
প্রশ্ন : কসমের কাফ্ফারাসংক্রান্ত দুটি মাসআলা জানতে চাই।
ক. আর্থিকভাবে কাফফারা আদায়ের সামর্থ্য না থাকায় রোজার মাধ্যমে কসমের কাফ্ফারা আদায়ের ক্ষেত্রে উক্ত রোজাগুলো কি লাগাতারই রাখতে হবে?
খ. এক্ষেত্রে দু-একটি রোজা রাখার পর তিনটি রোজা পূর্ণ করার আগেই যদি কাফ্ফারা আদায় করার মতো সামর্থ্য হয়ে যায়, তা হলে করণীয় কী? মাসআলাদ্বয় জানিয়ে বাধিত করবেন।
উত্তর : ক. হ্যাঁ, রোজার মাধ্যমে কসমের কাফ্ফারা আদায় করার ক্ষেত্রে তিনটি রোজা লাগাতার (ধারাবাহিকভাবে) রাখতে হবে। পৃথক পৃথকভাবে রোজা রাখলে কাফ্ফারা আদায় হবে না। অর্থাৎ, তিনটি রোজা এক সঙ্গে ও ধারাবাহিকভাবে রাখা জরুরি।
খ. যদি আর্থিক অসামর্থ্যের কারণে রোজার মাধ্যমে কাফ্ফারা আদায় শুরু করা হয়, কিন্তু তিনটি রোজা পূর্ণ করার আগেই আর্থিক সামর্থ্য ফিরে আসে, তা হলে রোজা দ্বারা কাফ্ফারা আদায়ের সুযোগ শেষ হয়ে যাবে। এ অবস্থায় বাকি রোজা পূর্ণ করলেও তা দ্বারা কাফ্ফারা আদায় হবে না। বরং তখন রোজা বাদ দিয়ে আর্থিকভাবে (যেমন- ১০ জন মিসকিনকে খাবার খাওয়ানো বা কাপড় দেওয়া) কাফ্ফারা আদায় করতে হবে।
অতএব, যদি আর্থিক সামর্থ্য পাওয়া যায়, তবে রোজার মাধ্যমে কাফ্ফারা আদায়ের সুযোগ শেষ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে অর্থের মাধ্যমে কাফ্ফারা প্রদান করতে হবে। (কিতাবুল আছল ২/২৯৪, আলমুহীতুর রাযাবী ৪/৫৬৩,ফাতাওয়া খানিয়া ২/১৯,খুলাসাতুল ফাতাওয়া ২/১২৫,আদ্দুররুল মুখতার ৩/৭২৭)
লেখক : সহ-সম্পাদক, দৈনিক খবরের কাগজ