ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ১০:৩৯ এএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ১২:৩৪ পিএম
কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
খবরের কাগজ গ্রাফিকস

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

রবিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার বড়ইতলী গ্রামের আসিফ মাহমুদ (২৬) ও তার স্ত্রী তানজিম বকশী (২১)।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

জানা গেছে, নিহত আসিফ ও তানজিম তাদের আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাইপাস এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

ওসি বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি জানান, ‘রাতে দূরপাল্লার মালামাল লোড করা ট্রাকগুলো খুব ধীরগতিতে কালিয়াকৈর ফ্লাইওভারে উঠে। দূরপাল্লার বাস ওই ধীরগতি ট্রাকের পেছন না গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে বেপরোয়া গতিতে যায়। ধারণা করা হচ্ছে, এ বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।’

পলাশ প্রধান/সাদিয়া নাহার/অমিয়/

টাঙ্গাইলে প্রবাসীর গাড়িতে ডাকাতি, আটক ৫

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৩:২২ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৩:৪৪ পিএম
টাঙ্গাইলে প্রবাসীর গাড়িতে ডাকাতি, আটক ৫
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জর্ডান প্রবাসী বিউটি আক্তারের গাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন,বাগেরহাটের রোমান,বরিশাল জেলার সোহাগ,আরিফ হোসেন, আব্দুল হাকিম ও পটুয়াখালী জেলার মিলন সিকদার। 

এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, 'শনিবার (৩১ মে) রাতে জর্ডান প্রবাসী বিউটি আক্তার ও তার পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে একটি গাড়ি ভাড়া করে তাদের বাড়ি বগুড়ার দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরে এলাকায় পৌঁছাইলে একটি হাইস গাড়ি তাদের পথরোধ করে তাদের কাছে থাকা টাকা ও ৫টি মোবাইল নিয়ে নেয়। এ সময় পাশে থাকা হাইওয়ে পুলিশের টহলদল দেখে ডাকাতদল গুলি ছুঁড়ে ডাকাতি কাজে ব্যবহৃত হাইস গড়িটি রেখে পালিয়ে যায়। এতে হাইওয়ে পুলিশের রেকারের হেলপার তুহিন গুলিবিদ্ধ হন। এর পর ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীদের মধ্যে সম্পা নামে একজন মির্জাপুর থানায় মামলা করেন।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, 'মামলার পর জেলা গোয়েন্দা টিম ও মির্জাপুর থানার চৌকস টিম সোমবার (২ জুন) রাতে অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে চারজন ও মিরপুর থেকে একজনকে আটক করতে সক্ষম হয়। এ ছাড়া লুণ্ঠিত তিনটি মোবাইল, নগদ ১৩৫০০ টাকা জব্দ করাসহ ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, চাপাতি, চাকু, লাঠি ও মোবাইল জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান, টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। 

জুয়েল/রিফাত/মেহেদী/

মক্কায় হাজিদের সেবায় চাঁদপুরের ২ যুবক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০২:৪৩ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০২:৪৩ পিএম
মক্কায় হাজিদের সেবায় চাঁদপুরের ২ যুবক
হাফিজ আহমাদ ও হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী। ছবি: সংগৃহীত

চাঁদপুরের দুই যুবক বছরের পর বছর ধরে পবিত্র মক্কায় আল্লাহর ঘরের মেহমানদের সেবা করে যাচ্ছেন। তাদের একজন হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী, যিনি টানা ১১ বছর ধরে পবিত্র মসজিদুল হারামে হাজিদের সেবা করছেন। অন্যজন কচুয়ার কৈটোবা গ্রামের হাফিজ আহমাদ, যিনি এ বছর থেকে একইভাবে দোভাষী ও সহায়ক হিসেবে বাংলাদেশ হজ মিশনে যুক্ত রয়েছেন।

জানা গেছে, এ বছর বিভিন্ন দেশের অন্তত ৪০ জন যুবক মাঠ পর্যায়ে থেকে হাজিদের সেবা করছেন, যার মধ্যে বাংলাদেশি রয়েছেন চারজন। 

বাকি দুজন হলেন- কক্সবাজারের শিহাব আব্দুস সালাম ও লক্ষ্মীপুর সদরের সৈয়দপুর গ্রামের মাহবুবুর রহমান।

মক্কা নগরীর মসজিদুল হারামে কর্মরত হাফেজ মানছুর হাজিদের চিকিৎসা সহায়তা, ভাষাগত অনুবাদ এবং ধর্মীয় দিকনির্দেশনা দিয়ে থাকেন। 

অসুস্থ হাজিদের চিকিৎসাকেন্দ্রে পাঠানো, হজ কার্যক্রমে সহযোগিতা এবং প্রয়োজনে দেশে ফেরত পাঠানোর কাজও তিনিই সমন্বয় করেন। 

