ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করেন একজন!

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম
আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ এএম
প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করেন একজন!
ছবি: সংগৃহীত

আত্মহত্যা বা আত্মহনন হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেওয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়াবিশেষ। লাটিন ভাষায় সুই সেইডেয়ার থেকে আত্মহত্যা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা। যখন কেউ আত্মহত্যা করেন, তখন মানুষ এ প্রক্রিয়াকে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

আত্মহত্যা চেষ্টাকারী বিশজনের মধ্যে প্রতি তিন সেকেন্ডে প্রায় একজন প্রাণঘাতী হন। এমনকি প্রতি ৪০ সেকেন্ডে বিশ্বে একজন মানুষ আত্মহত্যা করেন। প্রতিবছর ১০ লাখের বেশি মানুষ মারা যান আত্মহত্যা করে, যা হত্যা ও যুদ্ধের চেয়েও বেশি। এমনই তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির তথ্যমতে, ১৫ থেকে ২৯ বছর বয়সী মানুষের মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে আত্মহত্যা।

আত্মহত্যা বা নিজের জীবন বিসর্জন দেওয়া কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। অনেকে আছেন খুব অল্পতেই ভেঙে পড়েন, হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এসব মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর তথ্যমতে, প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ মারা যায় এই পদ্ধতিতে। এমনকি পুরুষের তুলনায় নারীদের আত্মহত্যার প্রবণতা বেশি, এমন তথ্যই জানা যায় বিভিন্ন গবেষণা থেকে।

তবে এই আত্মহত্যা বা আত্মহনন কিন্তু আধুনিক যুগের কোনো ট্রেন্ড নয়। প্রায় সব শতাব্দীতে, সব সভ্যতায় মানুষের মধ্যে এই প্রবণতা দেখা গেছে। ইতিহাস সাক্ষী হয়ে আছে এমন অনেক ব্যক্তির মৃত্যুর ঘটনার, যারা আত্মহত্যা করেছিলেন। তবে কখনোই আত্মহত্যাকে সমর্থন করা হয়নি।

প্রাচীন অ্যাথেন্সে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের অনুমোদন ব্যতীত আত্মহত্যা করত, তা হলে তাকে সাধারণ কবরস্থানে সমাহিত করা হতো না। তাকে কবরস্থ করা হতো শহরের বাইরে অবস্থিত কোনো জায়গায়। শুধু তাই নয়, তার জন্য কোনো স্মৃতিফলকও ব্যবহার করতে দেওয়া হতো না।

আত্মহত্যাকে ইউরোপে একটি পাপ হিসেবে গণ্য করা হয়েছিল এবং ৪৫২ সালে এরলেসের কাউন্সিলে তাকে শয়তানের কাজ হিসেবে নিন্দা করা হয়েছিল। রেনেসাঁর সময় থেকে আত্মহত্যার প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়েছিল। ১৮৭৯ সালের মধ্যে ইংরেজরা আত্মহত্যা ও হত্যাকাণ্ডের মধ্যে পার্থক্য করতে শুরু করেছিল, যদিও আত্মহত্যার ফলে সম্পত্তি জব্দ করা হতো।

১৮৮২ সালে মৃত ব্যক্তিদের ইংল্যান্ডে দিনের বেলা দাফন করার অনুমতি দেওয়া হয়েছিল এবং বিংশ শতকের মাঝামাঝি সময়ে পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশে আত্মহত্যা বৈধ হয়ে উঠেছিল। আত্মহত্যা শব্দটি প্রথম আত্মত্যাগের স্থলাভিষিক্ত হয়েছিল ১৭০০ সালের পূর্বেই।

তবে আত্মহত্যা নিয়ে সচেতনতা সব যুগেই প্রচলিত ছিল। সেটা হোক ধর্মানুসারে কিংবা সামাজিকভাবে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (আইএএসপি) ২০০৩ সালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের সূচনা করে। দিনটি মানসিক স্বাস্থ্যের জন্য বিশ্ব ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা সহ-স্পন্সর করা হয়। দিবসটির উদ্দেশ্য হলো- আত্মহত্যার আচরণের ওপর গবেষণা ও তথ্য সংগ্রহ করা, বিভিন্ন কারণ এবং কেন এর লক্ষণগুলো অলক্ষিত হয় তা নির্ধারণ করা এবং আত্মহত্যা প্রতিরোধের জন্য সঠিক অনুশীলন ও নীতিগুলো তৈরি করা।

