
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটের জন্য আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই শেষে এক হাজার ৭৮৬ প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মাঠ পর্যায় থেকে পাঠনো সব তথ্য বিশ্লেষণের পর এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
গতকাল ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়। বাছাইয়ে বাতিল করা হয় ১০৪ জনের মনোনয়নপত্র। এদিকে নাটোরের সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে অপহরণের শিকার প্রার্থী দেলোয়ার হোসেনের প্রার্থিতাও বৈধ ঘোষণা করেছে ইসি। এর আগে এই ধাপের সংশ্লিষ্ট উপজেলাগুলোর তিনটি পদে ভোটে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন ১ হাজার ৮৯১ প্রার্থী।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বাছাইয়ে বাদ পড়া এসব প্রার্থীরা আপিল করতে পারবেন ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল।
এলিস/সালমান/