ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৬:০৯ পিএম
হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ
ছবি: খবরের কাগজ

লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। ১৭ মার্চ লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে এই লেস্টার সিটি তারকার। সাথে থাকবেন তার মা, স্ত্রী ও সন্তান। এরপর সিলেট থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা।

হামজার আগমনকে ঘিরে পুরো হবিগঞ্জজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিশেষ করে বাহুবলের স্নানঘাট গ্রামে চলছে নানা প্রস্তুতি।  গ্রামের প্রবীণ থেকে তরুণ, সবাই ব্যস্ত প্রিয় সন্তানের বরণ আয়োজন নিয়ে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে স্নানঘাট গ্রাম ও আশপাশের রাস্তা-ঘাট। বিকেলে গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গ্রামজুড়ে বাঁধভাঙা আনন্দ, সবাই অপেক্ষায় আছে কবে প্রিয় সন্তান হামজা সবার মাঝে এসে দাঁড়াবেন।

স্নানঘাট গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ‘এত বড় একজন আন্তর্জাতিক তারকা আমাদের গ্রামের সন্তান, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা তার জন্য যা করতে পারি, তা আমাদের জন্য সৌভাগ্য। যে কারণে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছি।’

গ্রামের তরুণ রুবেল মিয়া বলেন, ‘হামজা চৌধুরী শুধু আমাদের গ্রামের গর্ব নয়, তিনি পুরো বাংলাদেশের গর্ব। এতোদিন হয়তো আমরা তাকে ওইভাবে চিনিনি। এখন তিনি দেশের হয়ে খেলবেন ঘোষণা দেওয়ার পর আমরা চিনতে পারছি। নিজেকে গর্বিত মনে হচ্ছে, যে এমন একজন ফুটবল তারকা আমাদের দেশের সন্তান।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কিন্তু নানা কারণে আমাদের দেশ ফুটবলে পিছিয়ে আছে। আমরা আশা করি, হামজা চৌধুরী এখন দেশের হয়ে খেলবেন। বাংলাদেশের ফুটবল এখন অনেত দূর এগিয়ে যাবে।’

হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, ‘হামজার জন্ম হয়েছে লন্ডনে। কিন্তু ছোটবেলা থেকেই আমি তাকে মাঝে মধ্যে দেশে নিয়ে আসতাম। সে কয়েক মাস সময় এখানে থাকত। দেশের মাঠ-ঘাট ঘুরে বেড়াত। গ্রামের ছেলেদের সাথে খেলাধুলা করত। যে কারণে দেশের প্রতি তার একটা আলাদা ভালোবাসা আছে। এই ভালোবাসা থেকেই হামজা বাংলাদেশের জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যদি হামজার মতো বাংলাদেশি বংশোদ্ভূত বাকি খেলোয়াড়রা দেশে চলে আসেন, তাহলে ধরে রাখেন ২০১৬ সালে না হোক আগামী ২০৩০ সালের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে।’

হামজা চৌধুরীর চাচা দেওয়ান গোলাম মাসুদ বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের ক্রিড়াঙ্গনে রাজনীতির প্রভাব বিদ্ধমান। দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে হলে রাজনীতি মুক্ত করতে হবে। এতে দেশেই অনেক হামজা তৈরী হবে।’

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত নাম। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে তিনি জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের ফুটবলপ্রেমীরা।

হামজার আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সিলেট বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে বাফুফের কর্মকর্তারা। এছাড়া, তার নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে বাফুফের পক্ষ থেকে একটি বিশেষ টিম নিয়োজিত থাকবে।

হবিগঞ্জে একদিন অবস্থান শেষে হামজা চৌধুরী ঢাকায় যাবেন। সেখানে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করে ২০ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন এই প্রতিভাবান মিডফিল্ডার।

কাজল/সিফাত/

সিরাজগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পিএম
সিরাজগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
সিরাজগঞ্জের সলঙ্গা থানা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণ  করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ছাত্রীর বাবা বাদী হয়ে ওই কিশোর এবং অজ্ঞাত এক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগ এনে ছাত্রীর বাবা মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ধর্ষণের শিকার স্কুল ছাত্রী সলঙ্গা থানার আলোক দিয়ার গ্রামে নানার বাড়িতে থেকে পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী গত ১৩ এপ্রিল ওই ছাত্রীকে ফুসলিয়ে পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে নিয়ে যায় এবং মার্কেটের ভিতরের একটি কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। অতিরক্ত রক্ত ক্ষরণে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার (১৪ এপ্রিল) রাত ৩টার দিকে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 

শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, ‘ছাত্রীর পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সুস্থ আছেন।’

সিরাজুল/তাওফিক/ 

টাঙ্গাইলে ১৫তম আর্মি মেডিকেল কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:১০ পিএম
টাঙ্গাইলে ১৫তম আর্মি মেডিকেল কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত
ঘাটাইল শহিদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক। ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের ঘাটাইল শহিদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী এমফিল, এমপিএইচ আর্মি মেডিকেল কোরের ১৫তম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন এবং সালাম নেন। 

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসীহুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোয়াচ্ছেক আহমদ এফসিপিএস, ডিডিভি, কর্নেল মো. আব্দুস সামাদ আল আজাদ ডিএফএম, এমসিপিএস, প্যারেড কমান্ডার আসাদুজ্জামান অনিক এএমসি।

অনুষ্ঠানে কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি ছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য অফিসার, জেসিও, অন্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জুয়েল/পপি/

রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, গ্রেপ্তার ৩ শিক্ষক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম
রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, গ্রেপ্তার ৩ শিক্ষক
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে ৩ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তিন শিক্ষকের বিরুদ্ধে সাজেক থানায় মামলা করা হয়েছিল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে এ নকল সরবরাহ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপায়ণ চাকমা, সহকারী শিক্ষিকা নুর আয়শা বেগম এবং মাচালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু চাকমা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ওই তিন শিক্ষককে হাতেনাতে আটক করে সাজেক থানা পুলিশে সোপর্দ করেন।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে ওই তিন শিক্ষককে নকল সরবরাহের সময় হাতেনাতে ধরেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। পরে তাদের সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনিব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

সাজেক থানার ওসি কানন সরকার জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

জিয়াউর রহমান/সুমন/ 

ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের উদ্যোগ চসিকের

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম
ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের উদ্যোগ চসিকের
ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের উদ্যোগ চসিকের। ছবি: খবরের কাগজ

ক্লিন সিটি গড়তে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)। ‘পরিবেশবান্ধব ও আধুনিক চট্টগ্রাম’ গড়ার লক্ষ্যে চসিকের বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎভিত্তিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের সম্ভাব্যতা নিয়ে একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) চসিকের টাইগারপাসস্থ প্রধান কার্যালয়ে এই প্রেজেন্টেশন উপস্থাপন করে মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান এমএম সার্ভিস লিমিটেড।

প্রতিষ্ঠানটি জানায়, চসিকের অফিস, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় এই প্রযুক্তি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই নগর উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

প্রেজেন্টেশনে বলা হয়, প্রাথমিকভাবে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করা ব্যয়বহুল মনে হলেও মাত্র দুই বছরের মধ্যেই বিনিয়োগের অর্থ ব্যয় সাশ্রয়ের মাধ্যমে ফিরে আসে। এতে জাতীয় গ্রিডের ওপর চাপ কমে এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে। তারা আরও বলেন, ‘এই প্রযুক্তি শহরের কার্বন নিঃসরণ হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে, যার ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও সহায়ক হবে।’

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘স্মার্ট চট্টগ্রাম গড়ার লক্ষ্যে আমরা বিদ্যুৎ ও শক্তি ব্যবস্থাপনায় টেকসই ও আধুনিক প্রযুক্তির সংযুক্তি চাচ্ছি। এ ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করলে একদিকে যেমন খরচ সাশ্রয় হবে, অন্যদিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন নগরী রেখে যেতে পারব।’

তিনি আরও বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে চসিকের একটি ওয়ার্ড কার্যালয়ে এই সিস্টেমটি বাস্তবায়নের প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময়। প্রেজেন্টেশনে উপস্থিত এমএম সার্ভিস লিমিটেড কর্তৃপক্ষ তাতে সম্মতি জানায়।’

এ সময় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং এমএম সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ড. সিরাজ, চেয়ারম্যান মো. মোহসিন, গ্রুপ সিএফও সুজান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মেসবাহ, ব্যবসা উন্নয়ন বিভাগ প্রধান মো. জাভেদ প্রমুখ। 

তাওফিক/ 

সাভারে ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:১৩ পিএম
সাভারে ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় সাভারে সড়কে বিক্ষোভ সমাবেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

কারিগরি ও উচ্চশিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় সাভারে সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ঘোষবাগ এলাকায় এই কর্মসূচি পালন করেন বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী।

প্রায় ১ ঘণ্টা সড়কে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা চলে গেলে সড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়।  
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাসকরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

এ ছাড়া কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মনির হোসেন বলেন, ‘আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। যেকোনো বয়সের মানুষ আমাদের সঙ্গে ভর্তি হয়ে পড়াশুনা করতে পারে। তাই আমরা ডিপ্লোমাতে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমার দাবি জানিয়েছি। এ ছাড়া আমাদের উচ্চ শিক্ষার জন্য একটি উন্নতমানের পলিটেকনিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।’

ইমতিয়াজ উল ইসলাম/সুমন/