রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের দেড়যুগ পূর্তি এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে-২০২৪ উদযাপন করা হয়।
রবিবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে সমাপনী দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
পরে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে মিডিয়া চত্বরে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের দেড়যুগ পূর্তি এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে-২০২৪ উপলক্ষে কেক কাটা হয়।
সংক্ষিপ্ত বক্তাব্যে উপাচার্য বলেন, ‘ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে ও বেরোবি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ প্রতিষ্ঠার তারিখ ১০ নভেম্বর। এটি একইসঙ্গে বিরল ও সৌভাগ্যের ঘটনা। এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে দৃঢ় বন্ধন, তা সব বিভাগের জন্য অনুকরণীয়। এ ধরনের জিরো ডিসটেন্স ও বন্ধন বর্তমান বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য এআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদসহ এআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গাজী আজম/জোবাইদা/অমিয়/