
তৃতীয় অধ্যায়: ভূমিরূপ পরিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকের আলোকে ৮০ ও ৮১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে ভারতের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে পাঁচটি নদীর পানি সংগ্রহ করে কুড়িগ্রাম জেলার মাজাহরালীতে দক্ষিণ দিকে মোড় নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
৮০। উদ্দীপকের পাঁচটি নদী কোন নদী ব্যবস্থার সৃষ্টি করেছে?
ক) গঙ্গা-ব্রহ্মপুত্র খ) ব্রহ্মপুত্র-পদ্মা
গ) মেঘনা-ব্রহ্মপুত্র ঘ) ব্রহ্মপুত্র-যমুনা
৮১। উদ্দীপকের নদীটি প্রবাহপথে যে নদীগুলোর পানি সংগ্রহ করে-
i. ডিহঙ্গ ii. লুহিত
iii.আত্রাই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৮২। কোন অঞ্চলে দিন ও রাতের তাপের ব্যাপক পার্থক্য হয়ে থাকে?
ক) মেরু খ) সুমেরু
গ) মরু ঘ) বিষুবীয়
৮৩। হাওয়াই দ্বীপের উৎপত্তি হয় কীভাবে?
ক) ভূমিকম্পের কারণে খ) অগ্ন্যুৎপাতের ফলে
গ) প্লেটের সঞ্চালনে ঘ) সমুদ্রতলের উত্থানে
নিচের উদ্দীপকটি পড়ে এবং ৮৪ ও ৮৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রহিম ও করিম অফিসে কাজ করতে গিয়ে লক্ষ করল টেবিল, চেয়ার মৃদু কাঁপছে। তারা তাড়াতাড়ি অন্যদের সতর্ক করে রাস্তায় গিয়ে দাঁড়াল।
৮৪। রহিম ও করিম যে বিষয়টি অনুভব করলেন তা কোন ধরনের পরিবর্তনের ফলে সৃষ্টি হয়?
ক) ধীর পরিবর্তন খ) আকস্মিক পরিবর্তন
গ) মহীভাবক আলোড়ন ঘ) গিরিজনি আলোড়ন
৮৫। উদ্দীপকের অবস্থার ফলে ভূত্বকে কী হতে পারে-
i. ফাটল ii. চ্যুতি
iii. সমভূমি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ষষ্ঠ পর্ব
৮৬। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত পদার্থগুলো হলো-
i. লাভা ii. পাথর খণ্ড
iii. বাষ্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৮৭। কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়?
ক) গাঙ্গোত্রী হিমবাহে
খ) মানস সরোবরে
গ) নাগা-মনিপুর পাহাড়ে
ঘ) আসামের লুসাই পাহাড়ে
৮৮। কোন অঞ্চলে সর্বাধিক যান্ত্রিক বিচূর্ণীভবন সংঘটিত হয়?
ক) মালভূমিতে খ) মরুভূমিতে
গ) সমভূমিতে ঘ) নিরক্ষীয় অঞ্চলে
৮৯। জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয় কোন ধরনের আগ্নেয়গিরিতে?
ক) মৃত খ) সুপ্ত
গ) সক্রিয় ঘ) জীবন্ত
উত্তর: ৮০. ঘ, ৮১. ক, ৮২.গ, ৮৩. খ, ৮৪. খ, ৮৫. ক, ৮৬. ঘ, ৮৭. ঘ, ৮৮. খ, ৮৯. ক।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর