ঢাকা ২ ফাল্গুন ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন ম্যালওয়্যারের হানা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন ম্যালওয়্যারের হানা
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সম্প্রতি একটি ক্ষতিকর স্ক্রিপ্ট (কোড) পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

হাজারো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন ধরনের ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে, যা গোপনে ভুয়া অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ম্যালওয়্যারটি ক্ষতিকর প্লাগইনের মাধ্যমে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করছে। 

বিশ্বব্যাপী ওয়েবসাইট তৈরির জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসে এ হামলা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইবার নিরাপত্তা গবেষক হিমাংশু আনন্দ বলেন, ‘কমপক্ষে পাঁচ হাজার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সম্প্রতি একটি ক্ষতিকর স্ক্রিপ্ট (কোড) পাওয়া গেছে। এই কোড ওয়েবসাইট মালিকের অজান্তেই গোপনে অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করে। উদ্বেগের বিষয় হলো, এই অ্যাকাউন্টের লগইন তথ্য স্ক্রিপ্টের মধ্যে লেখা থাকে, যা হ্যাকারদের জন্য ওয়েবসাইট নিয়ন্ত্রণে নেওয়া সহজ করে দেয়।’  

স্ক্রিপ্টটি ভুয়া অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরির পর ওয়েবসাইটে একটি ক্ষতিকর প্লাগইন ইনস্টল করে। এটি ওয়েবসাইটের গোপন তথ্য চুরি করে, যার মধ্যে অ্যাডমিন লগইন ডিটেইলস ও ওয়েবসাইটের কার্যক্রমের বিবরণ রয়েছে। এসব তথ্য পরে দূরের একটি সার্ভারে পাঠানো হয়।  উল্লেখ্য, প্লাগইন হলো এমন একটি টুল যা ওয়েবসাইটে নতুন ফিচার যোগ করে বা বিদ্যমান ফিচার পরিবর্তন করে।

ওয়ার্ডপ্রেসের প্লাগইন ব্যবহারের সুবিধা থাকলেও, এটি সাইবার আক্রমণের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞরা ওয়েবসাইট পরিচালকদের নিরাপত্তা বাড়াতে এবং অননুমোদিত অ্যাক্সেস রোধে শক্তিশালী পাসওয়ার্ড ও নিয়মিত আপডেট করার পরামর্শ দিয়েছেন।  

ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের নিজেদের সাইট নিরাপদ রাখতে অবিলম্বে সব প্লাগইন যাচাই করার ও সন্দেহজনক কার্যক্রম নজরে এলে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ম্যালওয়্যার আরও জটিল আকারে ফিরে আসতে পারে। তাই নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা এখন সময়ের দাবি। সূত্র: টেকক্রাঞ্চ  

/আবরার জাহিন

গুগল আই/ও ২০২৫ এর তারিখ ঘোষণা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম
গুগল আই/ও ২০২৫ এর তারিখ ঘোষণা
আগামী ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে গুগল আই/ও ২০২৫। ছবি: সংগৃহীত

প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন  ‘গুগল আই/ও ২০২৫’-এর তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে, আগামী ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ে অবস্থিত শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় এটি শুরু হবে। 

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। এরপর গুগলের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও সেবার আপডেট তুলে ধরবেন। অন্যান্য বছরের মতো এবারও এটি অনলাইনে সবার জন্য উন্মুক্ত থাকবে। গুগলের তথ্য অনুযায়ী, এই আয়োজনে লাইভ স্ট্রিমিংয়ে মূল বক্তৃতা ও বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে সীমিত পরিসরে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকছে। 

প্রতি বছর আই/ও সম্মেলনের তারিখ প্রকাশের আগে মজার ধাঁধা গেম প্রকাশ করে থাকে গুগল, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। এ বছর মাইক্রোসফট বিল্ড সম্মেলনের (১৯-২২ মে) মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে গুগল আই/ও সম্মেলন, যা প্রযুক্তি জগতে বাড়তি আলোচনার জন্ম দিচ্ছে।  

