
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠল ৪০ দশমিক ৬ ডিগ্রিতে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার। যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ ছাড়া গত ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র গরম ও রোদের তাপে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশাচালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। কাজের ফাঁকে দিনমজুরদের গাছের ছায়ায় স্বস্তি নিতে দেখা গেছে।
চলমান তাপপ্রবাহের কারণে কৃষকদের পরামর্শ দিয়ে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, ‘তাপপ্রবাহের ক্ষতি থেকে ফসল রক্ষার জন্য ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত জমিতে অবশ্যই ৫-৭ সেন্টিমিটার পানি ধরে রাখুন। এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয়।’
কৃষকরা জানান, এখন বেরো ধানে সেচ দিতে হচ্ছে। রোদের তীব্রতার কারণে খুব কষ্ট হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে চলে যাচ্ছেন।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ‘মঙ্গলবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।’
আফজালুল/সালমান/