ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২, শুক্রবার, ০৬ জুন ২০২৫
English
শুক্রবার, ০৬ জুন ২০২৫, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বৈধ ১৭৮৬ প্রার্থী

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৩১ পিএম
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বৈধ ১৭৮৬ প্রার্থী
খবরের কাগজ গ্রাফিকস

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটের জন্য আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই শেষে এক হাজার ৭৮৬ প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মাঠ পর্যায় থেকে পাঠনো সব তথ্য বিশ্লেষণের পর এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

গতকাল ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়। বাছাইয়ে বাতিল করা হয় ১০৪ জনের মনোনয়নপত্র। এদিকে নাটোরের সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে অপহরণের শিকার প্রার্থী দেলোয়ার হোসেনের প্রার্থিতাও বৈধ ঘোষণা করেছে ইসি। এর আগে এই ধাপের সংশ্লিষ্ট উপজেলাগুলোর তিনটি পদে ভোটে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন ১ হাজার ৮৯১ প্রার্থী। 

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বাছাইয়ে বাদ পড়া এসব প্রার্থীরা আপিল করতে পারবেন ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। 

এলিস/সালমান/

দেশে করোনার সতর্কবার্তা

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৫, ০৫:৪১ পিএম
দেশে করোনার সতর্কবার্তা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

মেহেদী

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৩:৪৫ পিএম
জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ দেবেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ দুপুরে প্রেস উইং জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

অমিয়/

ঈদুল আজহায় পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০১:৩২ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৫, ০১:৫২ পিএম
ঈদুল আজহায় পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: খবরের কাগজ

সারা দেশে ঈদুল আজহায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।’

শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 

তাছাড়া, জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে জামাত আয়োজনে কড়া নিরাপত্তাসহ বিশেষ ব্যবস্থা রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুরো দেশের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রতিবার যেমন ভালোভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবারও হবে।’

এসময় মিথ্যা সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে, সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে শেষ মুহূর্তে ঈদযাত্রায় লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে কালক্ষেপণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

উপদেষ্টা বলেন, দুএকটি লঞ্চের জন্য ঈদযাত্রা দুর্ভোগে পরিণত হয়। নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে লঞ্চের টিকিট। দুএকটি বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।

অমিয়/

কমলাপুরে ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৯:৪৭ এএম
আপডেট: ০৬ জুন ২০২৫, ০৯:৫০ এএম
কমলাপুরে ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের কালুরঘাটে দুর্ঘটনাকবলিত পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ শুক্রবার সকাল ১০টায় পৌঁছাবে বলে জানান স্টেশনমাস্টার আনোয়ার হোসেন।

পরে ট্রেনটি শুক্রবার (৬ জুন) বেলা ১১টার মধ্যে আবার কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানান তিনি।

শিডিউল মোতাবেক, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে ভোর সাড়ে ৪টায় ঢাকার কমলাপুরে পৌঁছায়। পরে ভোর ৬টা ১৫ মিনিটে ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।

গতকাল রাতে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে দুর্ঘটনার পর আজ শুক্রবার সকালে ট্রেনটির শিডিউল বিপর্যয় হয়েছে।

পর্যটক এক্সপ্রেস ট্রেনটিকে প্রাধান্য দিয়ে আগে ছাড়লে কমলাপুর রেলওয়ে স্টেশনে অন্য ট্রেনগুলোর শিডিউলে পরিবর্তন আনতে হবে। কোনো কোনো ট্রেন এক ঘণ্টা বা তারও দেরিতে ছাড়তে পারে। 

বিশেষ করে সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বেলা সাড়ে ১১টায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে দেরি হবে বলে জানান স্টেশনের কর্মকর্তারা।

পরে এ বিলম্বের প্রভাব পড়বে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস, সিলেটগামী কালনী এক্সপ্রেসেও৷০

পর্যটক এক্সপ্রেসের অনেক যাত্রী ইতোমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছেন। তাদের একজন সাঈদুর রহমান বলেন, পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার যায়। আমি যাব নাইক্ষ্যংছড়ি। বাসের রুটে জ্যাম হয় বলে পরিবার নিয়ে এই ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। এখন স্টেশনে এসে দুর্ভোগে পড়লাম। কথা ছিল, বাড়ি গিয়ে ছেলে-মেয়ে নিয়ে কোরবানির হাটে যাব। সেটি মনে হয় হবে না। 

জয়ন্ত সাহা/অমিয়/

কালুরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনা: ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৯:৩১ এএম
আপডেট: ০৬ জুন ২০২৫, ০৯:৩২ এএম
কালুরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনা: ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপর ট্রেনের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনায় রেলওয়ের চার কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) সকালে রেলপথ  মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়৷

বরখাস্ত হওয়া কর্মীরা হলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকোমাস্টার গোলাম রসুল (টি নং-৫৩০), সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ (টি নং-৭২৩) এবং অস্থায়ী গেটকিপার (টিএলআর) মাহবুব।

তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা, চট্টগ্রাম-এর নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, ডিএমই (লোকো-চট্টগ্রাম), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ এবং বিভাগীয় চিকিৎসক (পাহাড়তলী, চট্টগ্রাম)।

কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গত ৫ জুন রাত ১০টায় চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হওয়ার সময় সিগন্যাল না মেনে কতিপয় যানবাহন ব্রিজে উঠে গেলে দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জয়ন্ত সাহা/অমিয়/