প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করলেও ক্লান্ত অনুভব করেন না তিনি। 

হাফেজ মানছুর বলেন, ‘আমি আল্লাহর ঘরের অতিথিদের সেবা করছি- এই ভাবনাই শান্তি দেয়।’

হাফেজ মানছুর ২০১৪ সালে সৌদি সরকারের বৃত্তিতে মক্কার জামেয়া উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে অনার্স ও উচ্চতর ডিপ্লোমা সম্পন্ন করার পর থেকে পবিত্র হারামে অনুবাদক হিসেবে কাজ করছেন তিনি।

ভোলদিঘি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন বলেন, ‘আমি হজ করতে গিয়ে এই ছেলেদের খেদমত পেয়েছি। তারা আন্তরিক, ধর্মপ্রাণ ও ধৈর্যশীল। এ সেবা নিঃসন্দেহে সওয়াবের কাজ।’

ধর্মানুরাগীদের মতে, পবিত্র মক্কায় হাজীদের সেবা শুধু পেশা নয় বরং একটি ইবাদত। ভাষাগত জটিলতা দূর করা, অসুস্থদের সহায়তা এবং হজ পালন সহজতর করার এই খেদমত মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরছে একটি মানবিক ও দায়িত্বশীল জাতি হিসেবে।

চাঁদপুরের এই দুই তরুণ তাদের আত্মত্যাগ, ধর্মীয় দায়িত্ববোধ ও নিষ্ঠা দিয়ে আগামী প্রজন্মের সামনে অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ফয়েজ/পপি/

পলাশবাড়ীতে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০২:০৮ পিএম
পলাশবাড়ীতে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের বসতঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) দম্পতির গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রাসেল মিয়া ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে ও পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা বলেন, তিন মাস আগে প্রেম করে রাসেল-জুঁই বিয়ে করে। বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের। কোনো ঝামেলা ছিল না। প্রতিদিনের মতো সোমবার (২ জুন) রাতে খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। আজ মঙ্গলবার সকালে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক রাসেল ও তার স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্নহত্যার করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রফিক খন্দকার/অমিয়/

ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ পিএম
ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আটজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

মঙ্গলবার (৩ জুন) ভোরে উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।

আটকদের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ফায়েজ (২৮), খুলনার ডোমরা গ্রামের মো. আজিম সরদার (২৫), একই এলাকার আজিম উদ্দিনের স্ত্রী মিম খাতুন (১৯), ঠাকুরগাঁও জেলার বেলদহী এলাকার রুস্তম আলী (৪৪), রাজশাহীর চকমুক্তাপুর গ্রামের মো. মোফাজ্জেল হোসেন (৩৫), রাজশাহীর হরিদেবপুর গ্রামের গোবর্ধন দাসের স্ত্রী দুখী দাস (৫৫), নারায়ণগঞ্জের কাঞ্চনরানীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে রত্না আক্তার নুপুর (২২), বাগেরহাটের পিছি বারইখালী এলাকার ইব্রাহিমের স্ত্রী নাদিরা খাতুন (৩৭)।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা ২০১৭ সাল থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে রেখেছিল। পরে বিএসএফ তাদের চাঁনশিকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

তিনি আরও জানান, ভোরে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২০০ গজে বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। আটকদের ব্যাপারে বিস্তারিত নিশ্চিত হওয়ার পর তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান অধিনায়ক।

এর আগে ২৬ মে সকালে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ।

আসাদুল্লাহ/অমিয়/

ধোবাউড়া-হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০১:৪০ পিএম
ধোবাউড়া-হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

সোমবার (২ জুন) রাত ৩টার দিকে তাদের পুশইন করা হয়।

ময়মনসিংহ ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের নায়েক মো. ইজ্জত আলী খবরের কাগজকে বলেন, রাত তিনটার দিকে হালুয়াঘাটের সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশইন করে বিএসএফ। এ সময় বিজিবির নজরে আসলে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। তাদের হালুয়াঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বিজিবি ৩১ ব্যাটালিয়নের সিইও মো. কামরুজ্জামান বলেন, রাত তিনটার দিকে ধোবাউড়ার মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে ১২ জনকে পুশইন করা হয়। পরে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একটি শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের খুলনার এক পরিবারের আটজন ও নড়াইলের এক পরিবারের চারজন রয়েছে।

তিনি বলেন, ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা-বাণিজ্য করেন। তবে হুট করেই অভিযান চালিয়ে তাদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া বিওপি এলাকায় দিয়ে তাদের পুশইন করা হয়।

তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান বিজিবি ৩১ ব্যাটালিয়নের সিইও মো. কামরুজ্জামান।

কামরুজ্জামান মিন্টু/অমিয়/