গত বছরের গুগল আই/ও ২০২৪ সম্মেলনে প্রতিষ্ঠানটি জেমিনাই এআই, প্রজেক্ট অ্যাস্ট্রা, ভিডিও জেনারেশন এআই মডেল ভিও ও গুগল সার্চের নতুন এআইভিত্তিক সংস্করণ উন্মোচন করেছিল। তার আগের বছর, গুগল নতুন পিক্সেল ফোল্ড, পিক্সেল ট্যাবলেট ও পিক্সেল ৭এ উন্মোচনের পাশাপাশি বিভিন্ন এআই ফিচার ঘোষণা করেছিল।  

প্রতি বছর গুগল আই/ও সম্মেলনে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, ক্লাউড সেবা ও ডেভেলপার টুলসে আপডেট ঘোষণা করা হয়। প্রযুক্তিপ্রেমী ও ডেভেলপারদের জন্য এটি একটি বড় আয়োজন, যেখানে গুগলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।  

এবারের সম্মেলনেও গুগলের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনগুলোর উপর বিশেষ নজর থাকবে।  সূত্র: গুগল  

অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ ডিপসিকের বিরুদ্ধে

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ ডিপসিকের বিরুদ্ধে
ব্যবহারকারীদের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে ডিপসিকের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে চীনা এআই অ্যাপ ডিপসিকের বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে, অ্যাপটি ব্যবহারকারীদের দেওয়া তথ্য সংগ্রহ করে এবং তা এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করে। 

এনআইএস সম্প্রতি দেশটির সরকারি সংস্থাগুলোকে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে, যেখানে ডিপসিক ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, অ্যাপটির মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি রয়েছে। এ ছাড়া জাতীয় বিষয় নিয়ে এর উত্তরের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, এআইভিত্তিক অ্যাপগুলোর ডেটা সংগ্রহ ও ব্যবহারের পদ্ধতি নিয়ে স্বচ্ছতা প্রয়োজন রয়েছে। ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করলে, তা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এনআইএসের এই সতর্কবার্তার পর দক্ষিণ কোরিয়ায় ডিপসিক অ্যাপের ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: গ্যাজেটস৩৬০ 

/আবরার জাহিন

মানব বুদ্ধিমত্তার সমপর্যায়ের এআই শিগগিরই আসছে স্যাম অল্টম্যান

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২ পিএম
মানব বুদ্ধিমত্তার সমপর্যায়ের এআই শিগগিরই আসছে স্যাম অল্টম্যান
শিগগিরই মানব বুদ্ধিমত্তার সমপর্যায়ে পৌঁছাতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ছবি: সংগৃহীত

শিগগিরই মানব বুদ্ধিমত্তার সমপর্যায়ে পৌঁছাতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এমনটাই মনে করছেন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। এটি সমাজ ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারে বলে মনে করেন তিনি। 

আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) তৈরি করা ওপেনএআইয়ের মূল লক্ষ্য। তবে এই প্রযুক্তির অগ্রগতি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি তৈরি করতে পারে, এমন আশঙ্কাও রয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে অল্টম্যান জানিয়েছে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) আগামী এক দশকের মধ্যে বাস্তবে পরিণত হতে পারে। তবে এই প্রযুক্তির সুফল সবার জন্য সমান হবে না। এটি বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করতে পারে মানবজাতির জন্য। 

অল্টম্যানের মতে, এআই প্রযুক্তির অগ্রগতি পুঁজি ও শ্রমের ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আনতে পারে, যা বৈষম্য আরও বাড়াতে পারে।

তিনি সতর্ক করে বলেন, কর্তৃত্ববাদী সরকারগুলো এআই ব্যবহার করে জনসাধারণের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, যা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হ্রাসের ঝুঁকি তৈরি করবে। তবে তিনি মনে করেন, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে এজিআই যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে। 