আত্মহত্যা নিতান্তই কাপুরুষোচিত ও জঘন্যতম কাজ। কোনো কারণই আত্মহত্যার জন্য যথেষ্ট নয়। জীবন অমূল্য সম্পদ। কোনো হতাশা, দুঃখ-কষ্ট, বেদনা, হতাশা, ব্যর্থতা প্রভৃতির বশবর্তী হয়ে আত্মহত্যা করাটা নিতান্তই বোকামি। আত্মহত্যা কোনোভাবেই কোনো সমস্যার সমাধান নয়। উপরন্তু আত্মহত্যা অনেক সমস্যার সৃষ্টি করে। আত্মহত্যাকারী নিজেই বেছে নেয় অবর্ণনীয় যন্ত্রণার অন্তহীন পথ।

 

তারেক

সমুদ্রের তলদেশেও আছে গরু!

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:১০ এএম
সমুদ্রের তলদেশেও আছে গরু!
ছবি: সংগৃহীত

বলা হয় পৃথিবীর ৭০ শতাংশ অংশ জুড়েই রয়েছে পানি। আর এই পানির নিচেই আছে লাখ লাখ জানা-অজানা প্রাণী। নানা রকমের জলজ প্রাণীর বিচরণ সমুদ্রজুড়ে। বিশাল এই সমুদ্রের তলদেশেও আছে গরু। তবে এই গরু আমাদের চেনা গৃহপালিত গরু নয়। সামুদ্রিক গরু। এর নাম মানাটি। তবে একে মৎস্যকন্যা, সামুদ্রিক দৈত্যও বলা হয়।

মানাটি এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী তৃণভোজী প্রাণী। যার বৈজ্ঞানিক নাম Trichechus। মানাটি নামের ব্যুৎপত্তি অস্পষ্ট, লাটিন মানুষ ‘হাত’ এবং প্রাক-কলম্বিয়ান তাইনো মানাটি ‘স্তন’-এর সঙ্গে সংযোগ তৈরি হয়েছে মানাটি। এদের গড় আয়ু ৪০ বছর। শরীরের আকার ৮ থেকে ১৩ ফুট পর্যন্ত হয়ে থাকে। ৪৪০ থেকে ১,৩০০ পাউন্ড পর্যন্ত ওজন হয় একটি মানাটির। গায়ের রং ধূসর বাদামি। তবে একেক অঞ্চলের মানাটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

সামুদ্রিক গরুখ্যাত এই প্রাণী অত্যন্ত নিরীহ। মানাটিকে বলা হয় নিরীহ দৈত্য। আবার তৃণভোজী বলে সামুদ্রিক গরুও বলা হয়। কিন্তু এর গায়ে গরুর মতো শিং নেই। এরা কিছুটা অলস বলেও গরুর সঙ্গে তুলনা করা হয়। মানাটিরা তৃণভোজী এবং ৬০টিরও বেশি ভিন্ন স্বাদের এবং লবণাক্ত জলের উদ্ভিদ খায়। ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর, অ্যামাজন অববাহিকা এবং পশ্চিম আফ্রিকার অগভীর, জলাবদ্ধ উপকূলীয় অঞ্চল এবং নদীতে মানাটিস বাস করে। গভীর সমুদ্র এবং উপকূলে এরা সাঁতরায়। মানাটি সাধারণত ঘণ্টায় ৫ মাইল বেগে চলতে পারে। মানাটিগুলোকে সাধারণত একা, জোড়ায় বা দেড় ডজন বা তার কম প্রাণীর ছোট দলে দেখা যায়। জলের পৃষ্ঠের ওপর থেকে, প্রাণীর নাক এবং নাকের ছিদ্র প্রায়শই একমাত্র জিনিস দৃশ্যমান হয়। মানাটি পানির ওপরে আসে না। এরা স্বল্পমাত্রার শব্দ করে একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য। এরা কাউকে আক্রমণ করে না। এরা মানুষ দেখলেই এগিয়ে আসে। বেশির ভাগ সময় ভোরবেলা মানাটি সাঁতার কাটে।

