ঢাকা ৩০ কার্তিক ১৪৩১, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও উত্তর: বাংলা প্রথম পত্র

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১২:৩৩ পিএম
আপডেট: ১৫ মে ২০২৪, ১২:৪২ এএম
অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও উত্তর: বাংলা প্রথম পত্র
সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের  ‘গল্প: বিলাসী’ থেকে আরও ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর এবং ‘কবিতা: বিদ্রোহী’ থেকে মূলভাব নিয়ে আলোচনা করা হলো।
 
গল্প: বিলাসী
৩১. ‘নিকা’ শব্দটি ‘বিলাসী’ গল্পে ব্যবহৃত হয়েছে-
ক. বাগান অর্থে  খ. হিল্লা অর্থে
গ. বিয়ে অর্থে      ঘ.সম্বন্ধ অর্থে
উত্তর: গ. বিয়ে অর্থে।
 
৩২. মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন গ্রহণ করেছিল কেন?
ক. বিলাসীকে ভালোবাসার কারণে
খ. সাপ-ধরা তার শখ ছিল বলে
গ. এ জীবন ভালো লাগতো বলে
ঘ. চক্রান্তে গ্রাম ছাড়া হয়েছিল বলে
উত্তর: ক. বিলাসীকে ভালোবাসার কারণে।
 
৩৩. ‘চল্লিশের কোঠা’ কী?
ক. একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত
খ. চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত
গ. উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত
ঘ. চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত
উত্তর: খ. চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত।
 
৩৩. ‘কামস্কাটকা’ কী?
ক. দ্বীপ        খ. উপদ্বীপ
গ. সাগর      ঘ. মহাসাগর
উত্তর: খ. উপদ্বীপ।
 
৩৪. পৃথিবীর গভীরতম হৃদ কোনটি?
ক. বাসল্ট         খ. ক্যাস্পিয়ান
গ. বৈকাল        ঘ. কাপ্তাই
উত্তর: গ. বৈকাল।
 
৩৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি?
ক. শ্রীকান্ত       খ. চরিত্রহীন
গ. দেবদাস      ঘ. পথের দাবী
উত্তর: ক. শ্রীকান্ত।
 