তিনি ব্লগ পোস্টে লিখেছেন, ‘সম্ভবত এজিআইয়ের প্রভাব অসম হবে। কিছু শিল্প খুব কম পরিবর্তিত হলেও, বৈজ্ঞানিক অগ্রগতি সম্ভবত আজকের চেয়ে অনেক দ্রুত হবে। এজিআইয়ের এই প্রভাব অন্য সবকিছুকে ছাড়িয়ে যেতে পারে।’

অল্টম্যানের ব্লগ পোস্টটি এমন সময় প্রকাশ হয়েছে, যখন এজিআই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওপেনএআইয়ের সাবেক নিরাপত্তা কর্মকর্তা স্টিভেন অ্যাডলার। তিনি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছেন, আমি এআইয়ের বর্তমান অগ্রগতি দেখে বেশ আতঙ্কিত। অ্যাডলারের মতে, এআই সুরক্ষা নিয়ে এখনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে নিরাপত্তা ব্যবস্থাগুলো উপেক্ষিত হচ্ছে। 

এআই ফিচার নিয়ে ফায়ারফক্সের নতুন সংস্করণ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম
এআই ফিচার নিয়ে ফায়ারফক্সের নতুন সংস্করণ
জনপ্রিয় ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণ ‘ফায়ারফক্স ১৩৫.০’ উন্মোচন। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণ ‘ফায়ারফক্স ১৩৫.০’ উন্মোচন করেছে মজিলা। নতুন এই সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নতুন ফিচার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও শক্তিশালী প্রাইভেসি ফিচার যোগ করা হয়েছে। ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি সাইবার নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে এই আপডেটে। 

নতুন ফিচার 
নতুন আপডেটে ‘ফায়ারফক্স ট্রান্সলেশন’ ফিচার আরও উন্নত করা হয়েছে। যেখানে চীনা, জাপানি ও কোরিয়ান ভাষার সরলীকৃত অনুবাদ-সুবিধা যুক্ত করা হয়েছে। রুশ ভাষাও অনূদিত ভাষার তালিকায় যুক্ত করা হয়েছে।

এ ছাড়া এআই-চালিত চ্যাটবট যুক্ত করা হয়েছে, যা সাইডবার বা ফায়ারফক্স ল্যাবসের মাধ্যমে ব্যবহার করা যাবে। এটি বিশ্বব্যাপী চালু হচ্ছে, তবে ব্যবহারকারীদের চ্যাটবট ব্যবহার করতে হলে নির্দিষ্ট সার্ভিস প্রদানকারী নির্বাচন করতে হবে। ক্রেডিট কার্ড অটোফিল সুবিধাও এখন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

নিরাপত্তা আপডেট
ফায়ারফক্স ১৩৫.০ সংস্করণে সার্টিফিকেট ট্রান্সপারেন্সি ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। নতুন সিআরলাইট রিভোকেশন সিস্টেম দ্রুততার সঙ্গে সার্টিফিকেট যাচাই করতে পারে। এ ছাড়া নেভিগেশন সমস্যার সমাধান করতে ব্রাউজারের হিস্ট্রি স্প্যামিং ব্লক করার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

ইন্টারফেস পরিবর্তন 
ট্যাব লেআউট পুনরায় ডিজাইন করা হয়েছে। যেখানে স্টোরি কার্ড, সুবিন্যস্ত লোগো প্লেসমেন্ট ও বড় স্ক্রিনের জন্য চারটি পর্যন্ত কলাম যুক্ত করা হয়েছে। এখন একাধিক ট্যাব খোলা থাকলে লিনাক্স ও ম্যাকওএস ব্যবহারকারীরা কুইট শর্টকাট ব্যবহার করে একটি নির্দিষ্ট ট্যাব বন্ধ করতে পারবেন।  

