
আগামী ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হবে তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’। বাংলাদেশ মনিটর আয়োজিত পর্যটন মেলার ২০তম আসর বসছে এবার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এভিয়েশন বিষয়ক পত্রিকা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম মেলার বিভিন্ন দিক তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক একেএম শহিদুল ইসলাম, ফাস্টট্রিপের প্রধান পরিচালন কর্মকর্তা হাসনাইন রফিক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড বিভাগ প্রধান মো. আবু বকর সিদ্দীক বক্তব্য রাখেন।
কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘আমরা ছোট পরিষরে মেলা শুরু করলেও এর ব্যাপ্তি বেড়েছে।’
তবে পর্যটন খাতের বিস্তার আশানুরূপ নয় মন্তব্য করে তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ শ্রীলংকাও কয়েক বছর আগে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছে কিন্তু পর্যটন খাতের মাধ্যমেই দেশটি ঘুরে দাড়িয়েছে।’
এ ছাড়া মেলা উপলক্ষে আমাদের বিভিন্ন রুটের এয়ার টিকিটে ছাড়ের ঘোষণা দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক একেএম শহিদুল ইসলাম বলেন।
ফাস্টট্রিপের প্রধান পরিচালনাবিষয়ক কর্মকর্তা হাসনাইন রফিক বলেন, ‘এ মেলার মাধ্যমে ট্রাভেল প্লানার ও ট্রাভেলাররা এক ছাদের নিচে আসার সুযোগ পান। এটিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন অফার নিয়ে থাকবো মেলায়। এয়ার টিকিট, হোটেল রিজারভেশন ও টুরপ্যাকেজসহ বিভিন্ন সার্ভিসে থাকবে নানা ধরনের অফার।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, জর্ডান, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৫০টির অধিক প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পন্য ও সেবা প্রদর্শন করবে।
মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সী, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানিগুলো।
মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ভিজিটরদের জন্য দেশ-বিদেশের অ্যায়ারটিকিট, হোটেল ও রিসোর্ট রুম, ভ্রমণ প্যাজেক ইত্যাদির ওপর আকর্ষণীয় মূল্যছাড় দেওয়ার কথা জানান অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফাস্টট্রিপ এবং ট্রাভেল কোম্পানি আকিজ এয়ার। এ ছাড়া মেলার এয়ারলাইন পার্টনার জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ব্যাংকিং পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
মেলাটি ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফেল ড্র'তে ৪৫টি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
পুরষ্কারের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের জন্য রিটার্ন এয়ারটিকিট, দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেল ও রিসোর্টে আবাসন, দেশের তারকা হোটেলগুলোতে লাঞ্চ ও ডিনার ইত্যাদি।
তিথি/নাইমুর/