কবিতা: বিদ্রোহী 
প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতার মূলভাব লিখ।
উত্তর: মূলভাব: বিংশ শতকের দ্বিতীয় দশকে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার প্রকাশ ছিল বাংলা সাহিত্যে এক বৈপ্লবিক ঘটনা। এ কবিতা হাজার বছরের বাংলা কবিতার আবেগ, ঐতিহ্য, বিষয়বস্তুকে এক নতুন মাত্রা দান করেছে। কারণ এ কবির কণ্ঠস্বর এবং কবিতার এ ভাষা এর আগে বাংলা কবিতায় কখনো শোনা যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের শক্তিশালী বলয় বা প্রভাব ভেঙে নতুন করে বাংলা কবিতার ধারা প্রতিষ্ঠা সম্ভব হচ্ছিল না। ফলে ত্রিশের দশকে যারা নতুন করে রবীন্দ্র চেতনার বাইরে নতুন এক বাংলা সাহিত্য গড়ে তোলার চেষ্টা করেন, ঠিক তাদের আগেই কাজী নজরুল ইসলাম একা গোষ্ঠীহীন, দলহীন এক ব্যক্তি হয়ে বাংলা কবিতার নতুন ধারার নির্মাতা হয়ে যান। বস্তুত ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হওয়ার পরই কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি চারপাশে ছড়িয়ে পড়ে এবং তিনি হয়ে ওঠেন আধুনিক বাংলা কবিতার নতুন এক স্বপ্নদ্রষ্টা দ্রোহী-পুরুষ। এ কবিতার ভাবে-আবেগে-বিষয়বস্তুতে যে নতুনত্ব দেখা দিল তা আসলে বহুকাল ধরে বাঙালিরা চাইছিল। শত শত বছরের পরাধীনতার গ্লানি মোচন করে স্বাধীনতার কথা শিল্প-সাহিত্যে তখনো সরাসরি কারও কণ্ঠে উচ্চারিত হয়নি। ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে স্পষ্ট কথা বলার সাহস বাঙালি শিল্পী-কবি-সাহিত্যিকদের তৈরি হয়নি। কিন্তু ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আর কারও বুঝতে বাকি থাকেনি, এ কবিতা পরাধীন ব্রিটিশ শক্তির ভিত্তিমূলে আঘাত হেনেছে। ফলে স্বাভাবিকভাবেই এ কবিতার পঠন-পাঠনে-শ্রবণে সাধারণ মানুষ উজ্জীবিত হয়েছে এবং ব্রিটিশ রাজশক্তি অনুধাবন করতে পেরেছে বাংলা সাহিত্যে যে প্রতিবাদের জোয়ার এসেছে তা তাদের শান্তিতে থাকতে দেবে না। এ কবিতার জন্য না হলেও অল্প কিছুদিনের মধ্যেই কাজী নজরুল ইসলামকে ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য কারাগারে যেতে হয়। ব্রিটিশ ভারতের ইতিহাসে এই প্রথম সাহিত্য রচনার জন্য রাজশক্তির রোষানলে কোনো কবি কারাগারে গেলেন। ‘বিদ্রোহী’ কবিতার মূল চেতনাই ছিল আত্মশক্তির জাগরণ, আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও জাতি গড়ে তোলা। তাই এ কবিতার প্রায় প্রতিটি লাইনেই “আমি” শব্দটির ব্যবহার মূলত আত্মশক্তিতে বলীয়ান হওয়ার অনুপ্রেরণায় ব্যবহৃত হয়েছে। কবি বুঝতে পেরেছিলেন বহুকালের পরাধীনতায় জর্জরিত ভারতবাসী আত্মশক্তি-আত্মমর্যাদাবোধ এমনকি স্বাধীন বিবেকবোধও হারিয়ে ফেলেছে। তাই সবার আগে আত্মমর্যাদাবোধ ও আত্মশক্তি জাগ্রত না হলে এ জাতিকে সর্বভারতীয় জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করা সম্ভব নয়। এ কারণেই হিন্দু-মুসলিম নির্বিশেষে সব ধর্ম-বর্ণের মানুষকে ‘বিদ্রোহী’ কবিতা নতুনভাবে উজ্জীবিত হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। বারবার কবি হিন্দু-মুসলিম পৌরাণিক অনুষঙ্গের ব্যবহার করেছেন যেন ভারতবাসী উপলব্ধি করতে পারে তাদের অতীত ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতি সত্যিকার অর্থেই ব্রিটিশ শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। অতীত বিস্মৃত ভারতবাসীকে এ কবিতায় কবি চেয়েছেন ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-অসাম্প্রদায়িক মানসিকতার ভিত্তিতে জাগ্রত করতে। কবি জানতেন ভারতীয়রা তাদের অন্তরের শক্তি হারিয়ে ফেলেছে; যার কারণ সুদীর্ঘ কালের ঔপনিবেশিক শোষণ ও অত্যাচার। তাই এমন কারও দরকার ছিল, যিনি ভারতবাসীকে অবশ্যই জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে শক্তিশালী দৃঢ় মানসিকতায় উজ্জীবিত করতে পারবেন। এ কবিতায় কবি তেমন নেতৃত্বের-ই প্রত্যাশা করেছেন। তবে ‘বিদ্রোহী’ কবিতায় শুধুই যে ভারতবাসীর মুক্তির কথা বলা হয়েছে তা নয়; বরং কবি চেয়েছেন বিশ্বের সব প্রান্তের নিপীড়িত-নির্যাতিত-বঞ্চিত-শোষিত মানুষের মুক্তি। এ কবিতাকে কেবল ভারতীয় গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষায় রচিত বললে ভুল হবে; বরং কবির বিশ্ব-সচেতন মানসিকতা এবং বিশ্ব-মানবতার মুক্তির চিন্তা কবিতাটির অন্যতম বিষয়বস্তু। বিশ্বের সব প্রান্তের মানুষের স্বাধীনতা ও মুক্তি, অসাম্প্রদায়িকতা ও ঐক্য ‘বিদ্রোহী’ কবিতায় কবির প্রধান প্রত্যাশা। বিশ্বসাহিত্যের ইতিহাসের এমন বিপ্লবী-চেতনার এবং দ্ব্যর্থহীন আবেগের কবিতা বিরল। এমন কবিকণ্ঠ এবং নির্ভীক সাহসী উচ্চারণ আর শক্তিশালী শব্দ-উপমায় অনুভূতির প্রকাশ বিশ্বসাহিত্যে তেমন সুলভ নয়।
 
