ঢাকা মহাধর্মপ্রদেশের নতুন সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজের অভিষেক । খবরের কাগজ
ঢাকা ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, রোববার, ১৯ মে ২০২৪

ঢাকা মহাধর্মপ্রদেশের নতুন সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজের অভিষেক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১১:৩৮ এএম
ঢাকা মহাধর্মপ্রদেশের নতুন সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজের অভিষেক
ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা মহাধর্মপ্রদেশের নতুন সহকারী বিশপ ও বাংলাদেশ বিশপ সম্মিলনির সঙ্গে যুক্ত হওয়া নতুন বিশপ সুব্রত বনিফাস গমেজের বিশপীয় অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) সকাল ৯টায় মহাখ্রিষ্টযাগের মাধ্যমে আর্চবিশপ বিজয়ের নেতৃত্বে তার অভিষেক সম্পন্ন হয়। এর পর বিকেলে সংবর্ধনা অনুষ্ঠান হয়।

বিশপ সম্মিলনীর চেয়ারম্যান ও ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই-এর নেতৃত্বে রমনা ক্যাথিড্রালে এই অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যানডালসহ সকল ধর্মপ্রদেশের বিশপরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশপীয় অভিষেকে আর্চবিশপ বিজয় বলেন, ‘ঢাকা মহাধর্মপ্রদেশ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি ধর্মপ্রদেশ। এর পালকীয়, আধ্যাত্মিক, মানবিক সেবা ও প্রশাসনিক দায়িত্বের ব্যাপ্ততা বহুমুখী ও কিছুটা জটিল। ধর্মপ্রদেশের নিবেদিত, দক্ষ ও অভিজ্ঞ যাজকসমাজ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সেবাকার্য বেশ ভালোভাবেই চলমান রয়েছে। তথাপি, বিশপীয় সেবাদায়িত্বকে আরেকটু সহভাগিতা ও এর বহুমুখী সেবা কার্যক্রমগুলো আরও শক্তিশালী, সুসংগঠিত এবং বেগবান করার লক্ষ্যে একজন সহকারী ধর্মপালের নিয়োগের আবেদন ভ্যাটিকানে করা হয়েছিল। তারই প্রেক্ষাপটে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ফাদার সুব্রত বনিফাস গমেজকে ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী ধর্মপাল হিসেবে মনোনীত করেছেন।’

তিনি আরও বলেন, ‘বিশপ সুব্রত বনিফাস গমেজ যাজক হিসেবে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনির সহকারী সেক্রেটারি, সিবিসিবি সেন্টারের পরিচালক, পবিত্র আত্মা উচ্চ সেমিনারিতে বিভিন্ন দায়িত্বসহ বহুমুখী প্রশাসনিক ও পালকীয় সেবাদায়িত্ব পালনে বেশ আন্তরিকতা, বিশ্বস্ততা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি এক জ্ঞানী, দূরদৃষ্টিসম্পন্ন একজন পরিচালক ও নেতা। অত্যন্ত সহজ, সরল, প্রার্থনাশীল, দায়িত্বশীল, বন্ধুবৎসল, গরিব দুঃখীদের প্রতি দরদি একজন ব্যক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ হিসেবে তার এই দীর্ঘ অভিজ্ঞতা আমাকে ও ধর্মপ্রদেশের সার্বিক মঙ্গলে বেশ শক্তিশালী ভূমিকা রাখবে।’

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল বাংলাদেশ খ্রিষ্টমন্ডলীর কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন সহকারী বিশপ সুব্রতকে অভিনন্দন জানান।

এ সময় তিনি বিশপের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ ছাড়াও এদিন কার্ডিনাল, ভ্যাটিকানের রাষ্ট্রদূতসহ সকল বিশপরা বিশপ সুব্রতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার পালকীয় কাজের জন্য মঙ্গল প্রার্থনা করেন।

সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশপীয় অভিষেক অনুষ্ঠিত হয় এবং বিকাল ৫টায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, ধর্মীয় নেতারা, সাংগঠনিক নেতারাসহ খ্রিষ্টভক্তরা বিশপ সুব্রতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিশপ সুব্রত বনিফাস গমেজ ১৯৬২ সালের ১৯ নভেম্বর গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পুর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা যোসেফ গমেজ ও মাতা মাগ্রেট পেরেরা। তিনি সেন্ট নিকোলাস উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং বিএ পাশ করেন। পরবর্তীতে ফিলিপাইনের ম্যানিলার সান্ত টমাস ইউনিভার্সিটি থেকে দর্শনশাস্ত্রে (এমএ) লাইসেন্সসিয়েট সম্পন্ন করেন।

বিশপ মাইকেল অতুল ডি’রোজারিও কর্তৃক ৪ ডিসেম্বর ১৯৮৯ খ্রিস্টাব্দে ডিকন এবং ১৯৯০ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল আর্চবিশপ মাইকেল রোজারিও কর্তৃক নিজ ধর্মপল্লী রাঙ্গামাটিয়াতে যাজক হিসেবে অভিষিক্ত হন বিশপ সুব্রত।