মানাটিরা পানিতে জন্মায়। অন্য স্তন্যপায়ীদের মতো জন্ম নেয়। জন্মের পর মানাটি বাছুর এক ঘণ্টা পর সাঁতার কাটতে পারে। বাছুর তার মায়ের দুধ পান করে। বড় হলে মানাটিরা সামুদ্রিক ঘাস, আগাছা, শেওলা ইত্যাদি খায়। একটি প্রাপ্তবয়স্ক মানাটি একদিনে তার ওজনের প্রায় এক দশমাংশ খাবার খেতে পারে।

মানাটি সমুদ্রে বেশ নিরীহভাবে বসবাস করে। এদের কাজ সমুদ্রে চলাচল করা এবং খাবার খোঁজা। তবে বেশ কয়েক কিলোমিটার চলার পর পানির ওপরে মাথা তুলে বাতাসে শ্বাস নেয়। এদের সঙ্গে স্থলের হাতির মিল আছে শরীরের দিক থেকে। বিজ্ঞানীদের মতে, জেনেটিক্যালিও মিল আছে মানাটি এবং হাতির। তবে মানাটি হারিয়ে যেতে বসেছে প্রায়। তাদের চামড়া, তেল এবং হাড় নিতে শিকারিরা প্রায়ই এই প্রাণী শিকার করে। যার ফলে সমুদ্রে এই নিরীহ প্রাণীর বিচরণ কমে যাচ্ছে। আবার সমুদ্রে প্রায় স্পিডবোটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় মানাটির শরীর। স্পিডবোট আসলে মানাটি দ্রুত সরে যেতে পারে না। তাই তাদের শরীর বেশ আঘাতপ্রাপ্ত হয়।

দিন দিন সমুদ্র থেকে হারিয়ে যাচ্ছে মানাটি। তাই প্রতি বছর মানাটি সম্পর্কে মানুষকে সচেতন করতে, সমুদ্রে স্পিডবোট সতর্কতার সঙ্গে চালানোর জন্য সচেতনতা মাস পালন করা হয়। এই নিরীহ প্রাণীকে টিকিয়ে রাখতে প্রয়োজন সবার সচেতনতা।

 

তারেক

বিশ্বের শীতলতম ম্যারাথন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:১০ এএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পিএম
বিশ্বের শীতলতম ম্যারাথন
ছবি: সংগৃহীত

ম্যারাথন হচ্ছে দূরপাল্লার দৌড় খেলা। দাপ্তরিকভাবে এ দৌড়ের দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৪২.১৯৫ কিলোমিটার। ম্যারাথন রোড রেস বা রাস্তায় দৌড় খেলা নামেও পরিচিত। প্রাচীন গ্রিক সৈনিক ফেইডিপ্পিডেস ম্যারাথন যুদ্ধ জয়ের সংবাদ বহন করে দৌড়ে অ্যাথেন্স নগরে নিয়ে এসেছিলেন। আর সেই ম্যারাথনের যুদ্ধকে স্মরণীয় করে রাখতেই এ দৌড়ের নামকরণ করা হয় ম্যারাথন দৌড়।

ম্যারাথন সাধারণত রাস্তাতেই অনুষ্ঠিত হয়, তবে উত্তর মেরুর ম্যারাথন হচ্ছে বিশ্বের একমাত্র ম্যারাথন, যা পানির ওপরে অনুষ্ঠিত হয়। পানির ওপরে আবার কীভাবে ম্যারাথন সম্ভব, নিশ্চয়ই তাই ভাবছেন? কিন্তু বিস্ময়কর হলেও এটা সত্যি। উত্তর মহাসাগরের জমাট বাঁধা বরফের ওপর আয়োজিত হয় এই ম্যারাথন। সর্বত্র যে স্থির জমজমাট বরফ থাকে, তাও নয়। পায়ের নিচে কখনো কখনো বরফের দোলাচল লক্ষ করা যায়। সেসবের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে এই ম্যারাথনে অংশগ্রহণ করতে হয়। 