আরও পড়ুন:

লেখক : 

প্রভাষক, বাংলা বিভাগ, 
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
 
জাহ্নবী

হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র
হিসাববিজ্ঞানে খতিয়ান বইকে সব বহির রাজা বলা হয়। ছবি- সংগৃহীত


দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪২. বাট্টা সাধারণত কত প্রকার?
ক. ১ প্রকার     খ. ২ প্রকার
গ. ৩ প্রকার    ঘ. ৪ প্রকার

৪৩. পণ্যের লিখিত মূল্যের ওপর ব্যবসায়ীরা ক্রেতাকে যে ছাড় দেন তাকে কী বলে?
অথবা, কোনো দ্রব্যের তালিকা মূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয় তাকে কী বলে?    
ক. নগদ বাট্টা        খ. পরিমাণ বাট্টা
গ. কারবারি বাট্টা    ঘ. বিশেষ বাট্টা

৪৪. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
ক. পরিমাণ বাট্টা    খ. ক্রয় বাট্টা
গ. বিক্রয় বাট্টা      ঘ. নগদ বাট্টা

৪৫. আসিফ নগদ ১,০০,০০০ টাকা, ৭০,০০০ টাকার যন্ত্রপাতি ও ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। যদি বাপ্পির কাছে পণ্য বিক্রি ৮,০০০ টাকা ও ভাড়া প্রদান ৫,০০০ টাকা হয় তবে নগদান হিসাবের জের হবে-    
ক. ৯৫,০০০ টাকা
খ. ১,০০,০০০ টাকা
গ. ১,০৩,০০০ টাকা    
ঘ. ১,০৫,০০০ টাকা

৪৬. তিনঘরা নগদান বইয়ে কলাম কতটি থাকে?
অথবা, তিনঘরা নগদান বইয়ের মোট ঘরের সংখ্যা কতটি?    
ক. ১০টি    খ. ১২টি
গ. ১৪টি    ঘ. ১৬টি

৪৭. নগদ বাট্টা কোন নগদান বইতে লেখা হয়?    
ক. একঘরা নগদান বই    
খ. দুঘরা নগদান বই
গ. বহুঘরা খচরা নগদান বই    
ঘ. তিনঘরা নগদান বই

৪৮. তাইজুলের কাছ থেকে ১০% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। বাট্টার পরিমাণ কত?    
ক. ৫৪০ টাকা       খ. ৬০০ টাকা
গ. ৫,৪০০ টাকা    ঘ. ৬,০০০ টাকা

৪৯. তামিম অ্যান্ড কোংয়ের অগ্রদত্ত অর্থের পরিমাণ ২,০০০ টাকা। মে মাসের শেষে হাতে নগদ টাকার পরিমাণ ৬০০ টাকা। মে মাসে খরচের পরিমাণ কত?    
ক. ৬০০ টাকা      খ. ১,৪০০ টাকা
গ. ২,০০০ টাকা    ঘ. ২,৬০০ টাকা

