স্পৃহা-জিএলটিএস এর চুক্তি সাক্ষর । খবরের কাগজ
ঢাকা ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, সোমবার, ২০ মে ২০২৪

স্পৃহা-জিএলটিএস এর চুক্তি সাক্ষর

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১২:৩৯ পিএম
স্পৃহা-জিএলটিএস এর চুক্তি সাক্ষর
ছবি: বিজ্ঞপ্তি

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা পিছিয়ে থাকবেনা পরিবেশ রক্ষায় সেই উদ্দেশ্য সামনে রেখে মঙ্গলবার (৭ মে) একটি চুক্তি স্বাক্ষর করেছে স্পৃহা এবং জিএলটিএস।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের একটি আস্থার প্ল্যাটফর্ম স্পৃহা। সচেতনতা বৃদ্ধি করাই এর মূল লক্ষ্য এবং বৈচিত্র্যময় অন্তর্ভুক্তি অন্যতম উদ্দেশ্য স্পৃহার।

গ্লোবাল ল থিংকার্স সোসাইটি (জিএলটিএস) একটি আন্তর্জাতিক শিক্ষার্থী ও বহুপেশাজীবীদের জলবায়ু ন্যায়বিচার রক্ষা ও নেতৃত্বের প্লাটফর্ম।

স্পৃহা এর প্রতিষ্ঠাতা ফারহা মাহমুদ তৃনা বলেন, ‘জিএলটিএস সবুজ বনায়ন, সবুজ ক্ষমতায়ন ও নেতৃত্ব গঠনে ওতপ্রোতভাবে জড়িত। তাই সবুজ ক্ষমতায়ন ও নেতৃত্ব গঠনের পাশাপাশি সামাজিক ও বৈচিত্রময় অন্তর্ভুক্তিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও যেন এই বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করতে পারে, তাদের কর্ম দক্ষতা বৃদ্ধি করতে পারে, এবং সব ক্ষেত্রে স্বাভাবিক অন্তর্ভুক্তির ছোঁয়া যেন দিতে পারে তাই একতাবদ্ধ হয়ে কাজ করবার জন্য আমরা স্পৃহা থেকে অঙ্গীকারবদ্ধ।’

গ্লোবাল ল থিংকার্স এর প্রতিষ্ঠাতা রাওমান স্মিতা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহতা তা আমরা এখন অনুভব করছি বাংলাদেশে কিন্তু এই জলবায়ু পরিবর্তন বিষয়টি এককভাবে বা মুষ্টিমেয় মানুষের উদ্যোগ সমাধান করতে পারবেনা। তাই সমস্যা সমাধানে প্রয়োজন সম্মিলিত আন্তর্জাতিক অংশগ্রহণ। জলবায়ুর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে। স্পৃহা একটি মহৎ উদ্যোগ। এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে পারব।’

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

রিয়েল এসএস এর বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৯:২৬ এএম
রিয়েল এসএস এর বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞাপন

অনুষ্ঠিত হয়ে গেল উজবেকিস্থানের রাজধানী তাশখন্দে রিয়েল এসএস এর বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৪।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েল এসএস এর ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মাসুম আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান মান্নান, ডিরেক্টর মারুফ আক্তার মান্নানসহ কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের শীর্ষ স্থানীয় ডিলাররা।

কোম্পানির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে এই প্রথম রিয়েল এস এস এর প্রত্যেকটি পণ্যে ওয়ারেন্টি ও গ্যারান্টিসহ বাজারজাত করা হচ্ছে। 

এছাড়াও অনুষ্ঠানে পণ্যের গুণগত মান ও সেবার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা হয়। 

পরিশেষে ডিলারদের মাঝে প্রাইভেটকার, পিকআপ ও মোটর সাইকেল পুরস্কারসহ ক্রেস্ট বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

জনতা ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স’ কোর্স উদ্বোধন

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৯:২৩ এএম
জনতা ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স’ কোর্স উদ্বোধন

জনতা ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. গোলাম মরতুজা ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স’ (ব্যাচ-১) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেছেন। 

রবিবার (১৯ মে) ঢাকার জনতা ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত ১৫ দিন ব্যাপী এ কোর্সের উদ্বোধন করা হয়।

এ কোর্সে ব্যাংকের ২৫ কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএমসহ (ইনচার্জ) অন্য নির্বাহী ও অনুষদের সদস্যরা উপস্থিত ছিলেন।  

বিজ্ঞপ্তি/পপি/

উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখছে ডায়মন্ড সিমেন্ট

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৬:৫৪ পিএম
উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখছে ডায়মন্ড সিমেন্ট
ছবি: বিজ্ঞাপন

বাংলাদেশে সিমেন্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ডায়মন্ড সিমেন্ট ব্যাপক ভূমিকা রেখে চলছে। ডায়মন্ড সিমেন্ট দেশের চাহিদা মিটিয়ে এখন দেশের বাইরে রপ্তা‌নি হচ্ছে বলে জানিয়েছেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আজিম আলী।

শনিবার (১৮ মে) চট্টগ্রামের বোট ক্লাব মিলনায়তনে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ২৫ বছর পূ‌র্তি উপলক্ষ্যে জমকালো হালখাতার উদ্বোধন অনুষ্ঠানে তি‌নি এসব কথা বলেন।

