ঢাকা ১২ শ্রাবণ ১৪৩১, শনিবার, ২৭ জুলাই ২০২৪

নির্ভার আওয়ামী লীগ : নির্বাচনে ৩২ দল, মনোযোগ সুষ্ঠু ভোটে

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০১:০১ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৮ এএম
নির্ভার আওয়ামী লীগ : নির্বাচনে ৩২ দল, মনোযোগ সুষ্ঠু ভোটে

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে ৩০টি দল। এসব দল নির্বাচনে আসায় অনেকটাই ভারমুক্ত আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা মনে করছেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত বেশির ভাগ দলের অংশগ্রহণের ফলে নির্বাচনকে গ্রহণযোগ্য দেখানো সহজ হবে।

এবারের নির্বাচনকে একতরফা আখ্যা দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে কঠিন হবে। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা খবরের কাগজকে দলের এমন মনোভাবের কথা জানান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা জানান, বেশির ভাগ দলকে নির্বাচনে আনতে পারাটা আওয়ামী লীগের প্রথম ধাপের সাফল্য। এখন সামনে বড় চ্যালেঞ্জ হলো বিতর্কমুক্ত ভোট। যে দলগুলো নির্বাচনে এসেছে তাদের নিয়ে অবাধ, সুষ্ঠু ভোট সম্পন্ন করতে পারলে আওয়ামী লীগের ওপর থেকে বড় চাপ কমে যাবে।

দলীয় একাধিক সূত্র জানায়, বিগত দুই নির্বাচন নিয়ে নানাবিধ প্রশ্ন ওঠায় এবারের নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখতে চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে বিএনপি ও সমমনা দলগুলো বর্জন করায় নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করবে তা নিয়ে দুশ্চিন্তা ছিল আওয়ামী লীগের অভ্যন্তরে। কারণ ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচনে বিএনপি জোট অংশ না নেওয়ার ফলে মাত্র ১২টি দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্যরা নির্বাচিত হন। এবার যেন সে রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে আগে থেকেই সতর্ক ছিলেন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতারা। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ৩০টির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ক্ষমতাসীনদের কৌশলের প্রথম ধাপের সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘৩০টি নিবন্ধিত দল নির্বাচন অংশ নিচ্ছে। এটা একটা বড় সাফল্য। বিএনপির অনেকে অংশ নিচ্ছেন। আমরা কয়জনের নাম বলব! একরামুজ্জামান, মনজুর আলম, শওকত মাহমুদ, তৈমূর আলম খন্দকার, শমশেন মবিন চৌধুরী, শাহজাহান ওমর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আহসান হাবীব, এ কে এম ফখরুল ইসলামসহ ১৫ জন কেন্দ্রীয় নেতা এবং শাহ মোহাম্মদ জাফর, মেজর আখতারুজ্জামানসহ সাবেক ৩০ জন সংসদ সদস্য এই নির্বাচন অংশগ্রহণ করছেন।

ওবায়দুল কাদের গতকাল সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকে ঘিরে বহু দিন পর একটা উৎসবমুখর পরিবেশ সারা দেশে লক্ষ্য করা যাচ্ছে। ২-১টা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল কি না, তার চেয়ে জনগণের অংশগ্রহণটা কেমন, সেটা বেশি করে ভাববার বিষয়।’

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, বেশির ভাগ দল নির্বাচনে অংশ নেওয়াকে প্রথম ধাপের সাফল্য মনে করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সাফল্য পূর্ণতা পাবে সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন করতে পারলে। যে কয়টি দল নির্বাচনে অংশ নিচ্ছে, তারা যদি ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট থাকে, ভোটের দিন যদি মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাহলে নির্বাচন দেশে-বিদেশে অনেকটাই গ্রহণযোগ্য হবে। 