৫০. মি. বড়ুয়া তার প্রতিষ্ঠানে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। নির্ধারিত অগ্রদত্ত টাকার পরিমাণ ৫,০০০ টাকা। ২০১৪ সালের ডিসেম্বরে মোট খুচরা খরচের পরিমাণ ৪,৫০০ টাকা। জানুয়ারি মাসের শুরুতে পেটি ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা খরচের জন্য কত টাকার চেক পাবে?
ক. ৫০০ টাকা    
খ. ৪,৫০০ টাকা
গ. ৫,০০০ টাকা    
ঘ. ৯,৫০০ টাকা

৫১. ডেবিট নোট কে তৈরি করে?    
ক. ক্রেতা         খ. সরবরাহকারী
গ. উৎপাদক    ঘ. বিক্রেতা

৫২. ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়?    
ক. ভাউচার           খ. চালান
গ. ক্রেডিট নোট    ঘ. ডেবিট নোট

৫৩. ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?    
ক. বিক্রয় ফেরত    
খ. ক্রয় ফেরত
গ. দৈনিক ক্রয় বহি    
ঘ. দৈনিক বিক্রয় বহি

৫৪. বিক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহৃত হয়?
ক. ভাউচার          খ. চালান
গ. ডেবিট নোট    ঘ. ক্রেডিট নোট

৫৫. নিচের কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত হিসাবভুক্ত করা হয়?    
ক. ক্যাশমেমো    খ. চালান
গ. ডেবিট নোট    ঘ. ক্রেডিট নোট

৫৬. প্রকৃত জাবেদায় কোন লেনদেনটি লিপিবদ্ধ করা হয়?
ক. ধারে পণ্য ক্রয়     
খ. বাকিতে যন্ত্রপাতি ক্রয় 
গ. নগদ ক্রয়    
ঘ. ধারে পণ্য বিক্রয়

৫৭. কোন বইকে সব বহির রাজা বলা হয়?
ক. জাবেদা    খ. খতিয়ান
গ. ক্রয় বহি    ঘ. বিক্রয় বহি

উত্তর: ৪২। খ, ৪৩। গ, ৪৪। ঘ, ৪৫। ক, ৪৬। ক, ৪৭। ঘ, ৪৮। খ, ৪৯। খ, ৫০। খ, ৫১। ক, ৫২। ঘ, ৫৩। খ, ৫৪। গ, ৫৫। গ, ৫৬। খ, ৫৭। খ।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

বানান ও অভিধান পরিচ্ছেদের ১২টি এক কথায় প্রশ্নোত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম
বানান ও অভিধান পরিচ্ছেদের ১২টি এক কথায় প্রশ্নোত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের পড়া বোঝাচ্ছেন। প্রতীকী ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায়

পঞ্চম পরিচ্ছেদ: বানান ও অভিধান

এক কথায় প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১১. ‘নির্নয়’ শব্দটির সঠিক বানান কী?
উত্তর: ‘নির্নয়’ শব্দটির সঠিক বানান ‘নির্ণয়’।

প্রশ্ন-১২. ‘উত্তরাধীকার’ শব্দটির সঠিক বানান কী?
উত্তর: ‘উত্তরাধীকার’ শব্দটির সঠিক বানান ‘উত্তরাধিকার’।

প্রশ্ন-১৩. ‘ইংরেজী’ শব্দটি সঠিক বানান কী?
উত্তর: ‘ইংরেজী’ শব্দটির সঠিক বানান ‘ইংরেজি’।

প্রশ্ন-১৪. ‘অস্তিত্ত্ব’ শব্দটির সঠিক বানান কী?
উত্তর: ‘অস্তিত্ত্ব’ শব্দটির সঠিক বানান ‘অস্তিত্ব’।

প্রশ্ন-১৫. ‘গুরুত্ত্ব’ শব্দটির সঠিক বানান কী?
উত্তর: ‘গুরুত্ত্ব’ শব্দটির সঠিক বানান ‘গুরুত্ব’।

প্রশ্ন-১৬. ‘বয়ষ্ক’ শব্দটির সঠিক বানান কী?
উত্তর: ‘বয়ষ্ক’ শব্দটি সঠিক বানান ‘বয়স্ক’।

