ঢাকা ২ ফাল্গুন ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

বেরোবিতে ইউজিসির নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম
বেরোবিতে ইউজিসির নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ
ছবি : খবরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১২ জানুয়ারি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলামকে (জীবন) পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র জানায়, নতুন ভিসি দায়িত্ব গ্রহণের পরই ড. মো. তানজিউল ইসলামকে ক্যাফেটেরিয়ার পরিচালক করা হয়। একজন সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র অধ্যাপক।

নাম প্রকাশ না করার শর্তে একজন অধ্যাপক জানান, এই পদে অধ্যাপক থেকে দায়িত্ব দেওয়ার প্রচলন রয়েছে। এ ছাড়া ইউজিসির নিয়ম অনুযায়ী সেখানে একজনকে পূর্ণকালীন নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে অনেক অধ্যাপক রয়েছেন সেখানে একজন সহযোগী অধ্যাপককে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি।

এদিকে ক্যাম্পাসে একসময় আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের সক্রিয় সদস্য ছিলেন ড. তানজিউল। তাই জুলাই বিপ্লবের পাশে থাকা শিক্ষকরাও তার এ নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছেন।

ইউজিসির ২০২২ সালের ২০ মার্চ জারি করা নির্দেশনায় বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালকসহ (পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন) গুরুত্বপূর্ণ পদগুলোয় পূর্ণকালীন নিয়োগ দিতে হবে। অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি/সামরিক কর্মকর্তা বা কলেজের শিক্ষককে নিয়োগ দেওয়া যাবে না। পত্রে প্রতিষ্ঠাকাল ১০ বছর হয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে এসব পদে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অবিলম্বে নিয়োগ দিয়ে কমিশনকে জানাতে বলা হয়েছে।

কিন্তু বেরোবি প্রশাসন সেই নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রকের পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলামকে (ভারপ্রাপ্ত) দায়িত্ব দিয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, আমাদের লোকজন কম তাই তাকে (ড. মো. তানজিউল) আপাতত নিয়োগ হয়েছে। পরে বিজ্ঞপ্তি দিয়ে আমরা পূর্ণকালীন নিয়োগ দেব। 

ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এই ধরনের কিছু আমি শুনিনি। যদি নিয়মের ব্যত্যয় ঘটে অবশ্যই ইউজিসি ব্যবস্থা নিবে। আর আমি অন্য ডিভিশনের কাজ করি। এই ব্যাপারে প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ভালো বলতে পারবেন। তবে অনিয়ম হলে ইউজিসি সেটির ব্যবস্থা নিবে। 

এই ব্যাপারে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। 

গাজী আজম/জোবাইদা/

শাবিপ্রবির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম
শাবিপ্রবির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শাবিপ্রবির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা আনন্দ শোভাযাত্রা। ছবি: খবরের কাগজ

উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম প্রশাসনিক ভবন-১-এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।   

এরপর সবাইকে নিয়ে বেলুন ওড়ানো হয় এবং এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১-এর সামনে এসে শেষ হয়। সেখানে কেক কাটা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ সত্যিই আনন্দের দিন। আজ আমাদের বিশ্ববিদ্যালয় ৩৫ বছরে পদার্পণ করেছে। এই সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় বহুভাবে বিকশিত হয়েছে। এই উন্নয়নে যাদের অবদান রয়েছে বিশেষ করে সিলেটবাসী এবং যাদের চেষ্টায় এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে, আজকের এই দিনে আমি তাদের স্মরণ করছি। একই সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবের শহিদদের এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই ৩৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে একটি সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় নিয়ে দেশের মানুষ গর্ব করতে পারবে। আমরা বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা ও গবেষণা নির্ভর করে গড়ে তুলব। আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ২৫৩ কোটি টাকার দুইটি একাডেমিক ভবন নির্মাণের অনুমতি পেয়েছি। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, এখানে হযরত শাহজালাল (র.) এর নামে একটি কর্ণার তৈরি করার, আমরা সেটিও বাস্তবায়ন করব।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইসফাক আলী/সুমন/

ভালোবাসা দিবসে বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষেধ

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম
ভালোবাসা দিবসে বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষেধ
ছবি : খবরের কাগজ

ভালোবাসা দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগত প্রবেশ নিষেধ

করেছেন বেরোবি প্রশাসন। ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে এক পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। উক্ত সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।'

ভালোবাসা দিবসে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ বিষয়ে প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, 'দেশের বৃহত্তর স্বার্থে ভালোবাসা দিবসেও ক্যাম্পাসে বহিরাগত এর প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া আগামীকাল ঢাবির ক' ইউনিটের পরীক্ষা। তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল (১৫ ফেব্রুয়ারি বেরোবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গাজী আজম হোসেন/জোবাইদা/ 

দুই সপ্তাহের মধ্যে জবির ভর্তি পরীক্ষার ফলাফল: উপাচার্য

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম
দুই সপ্তাহের মধ্যে জবির ভর্তি পরীক্ষার ফলাফল: উপাচার্য
সংবাদ সম্মেলনে জবি উপাচার্য। ছবি: খবরের কাগজ

১৫ দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে ফলাফল দিয়ে অতি দ্রুত ভর্তি নিয়ে ক্লাস শুরু করার। পরীক্ষার ১৫ দিন বা দুই সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করব।’

এবার প্রতিটি ইউনিটে শিফটভিত্তিক পরীক্ষা হওয়ায় ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

উপাচার্য জানান, শুক্রবার সাড়ে ৯টা থেকে শান্তিপূর্ণভাবে ডি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

এ পরীক্ষায় ৮৫ থেকে ৯০ শতাংশ উপস্থিতির আশা করছেন তিনি।

এবার ডি ইউনিটে ৫৯০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ২৪ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪২ জন।

সকাল সাড়ে নয়টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নাইমুর/

জবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ এএম
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ এএম
জবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
কমিটির আহ্বায়ক মাসুদ রানা ও সদস্যসচিব সিফাত হাসান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা ও সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)  রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল সাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়েছে।

কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে আছেন ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন, মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী নওশিন নওয়ার জয়া ও উপদেষ্টা সদস্য হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী। 

এ ছাড়া কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আলী আহমেদ আরাফ, মো. ফেরদাউস শেখ, মো. শাহিন মিয়া। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সুমন আলী, মো. সোলেমান হোসেন, সাকিবুল হাসান, আমিনুল ইসলাম, আকরামুল হক আলী, আহমেদ আরাফ, শাহপরান আহমেদ শ্রাবণ, মো. স্বপন মিয়া, আম্মার বিন আসাদ ও তাহমিদুর রহমান।

কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান ও যুগ্ম সদস্যসচিব আশরাফ আরেফিন, কামরুল হাসান রিয়াজ, সাখাওয়াত হোসেন, মাসুদ রানা মাসুম, ইব্রাহিম খলিল, মাশরুর মাহমুদ শাকের।

সিনিয়র মুখ্য সংগঠক জুনায়েদ মাসুদ ও সংগঠক ওমর ফারুক শ্রাবণ, আতিকুর রহমান, রাকিব হোসেইন তুষার, তুষার আহমেদ সিয়াম, মো: রাকিবুল হাসান, মেহেদী হাসান ও সহ-মুখপাত্র সিয়াম হোসাইন।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন, পূজা মদক, তাফহিম রাফি, মেহেদী হাসান, মোহাম্মদ কায়েপ, বায়েজিদ হোসেইন, মো. রাজিব হোসেইন, মমিতা রাণী সূত্রধর, ফারজানা আক্তার, আব্দুর রহমান, মোহাম্মাদ নাহিদ, মুজাহিদুল ইসলাম, সিদরাতুল মুনতাহা তাওহিদাল, জাকির হোসেন, সুমাইয়া আফরিন, তৈমুর রহমান, মেহরাজ হোসেন তাইমুর, মুজাহিদুল হক জিহাদ, মাহিদ হাসান, সাজ্জাদুল ইসলাম নাঈম।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে ঢাবির ২ শিক্ষার্থী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২ পিএম
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে ঢাবির ২ শিক্ষার্থী
আমরণ অনশনে বসা ঢাবির দুই শিক্ষার্থী । ছবি: খবরের কাগজ

আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ওই শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হচ্ছে অনশন থেকে সরবেন না তারা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই দুই শিক্ষার্থী তিনটি প্লেকার্ড হাতে নিয়ে অনশনে বসেছেন। যেখানে লিখা, ‘আমরণ অনশন আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচার চাই’, ‘আমরণ অনশন, শহিদ আবু সাঈদ ওয়াসিম মুগ্ধের রক্ত লাল, আওয়ামী লীগের সেল্টার দেয় কোন দালাল।’

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক ও ২২-২৩ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের আবু সাঈদ।

জানা যায়, শুরুতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে আমরণ অনশনে বসার ঘোষণা দেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক। তিনি বলেন, ‘শুরুতে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপে স্ট্যাটাস দিই, পরে অনেক শিক্ষার্থীই সংহতি জানান। এর মধ্যে সাঈ আমার সঙ্গে অনশনে বসার ঘোষণা দিয়ে অনশনে বসেছেন। এতোদিন হয়ে গেল, এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারল না। তারা ২ হাজারের মতো মানুষ মেরেছে এই জুলাই গণঅভ্যুত্থানে। এছাড়া বিগত ১৫ বছরে যে ধরনের অপরাধ করেছে সবগুলোর বিচার নিশ্চিত করতে হবে।’

বিচার নিশ্চিত না করা হলে অনশন থেকে উঠবেন না উল্লেখ করে আবু সাঈদ খবরের কাগজকে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিচার না করা হচ্ছে, আমরা এখান থেকে সরছি না। আমরা চাই, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার নিশ্চিত করা হোক।’

আরিফ জাওয়াদ/মাহফুজ