ঢাকা ৪ মাঘ ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

চবিতে শিক্ষার্থীরা করতে পারবে ডোপ টেস্ট, ফি ৩৫০

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম
চবিতে শিক্ষার্থীরা করতে পারবে ডোপ টেস্ট, ফি ৩৫০
ছবি : খবরের কাগজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় আনতে নিজস্ব ল্যাবের তত্ত্বাবধানে ডোপ টেস্ট করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের ডোপ টেস্টের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন, ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক জীববিজ্ঞান অনুষদের ডির অধ্যাপক ড. আতিয়ার রহমান, শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, বিশ্ববিদ্যালয় মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসন বরাদ্দের সময় বলেছিলাম আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক। তখন ডোপ টেস্ট করে উঠাতে পারিনি কারণ, তাতে বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হবে তাই। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে চবি মেডিকেলেই ডোপ টেস্ট করার উদ্যোগ নিয়েছি। এছাড়া ডোপ টেস্টের খরচ কমাতে আমরা নিজস্ব ল্যাবে টেস্ট করার পরিকল্পনা করেছি। সরকারি রেটে সর্বনিম্ন ৯৫০ টাকার টেস্ট আমরা ৩৫০ টাকা খরচে নিজস্ব তত্ত্বাবধানে নিজেদের ল্যাব ব্যবহার করে করব।

তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, পর্যায়ক্রমে নিরাপত্তাকর্মীদেরকেও ডোপ টেস্ট করতে হবে। আমাদের নিরাপত্তাকর্মীসহ অনেকেই মাদকাসক্ত। আমরা পর্যায়ক্রমে সবগুলোতেই হাত দেব।

ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, আগামী ১২ তারিখ সকাল ৯টা থেকে শুরু হবে এ ডোপ টেস্ট। পাঁচটি নির্দিষ্ট মাদককে বেছে নিয়ে এ টেস্ট করা হবে। এর মাধ্যমে ছাত্রদের মাদকাসক্ত হিসেবে পরিচয় করানো নয় বরং সচেতনতা তৈরির চেষ্টা করা হবে। এ এফ রহমান হলের ছাত্রদের দিয়ে শুরু হবে এ কার্যক্রম। আমরা আমেরিকান কিটস দিয়ে টেস্ট কার্যক্রম পরিচালনা করব।

তিনি জানান, ডোপ টেস্টের জন্য এ এফ রহমান হলের শিক্ষার্থীদের ১১ তারিখের মধ্যে ব্যাংকে টাকা জমা দিতে হবে।

হল অনুযায়ী ডোপ টেস্টের তারিখ: 
এএফ রহমান হল ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর। আলাওল হল ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর। শহিদ আব্দুর রব হল ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর। মাস্টার দা সূর্যসেন হল ২১, ২২ ও ২৩ ডিসেম্বর। শাহ আমানত হল ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ডিসেম্বর। সোহরাওয়ার্দী হল ৩০, ৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি। শাহজালাল হল ৩, ৪, ৫, ৬ জানুয়ারি। শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল ৭ জানুয়ারি।

মাহফুজ শুভ্র/জোবাইদা/অমিয়/

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রশাসন। এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী এপ্রিল মাস থেকে। আবেদন ফি ইউনিট প্রতি ১ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩ মে সকাল ১০ টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) এবং একই দিন বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ২৪ ঘণ্টা, এমনকি ছুটির দিনেও শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য কুবির ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আবেদনের জন্য এ ইউনিটের শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৮ থাকতে হবে এবং কোনোটিতেই জিপিএ ৩.৫০ এর নিচে থাকা যাবে না। 

বি ইউনিটে আবেদনকারীর এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ মানবিক শাখায় ৬.০০, বিজ্ঞান শাখায় ৭.০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫০ থাকতে হবে। তবে সকল শাখার ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। 

সি ইউনিটে আবেদনকারীর এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ বিজ্ঞান শাখায় ৭.০০ থাকতে হবে।  এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে, ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫০ থাকতে হবে।  এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে এবং মানবিক শাখায় ৬.০০ থাকতে হবে। এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

এর আগে গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি থেকে সরে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আতিকুর রহমান তনয়/মাহফুজ 

 

প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম
প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন
চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছাম্মৎ রোখছানা বেগম স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

ট্রাস্টি বোর্ডে একজন চেয়ারম্যান ও আটজন সদস্য থাকবেন।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ ছাড়া চসিকের সদ্য সাবেক মেয়র, প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিকের সচিব, চসিকের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, চসিকের দুইজন প্যানেল মেয়র এবং চসিকের হিসাব ও নিরীক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানকে সদস্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নাবিল/এমএ/

আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি শাবিপ্রবিতে

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম
আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি শাবিপ্রবিতে
আদিবাসী ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের দাবিতে শাবিপ্রবিতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিজেনাস স্টুডেন্টস-সাস্ট এর সমাবেশ। ছবি: খবরের কাগজ

উগ্র জাতীয়তাবাদী সংগঠন ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’- কর্তৃক আদিবাসী ছাত্র-জনতার ওপর নৃশংস সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রতিবাদী সমাবেশ করেছে ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস-সাস্ট।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রতিবাদ সমাবেশের উদ্দেশ্যে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। তারপর মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন তারা।

সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক ইলোরা চাকমা।

অনুষ্ঠানের শুরুতে এনসিটিবি ভবনের সামনের আদিবাসীদের ওপর হামলার ঘটনা বর্ণনা করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের বক্তব্যের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বিচারের দাবি জানান।

ইসফাক/নাবিল/

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক বরখাস্ত

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক বরখাস্ত
শেখ হাসিনার স্লোগান সম্বলিত প্যাড ব্যবহার করায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক বরখান্ত।

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত প্যাড ব্যবহার করায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যাল প্রশাসন।  

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় স্লোগান সম্বলিত একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার সোমবার (১৩ জানুয়ারি) উপাচার্যের নির্দেশক্রমে পত্রটি সই করেছেন। 

তবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ওই পরিচালক সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত বলেছেন, ‘ঘটনাটি আমার অনিচ্ছাকৃত ভূলবশত হয়েছে।’

পত্রটিতে বলা হয়, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য ব্যয়িত অর্থ সাধারণ ও ঘটনাত্তোর বিল অথবা অগ্রিম বিলের মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে। এসব বিল প্রদান এবং অগ্রিম বিল সমন্বয়ের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক ভ্যাট ও উৎসে কর প্রদান করতে হয়। ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট ও উৎসে কর প্রদানের হারে কিছু পরিবর্তন হয়েছে। সাধারণ ও ঘটনাত্তোর বিল এবং অগ্রিম বিল দাখিল করার ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবছরের ৯ জানুয়ারি ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত এসআরও নম্বর-১৯ আইন/২০১৫/২৭৩-মূসক সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী ভ্যাট প্রদানপূর্বক বিল দাখিলের জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রবীন্দ্র বিশ্ববিধ্যালয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে, ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে কর্তৃপক্ষ সাময়িক বরখান্ত করেন।

সিরাজুল/তাওফিক/ 

প্রথমবারের মত বাগেরহাটে শুরু হচ্ছে জেলা বিতর্ক উৎসব

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:২১ পিএম
প্রথমবারের মত বাগেরহাটে শুরু হচ্ছে জেলা বিতর্ক উৎসব
ছবি: সংগৃহীত

বাগেরহাটে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিতর্ক উৎসব-২০২৫। ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাগেরহাট জেলা কর্তৃক আয়োজিত ‘যুক্তির আলোয় মুক্তির জয় গান’ স্লোগানে আগামীকাল শুক্রবার এ উৎসব শুরু হতে যাচ্ছে। সার্বিক সহযোগিতায় রয়েছে বসুন্ধরা সিমেন্ট। বাগেরহাটের শিক্ষার্থীদের মধ্যে কুসংস্কার  দূর করতে এবং তাদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এনডিএফ বিডি বাগেরহাট জেলা এই অভূতপূর্ব মিলন মেলার  আয়োজন করেছে।

এনডিএফ বিডি বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে বাগেরহাট জেলার নয়টি উপজেলার শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক এবং সংগঠকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এই আয়োজনটি।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট জেলার সুপার এবং জেলা শিক্ষা অফিসার। আয়োজনকে বর্ণিল করে তুলতে এই আয়োজনটি স্বভাপতিত্ব করতে যাচ্ছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এ কে এম শোয়েব। উপস্থাপনায় থাকবেন বরেণ্য উপস্থাপক এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাপরিচালক  জনাব লায়ন এম  আলমগীর।

এছাড়া বাগেরহাটসহ  বিভিন্ন অঞ্চল থেকে আসা বিতার্কিকদের দ্বারা পুরো অনুষ্ঠান জুড়ে বিতর্কের বিভিন্ন বিষয়কে উপস্থাপনের আয়োজন করা হয়েছে। যার মধ্যে থাকবে শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক,  পেশাজীবী বিতর্ক  ও প্লানচেট  বিতর্ক প্রদর্শনী। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে- সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং  এবং কুইজ প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটি কর্মশালা- ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী বিতর্ক  কর্মশালা। বর্ণিল এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের প্রতি অনুরাগের সৃষ্টি করবে বলে বিশ্বাস করেন এনডিএফ বিডি বাগেরহাট জেলা বিতর্ক উৎসব-২০২৫ এর আয়োজক কমিটির।

হাসান