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ- ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী, অগ্রণী ব্যাংক লিমিটেড পিএলসির রিকভারি ও চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা, ডায়মন্ড সিমেন্টের ডেপুটি পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, পরিচালক (ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন, পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্টের সেলস ও মার্কেটিং বিভাগের জিএম আব্দুর রহিম, দক্ষিণ জোনের সেলস ইনচার্জ মোশারফ হোসেন। 

এ ছাড়াও বক্তব্য রাখেন রূপালী ট্রেডিং অ্যাজেন্সির পরিচালক আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল নওশাদ, এমকে ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেম তালুকদার, বোরাক ট্রেডিং অ্যান্ড ক্যারিয়ারের সত্ত্বাধিকারী মাকসুদ আলম আলমদার, মারজান এন্টারপ্রাইজের প্রতিদনিধি আবুল বশর।

উপস্থিত ছিলেন, সিসিপির পার্টনার আব্দুল্লাহ আল মামুন, ডিসিএল ব্লকের পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ, এমকে ট্রেডার্সের সত্ত্বাধিকারী এমএ মোনাফ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম (একাউন্টস) মো. মনির হোসেন, মালেক গ্রুপের জিএম মনিরুল আলম আজাদ, ডায়মন্ড সিমেন্টের সিনিয়র ডিজিএম (একাউন্টস) আব্দুল হান্নান, ডিজিএম (অডিট) মোস্তাফিজুর রহমান, এজিএম কামরুজ্জামান (সেলস), এজিএম দিপ্তীমান দাশ (কর্পোরেট), সিনিয়র ম্যানেজার মো. আমান উল্লাহ চৌধুরী (ব্র্যান্ড), ইশতিয়াক রায়হান মাহমুদ (টেকনিক্যাল সার্ভিসেস), এমএ মোতালেব, ফজলুল কাদের প্রমুখ।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজ বলেন, ডায়মন্ড সিমেন্ট সবসময়ই গুনগত মানে সেরা। উৎপাদনে বিশ্বাসি। আমরা বাজারে সবচেয়ে ভালো পণ্য নিয়ে ব্যবসা করার চেষ্টা করছি।

অনুষ্ঠানে সিমেন্ট ব্যবসায়ীরা ডায়মন্ড সিমেন্টের গুণগত মানের ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো/অমিয়/

সুনামগঞ্জের কৃষি উদ্যােক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৪:১২ পিএম
সুনামগঞ্জের কৃষি উদ্যােক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
ছবি : খবরের কাগজ

সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ২৫০ জন কৃষি উদ্যােক্তার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ মে) দিনব্যাপী পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সিলেট বিভাগের পরিচালক আমিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক, কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।

এ সময় বক্তারা জানান, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এই কৃষকরাই দেশের মূল চালিকাশক্তি। বর্তমান সময়ে কৃষককে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাদের সময়োপযোগী করে তুলে হবে। সেইসঙ্গে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে। এজন্য উদ্যোক্তা তৈরি, তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করা দরকার। আমরা ইউসিবি কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের সহযোগিতা করতে চাই। আমরা আমাদের ব্যাংককে কৃষি উদ্যোক্তা-বান্ধব ব্যাংকে পরিণত করতে চাই।

এ ছাড়াও প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পথ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

দেওয়ান গিয়াস/জোবাইদা/অমিয়/

দুর্যোগে পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমবিষয়ক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৯:৫৫ এএম
দুর্যোগে পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমবিষয়ক সংলাপ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় জেলাগুলোর মানুষকে দুর্যোগের আগে প্রস্তুত করতে পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমের (Anticipatory Action) কার্যকারিতাবিষয়ক দ্বিতীয় পর্যায়ের বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নেতৃত্বে সংলাপের আয়োজন করে Anticipatory Action Technical Working Group।

শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় একটি হোটেলে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিবুবুর রহমান। 

এ সময় তিনি বলেন, ‘পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে বিস্তৃত করা এবং তৃণমূলের জনগণকে বিবেচনায় নিয়ে জাতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে সফলভাবে পরিচালনা করতে সরকার নানা নীতি কৌশল প্রণয়নে কাজ করে যাচ্ছে।’

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী বলেন, ‘পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার একটি আধুনিক সংস্করণ, যা ২০১৫ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যৌথভাবে Forecast-based Financing (FbF) নামে পরীক্ষামূলকভাবে শুরু করে। ২০১৯ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হলে এটি সরকারের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রূপ নেয়। তবে পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমের গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হলো সুনির্দিষ্ট তহবিল নিশ্চিত করা। আজকে এই সংলাপের মাধ্যমে National Early Action Protocols এর আওতায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমের জন্য সুনির্দিষ্ট তহবিল গঠনে সরকারের ইতিবাচক পদক্ষেপ কামনা করছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী হিসেবে সব ধরনের সহযোগিতা প্রদানে তার দক্ষ ও কর্মঠ যুব স্বেচ্ছাসেবকদের কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ।’ 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসির সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডোমেনিকো স্কেলপেলি, FbF/AA টাস্কফোর্সের চেয়ারম্যান অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। 

সংলাপে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য শাহিন আক্তার এমপি ও বেগম আশ্রাফুন নেছা এমপি, আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রা, জার্মান রেড ক্রস, আমেরিকান রেড ক্রস, স্টেপ কনসোর্টিয়াম, স্টার্ট নেটওয়ার্ক,  ইউনিসেফ, ডব্লিউএফপি, ফায়ার সার্ভিস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। 

পরে দুর্যোগ প্রস্তুতি ও দুর্যোগে করণীয়বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে রেড ক্রিসেন্ট ও সিপিপির স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/