ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বিসিএস ঠেকাতে জবি শিক্ষার্থীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
বিসিএস ঠেকাতে জবি শিক্ষার্থীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন মামলায় হয়রানির শিকার সাগর চৌধুরী। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর চাকরি ঠেকাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১২ তম ব্যাচের (২০১৬-২০১৭ সেশনের) শিক্ষার্থী সাগর চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী নওশের আলী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অভিযোগ করেন মামলায় হয়রানির শিকার সাগর চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। 

হয়রানির শিকার সাগর চৌধুরী এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তিনি ৪৬তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হয়ে লিখিতের প্রস্তুতি নিচ্ছেন। তিনি যেন বিসিএসে জয়েন করতে না পারেন সেজন্যেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে বলে অভিযোগ করেন সাগর।

তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর মাসে গোপালগঞ্জের কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। আমার বাবা একজন সেনা সদস্য ছিলেন। এর প্রেক্ষিতে আমরা একটা মামলা করি। কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমাদেরকে ৩০ লাখ টাকার বিনিময়ে মামলাটি উঠিয়ে নিতে বলে। কিন্তু আমরা করি না, আমরা চেয়েছিলাম আদালতের মাধ্যমে বিষয়টির বিচার হোক। এরপরে আমার বাবার হত্যা মামলার ২ মাস আগে পাশের গ্রামের একটি হত্যা মামলায় আমাকে আসামি করে চার্জশিট করে আমার বাবার হত্যাকারী কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। 

তিনি আরও বলেন, এ হত্যার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি ছোটবেলা থেকেই ঢাকায় থাকি কখনো এলাকায় থাকা হয়নি সেভাবে। আমি জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি অংশগ্রহণ করি। ৫ই আগস্ট স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরেও আমাকে সিআইডি ও বিভিন্ন সরকারি তদন্ত সংস্থার মাধ্যমে হয়রানিমূলক মামলায় আসামি করে চার্জশিটে আমার নাম অন্তর্ভুক্ত করেছে আমার বাবার হত্যাকারী কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ছেলে। সে এখন পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পোস্টে আছে। আমি এ হয়রানিমূলক হত্যা মামলা থেকে নিজেকে মুক্ত দেখতে চাই।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১০ম আবর্তনের শিক্ষার্থী মুন্না বলেন, সে জুলাই আন্দোলনে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিল। সে পুরান ঢাকায় থাকতো। সে তার বাসা গোপালগঞ্জে খুব কমে যেত। ২০২৩ সালে সে ঢাকাতেই ছিল। তাকে মিথ্যা এবং হয়রানিমূলক হত্যা মামলায় আসামি করা হয়েছে। আমরা এর সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাকে এই মামলা থেকে নিঃশর্তে মুক্তি চাই। 

তিনি আরও বলেন, মামলার বাদী গোপালগঞ্জ কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এখনও বহাল তবিয়তে এলাকায় বিচরণ করছে। তার ছেলে পুলিশের এসআই থাকায় সে এ কাজগুলো এখনও করে বেড়াচ্ছে। আমরা তারও বিচার দাবি করছি।

মুজাহিদ বিল্লাহ/মাহফুজ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:১৬ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৮:১৬ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একাধিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের বিচার ও রাজনীতিতে নিষিদ্ধকরণের দাবিতে ‘আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা-কর্মীরা। সেখান থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশ করেন। এ সময় তারা আওয়ামী লীগ ও নৌকা প্রতীক দ্রুত নিষিদ্ধের দাবি জানান।

নৌকা প্রতীকে আওয়ামী লীগের বাংলাদেশে কোন রাজনীতি হবে না উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ ও নৌকা প্রতীকে বাংলাদেশে কোনো রাজনীতি হবে না। নামে-বেনামে আওয়ামী লীগ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেটা যেখান থেকেই হোক। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। বাংলাদেশকে আমরা আরও একটি গণহত্যার দিকে ঠেলে দিতে পারি না।’

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন বলে, ‘আমরা যখন গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি, তখন একটা ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতাও মুখ খোলেননি। তাদের রিফাইন্ড করে আওয়ামী লীগ ফিরিয়ে আনার সুযোগ নেই। ৫ আগস্টের পর ক্ষমতা কাঠামোর পরিবর্তন হয়েছে। কিন্তু সেটি হয়নি। আমরা আগস্টে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম, এখনো তেমনই আছি। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, ততদিন আমরা মাঠে থাকব।’

এদিকে একই সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের ওপর গণহত্যা চালানোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর তারাও কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলের সমাপ্তি টানে।

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী বলেন, ‘এবার লীগকে সুযোগ দেওয়া হলে তারা অল্প কয়টা আসন নিয়ে বিরোধী দলে থেকে যাবে। আর তারা বিরোধী দলে থেকে কূটকচাল চালবে। তাদের কারণে বিএনপি তিন বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না।’