প্রশ্ন-১৭. মনবৃত্তি শব্দটির সঠিক বানান কী?
উত্তর: মনবৃত্তি শব্দটির সঠিক বানান মনোবৃত্তি।

আরো পড়ুন :  বানান ও অভিধান পরিচ্ছেদের ১টি বর্ণনামূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব

প্রশ্ন-১৮. ‘বৈশিষ্ট’ শব্দটির সঠিক বানান কী?
উত্তর: ‘বৈশিষ্ট’ শব্দটির সঠিক বানান বৈশিষ্ট্য।

প্রশ্ন-১৯. ‘বস্তূ’ শব্দটির সঠিক বানান কী?
উত্তর: ‘বস্তূ’ শব্দটির সঠিক বানান বস্তু।

প্রশ্ন-২০. ‘জিনিষ’ শব্দটির সঠিক বানান কী?
উত্তর: ‘জিনিষ’ শব্দটির সঠিক বানান জিনিস।

প্রশ্ন-২১. ‘ধৈর্য্য’ শব্দটির সঠিক বানান কী?
উত্তর: ‘ধৈর্য্য’ শব্দটির সঠিক বানান ধৈর্য।

প্রশ্ন-২২. ‘প্রবনতা’ শব্দটির সঠিক বানান কী?
উত্তর: ‘প্রবনতা’ শব্দটির সঠিক বানান প্রবণতা।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ 
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

বাংলা বিষয়ের ১১টি প্রশ্নোত্তর, ১৩তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:০৫ পিএম
বাংলা বিষয়ের ১১টি প্রশ্নোত্তর, ১৩তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ক্যাডেট কলেজের শিক্ষার্থী মার্চপাস্ট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট: বাংলা

প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি লেখ।
ক। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
i. ২টি         ii. ৩টি         
iii. ৪টি         iv. ৬টি 
উত্তর: iii. ৪টি।

খ। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
i. অক্ষর         ii. বর্ণ     
iii. ধ্বনি         iv. স্বর 
উত্তর: ii. বর্ণ।

গ। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনি সৃষ্টি হয়?
i. ও + ই     ii. অ + ই     iii. এ + ই     iv. ক + ই 
উত্তর: ii. অ + ই।

ঘ। কোন বর্ণগুলো উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হয়?
i. ক, খ, গ         ii. ত, থ, দ     
ii. ন, ম, ঙ         iv. প, ফ, ব
উত্তর: iii. ন, ম, ঙ।

ঙ। ‘র’ বর্ণে দ্যোতিতে ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে একে কী ধ্বনি বলা হয়?
i. স্পর্শ ii. তালব্য  iii. কম্পনজাত iv. পার্শ্বিক 
উত্তর: iii. কম্পনজাত।

আরো পড়ুন : বাংলা বিষয়ের ১৩টি প্রশ্নোত্তর, ১২তম পর্ব

চ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
i. প্রকৃতি     ii. প্রত্যয়     iii. কার     iv. ফলা
উত্তর: iv. ফলা।

ছ। কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
i. ধ্বনিতত্ত্বে       ii. রূপতত্ত্বে     
iii. বাক্যতত্ত্বে     iv. ভাষাতত্ত্বে
উত্তর: ii. রূপতত্ত্বে।

জ। ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত এই ২৫টি বর্ণকে একত্রে কী বলা হয়?
i. ব্যঞ্জনবর্ণ          ii. স্বরবর্ণ     
iii. স্পর্শ বর্ণ         iv. যৌগিক বর্ণ
উত্তর: iii. স্পর্শ বর্ণ।

ঝ। বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ কয়টি?
i. ২টি     ii. ৪টি     iii. ৬টি     iv. ৮টি 
উত্তর: i. ২টি।

ঞ। কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
i. সাধু ভাষা     ii. কথ্য ভাষা  
iii. চলিত ভাষা     iv. লেখ্য ভাষা 
উত্তর: i. সাধু ভাষা।

লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা

কবীর

২টি Formal Letter Writing, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৭ পিএম
২টি Formal Letter Writing, এইচএসসি ইংরেজি ২য় পত্র
Letter Writing-এ Subject অবশ্যই লিখতে হবে। প্রতীকী ছবি- সংগৃহীত