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা খবরের কাগজকে জানান, নিবন্ধিত দলগুলোর মধ্যে ১৪টি নির্বাচনে অংশ নিচ্ছে না। এবারের নির্বাচনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ আরও একাধিক দলকে পাওয়ার আশা ছিল সরকারের উচ্চপর্যায়ে। কিন্তু শেষ পর্যন্ত একাধিক বিষয়ে মতপার্থক্যের কারণে তারা নির্বাচনে আসেনি। চরমোনাই পীরের দলটির দেশের বেশির ভাগ আসনে প্রার্থী দেওয়া এবং উল্লেখযোগ্যসংখ্যক ভোট পাওয়ার সক্ষমতা রয়েছে। তারাসহ আরও দুয়েকটি ইসলামী দল নির্বাচনে এলে বিএনপি ও সমমনাদের অনুপস্থিতি নিয়ে আলোচনা আরও ফিকে হয়ে যেত। তবে শেষ পর্যন্ত যারা এসেছে তাদের নিয়েই একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব বলে মনে করছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম খবরের কাগজকে বলেন, ‘আমরা নির্বাচনে সব দলের অংশগ্রহণ চেয়েছি। বেশির ভাগ দল সাড়া দিয়েছে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একজন নেতা জানান, বিএনপির সাবেক নেতা ও এমপিদের মধ্যে থেকেও আরও বেশিসংখ্যক নির্বাচনে অংশ নেবেন মনে করা হচ্ছিল। তারা ১৫ জনের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সংখ্যাটা আরও কিছু বেশি হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাড়ত।

আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক সূত্রমতে, ২০১৪ সালের নির্বাচন বর্জন করে বিএনপি অন্য দলগুলোকে প্রভাবিত করতে পেরেছিল। সে নির্বাচনে বেশির ভাগ দলই অংশ নেয়নি। মাত্র ১২টি দল অংশ নেয়। কিন্তু এবারে বিএনপি অন্য দলগুলোকে সেভাবে আটকাতে পারেনি। কয়েকটি বাম দল ও কয়েকটি ইসলামী দল তাদের পক্ষে থেকেছে। ৪৪টি দলের মধ্যে ১৪টি দল নির্বাচনে অংশ নেয়নি। এ সংখ্যাটা দেশে-বিদেশে বড় করে প্রচার করবে আওয়ামী লীগ।

রাষ্ট্র বিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ খবরের কাগজকে বলেন, প্রধান বিরোধী দল বিএনপি অংশ নিলে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে এখন যারা অংশ নিচ্ছেন তাদের নিয়ে যদি একটা সুষ্ঠু ভোট হয়, ভোটাররা যদি প্রশাসনিক প্রভাব থেকে মুক্ত থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, ভোটের ফলে যদি রায়ের প্রতিফলন ঘটে তাহলে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। ভোটার অংশগ্রহণ যদি ৪০ শতাংশের বেশি হয় তাহলে নির্বাচনকে ভোটারদের সংখ্যার দিক থেকেও অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে।

মানুষ হত্যার জবাব জনগণ আদায় করবে একদিন: মির্জা ফখরুল

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১০:২৭ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১০:২৭ এএম
মানুষ হত্যার জবাব জনগণ আদায় করবে একদিন: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়ায় গণ্ডায় আদায় করবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ বরাবরই লাশের ওপর দিয়ে ক্ষমতায় গিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে গত কয়েক দিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে, জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায়। জনগণের টাকায় কেনা কি পরিমাণ গোলাবারুদ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে, তার হিসাবও জানতে চায়। 

শুক্রবার (২৬ জুলাই) এক বিৃবতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি ও বিরোধীদলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে গ্রেপ্তার, কারান্তরীণ ও জুলুম-নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

অন্যদিকে পৃথক বিবৃতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

কোটা সংস্কার আন্দোলনে সমর্থনের কারণ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারি দলের সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে গুলি, টিয়ারশেল, রবার বুলেট, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের লক্ষ্য করে নিক্ষেপের মাধ্যমে শত শত নিরীহ ছাত্রছাত্রীকে গণহারে হত্যা এবং হাজার হাজার ছাত্রছাত্রীকে আহত করেছে, যা দেশবাসীসহ বিশ্ববাসী অবলোকন করেছে। এই গণহত্যা, নির্যাতন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান তিনি। 

