জমি দখল, স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি, গরু-মাদক চোরাচালান কী করেননি তিনি! গড়েছেন সম্পদের পাহাড়। দুবাইতে একাধিক গাড়ির শো-রুমের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে কমলের রয়েছে ২০টির বেশি ফ্ল্যাট, একাধিক বাড়ি ও প্লট। এসব করার জন্য নিজ এলাকায় গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। ছিল টর্চার সেল। এলাকায় ত্রাসের রাজত্ব ধরে রাখতে তিনি ডাকাত বাহিনীকেও পালতেন। এলাকায় তার কথাই ছিল আইন। পুলিশও যার আঙুলের ইশারায় চলত। তিনি হলেন কক্সবাজার-৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনের সাবেক এমপি সাইমুম সরওয়ার কমল।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরপর তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের একজন হুইপ হিসেবে মনোনীত হন। এমপি থাকা অবস্থায় তিনি এসব অপকর্ম করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কমল আত্মগোপনে চলে যান। এলাকায় তার আর কোনো ক্ষমতা নেই। তবে থেমে নেই তার অপরাধমূলক তৎপরতা। তার অনুগত লোকজন এখনো এসব তৎপরতা অব্যাহত রেখেছেন।
কমলের উত্থান যেভাবে
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে নৌকার মনোনয়ন পান আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ চৌধুরী। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদক পর্যায়ের (প্রভাবশালী মন্ত্রী ছিলেন) এক নেতার সাহায্য নিয়ে কারসাজি করে মোস্তাকের মনোনয়ন বাতিলের ক্ষেত্র তৈরি করেন কমল। তখন ওই কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সুপারিশ করে কমলকে নৌকার মনোনয়ন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তবে নির্বাচনে কক্সবাজার-৩ আসনের ভোটাররা কমলের বিরুদ্ধে রায় দেন। লজ্জাজনক হার হয় তার। নিজের এলাকা রামুতেও অনেক কম ভোট পেয়েছিলেন কমল। ওই নির্বাচনে এমপি হন বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল।
কিন্তু তাতে হতোদ্যম হননি কমল। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান মোস্তাক আহমেদের স্ত্রী কানিজ মোস্তাক। এই নির্বাচনেও কেন্দ্রীয় আওয়ামী লীগের ওই নেতার সাহায্যে কানিজের মনোনয়ন বাতিল করে নৌকা মার্কা বাগিয়ে নেন কমল। অনেকটা একতরফা নির্বাচনে সংসদ সদস্য হন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের বলয় তৈরি করে কক্সবাজারজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন। নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় নৈরাজ্য, জমি দখল, বিচারের নামে চাঁদাবাজি, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হুমকি প্রদর্শন, মায়ানমার সীমান্তে গরু-মাদক চোরাচালান ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয় প্রশাসন, পুলিশও তার কথামতো চলত। বলতে গেলে এলাকায় তার কথাই ছিল আইন। রামু উপজেলার মণ্ডলপাড়ায় নিজের বাসভবনের দ্বিতীয় তলায় তৈরি করেন টর্চার সেল। সেই সেলে কুখ্যাত সন্ত্রাসীদের দিয়ে প্রতিপক্ষের লোকজনকে শায়েস্তা করা হতো। মতের বাইরে গেলেই ধরে নিয়ে টর্চার সেলে করা হতো অমানুষিক নির্যাতন। তার ইচ্ছার বিরুদ্ধে গেলে বিরোধীদলের লোকজনদের পাশাপাশি নিজ দলের নেতা-কর্মীদেরও অত্যাচার, নিপীড়ন করতে দ্বিধাবোধ করতেন না। কেন্দ্রীয় আওয়ামী লীগের ওই নেতার প্রশ্রয়ে কমল এতসব অপকর্ম করার সাহস পেয়েছিলেন।
