
বেটিং কোম্পানির শুভেচ্ছাদূত হয়ে বছর দুয়েক আগে সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে পড়ে সেই প্রতিষ্ঠান থেকে সাকিব নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ২০১৯ সালের শেষদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন এক বছরের জন্য। সেই সাকিব বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ এর শুভেচ্ছাদূত হওয়ায় অবাক হয়েছিল সবাই।
বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার দেশে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। নাম নেই তার বিসিবির কেন্দ্রিয় চুক্তিতেও। ক্রিকেট থেকে দূরে থাকায় বন্ধ তার বেশিরভাগ দূতিয়ালি বা বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার কার্যক্রমও।
তবে গতকাল একটি জুয়া কোম্পানির বিজ্ঞাপনে দেখা গেল সাকিবকে। দীর্ঘদিন পর কোনো কোম্পানির শুভেচ্ছাদূতের কাজ করতে যাচ্ছেন তিনি। ‘১এক্সব্যাট’ নামে বেশ পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পোস্ট করা হয়েছে।
গতকাল থেকে শুরু হয়েছে আইপিএলের ১৮তম আসর। সেই আসরকে সামনে রেখেই হয়তো বাংলাদেশের বিপুল দর্শকদের লক্ষ্য করে সাকিবকে দিয়ে এই প্রচারণা শুরু করেছে ‘১এক্সব্যাট’।
সাকিব এখন বিসিবির চুক্তিতে নেই। অদূর ভবিষ্যতে কেন্দ্রিয় চুক্তির বিষয়টি অনিশ্চিত। এমন অবস্থায় এই ধরনের বিজ্ঞাপনে অংশ নিতে বাধা নেই তার।
তবে বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। সাকিবের এই বিজ্ঞাপন নিশ্চয়ই তার বাংলাদেশি অনুসারীদের লক্ষ্য করে দেওয়া হয়েছে।
সাকিব আপাতত যুক্তরাষ্ট্রে আছেন পরিবারের সঙ্গে। কদিন আগে তিনি ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেছেন। ক্রিকেটে আগের মতো খেলার ছাড়পত্র পেলেও কবে মাঠে ফিরছেন, সেটি এখনো নিশ্চিত নয়। জাতীয় দলে আর আদৌ খেলতে পারবেন কি না, বলার উপায় নেই এই মুহূর্তে।