ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

জুয়া কোম্পানির বিজ্ঞাপনে সাকিব

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:৫০ এএম
জুয়া কোম্পানির বিজ্ঞাপনে সাকিব
ছবি : সংগৃহীত

বেটিং কোম্পানির শুভেচ্ছাদূত হয়ে বছর দুয়েক আগে সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে পড়ে সেই প্রতিষ্ঠান থেকে সাকিব নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন। 

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ২০১৯ সালের শেষদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন এক বছরের জন্য। সেই সাকিব বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ এর শুভেচ্ছাদূত হওয়ায় অবাক হয়েছিল সবাই।

বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার দেশে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। নাম নেই তার বিসিবির কেন্দ্রিয় চুক্তিতেও। ক্রিকেট থেকে দূরে থাকায় বন্ধ তার বেশিরভাগ  দূতিয়ালি বা বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার কার্যক্রমও। 

তবে গতকাল একটি জুয়া কোম্পানির বিজ্ঞাপনে দেখা গেল সাকিবকে। দীর্ঘদিন পর কোনো কোম্পানির শুভেচ্ছাদূতের কাজ করতে যাচ্ছেন তিনি।  ‘১এক্সব্যাট’ নামে বেশ পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পোস্ট করা হয়েছে। 

গতকাল থেকে শুরু হয়েছে আইপিএলের ১৮তম আসর। সেই আসরকে সামনে রেখেই হয়তো বাংলাদেশের বিপুল দর্শকদের লক্ষ্য করে সাকিবকে দিয়ে এই প্রচারণা শুরু করেছে ‘১এক্সব্যাট’।

সাকিব এখন বিসিবির চুক্তিতে নেই। অদূর ভবিষ্যতে কেন্দ্রিয় চুক্তির বিষয়টি অনিশ্চিত। এমন অবস্থায় এই ধরনের বিজ্ঞাপনে অংশ নিতে বাধা নেই তার।

তবে বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। সাকিবের এই বিজ্ঞাপন নিশ্চয়ই তার বাংলাদেশি অনুসারীদের লক্ষ্য করে দেওয়া হয়েছে।

সাকিব আপাতত যুক্তরাষ্ট্রে আছেন পরিবারের সঙ্গে। কদিন আগে তিনি ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেছেন। ক্রিকেটে আগের মতো খেলার ছাড়পত্র পেলেও কবে মাঠে ফিরছেন, সেটি এখনো নিশ্চিত নয়। জাতীয় দলে আর আদৌ খেলতে পারবেন কি না, বলার উপায় নেই এই মুহূর্তে।

অবশেষে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:২১ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পিএম
অবশেষে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ
ছবি : ফাইল

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট। অবশেষে ৯৫ রানে সেই জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ বেন কারানকে ফিরিয়ে।

এই জুটি গড়েই জয়ের পথটা মসৃণ করে দিয়েছেন জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটার। নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদদের পাত্তাই দেননি তারা। 

উইকেট থেকে বেরিয়ে এসে মিরাজের বলে বেন কারান বড় শট খেলার প্রচেষ্টায় আটকা পড়েছেন মিড অফে খালেদ আহমেদের হাতে। ফলে ৯৫ রানের পতন হয় প্রথম উইকেটের।

নতুন ব্যাটার হিসেবে মাঠে এসেছেন নিক ওয়েলচ। ২২ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের স্কোর ১ উইকেট হারিয়ে ১০০। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৭৪ রান।

ব্রায়ান বেনেট ৪৫ ও নিক ওয়েলচ অপরাজিত আছেন ৪ রান করে।

ভাঙা যাচ্ছে না জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পিএম
ভাঙা যাচ্ছে না জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি
ছবি : সংগৃহীয়

বড় লক্ষ্য দেওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। বাংলাদেশকে দ্রুত আটকে দেওয়ার কথা বলে দুশো রানের লিড নেওয়ার আগেই আটকে দিয়েছে জিম্বাবুয়ের বোলাররা। বাংলাদেশ লক্ষ্য দিয়েছে মাত্র ১৭৪ রানের।

বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৫৫ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত টেস্ট ম্যাচটি চতুর্থ দিনে এসেও সঠিক সময়ে শুরু হতে পারেনি।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। ইতোমধ্যেই তাদের জুটি পেরিয়ে গেছে ৫০ রান।

নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজ কেউই সুবিধা করতে পারছেন না তাদের সামনে। সবাইকেই দেখেশুনে খেলে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সফরকারীদের দুই ওপেনার।

এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বেন কারান ২৯ ও ব্রায়ান বেনেট ২৫ রান করে পরাজিত আছেন। বেন কারান শর্ট লেগে ক্যাচ দিলেও সেটি ঠিকঠাকভাবে মাটি স্পর্শ করার আগে ধরতে পারেননি মুমিনুল হক।

উল্লেখ্য, এই সিলেটেই ২০১৮ সালে বাংলাদেশকে ১৫১ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে।

সিলেটে ম্যাচ চলাকালীন বিসিবি কর্মকর্তার মৃত্যু

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৭ পিএম
সিলেটে ম্যাচ চলাকালীন বিসিবি কর্মকর্তার মৃত্যু
ছবি : বিসিবি