বেড়েছে সম্পদ, করেছেন অর্থ পাচার
টিআর/কাবিখা/কাবিটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জনগণের কল্যাণে কাজ করার জন্য সরকারি বরাদ্দের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কমল। কক্সবাজারের পরিবহন খাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন কমলের দুই শ্যালক। তার গাড়ির যত ব্যবসা রয়েছে সবই তার শ্যালকরা দেখাশোনা করতেন। চোরাচালান-চাঁদাবাজি ও মাদকের মতো অবৈধ ব্যবসার বিপুল অর্থ কমল যুক্তরাষ্ট্রে তার প্রবাসী বোনের কাছে পাচার করতেন বলে জানা গেছে। তিনবারের এমপি কমলের অবৈধ অর্থের বড় অংশ দুবাইতে পাচার করেছেন। দুবাইতে কমলের একাধিক গাড়ির শো-রুম থাকার খবর পাওয়া গেছে। ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে কমলের রয়েছে ২০টির বেশি ফ্ল্যাট, একাধিক বাড়ি ও প্লট।
নির্বাচনি হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, কমলের বার্ষিক আয়, নগদ টাকা, ব্যাংকের জমা করা অর্থ, বিনিয়োগসহ অস্থাবর সম্পদ বেড়েছে। পাশাপাশি তার স্ত্রীও জমি, গাড়িসহ বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) তার সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৯২৩ টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় (২০২৪) সালে তা হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ২৮ টাকা। সে হিসেবে পাঁচ বছরে এমপি সাইমুম সরওয়ার কমলের সম্পদ বেড়েছে ১ দশমিক ৭৬ গুণ। ২০১৮ সালে তার স্ত্রীর সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ২৮৩ টাকা। ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ৪ কোটি ২৩ লাখ ২৫ হাজার ১৩৪ টাকা। পাঁচ বছরে বেড়েছে ২ দশমিক ২৯ গুণ।
২০২৪ সালে নির্বাচনের সময় কমলের বার্ষিক আয় দেখানো হয় ৫১ লাখ ১৫ হাজার ২৮৮ টাকা, যা পাঁচ বছর আগে ছিল ৪১ লাখ ৯২ হাজার ৪৬৩ টাকা। পাঁচ বছর আগে স্ত্রীর বার্ষিক কোনো আয় না থাকলেও এবার দেখানো হয় ২১ লাখ ৬৭ হাজার ৪৬৫ টাকা। এদিকে কমলের অস্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৭৮০ টাকা দেখানো হয়। স্ত্রীর নামে রয়েছে ৩ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৯১৯ টাকার সম্পদ। পাঁচ বছর আগে কমলের ১ কোটি ২১ লাখ ৫২ হাজার ৯৬০ টাকার স্থাবর সম্পদ ছিল। বর্তমানে স্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ৬৪ লাখ ২ হাজার ৯৬০ টাকার। পাঁচ বছর আগে স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পদ না থাকলেও এখন রয়েছে ৩০ লাখ ৭৫০ টাকার সম্পদ।
কক্সবাজারজুড়ে ত্রাসের রাজত্ব কমলের ডাকাত বাহিনীর
কমলের এলাকা রামু পাশেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা। এই দুই উপজেলার বিভিন্ন অংশে মায়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে। এসব অংশ দিয়ে অবৈধ পথে আসে বিষাক্ত মাদক ইয়াবা, গরু-মহিষ, সিগারেট, স্বর্ণসহ নানা পণ্য। এসব অবৈধ চোরাচালানের জন্য গড়ে ওঠে বিশাল সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন সাবেক এমপি কমল। সে সময় তার হাতের লাঠি হয়ে ওঠেন চিহ্নিত ও আলোচিত ডাকাত সরদার ‘শাহীন’।
