লোকসভা নির্বাচন : পশ্চিমবঙ্গে সহিংসতা । খবরের কাগজ
ঢাকা ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, সোমবার, ২০ মে ২০২৪

লোকসভা নির্বাচন : পশ্চিমবঙ্গে সহিংসতা

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৫ পিএম
লোকসভা নির্বাচন : পশ্চিমবঙ্গে সহিংসতা
ছবি : সংগৃহীত

ভারতের ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুক্রবার (১৯ এপ্রিল) ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬০ শতাংশ। পশ্চিমবঙ্গে কয়েকটি সহিংসতার ঘটনা ছাড়া অন্যান্য স্থানে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার খবর এসেছে।

শুক্রবার ভোট হয় অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ ও পদুচেরিতে।

পশ্চিমবঙ্গে অস্থিরতা
পশ্চিমবঙ্গের কোচবিহার-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে চলে ভোট গ্রহণ। ওই তিন আসন থেকে নির্বাচন কমিশনে জমা পড়ে সাড়ে চার শরও বেশি অভিযোগ। বেলা ২টা পর্যন্ত প্রধান নির্বাচন কর্মকর্তার দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মোট ৪৬৮টি অভিযোগ জমা পড়ে।

ভোট শুরুর আগে থেকেই সংঘাতের খবরও সামনে আসে। তিন কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কোচবিহারে। কোচবিহার থেকেই কমিশনের দপ্তরে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রে বেলা ২টা পর্যন্ত অভিযোগের সংখ্যা ছিল ২১৮। এ ছাড়া আলিপুরদুয়ার কেন্দ্র থেকে ১৫০টি অভিযোগ এসেছে। আর জলপাইগুড়ি কেন্দ্র থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ১০০টি অভিযোগ জমা পড়েছে।

কমিশনের কাছে বিজেপির মণ্ডল এলাকার সহসভাপতি দ্বিজেন চন্দ্র দাস অভিযোগ করেন, কোচবিহারের ৪৩ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস বিজেপির কর্মকর্তাদের অপহরণ করছে। তাদের বাইক ভেঙে দেওয়া হয়েছে। বিজেপির ক্যাম্পও ভেঙে দেওয়া হয়েছে, তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। কমিশনের পক্ষ থেকেও এসব বিষয় জানতে রিপোর্ট তলব করা হয়েছে।

অন্যদিকে বারোকোদালি গ্রাম পঞ্চায়েত বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা অভিযোগে বলেছে, তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ক্ষেত্রেও বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

আবার জলপাইগুড়ির ডাবগ্রামের ফুলবাড়ির ৭৩-৭৬ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করেছে, গেরুয়া শিবিরের কর্মীরা তৃণমূল কর্মীদের অপহরণ করেছে। তবে কোনো রকম অপহরণের ঘটনা ঘটেনি বলে জানিয়ে দিয়েছে কমিশন।

নির্বাচনে প্রথম দফায় ১৬ কোটি ৬৩ লাখের বেশি ভোটার প্রায় দুই লাখ নির্বাচনি কেন্দ্রে ভোট দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ভারতের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাদকারি, ভূপেন্দ্র ইয়াদভ, কিরেন রিজিউ, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল ও সারবানান্দ সনোওয়াল প্রথম ধাপে লড়েন। কংগ্রেসের গৌরব গগোই, ডিএমকের কানিমোঝি ও বিজেপি তামিলনাড়ুর প্রধান কে আন্নামালাইও নির্বাচনি লড়াইয়ের প্রথম ধাপে অংশ নেন।  

বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৪০০ আসন পাওয়ার আশা করছে। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া এ নির্বাচনের মাধ্যমে আবার ঘুরে দাঁড়াতে চাইছে। 

শুক্রবার যে ১০২ আসনে লড়াই হয়েছে, সেই আসনগুলোর ২০১৯ সালের হিসাব ছিল ভিন্ন। সে সময় এনডিএ জিতেছিল ৪১টি। আর সে সময়ের বিরোধী জোট ইউপিএ জিতেছিল ৪৫টি। 

