ঢাকা ৪ ফাল্গুন ১৪৩১, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পিএম
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক

জুলাই-আগস্টের আন্দোলনে আগুনে পুড়ে নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চত্বরে এ কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘কোনো টাওয়ারে আগুন নয় বরং শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে এ কথা জানিয়েছেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।’

এ সময় তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘সম্ভাব্য সাক্ষীরা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তায় কোনো গাফিলতি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায় নিতে হবে।’

এর আগে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানসহ সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পাশাপাশি সাবেক আইজিপিসহ তিন পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মেহেদী/অমিয়/

চট্টগ্রামে যৌথবাহিনীর কাজে বাধা ও এসিড নিক্ষেপ মামলায় চিকিৎসকের রিমান্ড

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম
চট্টগ্রামে যৌথবাহিনীর কাজে বাধা ও এসিড নিক্ষেপ মামলায় চিকিৎসকের রিমান্ড
চিকিৎসক কথক দাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কোতোয়ালী থানার হাজারী গলিতে যৌথবাহিনীর কাজে বাধা ও এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার চিকিৎসক কথক দাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, হাজারী গলিতে যৌথবাহিনীর কাজে বাধা ও এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামি কথক দাশের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ নভেম্বর মো. ওসমান নামে হাজারী গলির এক ব্যবসায়ী ফেসবুকে ইসকনের বর্তমান কার্যক্রম নিয়ে সমালোচনা করেন। এরপর ওই পোস্টকে কেন্দ্র করে ৫০০ থেকে ৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী তার দোকানে হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ লোকজন তাদের ওপর আক্রমণ চালায়। হামলাকারীরা যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও এসিড ছোড়ে। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ ১২ জন আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০-৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

এদিকে গত ৫ ফেব্রুয়ারি লন্ডনগামী ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ কথক দাশকে আটক করে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় এবং সেখান থেকে কোতোয়ালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, ৬ ফেব্রুয়ারি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

মনির/তাওফিক/

অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে হাইকোর্টের রুল

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ পিএম
অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে হাইকোর্টের রুল
ছবি: সংগৃহীত

মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডেটা, মিনিট এবং এসএমএস পরবর্তী প্যাকেজের সঙ্গে কেন অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

এ-সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মিজানুর রহমান কায়েস। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রায় ১ কোটি ৩১ লাখ গ্রাহক মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। আইনে আছে, মোবাইল ফোনের অব্যবহৃত ডেটা পরবর্তী কেনা ডেটার সঙ্গে যুক্ত করতে হবে। কিন্তু মোবাইল ফোনের জন্য কেনা ইন্টারনেট ডেটা, মিনিট এবং এসএমএস অব্যবহৃত থেকে গেলেও সেই ডেটা, মিনিটি এবং এসএমএস পরবর্তী সময়ে আর ব্যবহার করা যায় না। মোবাইল কোম্পানিগুলোর কোনোটিই বিটিআরসির আইন মানছে না। তারা যা ইচ্ছা তাই করছে।’ 

তিনি বলেন, ‘মোবাইল ফোন কোম্পানিগুলোর এমন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য গত ১৩ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) চেয়ারম্যান, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক বরাবরে আইনি নোটিশ পাঠিয়ে ছিলাম। সেই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় গত মাসে আমি নিজে সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করি। আজ ওই রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।’

সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন কারাগারে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ পিএম
সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন কারাগারে
গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ছানোয়ার হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর ভাটারা থানার একটি মামলায় তাদের রিমান্ড শুনানির দিন আগামীকাল সোমবার ধার্য করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

অন্য দুই আসামি হলেন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সাদেক ঢালী ও ব্রাহ্মণবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী। 

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর বারিধারা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। এ সময় আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর মিঠুন ফকির ৮৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।

ছানোয়ার ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবার ও ২০১৮ সালে দ্বিতীয় দফায় এমপি নির্বাচিত হন।

এদিকে গতকাল শনিবার রাতে রাজধানীর প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনসারী অপূর্বকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৯ জুলাই বাড্ডা থানার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি সরণি সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তৌফিকুলের স্ত্রী ইসমাত জাহান ইলোরা বাদী হয়ে ২৮ জুলাই বাড্ডা থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার অপূর্ব ওই মামলার সন্দেহভাজন আসামি।

সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ
এবিএম ফজলে করিম চৌধুরী

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হলে প্রসিকিউসনের আবেদনে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। 

এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম, ব্যারিস্টার মইনুল করিম, তারেক আব্দুল্লাহ ও সাইমুম রেজা।

অমিয়/

গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিব কারাগারে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম
গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিব কারাগারে
ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া কবি সোহেল হাসান গালিবকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

গতকাল শুক্রবার বিকেলে এ নির্দেশ দেন আদালত। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই তাকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।

গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে গালিবকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির আদালতকে লিখিতভাবে জানান, আসামি সোহেল হাসান গালিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেন। তার লেখা একটি গ্রন্থেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কবিতা ছাপা হয়েছে। আসামি কোন উদ্দেশ্যে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন, সেটি জানার জন্য তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানির পর আদালত রিমান্ড আবেদন নাকচ করেন এবং সোহেল হাসান গালিবকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ধর্মীয় অবমাননার বিষয়ে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, এবারের বইমেলায় প্রকাশিত একটি বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে ‘মহানবীকে কটাক্ষ’ করার অভিযোগ ওঠে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘উজান’। নিরাপত্তার শঙ্কায় স্টলটি বন্ধ রাখা হয়েছে।