সুমেরু বিন্দু থেকে ৫০ কিলোমিটার দূরে ক্যাম্প বার্নে নামক অস্থায়ী আস্তানায় অনুষ্ঠিত হয় এই ম্যারাথনের আয়োজন। এটি একই সঙ্গে বিশ্বের শীতলতম, কঠিন, ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল একটি ম্যারাথন। ম্যারাথনটির আয়োজন করা হয় গ্রীষ্মকালে, কিন্তু উত্তর মেরুর তাপমাত্রা তখনো হিমাঙ্কের অনেক নিচে থাকে। তাই স্বাভাবিকভাবেই এটি সবচেয়ে শীতল ম্যারাথন। হাড় কাঁপানো ঠাণ্ডার কারণে সমুদ্রপৃষ্ঠে দৌড়ানো কম পরিশ্রমের কাজ নয়। যারা ম্যারাথন ভালোবাসে এবং গ্র্যান্ড স্ল্যামধারী ম্যারাথনার হতে চায়, তাদের অবশ্যই সাতটি মহাদেশে অন্তত একবার এবং এই সুমেরুর শীতলতম ম্যারাথনটিতে অংশগ্রহণ করতে হবে।

হঠাৎ করেই উত্তর মেরুর এ ম্যারাথনে অংশগ্রহণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন হয় অনেক প্রস্তুতির। ম্যারাথনে অংশগ্রহণের প্রয়োজনে নিজেকে উপযুক্ত করতে হয়। আর তার জন্য দরকার পর্যাপ্ত অনুশীলন। অর্থাৎ এই চূড়ান্ত ম্যারাথনে দৌড়ানোর আগে আপনাকে অনেক অনেক পথ দৌড়ে অভ্যস্ততা তৈরি করে নিতে হবে। না হলে এই কঠিন ম্যারাথন সম্পন্ন করা এক প্রকার অসম্ভব কাজ!

ম্যারাথনটিতে অংশগ্রহণ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ম্যারাথনপ্রিয় লোকজন আসেন প্রতি বছর। অনেকের কাছেই এই ম্যারাথনটি ভীষণ জনপ্রিয়। এই ম্যারাথন প্রতিযোগিতায় যতবার খুশি বিরতি নেওয়া যায়, কফি পান করা যায়, শরীর উষ্ণ করার কসরত করা যায়, এমনকি ঘুমানোও যায়। বিশেষ কোনো তাড়াহুড়ো নেই। ২৪ ঘণ্টার মধ্যে ৪২ কিলোমিটার পথ অতিক্রম করতে পারলেই হলো। মজার ব্যাপার হলো, আপনি যদি জোরে জোরে হেঁটেও গন্তব্যে পৌঁছান, তাতেও সমস্যা নেই, দৌড়িয়েই পৌঁছাতে হবে এমন কোনো কথা নেই। চাইলে তুষারজুতা পরতে পারেন, আরামদায়ক মনে না হলে নাও পরতে পারেন। চাইলে আয়োজকরাই তুষারজুতার ব্যবস্থা করে দেয়।
সব মিলিয়ে এই ম্যারাথনটি কঠিন হলেও উপভোগ্য। যারা এই ম্যারাথনটি সম্পন্ন করতে পারেন, নিঃসন্দেহে তারা জীবনের অন্যতম সুন্দর একটি স্মৃতি সঞ্চয় করেন।

 

তারেক

পাঠকের গল্প : কলস ভাঙার গান

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:১০ এএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
পাঠকের গল্প : কলস ভাঙার গান


সূর্য ডুবে গেছে, পাতার ফাঁকে আর রোদ নাই। কিচিরমিচির করে বাসায় ফিরে গেছে পাখি। ডাহুক ডাকছে জলাশয়ে। কিশোরের দল বাড়ি ফিরেছে। জল আনতে গিয়ে কলস ভাঙল দীপাঞ্জলি। মনে মনে শাশুড়ির ভয়। কি না কী বলে? মাগি বলে গালি দেবে? মাগি ডাকবে? ধুর না। এত অমানুষ হয় নাকি শাশুড়ি! 