কংগ্রেস শুক্রবার দাবি করেছে, পশ্চিম উত্তর প্রদেশে মোদি সরকারের ব্যর্থতার কারণে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। আখচাষিদের অবহেলা করেছে মোদি সরকার। এ ছাড়া প্রশ্ন ফাঁসের ঘটনাও ঘটেছে। 

ইন্ডিয়া জোট ২৭২ আসন জিতবে
কংগ্রেস নেতা শচিন পাইলট বলেছেন, বিরোধী জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, ২৭২ আসন পাবে লোকসভা নির্বাচনে। রাজস্থানে বিজেপির চেয়েও বেশি আসন পাবে কংগ্রেস। 

তিনি বলেন, ‘আমি যা দেখছি তাতে পুরো দেশ ও রাজ্যগুলোতে পরিবর্তনের আবহাওয়া বিরাজ করছে। আমি মনে করছি কংগ্রেসের ফলাফল আগের চেয়ে ভালো আসবে এবং ৪ জুন ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে। ২০০, ৩০০, ৪০০, ৫০০ আসন পারের নিশ্চয়তা দেওয়ার কোনো মানে হয় না। শুধু বলতে চাই রাজস্থানে আমরা বিজেপির চেয়ে বেশি আসন পাব এবং ইন্ডিয়া জোট ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতার ধাপ পার করবে।’  

অন্যদিকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, বিজেপি চার শটিরও বেশি আসনে জয়লাভ করবে। কংগ্রেসের ৪০টি আসন পেতেই কষ্ট হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘কংগ্রেস আজ আগের মতো ব্যালট পেপারে ফিরে যেতে চায়, কারণ তখন নির্বাচনি কেন্দ্রে ডাকাতি হতো। জাল ভোট দেওয়া হতো। কিন্তু আজ ইভিএমের কল্যাণে স্বচ্ছতা রয়েছে। কোন সরকার তা ব্যাপার না, নির্বাচন কমিশন সব সময়ই ভালো কাজ করেছে...আর এটিই আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।’

কেরালায় পাঁচ নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
এদিকে কেরালায় পাঁচ নির্বাচন কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। সিপিআই-এম-এর এক পোলিং এজেন্ট ৯২ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেটিরই জেরে বরখাস্ত হয়েছেন ওই ৫ জন। ভারতের নির্বাচনি বিধি অনুসারে, ৮৫ বছরের বেশি বয়সী যে কেউ বাড়ি থেকে ভোট দিতে পারবেন, কিন্তু কোনো পোলিং এজেন্ট বা দল কোনো ভোটারকে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করতে পারবে না।  

চিনদুয়ারার মেয়রের সুর পরিবর্তন
চিনদুয়ারার মেয়র ভিকরাম আহাকে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু তিনি এখন কংগ্রেসের নকুল নাথকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরপরই আমি দমবন্ধ অবস্থা অনুভব করেছি। আমার মনে হয়েছে চিনদুয়ারা গড়ে তোলায় ভূমিকা রেখেছে এমন ব্যক্তির প্রতি আমি ন্যায্য আচরণ করছি না।’

আহাকে আরও বলেন, ‘আমি জানি না আমার কী হয়েছে। কিন্তু আমি যদি আমার নেতা কামাল নাথ ও নকুল নাথের পাশে না দাঁড়াই… তারা আমার জন্য অনেক করেছেন… আমরা ভোটারের কাছে আবেদন জানাচ্ছি যাতে তারা নকুল নাথের (এবং তার বাবা কামাল নাথ) বিপুল ব্যবধানে বিজয় নিশ্চিত করেন।’

ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোখবার

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:৪৫ পিএম
ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোখবার
ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহেতর ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবার। 

সোমবার (২০ মে) দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ ঘোষণা দেন।

পাশাপাশি দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে ইরানের মন্ত্রিসভা।

