
অনেক পাঠক আছেন একটি বইয়ের মধ্যে নানা ধরনের রসদ, উপকরণ ও পাথেয় খুঁজে বেড়ান। ভাবেন, একটি বইয়ের হাত ধরে যদি অনেক বিষয়ে জানা যায়, তা হলে বেশ ভালো হয়। যারা এক মলাটের ভেতর প্রবন্ধ-নিবন্ধ, মন্তব্য প্রতিবেদন, সাধারণ লেখা ও ভ্রমণ ইত্যাদি পড়তে চান, তাদের জন্য উপযোগী বই মাওলানা উবায়দুর রহমান খান নদভীর লেখা কালি কলম গোলাপ বই।
বইটিতে ৪৪টি লেখা আছে। লেখক নানা ইস্যুতে বিভিন্ন সময়ে এ লেখাগুলো লিখেছেন। দেশের প্রভাবশালী পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে লেখাগুলো। প্রতিটি লেখার স্বাদ, ভাব ও ধরন ভিন্ন। এসবের কিছু লেখা সম্পাদকীয়, কিছু প্রবন্ধ, কিছু ভ্রমণ, কিছু মন্তব্য প্রতিবেদন আর কিছু সাধারণ লেখা। ধর্ম, দর্শন, সমাজ, রাষ্ট্র, ইতিহাস ও চিন্তার সমন্বিত বিষয়াদি আছে এ বইয়ে। পাঠকদের নতুন চিন্তা ও গবেষণার দরজা খুলে দেবে এ বই।
এ বইয়ে যুক্তি ও বোধ নির্মাণের জন্য যেসব লেখার উপস্থাপন সেসব একদিকে যেমন সময়ের সাক্ষী, অপরদিকে ইতিহাস ও দর্শনের ইশারাও রয়েছে। আগামী দিনের নেতৃত্ব এ থেকে কিছু দিশাও খুঁজে পাবেন।
বইটি লিখেছেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল ইসলাম। ৩২০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৫৪০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মাকতাবাতুল ইসলাম থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: কালি কলম গোলাপ
লেখক: মাওলানা উবায়দুর রহমান খান নদভী
প্রকাশক: মাকতাবাতুল ইসলাম
পৃষ্ঠা সংখ্যা: ৩২০
মুদ্রিত মূল্য: ৫৪০ টাকা
মোবাইল: ০১৯১২-৩৯৫৩৫১
লেখক: আলেম ও সাংবাদিক