নির্বাচনে বিরোধী দলগুলোর অংশ নেওয়া উচিত ছিল : নূর । খবরের কাগজ
ঢাকা ২ জ্যৈষ্ঠ ১৪৩১, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

নির্বাচনে বিরোধী দলগুলোর অংশ নেওয়া উচিত ছিল : নূর

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পিএম
নির্বাচনে বিরোধী দলগুলোর অংশ নেওয়া উচিত ছিল : নূর
ছবি : খবরের কাগজ

উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে সরকারবিরোধী দলগুলোর অংশগ্রহণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম নূর।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। স্থানীয় টাউন ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, ‘উপজেলা নির্বাচন উপহাসে পরিণত হয়েছে। যদিও আমি মনে করি, বিরোধী দলগুলোর সম্মিলিতভাবে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। নির্বাচন বর্জন করায় বিনাযুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তারা।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের পতন মুহূর্তের মধ্যে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষার জন্য তরুণ-যুবকদের এগিয়ে আসতে হবে। এতদিন অনেক রথী-মহারথীরা জোট গঠন করেছেন। তারা ফ্রন্ট গঠন করে জাতির সর্বনাশ করেছেন। তারা দেশ ও জনগণের মুক্তি এনে দিতে পারেননি।’

সভায় সভাপতিত্ব করে গণ অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক আলমগীর কবীর সিফতি। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহসভাপতি আল আমীনসহ অন্যরা।

লুর বক্তব্য পরিষ্কার, ফখরুলের কথার মূল্য নেই : ওবায়দুল কাদের

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৪:৫২ পিএম
লুর বক্তব্য পরিষ্কার, ফখরুলের কথার মূল্য নেই : ওবায়দুল কাদের
তেজগাঁওয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল কী করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে? যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য পরিষ্কার। তিনি যে কথা বলেছেন, এরপর ফখরুল সাহেবের যে বক্তব্য, এ বক্তব্যের কোনো মূল্য নেই।’ 

‘যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রসঙ্গে আগের অবস্থানে আছে’- বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

আগামীকাল ১৭ মে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর তেজগাঁওয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের। রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ-কমিটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে। শেখ হাসিনার সততা সারা বিশ্বে আজ প্রশংসনীয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘গত ৪৩ বছরের সবচেয়ে সাহসী নেতা ও সৎ রাজনীতিকের নাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। গত ১৫ বছরে উন্নয়ন অর্জন ও আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে। ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে কোনো মিল নেই।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার প্রবর্তন। তিনি ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে। মেট্রোরেল, পদ্মাসেতু হয়েছে। পাহাড়-সমতল সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে। যারা এসব অস্বীকার করে তারা দিনের আলোতে অন্ধকার দেখে। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন শেখ হাসিনা।’ 

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ-কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এতিমখানার শিক্ষার্থীসহ মহানগরের অন্য নেতারা।

রাজু/সালমান/

ফারাক্কা বাঁধ বাংলাদেশকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৩:১১ পিএম
ফারাক্কা বাঁধ বাংলাদেশকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান
ছবি: খবরের কাগজ

একতরফা প্রতিবেশী দেশের পানি আগ্রাসনের কারণে ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে রাজাধানীর আসাদগেট জিইউপি মিলনায়তনে ‘ফারাক্কা বাঁধ ভেঙ্গে দাও, ধুঁকছে স্বদেশ-কাঁদছে কৃষক এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোনপথে’ শীর্ষক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি।

তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে প্রমত্ত পদ্মা আজ একটি খালে পরিনত হয়েছে। পানির অভাবে কৃষক হারাচ্ছে তার উৎপাদিত ফসলী জমি এবং প্রকৃতি হারাচ্ছে তার সৌন্দর্য। পানির অভাবে জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।’

রাশেদ প্রধান বলেন, ‘খুব দ্রুত বাংলাদেশ-ভারতের পানির ন্যায্য হিস্যার সমাধান না হলে দেশে খাদ্য উৎপাদন কমে যাবে। তাপপ্রবাহ বৃদ্ধি পাবে। অঞ্চলভিত্তিক নাগরিক জীবনে দুর্বিষহ নেমে আসবে। বিভিন্ন রোগাক্রান্ত হবে লাখ লাখ মানুষ ও গবাদি পশু-পাখি। দেশের ও প্রকৃতির তাজা প্রাণ হত্যার চেষ্টা করছে।’

এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সাহায্য নেওয়ার আহ্বান জানান।

স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘মওলানা ভাসানী সেই সময় উপলব্ধি করেছিলেন ফারাক্কা বাঁধ বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করবে এবং আমাদের তিলে তিলে মারবে। একইভাবে শফিউল আলম প্রধান উপলব্ধি করেছিলেন ভারতীয় আগ্রাসন আমাদের ভাতে-পানিতে ও গুলিতে মারবে।’ 

আজকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভৌগোলিক রাজনৈতিক বিদেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ প্রধান আরও বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক ব্যাংকের লেনদেন এখন সন্দেহজনক! রিজার্ভ ঘাটতি পূরণ করার জন্য সরকার এখন বিদেশি প্রভুদের পা ধরা শুরু করেছে। বিদেশি ঋণ নেওয়ার আগে বাংলাদেশের রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। অন্যথায় বিদেশি ঋণ এবং বিদেশে পাচারকৃত অর্থ আওয়ামী লীগের লুটপাটের অংশ হিসেবে একদিন বিচার করা হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুব জাগপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন, যুব জাগপার যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী প্রমুখ।

শফিকুল ইসলাম/সাদিয়া নাহার/অমিয়/

উপজেলা নির্বাচন শুধুমাত্র আনুষ্ঠানিকতা: রিজভী

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০১:২৫ পিএম
উপজেলা নির্বাচন শুধুমাত্র আনুষ্ঠানিকতা: রিজভী
ছবি: খবরের কাগজ

উপজেলা নির্বাচনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন সম্পূর্ণ ভুয়া ও জালিয়াতির নির্বাচন। এখানে নির্বাচনের নামে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, শুধুমাত্র একটা প্রহসন। এই নির্বাচনে জনগণের কোনো ভূমিকা নেই। এই নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা যাকে পছন্দ করবেন, তিনি হবেন চেয়ারম্যান।’

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শান্তিনগর বাজারে উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

আজকে যারা ক্ষমতায় আছেন তাদের দখলদার সরকার অভিহিত করে রিজভী বলেন, ‘এদের জনগণের কোনো ম্যান্ডেড নেই। এরা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। তাই এদের জনগণের ভোটের কোনো প্রয়োজন পড়ে না। সরকার বাংলাদেশকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছেন আওয়ামী লীগের লোক, ক্ষমতাসীন দলের আত্মীয়-স্বজন। আজকে দুবাইয়ে ৩৯৪টি বাড়ির খবর পাওয়া গেছে। প্রকল্প ব্যাংক, পদ্মা সেতু লুটের টাকা দিয়েই তারা আজ বিদেশে বাড়ি করছে।’
 
বাংলাদেশ ব্যাংকের ভেতরে কি হচ্ছে তা মানুষকে জানতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাংবাদিকরা ঢুকে যাতে কোনো তথ্য জানতে না পারে সেই ব্যবস্থা করেছে ব্যাংক।

লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুল কবির, সাবেক যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক আহসান, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সজীব রায়হান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, যুবদল নেতা মন্জুর রহমান, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা এস এম আল মাহমুদ দিপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মুরাদ, মৎস্যজীবী দলের সদস্য ইব্রাহীম চৌধুরী প্রমুখ।

শফিকুল ইসলাম/অমিয়/

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশ: ১৬ মে ২০২৪, ১০:০৪ এএম
উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ঝালকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে উঠান বৈঠকে ‘দোয়াত-কলম’ প্রতীকের প্রার্থী সুলতান হোসেন খানের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় ‘আনারস’ প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ ১৭ জনের নামে মামলা করা হয়েছে। 