গোপনীয়তা সুরক্ষায় পরিবর্তন
ফায়ারফক্সের পুরাতন ‘ডু নট ট্র্যাক’ চেকবক্সটি সরিয়ে গ্লোবাল প্রাইভেসি কন্ট্রোল (জিপিসি) চালু করা হয়েছে, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য আরও কার্যকরী ভূমিকা রাখবে। ‘কপি ক্লিন লিঙ্ক’ নামের নতুন ফিচারটি ইউআরএল থেকে ট্র্যাকিং প্যারামিটার সরিয়ে দেয়, এমনকি প্লেইন টেক্সট লিংকেও কাজ করবে।

ডেভেলপার টুলস 
ফায়ারফক্স ১৩৫.০ সংস্করণে অপ্রাসঙ্গিক কনটেন্ট ভিজিবিলিটি ব্যবহারসংক্রান্ত সতর্কতা যুক্ত করা হয়েছে। নতুন  কনসোল কমান্ড ব্যবহার করে ‘শ্যাডো রুট’ সহজে সার্চ করা যাবে। এ ছাড়া ওয়েবএক্সটেনস ডিবাগিং উন্নত করা হয়েছে, বিশেষ করে কনটেন্ট স্ক্রিপ্টের ক্ষেত্রে।  

ওয়েব প্ল্যাটফর্ম আপডেট 
নতুন সংস্করণে ‘এইচটিটিপি/৩’ প্রটোকলের জন্য পোস্ট-কোয়ান্টাম এনক্রিপশন যুক্ত করা হয়েছে।

ফায়ারফক্স ১৩৫.০ সংস্করণের নতুন আপডেট এআই ফিচার ও উন্নত গোপনীয়তা নীতির সমন্বয় ব্যবহারকারীদের আরও নিরাপদ ও আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। প্রতিদ্বন্দ্বী ব্রাউজারগুলোর সঙ্গে টিকে থাকতে ফায়ারফক্সের এই নতুন উদ্যোগ প্রযুক্তি বাজারে কতটা প্রভাব ফেলবে, সেটি এখন দেখার বিষয়। তথ্যসূত্র: গিজমোচায়না

ফ্রান্সের এআই খাতে ১০৯ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম
ফ্রান্সের এআই খাতে ১০৯ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা
এআই খাতে ১০৯ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ফ্রান্সকে আরও শক্তিশালী করতে ১০৯ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্যারিসে আজ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট’-এর প্রথম দিনে এই ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এআই সামিটের মূল অধিবেশন অনুষ্ঠিত হবে আগামীকাল।

এই বিনিয়োগের মধ্যে কানাডার বিনিয়োগ প্রতিষ্ঠান ব্রুকফিল্ড ফ্রান্সে এআই প্রকল্পে ২০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা করছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দীর্ঘমেয়াদে ৫০ বিলিয়ন ইউরো পর্যন্ত বিনিয়োগ করতে পারে বলে জানানো হয়েছে। 

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্যালেস জানিয়েছে, ইউএই-এর বিনিয়োগের একটি বড় অংশ ব্যয় করা হবে ১ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার নির্মাণে। ফরাসি এক সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রুকফিল্ডের বিনিয়োগের প্রধান অংশও ডেটা সেন্টার নির্মাণে ব্যয় হবে। 

এআই প্রযুক্তির বিকাশে প্রয়োজন হয় শক্তিশালী ডেটা সেন্টার, যাতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়। ইউরোপ বর্তমানে এআইচালিত ডেটা সেন্টারের বিদ্যুৎ  চাহিদা মেটাতে কিছুটা হিমশিম খাচ্ছে। 

প্যারিসে আয়োজিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিটে উপস্থিত বিভিন্ন দেশের নেতারা এআই প্রযুক্তিতে বিনিয়োগ ও নিরাপদ ব্যবহারের নীতিমালা নিয়েও আলোচনা করবেন।  তথ্যসূত্র: রয়টার্স