বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে বন্ধ হচ্ছে ইন্টারেক্টিভভিত্তিক কনটেন্ট। ডিসেম্বরের ১ তারিখ থেকে প্রায় সব ইন্টারেক্টিভ শো ও সিনেমা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। চলতি সপ্তাহে আমেরিকান প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জ এক প্রতিবেদনে কোম্পানিটির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
অডিয়েন্সের ইন্টারেক্টিভ কনটেন্ট উপভোগের সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে অংশ গ্রহণেরও সুযোগ থাকে। নেটফ্লিক্সের ‘ইন্টারেক্টিভ স্পেশালস’ পেজে এখনো ২৪টি টাইটেল আছে। এর মধ্যে মাত্র চারটি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাক মিরর: ব্যান্ডার্সন্যাচ, আনব্রেকেবল কিমি স্মিট: কিমি ভার্সেস দ্য রেভারেন্ড, রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস এবং ইউ ভার্সেস ওয়াইল্ড।
এই পদক্ষেপ নেটফ্লিক্সের ইন্টারেক্টিভ কনটেন্ট নিয়ে পরীক্ষামূলক প্রচেষ্টার হতাশাজনক একটা সমাপ্তি। নেটফ্লিক্স ২০১৭ সালে পুশ ইন বুক: ট্র্যাপড ইন অ্যান এপিক টেল দিয়ে এই ধারার সূচনা করে। এটি এর অডিয়েন্সকে বিভিন্ন গল্পের দিকে নিয়ে যেত। এতে কারমেন সানদিয়াগো ও বস বেবির মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজের শো ছাড়াও, প্রতিদিনের ট্রিভিয়া সিরিজের মতো নতুন ধারণা অন্তর্ভুক্ত ছিল। তবে খুব কম সংখ্যক টাইটেল পাওয়া যেত বলে, এই ধারার আয়োজন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
নেটফ্লিক্সের মুখপাত্র ক্রিসি কেলেহার বলেন, এই প্রযুক্তি তার উদ্দেশ্য পূরণ করেছে, তবে এখন আমরা অন্যান্য ক্ষেত্রে প্রযুক্তিগত মনোযোগ দিচ্ছি, তাই এটি এখন আর প্রাসঙ্গিক নয়।’
নেটফ্লিক্সের ইন্টারেক্টিভ কনটেন্ট বন্ধের এই সিদ্ধান্ত গেমিং কার্যক্রমে স্থিতিশীলতা পেতে আরেকটি চেষ্টার উদাহরণ। নেটফ্লিক্সের মোবাইল গেমের একটি শক্তিশালী তালিকা আছে, যা তাদের নিজস্ব রিয়েলিটি টিভি শো থেকে নির্মিত হচ্ছে। তবে কোম্পানিটি সম্প্রতি একটি গেম প্রকাশের আগেই ‘এএএ’ গেম স্টুডিও বন্ধ করে দিয়েছে।
এ ছাড়া নেটফ্লিক্সের গেম স্ট্রিমিং বেটা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, যা এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে।
/আবরার জাহিন