কাদা পায়ে ফিরছে হাঁস- যেন নূপুর পরা। প্যাক প্যাক প্যাক প্যাক প্যাক প্যাক। টিউবঅয়েলের পাশে শুষ্ক কলাপাতা বাতাসে মড়মড় শব্দে উড়ছে। কচি পাতাগুলো শোঁ শোঁ করছে। ফেটে গেছে যুবক-যুবতী রূপ, সব কয়টা কলাপাতার।

চারদিকে আনন্দঘন গোধূলি। 

বউ এখনো বাইরে? মেয়েটা কী বেয়াদব রে? কোথাও গেলে আটকে যায়। পায়ে যেন গ্লু মাখা। উফ্! যন্ত্রণা। মনে মনে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়ে সায়নীর মা। 
বেলা ডুবে গেলে অথবা ভীষণ রাত্রিতে সায়নী বাড়ি ফিরলে কোনো দোষ নাই। কিন্তু বউ, ও মা গো! সে তো মহাবিপজ্জনক ঘটনা। এ যেন ৪৬-এর দাঙ্গা লেগে যায় ঘরে। কিন্তু এই দাঙ্গায় একপক্ষ মায়ের মুখী, অন্যপক্ষ বড্ড অসহায় অবলা নারী।

বাঙালির ঘরে শাশুড়ির মুখে মুখে তর্ক করা বা বাগবিতণ্ডা করা বেদ অবমাননা করার সমান পাপ। তবে বর্তমানে এই দৃশ্যপটের পরিবর্তন হয়েছে। 

কী রে সায়নী, বেটি তো এখনো এল না, জল আনতে গেল।

দীপা? দেখো গা, রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে গল্পে ডুবেছে। আমি অত জানি না, বাড়ির বাইরে ন্যাকামো আমার ভালো লাগে না। কথা শেষ করে অন্তরালে স্মিত হাসে সায়নী।

সুপর্ণার মতোন হাসি, গোলে-মালে তেলে-জলে মেশানো হাসি।

সন্ধ্যা অত্যন্ত চঞ্চল হয়ে ঢুকে গেছে গ্রামগঞ্জে।

পুলিশ কনস্টেবল অপরাধী ধরে এনে যেমন অস্থির ও ছটফট অবস্থায় নিজেকে প্রকাশ করে, তেমনি এক ভাব নিয়ে সায়নীর মা বলল- যা না, একটু দেখ। মেয়েটা আবার কোথাও আটকে গেল কি না। 

পারব না। একবার বলছি তো। শোনোনি?

এদিকে মাথায় এক আকাশ হতাশা নিয়ে অপরাধীর মতোন চুপসে দাঁড়িয়ে আছে দীপাঞ্জলি। এ পথে আজ কোনো পথিক নেই। নির্জন-নির্মল পরিবেশে মেয়েটা ভয় পাচ্ছে, কিন্তু এ অপ্রাকৃতিক ভয় শাশুড়ির ভয়ের কাছে তুচ্ছ মনে করে ম্লানমুখে দাঁড়িয়ে আছে সে। জীবনানন্দ দাশের কবিতার মতন- ‘কোন এক বিপদের গভীর বিস্ময় আমাদের ডাকে’। দীপাঞ্জলির এখন যেন আমাকে ডাকে বিষণ্ন বিপদ, এ রকম অস্থির অবস্থা। এ যেন পাকা ধানের ওপর দিয়ে বয়ে যায় দুপুরের ক্লান্ত বাতাস। একঝাঁক দুঃখ এসে দীপাঞ্জলির বুকে ভর করে আছে। মাথায় রাশি রাশি চিন্তা।

সজল এখনো বাড়ি আসেনি, নয়তো একটু হলেও বউয়ের খবর নিত। দীপাঞ্জলি ভাবে- বেলা তো গড়াল, রাত বাকি। মানুষটার জলসেচ এখনো শেষ হয়নি? আর যদি বাড়িই ফেরে, তাহলে আমাকে খুঁজতে তার একটু ইচ্ছে হলো না? 

