ক্যারিয়ারজুড়ে চোটে পড়ে মাঠের বাইরে থেকেছেন অসংখ্য দিন। আল হিলালে যাওয়ার পরপরই চোটে পড়ে মাঠের বাইরে ছিলেন একবছর। এসিএল ইনজুরি থেকে সেরে ওঠা নেইমার ২১ অক্টোবর মাঠে ফেরার পর আবারও পড়েছেন চোটে।
চোট কাটিয়ে ফিরে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই আবারও ছিটকে পড়ার আশঙ্কায় এই ব্রাজিলের তারকা। ইস্তেঘাল এফসির বিপক্ষে মাঠে নেমেও পুরো ম্যাচ খেলতে পারেননি নেইমার। মাঠের নামার ৩০ মিনিট পরেই ছাড়তে হয়েছে মাঠ।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে তাকে নামানো হয় মাঠে। তার এই হতাশার মাঝেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এস্তেগলালকে আল হিলাল হারিয়েছে ৩-০ ব্যবধানে। এই জয়ে হ্যাটট্রিক করেছেন সার্বিয়ান তারকা আলেক্সান্দার মিত্রোভিচ।
আল হিলাল জয় পেলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েহে নেইমারের চোট। ডান পায়ের পেছনের অংশে চোট পেয়েছেন তিনি। তাই বাধ্য হয়েই তাকে মাঠ তুলে নেন হিলালের কোচ। এক বছর পর মাঠে ফিরে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৪২ মিনিট খেলেছেন এই ব্রাজিলিয়ান।
উরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন নেইমার। এই ইনজুরি কতটা মারাত্মক তা এখনও পরিষ্কার না হলেও এই চোট বড় কিছু নয় বলে ভক্তদের নিশ্চিত করেছেন নেইমার।
ম্যাচের পর ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লিখেছেন, আশা করি, এটা বড় কিছু নয়...এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।