এদিকে আগামী ৫০ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন মোখবার।  

ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘ইরনা’কে দেওয়া এক বিবৃতিতে আলি খামেনি বলেন, ‘আমি পাঁচ দিনের শোক ঘোষণা করছি এবং ইরানের প্রিয় জনগণের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। মোখবার নির্বাহী শাখা পরিচালনা করবেন এবং আইন ও বিচার বিভাগীয় শাখা প্রধানদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় নির্বাচনের আয়োজন করবেন।’ সূত্র: রয়টার্স এ বিবিসি

পপি/

>হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টসহ সব আরোহী নিহত

লোকসভা নির্বাচন আজ ভাগ্য পরীক্ষা রাহুল, রাজনাথ, স্মৃতি, রচনা, লকেটের

প্রকাশ: ২০ মে ২০২৪, ১২:৪৬ পিএম
আজ ভাগ্য পরীক্ষা রাহুল, রাজনাথ, স্মৃতি, রচনা, লকেটের
প্রতীকী ছবি

ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ সোমবার (২০ মে)। ছয়টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে হবে এই পর্বের ভোট গ্রহণ। এর মধ্যে উত্তর প্রদেশ রাজ্যে ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪টিতে, মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ১৩টি, পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৭টি, বিহারের ৪০টির মধ্যে ৫টি, ওড়িশায় ২১টির মধ্যে ৫টি, ঝাড়খন্ডের ১৪টির মধ্যে ৩টিতে ভোট হবে আজ।

পশ্চিমবঙ্গের আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর ও হুগলিতেও ভোট হবে এই পর্বে।

কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি এবং লাদাখের একমাত্র আসনটিতেও আজ ভোট গ্রহণ হবে পঞ্চম দফায়। 

এদিন ভাগ্য নির্ধারণ হবে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও নারী ও শিশু উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির। এই নেতাদের মধ্যে ভাগ্য পরীক্ষার মুখে থাকা সবচেয়ে বড় নাম রাহুল গান্ধী। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী যোগী আদিত্যনাথ সরকারের প্রাদেশিক মন্ত্রী দীনেশপ্রতাপ সিংহ। উত্তর প্রদেশের রায়বেরেলি থেকে এবার প্রার্থী হয়েছেন রাহুল। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ (লক্ষ্ণৌ), স্মৃতি ইরানি (আমেথি) এবং পীযূষ গয়াল (মুম্বাই উত্তর)।

অন্যদিকে বাংলাদেশ সীমান্তঘেঁষা পশ্চিমবঙ্গের বনগাঁ আসনে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী শান্তনু ঠাকুর, হুগলিতে দুই অভিনেত্রী রচনা ব্যানার্জি ও লকেট চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা।

লোকসভার সাত দফার ভোট পর্ব শুরু হয় গত ১৯ এপ্রিল। ২৮ রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলেরে ৯৭ কোটি ভোটারের কাছ থেকে সুষ্ঠু ভোট নিতে নির্বাচন কমিশন সাত দফায় ভোটের আয়োজন করেছে। লোকসভার চতুর্থ পর্বের ভোট হয় গত ১৩ মে। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে চার দফায় ভোট নেওয়া হয়েছে ৩৭৯ আসনে। বাকি ১৬৪ আসনের মধ্যে আজ ৪৯ আসনের ভোট শেষ হলে বাকি থাকবে ১১৫টি আসন, যা পরবর্তী দুই দফায় সম্পন্ন হবে।

পরীক্ষায় রাহুল, মোদির নতুন চ্যালেঞ্জ কেজরিওয়াল
আজ ভাগ্য নির্ধারণ হবে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও স্মৃতি ইরানির। এই নেতাদের মধ্যে ভাগ্য পরীক্ষার মুখে থাকা সবচেয়ে বড় নাম রাহুল গান্ধী।

রাহুলের মা সোনিয়া গান্ধী ছেলের নামে ভোটারদের কাছে ভোট দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনারা যেভাবে আমাকে আপনাদের করে নিয়েছেন, তেমনি দয়া করে তাকেও আপনাদের একজন করে নিন। সে আপনাদের হতাশ করবে না।’ 