বুধবার (১৫ মে) সকালে সুলতান হোসেন খানের ছোট ভাই হেমায়েত উদ্দিন খান বাদী হয়ে এই মামলা করেন। হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন জেলা ছাত্রলীগ নেতা আলফি শাহরুন শুভ, ইশতিয়াক আহমেদ শোভন ও তুহিন হাওলাদার। এ ছাড়া মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে উঠান বৈঠকের আয়োজন করে ‘দোয়াত-কলম’ প্রতীকের প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান। সভার শেষ দিকে তিনি বক্তব্য শুরু করলে ‘আনারস’ প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী খান আরিফুর রহমানের সমর্থকরা হামলা চালায়। এতে সুলতান হোসেন খানসহ কমপক্ষে ২০ জন আহত হন। 

গুরুতর আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলায় আহত অন্যদেরও উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠনো হয়েছে।

এ বিষয়ে ‘আনারস’ প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান বলেন, ‘তার (সুলতান হোসেন খান) সভায় কে বা কারা হামলা করেছে, তা আমি কিছুই জানি না। তবে ‘দোয়াত-কলম’ প্রতীকের সমর্থকরা আমার ‘আনারস’ প্রতীকের অফিস ভাঙচুর করেছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সুলতান হোসেন খানের নির্বাচনি সভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় উপজেলা ভোটে নানা নাটকীয়তা

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৯:২৯ এএম
খুলনায় উপজেলা ভোটে নানা নাটকীয়তা

খুলনায় উপজেলা পরিষদ ভোটে নানা নাটকীয়তায় উত্তাপ বাড়ছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততাও তত বাড়ছে। বিএনপি দলীয়ভাবে ভোট বর্জন করায় ক্ষমতাসীন দলের প্রার্থীদের নিজেদের মধ্যেই ভোটযুদ্ধ হচ্ছে। তবে প্রার্থীদের সমর্থন নিয়ে এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগে দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রতীকনির্ভর প্রার্থীরা বিপাকে পড়েছেন। তৃণমূলের কর্মীরা নিজেদের পছন্দের প্রার্থীর সঙ্গে যুক্ত হয়ে প্রচার চালাচ্ছেন। 

জানা গেছে, খুলনার তেরখাদা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাবেক উপজেলা চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুকে সমর্থন দিলেও খুলনা-৪ আসনের সংসদ সদস্য সালাম মূর্শেদী জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি শেখ আবুল হাসানের পক্ষ নিয়েছেন। 

একইভাবে রূপসা উপজেলা নির্বাচনে প্রভাবশালী মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদকে সমর্থন দিচ্ছেন। আর সংসদ সদস্য সালাম মূর্শেদী সমর্থন দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবকে। উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন বাদশা দলীয় বিভক্তির মুখে ভরসা রাখছেন সাধারণ ভোটারদের ওপরেই।    

এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আপন ভাইপো যুবলীগ নেতা নোমান ওসমানী রিচির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। নিজের ফেসবুক আইডিতে সংসদ সদস্য বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নির্বাচনি আচরণবিধি পালনে সচেষ্ট রয়েছি। আমার ভ্রাতুষ্পুত্র চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আমি দুঃখিত। তার নৈতিকস্খলন ও অসৎ মানসিকতার কারণে তাকে পরিত্যাগ করেছি।’ 

জানা যায়, ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকরাম হোসেন। এবার তিনি আবারও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। ঋণ খেলাপির দায়ে বাতিল হওয়ার পর আপিলে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। সংসদ নির্বাচনকালে খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের অনুসারী সমর্থকদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় এখানে ভোটের মাঠে চলছে নতুন হিসাব-নিকাশ।

তেরখাদা ও পাইকগাছায় বর্তমান দুই উপজেলা চেয়ারম্যান নির্বাচন থেকে সরে গেছেন। তেরখাদা উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে এবার প্রার্থী হননি। পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু পারিবারিক সিদ্ধান্তের কথা বলে মনোনয়ন প্রত্যাহার করেন। 

এদিকে অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করলেও দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনি। তবে ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় খানজাহান আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কয়রা উপজেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ ও জেলা ছাত্রদলের সহসভাপতি মো. মনিবুর রহমান নয়নকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারাই অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাচন বর্জন করে ভোটকেন্দ্রে না যেতে তৃণমূল পর্যায়ে লিফলেট বিতরণ চলছে।

দ্বিতীয় ধাপে ২১ মে, তৃতীয় ধাপে ২৯ মে ও চতুর্থ ধাপে ৫ জুন খুলনার ৯টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।