যাজক হিসেবে অভিষিক্ত হওয়ার পর তেজগাঁও ধর্মপল্লীতেই প্রথম যাজক সহকারী যাজক হিসেবে দায়িত্ব পান। পরে বিভিন্ন ধর্মপল্লীসহ বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনির সহকারী সেক্রেটারি জেনারেল, পবিত্র আত্মা উচ্চ সেমিনারির আধ্যাত্মিক পরিচালকের দায়িত্ব পালন করে। পরে ২০১৯ সালে পুনরায় তেজগাঁও ধর্মপল্লীতেই প্রধান পাল-পুরোহিত হয়ে দায়িত্ব নেন। সেখানে পাল-পুরোহিত হিসেবে পালকীয় সেবাকাজ করার সময়ই গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ মনোনীত হন তিনি।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

মে মাসেই স্বাভাবিক পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ : আইসিবি ব্যাংক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৩:৩৭ পিএম
মে মাসেই স্বাভাবিক পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ : আইসিবি ব্যাংক
আইসিবি ইসলামিক ব্যাংক

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (১৪ মে) এক হিসাব অনুযায়ী, এ বছর ব্যাংক থেকে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন হয়েছে। ব্যাংকের ইতিহাসে এত স্বল্প সময়ের মধ্যে এইবারই প্রথম এত পরিমাণ টাকা গ্রাহকরা উত্তোলন করেছেন।

এই স্বল্প সময়ে গ্রাহকরা অনেক পরিমাণ টাকা উত্তোলনের কারণে সাময়িক যে তারল্য সংকট হয়েছে তা অতিক্রম করার লক্ষ্যে ব্যাংক ম্যানেজমেন্ট ও স্টাফরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি সামলে ওঠার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাহায্য চেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে হচ্ছে। তাই এই মাসের মধ্যেই এ পরিস্থিতি সামলে ওঠার জন্য আইসিবি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

এই স্বল্প সময়ের জন্য গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে তারা। একইসঙ্গে আইসিবি ইসলামিক ব্যাংকের এ সময়ে ঋণ প্রদানে কোনো অনিয়মের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

চট্টগ্রামের বাঁশখালীতে ইস্টার্ন ব্যাংকের উপশাখা উদ্বোধন

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০২:৩০ পিএম
চট্টগ্রামের বাঁশখালীতে ইস্টার্ন ব্যাংকের উপশাখা উদ্বোধন
ছবি : বিজ্ঞপ্তি

চট্টগ্রামের বাঁশখালীতে ইস্টার্ন ব্যাংকের ৩৬তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ মে) শাখাটির উদ্বোধন করেন ৫নং কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ এন এম শাহদাত আলম চৌধুরী, ২নং সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফারুক, ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন ইবিএল ব্রাঞ্চ এরিয়া হেড (চট্টগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ, হেড অব করপোরেট বিজনেস (চট্টগ্রাম) সঞ্জয় দাস, হেড অব চট্টগ্রাম অপারেশনস শুভ্র কান্তি সাহা, অপারেশনস এরিয়া হেড (চট্টগ্রাম) মো. রেজাউল করিম শরীফ প্রমুখ।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

আইএফআইসি ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন শুরু

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১২:১৮ পিএম
আইএফআইসি ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন শুরু
ছবি : বিজ্ঞপ্তি

ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগে নারীদের প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

শুক্রবার (১৭ মে) ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’কে উপজীব্য করে শুরু হলো ‘প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন।

বৃহস্পতিবার (১৬ মে) চট্টগ্রামের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দুটি কম্পিউটার ও ১২০টি বই প্রদানের মধ্য দিয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। 

পর্যায়ক্রমে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে ব্যাংক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে যে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে নারীদের অংশগ্রহণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজ গঠন করতে পারব। এই উদ্যোগ আমাদের সমাজের নারীদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যাবস্থাপক মো. নাজিমুল হক, সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ফারিহা হায়দার, চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম, ব্যাংক ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মীসহ শতাধিক শিক্ষার্থী।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

অগ্রণী ব্যাংকের পরিচালক নাফিউল হাসান

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৯:৪২ এএম
অগ্রণী ব্যাংকের পরিচালক নাফিউল হাসান
ছবি : বিজ্ঞপ্তি

অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালক পদে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ (অতিরিক্ত সচিব) নাফিউল হাসান। 

বৃহস্পতিবার (১৬ মে) তিনি পরিচালক হিসেবে যোগ দিলে ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুরশেদুল কবীরসহ পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা নাফিউল হাসান তার কর্মজীবনে বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পিপিপি পলিসি কনসালটেন্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, ন্যাশনাল ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং পরে অস্ট্রেলিয়ার পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একজন সার্টিফাইড প্রফেশনাল।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৯:২৪ এএম
কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক
ছবি : বিজ্ঞপ্তি

বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এই সম্পর্কিত যন্ত্রপাতি কিনতে কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। 

শুক্রবার (১৭ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের প্রান্তিক পর্যায় থেকে আসা কৃষকদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে প্রান্তিক কৃষকদের এই আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক। এ সময় কোস্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এম রেজাউল করিম চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/