এই দফার ভোটে মোদির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিহাড় জেল থেকে বেরিয়েই শনিবার পুরোদস্তুর ভোটের প্রচারে নেমে পড়ে তিনি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছেন।

অন্তর্বর্তীকালীন জামিনে জেল থেকে বেরোনোর পর জনতার দরবারে হাজির হন কেজরিওয়াল। তাকে স্বাগত জানাতে উপচে পড়েছিল আম আদমি পার্টির (আপ) কর্মী-সমর্থকদের ভিড়। সবার মাঝে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। আপনাদের কাছে আমার একটাই আবেদন, আমাদের সবাইকে একজোট হয়ে দেশেকে বাঁচাতে হবে। দেশকে একনায়কতন্ত্র থেকে বাঁচাতে হবে। আমি সর্বশক্তি দিয়ে এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছি।’

এক বছর আগেও যা অভাবনীয় ছিল, তাই করে দেখিয়েছেন কেজরিওয়াল। একসময় একে অপরের শত্রু হিসেবে বিবেচিত হলেও কংগ্রেস প্রার্থীদের সঙ্গে নিয়ে দিল্লিতে তিনি রোড শো করছেন।

কংগ্রেসের নেতৃত্বাধীন বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিক কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। বিশ্লেষকরা বলছেন, তার প্রচার বিরোধী দলকে চাঙা করবে। যদিও তাতে মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে তারা বড় কোনো জয় হাসিল করতে পারবে কি না, সে বিষয়ে সংশয় আছে।

কেজরিওয়ালের আম আদমি পার্টি রাজধানী দিল্লি এবং উত্তরের রাজ্য পাঞ্জাবের ক্ষমতায় আছে। দুইয়ে মিলে লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে তাদের আসনসংখ্যা মাত্র ২০।

এ ক্ষেত্রে কেজরিওয়াল হয়তো সহমর্মিতাকে কাজে লাগিয়ে কিছু ভোট আদায় করতে পারেন। কিন্তু তা ভোটের ফল উল্টে দেওয়ার জন্য যথেষ্ট হবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে বলেই মনে করেন ভারতের রাজনীতি বিশ্লেষক রাহুল বর্মা। তবে তারপরও কেজরিওয়াল বিজেপিকে বিব্রত করতে সক্ষম। জেল থেকে বেরোনোর পর জোর প্রচারে নেমে তিনি সরাসরি বিজেপি ও প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে তার এই সক্ষমতা দেখিয়ে দিয়েছেন।

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কেজরিওয়াল কারাগারে থাকার সময় কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের নেতারা দিল্লিতে বিশাল প্রতিবাদ সভা করেছেন। আর এখন কেজরিওয়াল কংগ্রেসের প্রার্থীদের জন্য প্রচার চালাচ্ছেন। এক হাতে কংগ্রেস, অন্য হাতে আম আদমি পার্টির প্রতীক নিয়ে তিনি হরিয়ানায় রোড শো করেছেন। আর কেবল দিল্লি বা হরিয়ানাই নয়, ইতোমধ্যে তিনি উত্তর প্রদেশ ও পাঞ্জাবেও প্রচার চালিয়েছেন।

আম আদমি পার্টির নেতারা জানিয়েছেন, ঝাড়খন্ড, মহারাষ্ট্র ও বিহার থেকেও ইন্ডিয়া জোটের নেতারা কেজরিওয়ালকে প্রচারে অংশ নেওয়ার অনুরোধ করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টসহ সব আরোহী নিহত

প্রকাশ: ২০ মে ২০২৪, ১০:৩০ এএম
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টসহ সব আরোহী নিহত
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিধ্বস্ত হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ মে) ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহর নিউজ অ্যাজেন্সি ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেহর নিউজ বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ সব যাত্রী ‘শহিদ’ হয়েছেন।