ক্লাসের ফার্স্ট বয়ের মতো আকাশের ধ্রুবতারা সবচেয়ে আগে দৃশ্যমান হলো। তারপর আকাশে তারার সংখ্যা বাড়তে থাকে। 

 

রুদ্র সুশান্ত
বায়েজিদ, চট্টগ্রাম

 

তারেক

 

যে দ্বীপে বন্দি ছিলেন ম্যান্ডেলা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
যে দ্বীপে বন্দি ছিলেন ম্যান্ডেলা
ছবি: সংগৃহীত

রোবেন দ্বীপ। দ্বীপটি একসময় সবার অগোচরেই ছিল। মূলত রাজনৈতিক বন্দিদের কারাগার হিসেবে ব্যবহৃত হওয়ার পর থেকে দ্বীপটি বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করে। আটলান্টিকের টেবিল উপসাগরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উপবৃত্তাকার এই ছোট দ্বীপটি। এটি যেন আটলান্টিকের কূলকিনারহীন জলরাশির বুকে একখণ্ড সবুজ স্থলভাগ।

লম্বায় ৩ কিলোমিটার আর চওড়ায় ২ কিলোমিটারের এই দ্বীপে গ্রীষ্মের সময় দক্ষিণ-পূর্ব ও শীত মৌসুমে উত্তর-পশ্চিম দিক দিয়ে বায়ু প্রবাহিত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই দ্বীপ খুব একটা উঁচু না হলেও এখানে রয়েছে এক অন্যরকম মায়া। প্রায় জনমানবহীন দ্বীপটির চারদিক সুনসান। কেবল সমুদ্রের ঢেউ আর শনশন শব্দ। জ্যোৎস্না নিশিতে আটলান্টিকের নীল জলরাশি হাতছানি দিয়ে ডাকে! 

আটলান্টিক ও ভারত মহাসাগর যেখানে মিলিত হয়েছে তার ঠিক পশ্চিম দিকে কেপটাউন শহর। দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশ উপকূল থেকে প্রায় ৭ কিমি এবং কেপটাউন পোতাশ্রয় থেকে প্রায় ১২ কিমি দূরে অবস্থিত দ্বীপটি। দ্বীপটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এটি নেলসন ম্যান্ডেলাসহ আরও অনেক বর্ণবাদ বিরোধীদের জন্য কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই দ্বীপে আফ্রিকান নেতাদের নির্বাসিত করা হয় ১৯৬০- এর পর থেকে। ১৯৬৪ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রায় ১৮ বছর আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা এখানে কারাবন্দি থেকেছেন। ম্যান্ডেলা ছাড়াও এখানে অন্তরীণ ছিলেন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব রবার্ট সেবুকে, ম্যাক মহারাজ, কগালেমা মোটলানথে  ও জ্যাকব জুমা। কগালেমা মোটলানথে ও জ্যাকব জুমা পরবর্তীতে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। এখানে শুধু রাজনৈতিক বন্দিদের নয়, সাধারণ অপরাধীদেরও রাখা হতো। অনেক সময় বিনা বিচারে রাজনৈতিক বন্দিদের তুলে এনে এখানে আটকে রাখা হতো। ১৯৩১ সালের আগ পর্যন্ত এই দ্বীপে বিশেষ ব্যবস্থাপনায় কুষ্ঠরোগীদের রাখা হতো। দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বাহিনী ১৯৩৬ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং নতুন সড়ক, বিদ্যুৎকেন্দ্র ও বসতি নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নত করে। বন্দিদশা অবস্থায় যাদের মৃত্যু হতো দক্ষিণ আফ্রিকান মুক্তি সংগ্রামের সেসব শহিদকে এখানে কবর দেওয়া হতো। 

বর্তমানে দ্বীপটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। এখানে একটি জাদুঘর রয়েছে। ১৪৮৮ সালে বার্থলোমিয়ো ডায়াস নামের পর্তুগিজ নাবিক ছোট্ট এই দ্বীপ আবিষ্কার করেছিলেন। পরে ডাচরা এটার দখল নেয়। রোবেন দ্বীপটির নামকরণ করেন ডাচরা। প্রথম দিকে কৃষিকাজ করা হতো এখানে। ঔপনিবেশিক আমলে ব্রিটিশ অপরাধীদের বন্দি করে রাখা হতো এখানে। ১৭ শতকের পর থেকে দ্বীপটিতে অপরাধীদের নির্বাসন করা শুরু হয়। ১৭৯৫ সালে ব্রিটিশরা যখন কেপটাউন নিয়ন্ত্রণ করা শুরু করে তখন তারা দ্বীপটিকে একটি কারাগার হিসেবে ব্যবহার করতে থাকে।

