
সিরাজগঞ্জে সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পাঁচ প্রিজাইডিং কর্মকর্তাসহ গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত রবিবার রাতে সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গ্রামের গার্ডেন প্যালেস রিসোর্টে প্রিসাইডিং অফিসারকে নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের ঘটনায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘এ ঘটনার বিষয়টি জেলা পুলিশ সুপার ডিবি পুলিশকে দিয়ে তদন্ত করছেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে এখনো ওই চেয়ারম্যান প্রার্থীর নাম আমরা প্রকাশ করছি না।’
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, ‘তদন্ত কার্যক্রম চলছে, এ বিষয়ে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তদন্তের পর রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হবে।’
গ্রেপ্তার প্রিসাইডিং কর্মকর্তারা হলেন- যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওমর আলী কওমি মহিলা মাদরাসাকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও এসবি রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু সামা, বাহুকা ডিগ্রি কলেজের প্রভাষক ও বনবাড়িয়া পাইকপাড়া মডেল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক পিএলসি শহরের এসবি ফজলুল হক সড়ক শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা ও হরিণা বাগবাটি স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইয়াসির আরাফাত।
এ ছাড়া বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর ইসলাম।
সিরাজুল/পপি/অমিয়/