অভিযোগ করে তিনি বলেন, এই নির্মম অত্যাচারে দেশের জনগণ হতবাক ও ক্ষুব্ধ হয়েছে এবং কোমলমতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। সরকার রাষ্ট্রের সব বাহিনীসহ দলীয় সন্ত্রাসীদের সাধারণ মানুষ, বিএনপি নেতা-কর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ব্লক রেড দিয়ে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সান্ধ্য আইন প্রত্যাহার এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে গ্রেপ্তার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গ্রেপ্তারকৃত সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনকে ৩ দিন পর আদালতে তোলা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বাসাসহ সিনিয়র নেতাদের বাসায় অব্যাহত গতিতে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অনেককে গুম করে রেখে নির্যাতন চালিয়ে চার-পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে, যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সরকার ক্ষমতায় থাকার জন্য নির্মমভাবে নিরীহ মানুষকে হত্যা করতে পারে এবং রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। এই অবৈধ সরকারকে বলব-অবিলম্বে পদত্যাগ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার লক্ষ্যে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিন।

জাতীয় ঐক্যের আহ্বান
এদিকে শুক্রবার রাতে পৃথক এক বিবৃতিতে ন্যূনতম এক দফা, অবৈধ, ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানিয়েছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 

বিএনপি মহাসচিব বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।”

প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরিক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামি রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শিগগিরই সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।

পুলিশ হত্যার ‘মাস্টারমাইন্ড’ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৬

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১০:২০ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১০:২০ এএম
পুলিশ হত্যার ‘মাস্টারমাইন্ড’ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৬
পুলিশ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ গ্রেপ্তার ছয়জন

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর শনিরা আখড়া ও রায়েরবাগে পিটিয়ে হত্যা করা হয় দুই পুলিশ সদস্যকে। এ ঘটনায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

নিহত পুলিশ সদস্যরা হলেন এএসআই মোহাম্মদ মুক্তাদির (৫০) ও নায়েক গিয়াস উদ্দিন (৫৮)।

শুক্রবার (২৬ জুলাই) ডিবিপ্রধান হারুন অর রশিদ বলেন, মাস্টারমাইন্ড মাসুদ রানার নেতৃত্বে গত ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগে অগ্নিসংযোগ করে আবু বকর, রবিউল ইসলাম, সৌরভ মিয়া, তারেকসহ ২৫-৩০ জনের একটি দল। এ সময় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন তারা।

পুলিশের মনোবল ভেঙে দিয়ে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই পুলিশ হত্যাকাণ্ডের মিশন বলে দাবি করেন ডিবিপ্রধান হারুন অর রশিদ। তিনি জানান, মেট্রোরেলে হামলাকারীদের তথ্যও বেরিয়ে আসছে। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

সংকট উত্তরণে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই: ইসলামী আন্দোলন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৯:০৬ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৪, ০৯:০৭ এএম
সংকট উত্তরণে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই: ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশ

বর্তমান সংকট উত্তরণে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

তিনি বলেন, ‘সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। খোদ আওয়ামী লীগের লোকজনই এখন আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি চায়। অবিলম্বে রাজনৈতিক সমাধান না হলে দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এ জন্য সরকারকেই রাজনৈতিক সংকট উত্তরণের উদ্যোগ গ্রহণ করতে হবে।’

শুক্রবার (২৬ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘সীমাহীন দুর্নীতি, লুটপাট, নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য এবং তার ওপর কোটা সংস্কার আন্দোলনে গুলি করে মানুষ হত্যা, দেশের আপামর জনতাকে ভাবিয়ে তুলছে। একটি আন্দোলন দমাতে সরকারের লাশের স্তূপ সব শ্রেণি-পেশার মানুষের বিবেককে নাড়া দিয়েছে।’

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার ধ্বংসযজ্ঞগুলো প্রচার করছে। কিন্তু শত শত মানুষ যে লাশ হয়েছে, হাজারখানেক মানুষ পঙ্গুত্ববরণ করেছে এবং হাজারে হাজারে বন্দি করা হয়েছে, সেগুলো নিয়ে সরকারের কোনোই প্রচারণা নেই। ধ্বংসাত্মক কার্যক্রম যেমন নিন্দনীয়, তারচেয়ে ভয়াবহ নিন্দনীয় হলো মানুষ হত্যা করা। আইনশৃঙ্খলা বাহিনীর অপতৎপরতার কারণে মানুষ ঘরে ঘুমাতে পারছে না।’

নগর সেক্রেটারি ডা. শহীদুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, নুরুজ্জামান সরকার, কে এম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম রফিকুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন প্রমুখ।

জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:৪৯ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১২:৪৯ এএম
জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ন্যূনতম একদফা, অবৈধ, ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য "জাতীয় ঐক্যের” আহ্বান জানিয়েছে বিএনপি।

শুক্রবার (২৬ জুলাই) রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 

বিএনপি মহাসচিব বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি "জাতীয় ঐক্য" গঠনের আহ্বান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিকদল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।

সবুজ/এমএ/

বামপন্থি দলগুলোর শোক সমাবেশ আন্দোলন জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১১:২৩ পিএম
আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১১:২৩ পিএম
আন্দোলন জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের পর জনগণের মনে যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে, তারই বহিঃপ্রকাশ সারা দেশ দেখেছে বলে মন্তব্য করেছেন বামপন্থি দলগুলোর নেতারা। দেশব্যাপী যে চরম সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল তাকে ‘জনতার আন্দোলন’ হিসেবেও আখ্যা দিয়েছেন তারা।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং নিরপরাধ মানুষকে হত্যার দায়ে সরকারের পদত্যাগের দাবিতে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ শুক্রবার (২৬ জুলাই) বিকেলে দেশব্যাপী শোক সমাবেশ ও মিছিল করেছে। ঢাকার পুরানা পল্টনে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে বাম দলগুলোর নেতারা সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। বাম দলগুলোর নেতা-কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে কালো ব্যাজ ধারণ করে সমাবেশ ও শোক মিছিলে শরিক হন। নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

বামপন্থি নেতারা বলেন, পত্রিকার খবরে বলা হয়েছে, ২০৬ জন মানুষ হত্যা করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও অনেক বেশি। হাজার হাজার মানুষ আহত হয়েছে। সর্বশেষ কারফিউ জারি করে সেনাবাহিনী নামিয়ে দমন-পীড়ন চালাতেও তারা কুণ্ঠাবোধ করেনি। এখন চলছে নির্বিচার গণগ্রেপ্তার। 

আইনশৃঙ্খলা বাহিনীর গণগ্রেপ্তার কর্মসূচির নিন্দা জানিয়ে বাম নেতারা বলেন, সরকার যদি ভাবে এভাবে দমন-পীড়ন চালিয়ে তারা আন্দোলনকে স্তব্ধ করতে পারবে, তবে তারা ভুল পথে হাঁটছে। এই আন্দোলন কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা শুরু করলেও বাস্তবে এ আন্দোলন সরকারের দুর্নীতি-লুটপাট, স্বৈরাচারী নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে জনতার দীর্ঘ সময় ধরে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। আন্দোলনের যে আগুন সারা দেশে ছড়িয়ে পড়েছে, তা দমন-পীড়ন করে বন্ধ করা যাবে না। 

সরকারের পদত্যাগ দাবি করে তারা বলেন, সরকার কোনোভাবেই এই হত্যাযজ্ঞ ও জানমালের ক্ষয়ক্ষতির দায় এড়াতে পারে না। এই হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে।

শোক সমাবেশ থেকে নানা দাবি উত্থাপন করেন বাম নেতারা। এ দাবিগুলোর মধ্যে রয়েছে কারফিউ প্রত্যাহার করে সেনাবাহিনী-বিজিবিকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, ছাত্র-জনতার ওপর সংঘটিত হামলায় জড়িতদের বিচার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হতাহতদের ক্ষতিপূরণ প্রদান ও গণগ্রেপ্তার বন্ধ করা। 

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার বেলাল চৌধুরী ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। এতে আরও উপস্থিত ছিলেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।