Formal Letter Writing

1. Write a letter to the UNO for repairing a road.
14 June, 2024
The UNO
Ruppur Upazila
Comilla.

Subject: Prayer for repairing a road.
Sir, 
With due respect I beg to state that the recent flood has destroyed a vital road of our area. The road has connected five villages with the district road. As a result people of the locality are suffering much. The businessmen have to use this road for carrying their goods to the town. The students use this road for going to schools and colleges. No vehicles can move on this road. As a result normal activities of the area have been paralysed. Even it becomes quite impossible to carry the patients to the district hospital. The sufferings of the people know no bounds.
I therefore pray and hope that you would be kind enough to take necessary steps to repair the bridge. 


Yours faithfully
B
On behalf of the inhabitants of Ruppur Upazila.

2. Application about withdrawal of library caution money.
15 June, 2024
The Principal
X college
Dhaka.

Subject: Prayer for withdrawal of library caution money.
Sir,
With due respect, I would like to lay before you the following facts for your kind consideration and necessary action.
I was the student of this college and appeared in the HSC examination from Science group in the session 2010-2011. I secured GPA 5. My class roll number was 50; section A. I deposited taka 500 for collecting my library card. Now I have submitted all the books that I borrowed from the library. I want to withdraw the library caution money. 
I therefore pray and hope that you would be kind enough to grant my prayer and oblige thereby.


Yours obediently
B
HSC Roll : 23456
Session 2023-2024

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্নোত্তর, এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০১:১৯ পিএম
প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্নোত্তর, এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শশাঙ্ক। তিনি চৌকস শাসক ও রণকৌশলী ছিলেন। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (৩২৬ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১২০৪ খ্রিষ্টাব্দ)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর-১ 

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।

গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসনকর্তাকে বলা হতো 'মহাসামন্ত'। শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত। একজন চৈনিক পরিব্রাজক তাকে বৌদ্ধধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেন। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক।

ক) সেন বংশের শাসকদের কী বলা হয়?    ১
খ) কীভাবে মাৎস্যন্যায়ের অবসান হলো?    ২
গ) উদ্দীপকে কোন রাজার কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।        ৩
ঘ) প্রাচীন বাংলার ইতিহাসে তিনি প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক উক্তিটি যথার্থতা নিরূপণ করো।    ৪

উত্তর: ক) সেন বংশের শাসকদের ‘সেনরাজ’ বলা হয়। তারা বাংলার ওপর প্রায় ১১৫৯ থেকে ১২২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন।

