
উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের এইচএসসি-৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঈদ পুনর্মিলনী-২০২৫ উপলক্ষে শনিবার (২১ জুন) এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
রাজধানীর কারওয়ান বাজারের স্টুডিও-২৩ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচের শতাধিক সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্তমান উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মো. এ এস এম ফরহাদ এবং সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান নয়ন।
অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কামাল হোসেন তালুকদার (জীবন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহ ফজলে রাব্বি।
গত ৬ ডিসেম্বর থেকে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো। পুনর্মিলনীতে উপদেষ্টা পরিষদের উপস্থিত সদস্যদের সম্মতি ও মতামতের ভিত্তিতে সংগঠনের নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মো. এ এস এম ফরহাদ, এফ এ মামুন, মো. মনিরুল হক ডাবলু, মো. আরিফুল ইসলাম এবং আবুল হাসনাত আমির ফয়সাল।
উল্লেখ্য, মুহাম্মদ কামাল হোসেন তালুকদার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, শাহ ফজলে রাব্বি একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং সমাজসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন। নতুন নেতৃত্বের হাত ধরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও সংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জাহাঙ্গীর আলম/