দ্বীপটির এককোণে রয়েছে চুনাপাথরের খনি। নেলসন ম্যান্ডেলাসহ রাজনৈতিক বন্দিদের দিয়ে এই চুনাপাথর ভেঙে টুকরো টুকরো করার কাজ করানো হতো। যার ফলে ম্যান্ডেলার চোখে চুনাপাথরের বালুকণার নেতিবাচক প্রভাব পড়েছিল। যা তিনি আত্মজীবনী ‘লং ওয়াক টু ফ্রিডম’-এ উল্লেখ করেছেন। সামুদ্রিক শৈবাল ঘেরা দ্বীপটিতে নানা রকম উদ্ভিদ ও প্রাণিকুলের বাস। সিল মাছ, কচ্ছপ, পানকৌড়ি ও পেঙ্গুইন রয়েছে দ্বীপটিতে। সামুদ্রিক প্রাণী সিল প্রচুর পরিমাণে থাকার কারণে দ্বীপটিকে ‘সিল আইল্যান্ড’ও বলা হয়। এখানে পেঙ্গুইনের বিশাল একটা বিচরণক্ষেত্র রয়েছে।

দ্বীপটিতে একটি বাতিঘর রয়েছে।  এখানের সর্বোচ্চ চূড়া মিন্টো হিল। এটি প্রায় ৩০ মিটার উঁচু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপটি আবার আলোচনায় আসে। এ সময় কেপটাউনকে রক্ষার জন্য এখানে দুর্গ বানানো হয়। ১৯৯৯ সালে দ্বীপটিকে জাদুঘর হিসেবে স্থাপন করা হয়। রোবেন দ্বীপের বিল্ডিংগুলো এর ভয়ংকর ইতিহাসের সাক্ষ্য বহন করে। অনেকের মতে, রোবেন দ্বীপ এবং এর কারাগারগুলো নিপীড়নের বিরুদ্ধে মানব চেতনার, স্বাধীনতা এবং গণতন্ত্রের বিজয়ের প্রতীক। ১৭ শতক থেকে ২০ শতক পর্যন্ত প্রায় ৪০০ বছর ধরে দ্বীপটি কারাবাস ও নির্বাসনের স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। এই দ্বীপের প্রথম বন্দি ছিলেন অতশুমাতো। ১৭ শতকের মাঝামাঝিতে এই দ্বীপে তাকে দোভাষী হিসেবে পাঠানো হয়েছিল। পরে তিনি দ্বীপটি ছেড়ে পালিয়ে যান। 

বর্তমানে এখানে কোনো রাজনৈতিক বন্দিকে আটকে রেখে নির্যাতন করা হয় না। দ্বীপটিতে এখন আর কোনো বন্দিও থাকে না। শুধু রয়েছে বন্দিদের নির্মম স্মৃতিচিহ্ন। এককথায়, দ্বীপটি এখন অভিশাপমুক্ত। দ্বীপটিতে যারা আছেন তারা কারাগার-জাদুঘরেরই কর্মচারী ও তাদের পরিবারের সদস্য। পর্যটকদের ঘোরার সুবিধার জন্য দ্বীপে বাসের ব্যবস্থা আছে। পর্যটকরা কেপটাউনের তীর থেকে ফেরিযোগে দ্বীপটিতে যাতায়াত করে থাকে। তবে দ্বীপের পুরোটায় পর্যটকদের ঘোরার অনুমতি নেই। আগে যেটুকু কারাগার হিসেবে ব্যবহৃত হতো সেটুকুর আশপাশ পর্যটকদের জন্য উন্মুক্ত। অর্ধেকের বেশি অংশ প্রাণ-প্রকৃতি তথা জীববৈচিত্র্যের জন্য সংরক্ষিত। ইতিহাসের ভয়ংকর সাক্ষ্যকে পাশ কাটিয়ে আটলান্টিকের ফেনিল জলরাশি দ্বীপটির শক্ত তীরে যখন আছড়ে পড়ে; সেই আছড়ে পড়া আর মুক্ত বাতাস এখন বেশ উপভোগ করেন দ্বীপের বাসিন্দা ও পর্যটকরা।

 

তারেক

একই চেহারার সাতজন রয়েছে পৃথিবীতে !

