এই সময়ের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং নাটকে সব মাধ্যমেই নিজেকে মেলে ধরেছেন আপন মহিমায়। একের পর এক কাজ করে নিজের জায়গা পাকা করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। গত মাসে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে ফারিণ ও তৌসিফ মাহবুব অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘চক্র’। এটি মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে বেশ আলোচিত হয়েছে। কারণ এটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে।
১৬ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেছিল। দেশব্যাপী তোলপাড় করা সেই ঘটনার অনুপ্রেরণায় ‘চক্র’ নির্মিত হয়। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
গত বৃহস্পতিবার রাতে ‘চক্র’ টিম কেক কেটে এর সাফল্য উদযাপন করেছে। ওই অনুষ্ঠানেই ‘চক্র ২’ নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।
নির্মাতা জানান, পরিকল্পনা রয়েছে আগামী ২০২৫ সালের মার্চ-এপ্রিল নাগাদ দর্শকদের ‘চক্র ২’ দেওয়ার। যেটি সাত পর্বের সিরিজ হিসেবে আসবে। সিজন ২ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে এবং গল্পটা যেখানে রয়েছে সেখান থেকে নতুন সিজন আসবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। কারণ প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে।
তাসনিয়া ফারিণ বলেন, “‘চক্র ২’ হতে যাচ্ছে। আমি খেয়াল করেছি পুরো সিরিজ দেখে অনেক দর্শক এরপর কী হবে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। দর্শক চাহিদার জন্যই সিজন ২ আসছে। এটা একেবারে অন্য রকম ধাঁচের একটা কাজ, যা সচরাচর করার সুযোগ হয় না। আশা করি ‘চক্র’র মতো ‘চক্র ২’ সবার ভালো লাগবে।”
এদিকে চক্র’র মাধ্যমে ওটিটিতে অভিষেক হয়েছে তৌসিফের। এ সম্পর্কে তিনি বলেন, “আমার ওটিটির প্রথম কাজটিই ‘সিজন ২’ আসছে। এর মানে দর্শক পছন্দ করেছেন। দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’”অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ‘চক্র’সংশ্লিষ্ট কলাকুশলীরা।
কলি