
ডেভিস কাপ থেকে স্পেনের বিদায়ে দ্রুতই রাফায়েল নাদালকেও বিদায় নিতে হলো টেনিস থেকে। আগেই জানিয়ে রেখেছিলেন ডেভিস কাপ দিয়ে তিনি ইতি টানতে যাচ্ছেন টেনিস ক্যারিয়ারের।
স্পেনের হয়ে ডেভিস কাপে প্রথম সিঙ্গেলসে নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্পের কাছে পরাজিত হয়েছেন তিনি। আলকারাজ সিঙ্গেলসে আরেকটি জয় পাওয়ায় আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল নাদালের।
কিন্তু ফল নির্ধারণী ডাবলসে স্পেনের আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স হেরে বিদায় নিতে হয়েছে নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্প ও ওয়েসলি কুলহফের কাছে। স্পেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের সঙ্গে নিশ্চিত হয়ে যায় নাদালের টেনিস থেকেও বিদায়।
৬-৪ ৬-৪ গেমে মালাগায় হেরেছেন নাদাল। শুরু থেকেই ব্যাকফুটে থাকা নাদাল আর ম্যাচে ফিরতে পারেননি। পরে আলকারাজরা হেরে যাওয়ায় নাদালের ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটে।
দ্বিতীয় সিঙ্গেলসে ডাচ ট্যালন গ্রিকসপুরকে হারান ৭-৬ (৭/০), ৬-৩ গেমে। পরে ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স হেরে যান ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৩) গেমে।
গেল অক্টোবরেই ডেভিস কাপ খেলে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন ২২টি গ্র্যান্ড স্লাম জেতা রাফায়েল নাদাল।
দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করা নাদাল ছিলেন কোর্টের বাইরে। চলতি বছরের বিশ্বকাপে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেও ফের চোটে পড়েন। ছিটকে যান অস্ট্রেলিয়ান ওপেন থেকে। চলতি মৌসুমে তিনি খেলেন চারটি টুর্নামেন্টে। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান তিনি।
এরপর মাত্র দুটি টুর্নামেন্টই খেলেছেন—রোলাঁ গারোতে বাস্তাদ ও অলিম্পিক গেমস।
বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার রাতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি, ‘২০ বছরের পেশাদার ক্যারিয়ার আমার। এই ভালো-খারাপ সময়ে আপনারা আমার পাশে ছিলেন, খেলা চালিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন।’