আল-জাজিরা জানায়, ইরানি কর্তৃপক্ষ বলছে, কিছু মরদেহ এমনভাবে পুড়েছে যে, শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং একই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতা মোহাম্মদ আলী আলে-হাশেমের প্রতিনিধি, প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি, হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট ও ক্রু ছিলেন।

রাইসি এবং তার সঙ্গীরা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের একটি অনুষ্ঠানে যোগদান শেষে ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে।

এর আগে সকালে দুর্ঘটনাস্থলের ছবি দিয়েছে রয়টার্স। তাতে দেখা যাচ্ছে, কুয়াশাঘেরা পাহাড়ের বুকে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। এটি আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেলিকপ্টারটির কেবিন। 

৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

ইরানের প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি গতকাল রবিবার পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান ও জোলফা শহরের মাঝামাঝি ডিজমার জঙ্গলে বিধ্বস্ত হয়। এমন সময় এ দুর্ঘটনা ঘটল, যখন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থা বিরাজ করছে।

> ইরানের প্রেসিডেন্টের বেঁচে থাকার সম্ভাবনা নেই!
> ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

অমিয়/

ইরানের প্রেসিডেন্টের বেঁচে থাকার সম্ভাবনা নেই!

প্রকাশ: ২০ মে ২০২৪, ১০:০২ এএম
ইরানের প্রেসিডেন্টের বেঁচে থাকার সম্ভাবনা নেই!
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও বিধ্বস্ত হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে। তবে সেখানে ‘জীবিত কাউকে এখনও দেখা যায়নি’ বলে জানাচ্ছে ইরানের সংবাদমাধ্যম। ফলে ইরানের প্রেসিডেন্টের বেঁচে থাকার আশা আরও ক্ষীণ হয়ে গেছে।

সোমবার (২০ মে) সংবাদ সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি পাওয়া গেছে। 

দুর্ঘটনাস্থলের ছবিও দিয়েছে রয়টার্স। তাতে দেখা যাচ্ছে, কুয়াশাঘেরা পাহাড়ের বুকে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। এটি আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেলিকপ্টারটির কেবিন। হেঁটে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন উদ্ধারকারীরা।

হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন বলে জানা গেছে।

অমিয়/

কাশ্মীরে হামলায় বিজেপি নেতা নিহত, আহত পর্যটক দম্পতি

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৮:৫৪ এএম
কাশ্মীরে হামলায় বিজেপি নেতা নিহত, আহত পর্যটক দম্পতি
নিহত বিজেপি নেতা আইজাজ আহমাদ শেখ

ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে পৃথক দুটি জঙ্গি হামলায় এক বিজেপি নেতা নিহত ও রাজস্থানের জয়পুর থেকে ঘুরতে যাওয়া এক দম্পতি আহত হয়েছেন।

ভারতের লোকসভা নির্বাচনে স্থানীয় এক আসনে ভোটগ্রহণের দুই দিন আগে গত শনিবার এসব হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ মে) রাতে প্রথমে পহেলগাঁওয়ে একটি পর্যটক ক্য়াম্পে হামলা চালায় জঙ্গিরা। হামলায় গুরুতর আহত হন জয়পুর থেকে বেড়াতে যাওয়া তাবরেজ এবং তার স্ত্রী ফারহা। এরপর রাত সাড়ে ১০টা নাগাদ দ্বিতীয় হামলাটি হয় সোপিয়ানে বিজেপি নেতার বাড়িতে। 

জঙ্গিদের গুলিতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আইজাজ আহমাদ শেখ নামে ওই বিজেপি নেতার।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের সাবেক দুই মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। দলীয় নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিজেপি।

ভারতে ছয় সপ্তাহব্যাপী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাত পর্বের এ নির্বাচনে চার পর্বের ভোটগ্রহণ শেষ হয়েছে, আরও তিন পর্ব বাকি আছে। আজ পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। ৪ জুন ভোট গণনার পর ফলাফল প্রকাশ করা হবে। সূত্র: রয়টার্সের