
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের ওয়াশরুমে গলাকাটা দুটি বিড়ালছানার মরদেহ পাওয়ার পর হল প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তায় কার্যকরী ব্যাবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
গতকাল (১১ জুন) খবরের কাগজে ‘শাবিপ্রবির হলে কার্টনে গলাকাটা ২ বিড়ালছানা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।
বৃহস্পতিবার (১২ জুন) হল প্রশাসন সূত্রে জানা যায়, অপরাধীকে খোঁজে বের করতে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ চেক করার পাশাপাশি হলে অবস্থানরত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সিসিটিভি ফুটেজ ওয়াশরুম পর্যন্ত কভারেজ না দেওয়ায় বিড়াল হত্যার বিষয়ে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি জাহ্নবী দত্ত খবরের কাগজকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা ইতোমধ্যে অবগত হয়েছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয় খোলার পর এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলব।
সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, আমরা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ চেক করাসহ হলে অবস্থানরত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে আমাদের ধারনা কোনো বন্যপ্রাণী হলে প্রবেশ করে এ কাজটা করেছে।
প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে হলের বিড়ালের নিরাপত্তা ব্যবস্থা জোরদাারে পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, হলের আশেপাশে যেসব খোলা জায়গা আছে সেসব জায়গায় নেট দিয়ে বেড়া দেওয়ার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের আরও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
শুধু গতকাল নয়, এর আগের দিন মঙ্গলবারও হলের চতুর্থ তলায় একইভাবে দুটো বিড়ালছানার মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিটি বিড়ালছানারই শুধু গলায় বা এর আশেপাশে ক্ষতচিহ্ন ছিল। শরীরের আর কোথাও কোনো ক্ষতচিহ্ন ছিল না।
ইসফাক আলী/অমিয়/