২০১৭ সালে যৌথ বাহিনীর অভিযানে স্থানীয় শিবাতলী পাহাড়ের গোপন আস্তানা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন কক্সবাজারের শীর্ষ ডাকাত শাহীনুল ইসলাম ওরফে শাহীন ডাকাত। প্রায় তিন বছর কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে আবারও জড়িয়ে পড়েন অপরাধে। প্রতি রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে পুরো পূর্বাঞ্চলে কায়েম করতেন ত্রাসের রাজত্ব। তার ইচ্ছার ওপর চলত রামু ও নাইক্ষ্যংছড়ির ৬ ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ। ১২ মামলার আসামি শাহীন ডাকাতের মূল শক্তি ছিলেন সাইমুম সরওয়ার কমল। শাহীনকে প্রশাসনিকভাবে সহযোগিতা করতেন স্থানীয় সাবেক এই এমপি।
কমলের নির্দেশে শাহীন প্রথমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন, দোছড়ি, লেবুছড়ি এবং বাইশারি ইউনিয়ন, রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড় এলাকার অর্ধলাখ মানুষকে জিম্মি করেন। মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে গর্জনিয়া ইউনিয়নের পূর্ববোমাংখিল, জাউসপাড়া, মাঝিরকাটায় সন্ধ্যা হলেই সশস্ত্র মহড়া দিতেন শাহীন গ্রুপের সদস্যরা। মাঝে মাঝে ফাঁকা গুলি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন। তার সহযোগী হিসেবে কাজ করতেন সুজন, শাহজালাল ওরফে লালা, শফিউল আলম ওরফে লেদা পুতু ডাকাত, তারেক জিয়া, মোহাম্মদ আরাফাত, শোয়াইব, বদরু ডাকাত, নুরুল আমিন ওরফে রোহিঙ্গা আমিনসহ অর্ধশতাধিক ডাকাত সদস্য। তাদের সঙ্গে যুক্ত হয় জেলার বিভিন্ন স্থানের পলাতক অপরাধীরা। শাহীনের নেতৃত্বেই ঈদগড় বাইশারী সড়ক, নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়ায় নিয়মিত ডাকাতি হতো।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, নুরুল আলম মেম্বার, ফিরোজ আহমদ মেম্বার, মহিউদ্দিন মেম্বার, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমেদ, সাধারণ সম্পাদক শাহরান চৌধুরী মারুফ, সিনিয়র সহসভাপতি জিয়াউল হক জিয়াসহ আরও অনেক জনপ্রতিনিধি ও নেতা কমলের পাশাপাশি ডাকাতি করা টাকা-পয়সা ও জিনিসের ভাগ পেতেন।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মনি আলম মেম্বার, ‘শাহীন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ, চাঁদাবাজি, দখলবাজি, বাগান দখল করতেন এবং রাতে মানুষের বাড়ি থেকে গৃহপালিত পশু-পাখি নিয়ে যেতেন। ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতেন না।’
আপন ভাইয়ের সঙ্গে দা-কুমড়া সম্পর্ক
ক্ষমতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক এমপি কমলের সঙ্গে তার আপন বড় ভাই রামু উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের দা-কুমড়া সম্পর্ক তৈরি হয়। রামু উপজেলা নির্বাচনের সময় ভাই সোহেলকে নির্বাচনে হারাতে সবব্যবস্থাই করেন এমপি কমল। ২০১৯ সালে ওই অঞ্চলের রাজনীতিতে দুই ভাইয়ের প্রকাশ্য দ্বন্দ্ব নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। সে সময় রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল সংবাদ সম্মেলন করে বলেন, কমল সরকারদলীয় একজন এমপি হয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে ক্ষমতার অপব্যবহার করছেন। হত্যা মামলার আসামিকে সঙ্গে নিয়ে চলার অভিযোগও করেন।
