ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ২৩ মে রাষ্ট্রীয় শোক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট: ২১ মে ২০২৪, ০৫:২১ পিএম
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ২৩ মে রাষ্ট্রীয় শোক

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্য আরোহীদের মৃত্যুতে আগামী ২৩ মে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী ২৩ মে (বৃহস্পতিবার) রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে।

ওইদিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

একইসঙ্গে সেদিন নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বাসস/সালমান/

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীরগতি রাস্তায় যাত্রী তোলার কারনে

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীরগতি রাস্তায় যাত্রী তোলার কারনে
ছবি: খবরের কাগজ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রায় যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। মহাসড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারনে এই ধীরগতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন পরিবহনের চালকরা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই মহাসড়কটি চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী প্রায় ২৭ কিলোমিটার এলাকায় স্টপেজগুলোতে ধীরগতি দেখা দিয়েছে।

বিভিন্ন পরিবহনের চালকরা বলছেন, যাত্রী উঠানোর জন্য বাসগুলো দীর্ঘ সময় এস্ স্টপেজে দাঁড়িয়ে থাকে। এই কারণে যান চলাচলে ধীরগতি।

ময়মনসিংহগামী আলম এশিয়া বাসের চালক মমিনুল বলেন, চান্দনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই প্রথমে সালনায় যানজটে আটকে যাই। এরপর পোড়াবাড়ি, রাজেন্দ্রপুর, হোতাপাড়া, বাঘেরবাজার, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা পল্লীবিদ্যুৎ মোড়, রঙ্গিলা বাজার এলাকায় যে বাস স্টপেজগুলো রয়েছে তার সব জায়গাতেই ধীরগতি ছিল। দেখা যাচ্ছে, বিভিন্ন পরিবহনের বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাত্রীর জন্য অপেক্ষা করছে। এ কারণেই পেছনের গাড়িগুলো আটকে যাচ্ছে। আর এতেই ভোগান্তি হচ্ছে অন্যদের।

আরেক চালক সোহাগ জানান, সারা বছর যে সব মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা স্বল্প দুরত্বে চলাচল করে তারা ঈদের সময় দূরপাল্লার যাত্রী পরিবহন করে থাকে। তারা যে যেভাবে পারে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছে। আর এতেই মহাসড়কের যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সফিকুল ইসলাম জানান, ঈদযাত্রায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে। এ ছাড়াও বাস স্টপেজগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

পলাশ/অমিয়/

ঈদযাত্রা অতিরিক্ত ভাড়া নিয়ে ২ উপদেষ্টার ভিন্ন বক্তব্য

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৪:১১ পিএম
অতিরিক্ত ভাড়া নিয়ে ২ উপদেষ্টার ভিন্ন বক্তব্য
ছবি: খবরের কাগজ

এবারের ঈদুল আজহায় যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ভিন্ন বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া আদায় করা হয়নি।

একইদিন সকালে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ঈদযাত্রায় বেশ কয়েকটি বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের ঈদে রাস্তাঘাটের অবস্থা বেশ ভালো। টিকিটে বাড়তি ভাড়া রাখা হচ্ছে এমন অভিযোগ কেউ করেননি। আমিও দেখলাম, কোনো কাউন্টারে বাড়তি ভাড়া নিচ্ছে না কেউ।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনী ও বাস মালিক সমিতিকে জানানোর অনুরোধ জানান তিনি।

সড়কে যানজট পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন বৃষ্টি-বাদলের সময়। এ সময় সড়কে কিছুটা যানজট হয়। এতে অনেক বাস ঢাকায় ফেরার পথে সাভার, আশুলিয়া এলাকায় জ্যামে পড়ছে। তাই অনেকে দীর্ঘ সময় কাউন্টারে এসে বসে থাকছেন। তবে যানজটের অজুহাতে কেউ পরিবহনের কৃত্রিম সংকট তৈরি যেন করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে৷

তিনি জানান, সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে।

অন্যদিকে, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা ঘুরে পরে ঢাকা রেলওয়ে স্টেশনে ব্রিফিং করেন সড়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি এ সময় বলেন, ঈদযাত্রায় বেশ কয়েকটি পরিবহন কোম্পানি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আমরা প্রমাণ পেয়ে তাৎক্ষণিক যাত্রীদের সেই অতিরিক্ত টাকা ফেরত দিয়েছি।

বৃহস্পতিবার সকালে লাল-সবুজ পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ ঈদযাত্রায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ঢিলেঢালা কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি রয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে।
 
এ বিষয়ে জানতে চাইলে সড়ক উপদেষ্টা বলেন- আমি নির্দেশনা দিয়েছি, আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কড়া নজরদারি করবেন। টিকিটে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই।

জয়ন্ত সাহা/অমিয়/

টঙ্গীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৩:৫০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম
টঙ্গীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫
ছবি: খবরের কাগজ

গাজীপুরের টঙ্গীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে চালকসহ অন্তত ৩৫ জন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় বিআরটিএ লেনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশসূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা সোনিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নবাব সরকার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালক, নারী-শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পরে দুই বাস চালককে গুরুতর অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

টঙ্গী জোনের টিআই মো. সফিকুল ইসলাম বলেন, দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের চালকই গুরুতর আহত হয়েছেন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশ প্রধান/অমিয়/

চন্দ্রায় কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচলে ধীরগতি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৩:২২ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৫, ০৫:১১ পিএম
চন্দ্রায় কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচলে ধীরগতি
ছবি: খবরের কাগজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার ঈদযাত্রায় কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচলে ধীরগতি রয়েছে। ঢাকা থেকে গাড়িগুলো বের হয়ে এখানে রাস্তায় যাত্রীর জন্য অপেক্ষমান থাকায় এ ধীরগতির সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পােহাতে হচ্ছে।

গাজীপুরে দুই হাজার ১৭৬টি নিবন্ধিত বিভিন্ন ধরনের শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে এক হাজার ১৫৪টি পোশাককারখানা। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ শ্রমিক। গতকাল বুধবার কয়েক ধাপে কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি ঘোষণা করায় ওই সব প্রতিষ্ঠানের কর্মীরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে গাজীপুর ছাড়ছেন। 

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানী ও গাজীপুর থেকে বের হওয়ার পথ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যাত্রীদের ভিড় দেখা গেছে। 

গতকাল অধিকাংশ কারখানা এবং আজ বৃহস্পতিবার বাকি কারখানাগুলো ছুটি ঘোষণা করায় মহাসড়কে যাত্রীদের চাপ গতকালের তুলনায় কয়েকগুণ বেড়েছে।

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে। নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এ ছাড়াও যাত্রীদের নিরাপত্তা ও ছিনতাই রোধে পুলিশের আলাদা টিম কাজ করছে বলে তিনি জানান।

এদিকে কাঙ্খিত গাড়ি না পেয়ে খোলা ট্রাক, পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ির পানে ছুটছেন মানুষ।

পলাশ প্রধান/অমিয়/

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা শুক্রবার

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৫:০০ পিএম
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা শুক্রবার
সাদ্রা দরবার শরীফ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার (৫ জুন) দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে থাকি। এ উপলক্ষে কোরবানির পশু ক্রয়-সহ আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ঈদের প্রথম জামাত দরবার শরীফের মাঠে সকাল সাড়ে ৭টায় অনষ্ঠিত হবে। এই জামাতে ঈমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।

এরপর দ্বিতীয় জামাত সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী। 

১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের পীর মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন।

এ ছাড়াও তার অনুসারী মুসল্লীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন।

যেসব গ্রামে শুক্রবার ঈদুল আজহা উদযাপন করা হবে সেগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।

ফয়েজ/অমিয়/