এ ছাড়া সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজ ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার করা কিন্তু তারা তা করতে পারেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে প্রয়োজনে গণভোট আয়োজন করা যেতে পারে। যেখানে বাংলাদেশের মানুষ রায় দেবে আওয়ামী লীগ বাংলাদেশে কোন রাজনীতি করতে পারবে না।’

অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের পক্ষে থেকে শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্ম

তিনি বলেন, ‘শনিবার (২২ মার্চ) বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে ইফতার ও অবস্থান কর্মসূচি পালন করবে এ মঞ্চ। আমরা সবার প্রতি আহ্বান জানাব, আপনারা যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ নিষিদ্ধ চান তাহলে এ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হোন।’

শুক্রবার মধ্যরাত ২টায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাখান করে বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে মিছিল বের করে একদল শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে স্মৃতি চিরন্তন হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

আরিফ জাওয়াদ/সুমন/

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেঞ্চ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৪৪ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেঞ্চ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেঞ্চ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুফা) আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল। ছবি: খবরের কাগজ

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেঞ্চ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুফা) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে ফরাসি ভাষা শিক্ষার বিভিন্ন সার্টিফিকেট কোর্স এবং স্নাতক ও স্নাতকোত্তরের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রসঙ্গ টেনে ডুফার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান খান বলেন, ‘সবাইকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগছে, বিশেষ করে এখানে আমার কিছু শিক্ষকও এসেছেন। সবমিলিয়ে আশা করব, প্রতি বছর এমন আয়োজন ধারাবাহিকতা বজায় থাকবে।’

আধুনিক ভাষা ইনস্টিটিউট (আভাই) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনে অর্থ, শ্রম, পরামর্শ সবই প্রয়োজন হয়। অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে যে, সদ্য পড়াশোনা শেষ হয়ছে কিন্তু টাকা-পয়সার কারণে অ্যালামনাইয়ের সঙ্গে যুক্ত হন না। আমরা চাই সবাইকে যুক্ত হবেন বিশেষ করে আমাদের কেন্দ্রীয় যে অ্যালামনাই রয়েছে, সেখানে আশা করব সবাই যুক্ত হবেন। আমরা সবাই এক হয়ে, এভাবেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অনেকদূর এগিয়ে নিতে চাই।’

সভাপতির বক্তব্যে ফ্রেঞ্চ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও অবসরপ্রাপ্ত বিসিএস (কর) কর্মকর্তা লিয়াকত আলী খান বলেন, ‘আমি শুধু ফ্রেঞ্চই শিখেনি, অন্তত পাঁচটি ভাষা শিখেছি। আমার চীনে যাওয়ার সুযোগ ছিল একই সময়ে ফ্রান্স সরকারের একটি বৃত্তিও পেয়ে যাই। যেহেতু আমি ফ্রেঞ্চ আগে শিখেছি, তাই ফ্রান্সেই চলে যাই। এখন পর্যন্ত আমি যতগুলো দেশে ঘুরেছি, স্থাপত্য দেখেছি সবচেয়ে আর্কষণীয় স্থাপত্য শহর মনে হয়েছে প্যারিসকে। শুধু প্যারিস না, ফ্রান্সের অনেক শহরই বেশ দৃষ্টিনন্দন। আশা করব যারা, ফরাসি ভাষা শিখছেন তাদের এই ভাষাটি অনেক কাজে লাগবে। আমি বিদেশি ভাষা জানার কারণে অনেক সমস্যা সমাধান করতে পেরেছি।’

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল বলেন, ‘আমরা আগামীতে এমন আয়োজন আরও বড় পরিসরে আয়োজন করতে চাই। বিশেষ করে, যারা সাবেক রয়েছেন তারা বর্তমানদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন এবং বর্তমানরাও বিভিন্ন অভিজ্ঞতা নিতে পারবেন। যার ফলে, অনেক শিক্ষার্থীই ফ্রেঞ্চ নিয়ে আগ্রহী হবেন। হয়ত তখনই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য সফল হবে।’

এ সময় ফ্রেঞ্চ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেবনাথের সঞ্চালনায় ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের আফিকুর রহমান নাহিদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রভাষক ইমদাদুল হক ইমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরিফ জাওয়াদ/সুমন/

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৫:০৪ পিএম
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্ক ঘুরে প্রধান ফটকের সামনে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্ক ঘুরে প্রধান ফটকের সামনে এসে শিক্ষার্থীরা জড়ো হয়। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানায়। 