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:২০ এএম
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ এএম
একই চেহারার সাতজন রয়েছে পৃথিবীতে !
দেখতে একই রকম মনে হলেও দুইজন আসলে ভিন্ন ভিন্ন মানুষ। ছবি: সংগৃহীত

যমজ সন্তান নিয়ে মানুষের মধ্যে রয়েছে বেশ কৌতূহল। কেন যমজ সন্তান জন্ম নেয়, সেটি নিয়েও রয়েছে নানারকম আলোচনা। সাধারণত সব যমজ সন্তানের চেহারাই একরকম হয় না। তবে কোনো কোনো যমজ সন্তান দেখতে হুবহু একই রকম হয়।

আপনার কোনো যমজ নেই আপনি নিশ্চিত। কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে কিংবা রাস্তায় চলার পথে নিজের মতোই কাউকে দেখতে পেলে ভড়কে যেতে পারেন। ভাবতে পারেন-বাবা-মা ও দেশ আলাদা হলেও হুবহু আপনার মতোই দেখতে আরেকটা মানুষ এল কীভাবে!

নিশ্চয়ই শুনেছেন এই বিশ্বে নাকি একই রকম দেখতে সাতজন মানুষ আছেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? গবেষণার রিপোর্টমতে, একই চেহারার দুজন মানুষ অবশ্যই হয়। এদের বলা হয় ডোপেলগ্যাঙ্গার। এ ধরনের মানুষের মধ্যে কোনো জৈবিক সম্পর্ক থাকে না। তবু তারা দেখতে এতটাই একরকম হয় যে, মনে হয় যেন যমজ।

কিছু সংস্কৃতিতে ডোপেলগ্যাঙ্গারকে বলা হয় ইভিল টুইন; ভূতুড়ে বা অলৌকিক ধরা হয়। গবেষণায় দেখা গেছে, একরকম দেখতে দুজন মানুষের সংখ্যা প্রতি ট্রিলিয়নে একজনেরও কম। অর্থাৎ প্রতি ট্রিলিয়নে একজনেরও কম মানুষের ডোপেলগ্যাঙ্গার থাকতে পারে।

এবার প্রশ্ন হলো, একই রকম দেখতে ৭ জন মানুষ হয় কি না। পৃথিবীতে প্রায় ৭০০ কোটি মানুষের বাস। একজন মানুষ কেমন দেখতে হবে, তা নির্ভর করে বাবা-মায়ের ডিএনএ, জিন, ক্রোমোজোমের ওপর। প্রতিটি মানুষের মধ্যে ২৩ জোড়া ক্রোমোজম থাকে। প্রতিটি ক্রোমোজোম ২টি ভাগে বিভক্ত। একটি শিশু বাবা ও মা- দুজনের কাছ থেকেই একজোড়া করে ক্রোমোজম পায়। প্রতি জোড়া ক্রোমোজোম নিজেদের মধ্যে কিছু অংশ বিনিময় করে নতুন ক্রোমোজোম তৈরি করে। এই জেনেটিক ক্রসিং ওভারের জন্য মানুষের চেহারা ও আচরণ একে অপরের থেকে আলাদা হয়। তাই এই পৃথিবীতে একই চেহারার ৭ জন মানুষ থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

অনেক বিখ্যাত মানুষের সঙ্গে চেহারার মিল আছে এমন অনেক মানুষকে দেখা যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই ব্যাপারটি প্রায়ই লক্ষ্য করা যায়। বিশেষ করে সেলিব্রিটিদের। যেমন- শাহরুখ খান, সালমান খানের মুখাবয়বের কাছাকাছি দেখতে অখ্যাত তরুণদের ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে স্নেহা উল্লাল কিংবা ক্যাটরিনা কাইফের সঙ্গে জেরিন খানের মুখের সাদৃশ্যও খুঁজে পান অনেকে।

তবে এই চেহারার মিল থাকার কারণে বিপদেও পড়েছেন কেউ কেউ। যেমন- ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ পুলিশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় চলে এসেছিলেন এই কারণে। কলম্বিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ইভান ডুকের হেলিকপ্টার লক্ষ করে হামলা হয়। সেই হামলার ঘটনায় দুজন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করে পুলিশ। দুজনের একজন দেখতে অবিকল জাকারবার্গের মতো।

তারেক

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });