চতুর্থ অধ্যায় : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (৩২৬ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১২০৪ খ্রিষ্টাব্দ)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০. শশাঙ্কের রাজধানীর নাম কী?
ক. পুণ্ড্রনগর খ. কর্ণসুবর্ণ
গ. পুণ্ড্রবর্ধন ঘ. তাম্রলিপ্ত
৬১. পুকুরে বড় মাছ শক্তির দাপটে ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে-
ক. রাক্ষস মাছ
খ. ভয়ংকর মাছ
গ. অন্ধকারময় অবস্থা
ঘ. মাৎস্যন্যায়
৬২. পাল আমলে শাসন বিভাগের সর্বোচ্চ স্থানে কে ছিলেন?
ক. রাজা খ. রাজপুত্র
গ. সেনাপতি ঘ. উজির
৬৩. পালবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
ক. গোপাল খ. ধর্মপাল
গ. দেবপাল ঘ. মহীপাল
৬৪. ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
ক. ৩৮ বছর খ. ৩৯ বছর
গ. ৪০ বছর ঘ. ৪১ বছর
৬৫. ধর্মপাল কোথায় একটি বৌদ্ধবিহার বা মঠ নির্মাণ করেন?
ক. ভাগলপুরের ২৪ মাইল পূর্বে
খ. জয়পুরের শ্রীনগরে
গ. বিহারে
ঘ. গয়াকাশীর কাছে
৬৬. দেবদের রাজত্ব বিস্তৃত ছিল কোথায়?
ক. গৌড়ে খ. বঙ্গে
গ. পুণ্ড্রে ঘ. সমতটে
৬৭. শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোন পরিস্থিতির উদ্ভব হয়?
ক. সেন রাজাদের উদ্ভব হয়
খ. পাল যুগের অবসান ঘটে
গ. শান্তিশৃঙ্খলা ফিরে আসে
ঘ. বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়
৬৮. ত্রৈলোক্যচন্দ্রের উপাধি কী ছিল?
ক. মহারাজাধিরাজ
খ. পরমেশ্বর
গ. পরমভট্টারক
ঘ. পরম সৌগত
৬৯. ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ গ্রন্থের লেখক কে?
ক. টেকচাঁদ ঠাকুর
খ. বল্লাল সেন
গ. সন্ধ্যাকর নন্দি
ঘ. লক্ষ্মণ সেন
৭০. বাংলায় সেন বংশের শাসন কত বছর স্থায়ী ছিল?
ক. প্রায় ৫০ বছর
খ. প্রায় ১০০ বছর
গ. প্রায় ১৫০ বছর
ঘ. প্রায় ২০০ বছর
৭১. লালমাই পাহাড় প্রাচীনকালে কী নামে পরিচিত ছিল?
ক. নিলিগিরি
খ. মাহিতগিরি
গ. রোহিতগিরি
ঘ. সাধনগিরি
৭২. পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ কার উপাধি ছিল?
ক. ত্রৈলোক্যচন্দ্রের
খ. পূর্ণ চন্দ্রের
গ. সুবর্ণ চন্দ্রের
ঘ. শ্রীচন্দ্রের
৭৩. কোন শতকে বর্ম রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. দশম শতকে খ. একাদশ শতকে
গ. অষ্টম শতকে ঘ. সপ্তম শতকে
আরো পড়ুন : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায়ের ৩৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
৭৪. বর্মবংশের প্রতিষ্ঠাতা কে?
ক. জাতবর্মা খ. বলুচিবর্মা
গ. রামবর্মা ঘ. সামলবর্মা
৭৫. লক্ষ্মণ সেন কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
ক. ৪০ বছর খ. ৫০ বছর
গ. ৬০ বছর ঘ. ৭০ বছর
৭৬. কত খ্রিষ্টাব্দে ডোম্মন পাল সুন্দরবন অঞ্চলে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন?
ক. ১১৯৫ খ্রিষ্টাব্দে
খ. ১১৯৬ খ্রিষ্টাব্দে
গ. ১১৯৭ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৯৮ খ্রিষ্টাব্দে
৭৭. গঙ্গা নদীর স্রোত কয়টি?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৫টি
৭৮. ‘প্রাসিঅয়’ কী?
ক. একটি নদীর নাম
খ. একটি পাহাড়ের নাম
গ. একটি রাজ্যের নাম
ঘ. একটি জাতির নাম
৭৯. ‘গঙ্গারিডই’ কী?
ক. একটি শক্তিশালী রাজ্য
খ. একটি নগর
গ. একটি নদী
ঘ. একটি পর্বত
৮০. কত খ্রিষ্টাব্দে শশাঙ্কের মৃত্যু হয়?
ক. ৬৩৪ খ্রিষ্টাব্দে
খ. ৬৩৫ খ্রিষ্টাব্দে
গ. ৬৩৬ খ্রিষ্টাব্দে
ঘ. ৬৩৭ খ্রিষ্টাব্দে
৮১. শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন?
ক. হিন্দু খ. মুসলিম
গ. শৈব ঘ. বৌদ্ধ
৮২. কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়?
ক. হর্ষবর্ধন খ. থানেশ্বর
গ. শশাঙ্ক ঘ. সমুদ্রগুপ্ত
৮৩. দেববংশের রাজধানী কোথায় ছিল?
ক. কর্মান্ত বাসকে
খ. দেবপর্বতে
গ. নাগপুরে
ঘ. ভাগলপুরে
৮৪. দেবপর্বত কোথায় অবস্থিত?
ক. পাহাড়পুরের কাছে
খ. লালবাগের কাছে
গ. ময়নামতির কাছে
ঘ. শ্রীহট্টের কাছে
৮৫. সমগ্র সমতট অঞ্চলে কোন বংশের রাজত্ব ছিল?
ক. খড়গ খ. কান্তিদেব
গ. দেব ঘ. চন্দ্র
৮৬. কোন বংশের হাতে কান্তিদেবের রাজ্য পতন হয়?
ক. খড়গ খ. চন্দ্র
গ. রাজ ঘ. দেব
৮৭. চন্দ্র রাজাদের মূল কেন্দ্র ছিল কোথায়?
ক. পাহাড়পুরে
খ. লালমাই পাহাড়ে
গ. হরিকেলে
ঘ. উত্তরবঙ্গে
৮৮. অসমাপ্ত গ্রন্থ ‘অদ্ভুতসাগর’ কে সমাপ্ত করেন?
ক. লক্ষ্মণ সেন
খ. বলাল সেন
গ. হেমন্ত সেন
ঘ. বিজয় সেন
উত্তর: ৬০. খ, ৬১. ঘ, ৬২. ক, ৬৩. খ, ৬৪. গ, ৬৫. ক, ৬৬. গ, ৬৭. ঘ, ৬৮. ঘ, ৬৯. খ, ৭০. খ, ৭১. খ, ৭২. ক, ৭৩. ক, ৭৪. গ, ৭৫. গ, ৭৬. খ, ৭৭. গ, ৭৮. ঘ, ৭৯. ক, ৮০. খ, ৮১. ক, ৮২. গ, ৮৩. খ, ৮৪. গ, ৮৫. ঘ, ৮৬. খ, ৮৭. খ, ৮৮. খ।
লেখক : সহকারী শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, সাভার, ঢাকা
কবীর