খেলা চলাকালীন মাঠে অসুস্থ হওয়ার ঘটনা যেন বেড়েই চলেছে দেশের ক্রিকেটে। কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগে হার্ট অ্যাটাক করে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। আম্পায়ার গাজি সোহেলও হয়েছিলেন অসুস্থ। তবে তারা সকলেই ফিরেছেন সুস্থ হয়ে।

কিন্তু সিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের চলমান টেস্ট ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিসিবি কর্মকর্তা ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি ছিলেন সিলেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটির। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। দায়িত্ব পালনের সময় অসুস্থতাবোধ করলে তাকে স্থানীয় আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিসিবি তার মৃত্যুতে শোক জানিয়েছে।

জানা গেছে, ২০০৯ সাল থেকেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত আছেন। আর ২০১৪ সাল থেকে কাজ করছেন বিসিবির নিরাপত্তা কমিটিতে। ছিলেন ক্রীড়া সংগঠকও।

জাকেরের লড়াইয়ের পরও জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৫৮ পিএম
জাকেরের লড়াইয়ের পরও জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪
ছবি : ফাইল

চতুর্থ দিনেও বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে দেরিতে। আগেরদিনের ক্ষতি পুষিয়ে নিয়ে ৯টা ৪৫ মিনিটে খেলার সময় নির্ধারণ করা হলেও সেটি শুরু হয়েছে বেলা ১১টায়। 

দিনের দ্বিতীয় বলেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ধরেন সাজঘরের পথ। ব্লেসিং মুজারাবানির বলে আউট হন কোনো রান যোগ না করেই। দলের বোর্ডেও তখন যুক্ত হয়নি কোনো রান। ৪ উইকেটে ১৯৪ রান একই রানেই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

শান্তর বিদায়ের ১৯ রানের ব্যবধানে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। দলীয় ২১০ রানে মেহেদী হাসান মিরাজ মাত্র ১১ রান করে আউট হন আর ২১৩ রানে তাইজুল ফেরেন ১ রান করে। মিরাজকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন মুজারাবানি।

টিকে থাকা জাকের আলি অনিককে সঙ্গ দেন হাসান মাহমুদ। প্রায় ১০ ওভার ব্যাটিং করেন তিনি। ৫৮ বলে ১২ রান করে আউট হওয়ার ধরনটা ছিল দৃষ্টিকটু। ওয়েলিংটন মাসাকাদজার বলে বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।

পরের বলেই ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন খালেদ আহমেদ। একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া জাকের অবশ্য আদায় করে দেন নিজের অর্ধশতক। কিন্তু নবম উইকেটের পতনের পর চেষ্টা চালান সফরকারী বোলারদের ওপর চড়াও হতে। এনগারাভাকে একটি ছয় হাঁকালেও মুজারাবানিকে সীমানা ছাড়া করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ আউট হন তিনি ব্যক্তিগত ৫৮ রানে।

বাংলাদেশ অলআউট হয়েছে ২৫৫ রানে। এতে করে লিড দাঁড়িয়েছে ১৭৩। ২০১৮ সালের মতো সিলেট টেস্ট জিততে ১৭৪ রান করতে হবে জিম্বাবুয়েকে। মুজারাবানি একাই ৬ উইকেট শিকার করেন। জোড়া উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা। একটি করে উইকেট পেয়েছেন ভিক্টর নয়াচি ও রিচার্ড এনগারাভা।

ক্ষোভে চাকরি ছাড়লেন সৈকত!

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম
ক্ষোভে চাকরি ছাড়লেন সৈকত!
ছবি : সংগৃহীত

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়। 

কিন্তু তার শাস্তি কমাতে গিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজে পরিবর্তন আনে বিসিবি। এমন ঘটনার প্রতিবাদস্বরূপ নীরবে ডিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের পদ ছেড়েছেন এনামুল হক মনি। 

এবার বিসিবির চাকরি ছাড়ছেন বাংলাদেশের একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বলা চলে অনেকটা ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

সৈকতের সঙ্গে আবাহনী-মোহামেডান ম্যাচে তর্কে জড়ান হৃদয়। ম্যাচশেষে আই আম্পায়ারকে নিয়ে বাজে মন্তব্যও করেন তাওহিদ। দুই ঘটনায় তাওহিদ হৃদয়কে আর্থিক জরিমানার পাশাপাশি ৭ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ৭ ডিমেরিটে সাধারণত ২ ম্যাচ নিষিদ্ধ থাকার কথা হৃদয়ের। কিন্তু সেটি না হয়ে এক ম্যাচ নিষিদ্ধ থাকার পরই বিসিবি বাইলজে পরিবর্তন আনেন। তাতে এক ম্যাচ নিষিদ্ধ থাকার পরই মাঠে নামার সুযোগ পান তাওহিদ হৃদয়। 

এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে পদ ছাড়েন ডিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এনামুল হক মনি। এর একদিন পর মনির পদাঙ্ক অনুসরণ করেছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতও। 

বিসিবির চাকরি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে তাকে আর আম্পায়ারিং করতে দেখা যাবে না। নিজের এই সিদ্ধান্ত নিয়ে কোনো কথা না বললেও বাইলজ পরিবর্তনের এই ব্যাপারে যে তিনি ক্ষুব্ধ সেটা স্পষ্ট ছিল তার কথায়। এমন কী আম্পায়ার্স বিভাগে কর্মকর্তাদের মধ্যেও এই ঘটনায় কাজ করছে চাপা ক্ষোভ। যেটা স্পষ্ট তাদের কথা বার্তায়।