বিক্ষোভে নানা ধরনের স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। ‘আওয়ামী লীগের রাজনীতি, বন্ধ করো, করতে হবে’, ‘ছাত্রলীগ বাংলাদেশ, একসাথে চলে না’, ‘এ্যাকশন টু এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন’, ‘গড়িমশি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘জুলাই বিপ্লবে পাখির মত গুলি করে যারা আমাদের ভাইদেরকে শহিদ করেছে, তারা কীভাবে এদেশে রাজনীতি করে। আজ আমাদের এই আন্দোলন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। যতদিন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে।’

বক্তব্যে শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ‘হাজার হাজার মায়ের কোল খালি করে নতুন বাংলাদেশে আমরা বসবাস করছি। শত সহস্র ভাইয়ের রক্তে এখনো আওয়ামী লীগের হাত রঞ্জিত। আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দিব না। আমরা ইন্টেরিম সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তারা জাতির সঙ্গে বেইমানি করবে। তাদের ভুলে গেলে চলবে না, তারা আবু সাইদ, মুগ্ধের মতো শত শত শহিদের রক্তের উপর বসে আছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশের শত্রু, জাতির শত্রু। সুতরাং আওয়ামী লীগকে পূনর্বাসনের চেষ্টা করবে তারাও আমাদের শত্রু হিসেবে গণ্য হবে। যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধেও আমরা কথা বলব।’

মুজাহিদ বিল্লাহ/মাহফুজ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে বৈষম্যবিরোধী নেতাদের অবস্থান কর্মসূচি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০১:৩১ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০১:৫৫ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে বৈষম্যবিরোধী নেতাদের অবস্থান কর্মসূচি
ছবি : খবরের কাগজ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। 

শুক্রবার (২১ মার্চ) সকাল ৫টা থেকে (বাদ ফজর) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পোস্টকে কেন্দ্র করে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নেন। হাসনাত আব্দুল্লাহর পোস্টে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে এবং এতে দেশ-বিদেশের বিভিন্ন চক্র জড়িত আছে উল্লেখ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নেন তারা। রমজানে রোজা রেখে ইফতার অবধি এ কর্মসূচি চলমান থাকবে বলে অবস্থানকারীরা জানিয়েছেন।   

এ সময় তারা জানান, হাসনাত আবদুল্লাহর রহস্যজনক ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হওয়ার পর থেকেই সারা দেশ তোলপাড় সৃষ্টি হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা, না করার ব্যাপারে ষড়যন্ত্র আঁচ করতে পেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বানে এই কর্মসূচি পালন করেন। তবে দাবি আদায় না হলে পরে একই দাবিতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানানো হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকার গণহত্যা চালিয়েছে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। কিন্তু উল্টো সেনাবাহিনীর একটি পক্ষ ও দেশীয় একটি চক্র তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। গণহত্যার পরও আওয়ামী লীগের অনুশোচনা নেই। বরং তাদের সমর্থকরা দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতসহ বিদেশি শক্তির সহায়তায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাদের দায়বদ্ধতার অংশ হিসেবেই বাদ ফজর থেকে অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

নিয়ামত/জোবাইদা/

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:৫৭ এএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০২:৪৪ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
ছবি : খবরের কাগজ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ সময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাখ্যান করেন। এদিকে একই দাবিতে শুক্রবার (২১ মার্চ) বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ ও গণ-অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করে একদল শিক্ষার্থী। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে স্মৃতি চিরন্তন হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থী। 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, ‘প্রধান উপদেষ্টার ওপর আমাদের ভরসা রয়েছে। তার আশপাশে নানা লোক বিভিন্ন বাধা সৃষ্টি করছে, বিভিন্ন এজেন্সি বাধা তৈরি করছে। অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা মাঠে থাকবে। শহিদের রক্তের সঙ্গে বেইমানি আমরা মেনে নেব না। প্রয়োজনে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে গণভোটের আয়োজন করা হোক। দেশের মানুষ চায়- খুনি আওয়ামী লীগ যেন ফিরতে না পারে।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে নিন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না।’

আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না উল্লেখ করে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘জনগণ ৫ আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। হয় আওয়ামী লীগ থাকবে, নয় ছাত্রসমাজ থাকবে। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না।’

এ সময় তিনি আজ শুক্রবার বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। 

এ সময় তারা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘আওয়ামী লীগের গতিতে আগুন জ্বালো এক সাথে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিন মধ্যরাতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে অভিযোগ করে ফেসবুকে স্ট্যাটাস দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন, তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আজ বিক্ষোভ: আজ শুক্রবার বাদ জুমা ঢাবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল করবে ইনকিলাব মঞ্চ। এ ছাড়া বিকাল ৩টায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের কথা রয়েছে ওই সংগঠনটির।

আরিফ জাওয়াদ/জোবাইদা/