নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাশীপুরে ঢাকা-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী রাশেদা বেগম (৪৮) ফতুল্লার খিলমার্কেট এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘ওই নারী রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিল্লাল হোসাইন/সালমান/