শতকোটি টাকার জমি দখল
২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেকটা ফিল্মি স্টাইলে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে জোয়ারিয়ানালা মহাসড়কের পাশে বর্তমানে স্বপ্নতরী পার্কের দক্ষিণ পাশের ধলিরছড়া মৌজার ৩০ একরের বেশি জায়গা দখলে নেন সাবেক এমপি কমল। এরপর দখল করা জায়গায় ক্রীড়া ও কারিগরি কলেজের সাইনবোর্ড টাঙিয়ে দেন। দখলের ১৫ বছর পার হলেও এ পর্যন্ত ওই জায়গায় কোনো ক্রীড়া কলেজ গড়ে ওঠেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দখল করা বিশাল জায়গার একপাশে চার কক্ষবিশিষ্ট টিনশেডের একটি ভবন রয়েছে। যেটি এমপির প্রাপ্ত সরকারি বরাদ্দ দিয়ে নির্মিত। এ ছাড়া জায়গার চারপাশে নিয়মবহির্ভূতভাবে স্থাপন করা হয়েছে সরকারি সোলার লাইট। নির্মিত ভবনের একটি কক্ষে আদর্শগ্রাম এলাকার এনামুল নামে এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করছেন। দখলে রাখা জায়গা দেখভালের জন্য কমল তাদের পাহারাদার হিসেবে নিয়োগ দিয়েছেন বলে জানান এনামুল।
জমিটি দখলের আগে সেখানে সামাজিক বনায়নের হাজার হাজার গাছে সবুজের সমারোহ ছিল। মাঝখানে বিশাল খোলা মাঠ এবং মাঠের চারপাশে ছিল ছোটবড় বিভিন্ন প্রজাতির বৃক্ষে অনবদ্য একটি দর্শনীয় স্পট। রশীদ নগর-জোয়ারিয়ানালা তথা রামুর মানুষজন কোলাহলমুক্ত পরিবেশ ও একটু প্রশান্তি পেতে ছুটে যেত এই স্থানে।
এ ছাড়া স্থানীয়দের খেলাধুলাসহ বিভিন্ন সংগঠনের মিলনমেলা ও বিভিন্ন আচার অনুষ্ঠানে মানুষের সরব পদচারণ ছিল এ জায়গায়। অপূর্ব ছায়াঘেরা ও সবুজবেষ্টিত মহামূল্যবান সমতল পাহাড় শ্রেণির এই জায়গার ওপরই লোলুপ দৃষ্টি পড়ে কমলের। তিনি ক্ষমতার অপব্যবহার করে জমিটি দখল করে সেখানে নামসর্বস্ব ক্রীড়া ও কারিগরি কলেজের সাইনবোর্ড টাঙিয়ে চার হাজারের বেশি গাছ কেটে প্রায় ১৫ একর মতো জায়গা খোলা মাঠ ও সমতল ভূমিতে রূপান্তর করেন। পরে দখল পাকাপোক্ত করতে ওই জায়গায় একটি ৪ কক্ষের টিনশেড ভবন নির্মাণ করেন। এ জায়গার পূর্ব ও দক্ষিণ পাশে প্রায় ২০ একরের মতো জায়গা দখল করে খণ্ড খণ্ডভাবে প্লট আকারে বিক্রি করে কয়েক কোটি টাকা বাণিজ্য করেছেন বলেও স্থানীয়দের অভিযোগ।
এলাকাবাসী জানান, সাবেক এমপি ও হুইপ কমলের অন্যায়-অনিয়ম, দুর্নীতি ও ভূমিদস্যুতাসহ নানান বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। তিনি প্রতিনিয়ত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত হতেন। ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তোলেন। দলবল সহকারে প্রকাশ্যে রশীদনগরে দখল করে নিয়েছেন শতকোটি টাকার সরকারি জায়গা। পাশাপাশি তার সাঙ্গপাঙ্গদেরও ভূমিদস্যুতায় পৃষ্ঠপোষকতা করছেন। এমনকি রামুতে একটি জমি দখলকে কেন্দ্র করে একজন বিচারককে ভাত খেতে দেবেন না, চাকরি করতে দেবেন না বলে প্রকাশ্যে হুমকি দিয়ে সংবাদের শিরোনামও হন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কক্সবাজারের ত্রাস কমলের দুঃশাসনের অবসান ঘটে। তবে কমল আত্মগোপনে থাকলেও অপরাধ সাম্রাজ্য ধরে রেখেছেন তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।