কারিকুলামে ট্রান্সজেন্ডার প্রমোট করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে: চরমোনাই পীর । খবরের কাগজ
ঢাকা ৩১ বৈশাখ ১৪৩১, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

কারিকুলামে ট্রান্সজেন্ডার প্রমোট করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে: চরমোনাই পীর

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১১:২৪ পিএম
কারিকুলামে ট্রান্সজেন্ডার প্রমোট করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

শিক্ষা কারিকুলামে ট্রান্সজেন্ডার প্রমোট করার ষড়যন্ত্র থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই। তিনি বলেছেন, দৈনিক শিক্ষায় প্রকাশিত নিউজে বলা হয়েছে, ‘শরিফ-শরীফার গল্পে নাকি কোনো ভুল পাওয়া যায়নি, কিছু শব্দ হয়তো পরিবর্তন করা যেতে পারে।’ অথচ ওখানে স্পষ্ট উল্লেখ আছে যে, ‘ছোটবেলায় ছেলে-মেয়েতে কোনো পার্থক্য নেই।’ এই বাক্যে সুস্পষ্টভাবে ট্রান্সজেন্ডারের দিকে ইঙ্গিত দেয়।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে বরিশালের চরমোনাই কওমি মাদ্রাসার নতুন বর্ষের সূচনা ক্লাস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাইসহ চরমোনাই মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মুফতি রেজাউল করীম বলেন, ‘আমরা থার্ড জেন্ডারের পক্ষে, তবে ট্রান্সজেন্ডারের বিপক্ষে। এই গল্পে থার্ড জেন্ডারের কথা বলা হলেও ট্রান্সজেন্ডারকে সুকৌশলে প্রমোট করা হয়েছে। কোমলপ্রাণ শিশু-কিশোরদের মনে জেন্ডার সম্পর্কে বিভ্রান্তির বীজ বপন করা হয়েছে।’

ইসলামী আন্দোলনের এই আমির বলেন, ‘দেশের অবস্থা ভালো নয়। দুর্নীতি দুঃশাসন মারাত্মক আকার ধারণ করেছে। কিশোর গ্যাংয়ের কবলে জনগণ। এই কিশোর গ্যাং এক দিনে সৃষ্টি হয়নি। অবাধে মাদক বিক্রি, সরবরাহ এবং পাঠ্যসূচি থেকে ইসলামী শিক্ষা তুলে দেওয়ায় দেশের এই অবস্থা। কিশোর গ্যাংসহ যেকোনো অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।’ এ সময় ফরিদপুরের মধুখালী ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে দুই ভাই আরশাদুল ও আশরাফুলকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান তিনি।

শফিক/এমএ/

 

 

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১২:৩১ এএম
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল। 

সোমবার (১৩ মে) দুপুরে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে এ মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাবিথ আউয়াল। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে ওই সময়ে তাদের মধ্যে কী নিয়ে কথাবার্তা হয়েছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সবুজ/এমএ/

 

আ স ম রবের স্বাস্থ্যের খোঁজ নিলেন মির্জা ফখরুল

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৯:৫৩ পিএম
আ স ম রবের স্বাস্থ্যের খোঁজ নিলেন মির্জা ফখরুল
আ স ম আবদুর রবের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় মির্জা ফখরুল

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর উত্তরায় আবদুর রবের বাসায় যান তিনি। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আ স ম রবের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই তার বাসায় যান বিএনপি মহাসচিব। 

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

রাজনৈতিক ষড়যন্ত্রে নেতাকর্মীদের ভয় না পাওয়ার আহ্বান জামায়াতের আমিরের

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৭:৪৩ পিএম
রাজনৈতিক ষড়যন্ত্রে নেতাকর্মীদের ভয় না পাওয়ার আহ্বান জামায়াতের আমিরের
ছবি : সংগৃহীত

রাজনৈতিক ষড়যন্ত্র ও বাধা দেখে নেতাকর্মীদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক বাধায় কাজ কমিয়ে নয়, বরং বাড়িয়ে দিতে হবে। টিমস্পিরিটের মাধ্যমে সকলকে নিয়ে সংগঠনকে আরও মজবুত করে গড়ে তুলতে হবে। তাহলেই ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে।

