-পাথরের শহরে ঢাকায়। সুলতানস নামে একটি প্রকাশনীর স্বত্বাধিকারী মিরাজ বর্তমানে কাজ করছেন দৈনিক খবরের কাগজের ইসলামবিভাগের প্রধান হিসেবে।