খ) মাৎস্যন্যায় বলতে সমাজে বিশৃঙ্খল অবস্থা ও আইনশৃঙ্খলার অনুপস্থিতিকে বোঝানো হয়। এটি ছিল এক ধরনের অব্যবস্থাপনা যেখানে শক্তিশালীরা দুর্বলদের ওপর প্রভাব খাটাত। পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা গোপাল প্রথম এই মাৎস্যন্যায়ের অবসান ঘটান। তিনি শক্তিশালী শাসনব্যবস্থা প্রবর্তন করে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করেন, যা বাংলার সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গ) উদ্দীপকে উল্লেখিত রাজার নাম শশাঙ্ক। তিনি গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এবং প্রাচীন বাংলার ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক হিসেবে পরিচিত ছিলেন। শশাঙ্ক গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন সামন্ত থেকে স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন। বাংলার প্রথম সার্বভৌম শাসক হিসেবে শশাঙ্কের অবদান ঐতিহাসিকভাবে অপরিসীম। তার শাসনামল বাংলার রাজনীতিতে স্বাধীনতার ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। পরে পাল ও সেন রাজাদের সময়কালেও শশাঙ্কের প্রভাব লক্ষ করা যায়, কারণ তিনিই প্রথম শাসক যিনি বাংলায় একটি স্বাধীন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং একে শক্তিশালী রাজ্যে পরিণত করেন।
শশাঙ্কের ধর্মীয় নীতি ও দৃষ্টিভঙ্গি বিশেষভাবে আলোচিত হয়। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙের বিবরণ অনুযায়ী, শশাঙ্ক ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতি বিরূপ মনোভাবাপন্ন। তিনি হিন্দু ধর্মের অনুরাগী ছিলেন এবং বৌদ্ধ ধর্মের অনুসারীদের ওপর নির্যাতন চালিয়েছিলেন বলে জানা যায়। যদিও এই বিবরণ নিয়ে কিছু বিতর্ক রয়েছে, তবু শশাঙ্কের ধর্মীয় দৃষ্টিভঙ্গি তার শাসনামলে বৌদ্ধ ধর্মের ওপর প্রভাব ফেলেছিল।
শশাঙ্ক প্রাচীন বাংলায় প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক হিসেবে পরিচিত। তিনি একটি শক্তিশালী ও স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন, যা পূর্বভারতে বাংলার রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি করে। তার সামরিক শক্তি এবং রাজনৈতিক কৌশল তাকে অন্য শাসকদের থেকে পৃথক করেছে। শশাঙ্কের শাসনকালে তার রাজ্য মগধ ও বর্তমান বাংলা অঞ্চলে বিস্তৃত ছিল। শশাঙ্কের শক্তিশালী শাসনব্যবস্থা এবং সামরিক ক্ষমতা পূর্ব ভারতে বাংলাকে এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছিল।

আরো পড়ুন :  প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায়ের ২৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব

ঘ) উদ্দীপকের উক্তিটি শশাঙ্কের ক্ষেত্রে যথার্থ। বাংলা তথা পূর্ব ভারতে শশাঙ্ক প্রথম স্বাধীন সার্বভৌম শাসক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার শাসনামলে গৌড় রাজ্য একটি শক্তিশালী ও সংগঠিত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।
১. স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা: শশাঙ্ক ছিলেন একাধারে চৌকস শাসক ও রণকৌশলী। তিনি গুপ্ত রাজাদের অধীনস্থ সামন্ত থেকে নিজের স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন।

২. ধর্মীয় নীতিতে কঠোরতা: শশাঙ্ক বৌদ্ধধর্মের প্রতি বিরূপ ছিলেন বলে হিউয়েন সাঙ উল্লেখ করেন। বলা হয়, তিনি বৌদ্ধ ভিক্ষুদের ওপর নির্যাতন চালান এবং বৌদ্ধ ধর্মের প্রসার রোধ করতে চেষ্টা করেন।

৩. রাজনৈতিক ক্ষমতায়নের প্রসার: শশাঙ্ক পূর্ব ভারতে প্রথম শক্তিশালী শাসনব্যবস্থা গড়ে তোলেন। তার সময়েই বাংলা অঞ্চল ভারতীয় রাজনীতিতে প্রথমবারের মতো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

৪. ভূমি সম্প্রসারণ: শশাঙ্ক তার শাসনকালীন দক্ষিণাপথ থেকে শুরু করে মগধ পর্যন্ত বিস্তৃত ভূমি জয় করেন, যা বাংলার প্রথম রাজনৈতিক স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।

৫. ইতিহাসে প্রভাব: শশাঙ্কের ক্ষমতার প্রসার ও সাম্রাজ্যের বিস্তার বাংলার ঐতিহাসিক স্বাধীনতার পথ রচনা করেছিল, যা পরবর্তী সেন ও পাল রাজাদের রাজত্বকালে প্রভাব ফেলে।
সুতরাং শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন ও গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক বলা সংগতিপূর্ণ, কারণ তার শাসনামলেই প্রথমবারের মতো বাংলায় একটি সংগঠিত ও শক্তিশালী শাসনব্যবস্থা গড়ে ওঠে, যা বাংলার রাজনৈতিক ইতিহাসে বিশেষ স্থান দখল করে।

লেখক : সহকারী শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, সাভার, ঢাকা

কবীর