সোমবার (১৩ মে) জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত থানা ও ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জামায়াদের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ শাহজাহান প্রমুখ। 

ডা.শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীদের অসহায়-দুর্বল মানুষের পাশে দাঁড়াতে হবে। কোন ভয়-ভীতির তোয়াক্কা না করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি কল্যাণ রাষ্ট্র ও ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠায় কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। 

তিনি বলেন, আজকে যারা সবসময় বিরোধিতা করছেন, তাদেরকে আমাদের বন্ধু ও ভাই-বোন ভাবতে হবে। ইনশাআল্লাহ একদিন সফল হবো।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণের সেবায় জনগণের দোড়গোরায় পৌঁছে যেতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের যুগান্তকারী ভূমিকা রাখতে হবে। পরিবর্তনের জন্য জন্য আমাদের যেমন মানসিক প্রস্তুতি নিতে হবে, তেমনিভাবে মাঠে ভূমিকা রাখার জন্য এগিয়ে যেতে হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারি সেক্রেটারি এফ এম ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান প্রমুখ।

শফিক/এমএ/

বিভাজন থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত : মির্জা ফখরুল

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৩:৫০ পিএম
বিভাজন থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত : মির্জা ফখরুল
হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে যে বিভাজন সৃষ্টি হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ মে) রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর প্রতি বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে। সেই বিভাজন থেকে সবার বেরিয়ে আসা উচিত। দেশের মানুষের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত।

তিনি বলেন, ‘এই ব্যক্তিটি (হায়দার আকবর খান) সারাটি জীবন দেশের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের মুক্তির জন্য, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। তার চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতা সৃষ্টি করেছে। একজন মুক্তিযুদ্ধ আন্দোলন সংগঠক হিসেবে বাংলাদেশকে যা দেখতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ তিনি দেখতে পাননি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন ও রনোর পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়াপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী প্রমুখ।

শফিকুল ইসলাম/পপি/অমিয়/

বিএনপিকে বাইরে থেকে এসে মদদ দেওয়ার পরিস্থিতি নেই: কাদের

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০১:১৪ পিএম
বিএনপিকে বাইরে থেকে এসে মদদ দেওয়ার পরিস্থিতি নেই: কাদের
সংবাদ সম্মেলনে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙ্গা করবে, এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে। এখানে সম্প্রসারিত করবে এমনটা মনে করার কোনো কারণ নেই।

সোমবার (১৩ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন তার বাস্তবায়নটা আমরা দেখব।’

সেতুমন্ত্রী বলেন, ‘এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না। যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না। আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব?’

বিএনপি আবারও নতুন করে তাদের শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে, সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা আন্দোলন করবে, শরিকদের সঙ্গে বসবে। সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। কিন্তু তারা যদি অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা মোকাবিলা করব।

‘আওয়ামী লীগের অপরাধ আকাশচুম্বী, ক্ষমার অযোগ্য’- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। ২০০৭ সালে আর রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতাই পালিয়ে আছে। ২৮ অক্টোবরের বক্তব্য তারা বলেছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম পল্টনের ময়দানে একে একে অলিগলি কোথা দিয়ে কোথায় পালাল- এটা বিএনপি। আমরা পালাব কেন? আমাদের শক্তি দেশের জনগণ। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদের পালিয়ে যেতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই। তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট। নির্বাচনে না এসে বিএনপি যে মস্তবড় (গ্রেট মিসটেক) ভুল করেছে তার মাশুল তাদের দিতে হবে। 

১৪ দলীয় জোট আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলীয় জোট আছে। জোটনেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, জোট আছে এবং যথাসময়ে আলাপ-আলোচনার জন্য বসবেন। 

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রী স্বজনদের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ৭৩ জন এমপি মনোনয়ন পাননি, ২৫ জন কেবিনেটে বাদ পড়েছেন- শাস্তিটা অনেকভাবেই আসতে পারে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক দিয়ে মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেনসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

জিয়াউদ্দিন রাজু/অমিয়/