
দ্বিতীয় অধ্যায় : ব্যবসায় পরিবেশ
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে রাকিব মানিকগঞ্জের সাটুরিয়ায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বাঁশ দিয়ে তৈরি শিশুদের খেলনার কারখানা স্থাপন করেন। এলাকার কয়েকজন শ্রমিকের নিরলস প্রচেষ্টায় তিনি সুন্দর সুন্দর খেলনা তৈরি করে ব্যাপকভাবে সমাদৃত হন, যা তার ব্যবসাকে বেশ লাভজনক করে তুলেছে। তিনি বর্তমানে আর্থিকভাবে বেশ সচ্ছল। তাই বিদেশে খেলনা রপ্তানির চিন্তা-ভাবনা করছেন।
(ক) অভ্যন্তরীণ পরিবেশ কী?
(খ) ব্যবসায়ের উন্নতিতে কেন অনুকূল প্রাকৃতিক পরিবেশের উপস্থিতি আবশ্যক?
(গ) রাকিবের ব্যবসায় সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব্যাখ্যা করো।
(ঘ) রাকিবের ব্যবসায় স্থাপন ও উন্নয়নে সামাজিক পরিবেশের অবদান তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করো।
উত্তর: ক. প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিদ্যমান অবস্থাগুলো ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বয়ে ওই প্রতিষ্ঠানে যে পরিবেশের জন্ম হয় তাকে অভ্যন্তরীণ পরিবেশ বলে।
খ. ব্যবসায়ের উন্নতিতে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের অনুকূল উপস্থিতি আবশ্যক। অনুকূল জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, উন্নত কাঁচামাল, নদী ও সমুদ্রবন্দর প্রভৃতি উপাদানের উপস্থিতি ব্যবসায়-বাণিজ্যের উন্নতিতে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। তাই ব্যবসায়-বাণিজ্যের উন্নতিতে অনুকূল প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর উপস্থিতি আবশ্যক।
গ. সস্তা এবং দক্ষ শ্রম উন্নতমানের পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক পরিবেশের উপাদান সস্তা ও দক্ষ শ্রম রাকিবের ব্যবসায় সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার স্থাপিত খেলনা কারখানায় এলাকার কয়েকজন শ্রমিকের নিরলস প্রচেষ্টা সুন্দর খেলনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাকিবের তৈরি করা সুন্দর খেলনা ক্রেতা ও ভোক্তাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় তার বিক্রি ও লাভ বেড়ে যায়। ফলে তিনি আর্থিকভাবে বেশ সফলতা পেয়ে যান।
তাই বলা যায়, সামাজিক পরিবেশের উপাদান সস্তা ও দক্ষ জনশক্তি রাকিবের ব্যবসায় সফলতার অন্যতম কারণ। দক্ষ শ্রম রাকিবের উৎপাদন যেমন বৃদ্ধি করেছে, তেমনি উৎপাদিত খেলনা মানসম্মতও হয়েছে। মানসম্মত পণ্যদ্রব্য ত্রেতাদের আকৃষ্ট করায় তার আয় বেড়েছে।
ঘ. রাকিবের ব্যবসায় স্থাপন ও উন্নয়নে সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা-সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে, তাকে সামাজিক পরিবেশ বলে।
উদ্দীপকে সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান সস্তা ও দক্ষ শ্রমের ওপর ভিত্তি করে মানিকগঞ্জের সাটুরিয়ায় রাকিব একটি খেলনা কারখানা স্থাপন করেন। এলাকার কয়েকজন দক্ষ শ্রমিকের নিরলস প্রচেষ্টার ফলে তিনি প্রচুর মানসম্মত খেলনা উৎপাদনে সক্ষম হন। এসব খেলনা দেশের ক্রেতাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় তিনি ব্যবসায় সফলতা অর্জন করেন। তাই বলা যায়, ব্যবসায় স্থাপন ও উন্নয়নে সামাজিক পরিবেশের গুরুত্ব অপরিসীম। রাকিব মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি খেলনা কারখানা স্থাপন করেন। তিনি দক্ষ শ্রমিকের নিরলস প্রচেষ্টায় প্রচুর মানসম্মত খেলনা উৎপাদন ও বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করেন, যা তাকে আর্থিকভাবে সচ্ছলতা এনে দেয়। তাই বলা যায়, সুমনের ব্যবসায় স্থাপন ও উন্নয়নে সামাজিক পরিবেশের উপাদান ও দক্ষ শ্রমই সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর