শোভিতার ছবিটা যা বলছে । খবরের কাগজ
ঢাকা ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, সোমবার, ২০ মে ২০২৪

শোভিতার ছবিটা যা বলছে

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০১:০৩ পিএম
শোভিতার ছবিটা যা বলছে

শোভিতা ধুলিপালার একটি ছবি নিয়ে সম্প্রতি গুঞ্জন শুরু হয়েছে। ওই ছবিতে এক ঝলক দেখা গেছে দক্ষিণ ভারতীয় এক তারকাকে। ওই তারকার সামাজিক যোগাযোগমাধ্যমেও একই জায়গার ছবি! তারপর আর কারও বুঝতে বাকি থাকে না যে- শুটিংয়ে নয়, ডেটিংয়ে গেছেন তারা।

দক্ষিণ ভারতীয় ওই তারকা আর কেউ নয়, সামান্থা রুথ প্রভুর সাবেক স্বামী নাগা চৈতন্য। শোভিতা-নাগা একত্রে কোনো সিনেমায় কাজ করছেন, এ রকম কোনো খবর পাওয়া যায়নি। তবে খবর পাওয়া গেছে, বিয়ে করতে যাচ্ছেন নাগা। কিন্তু পাত্রী যে শোভিতা, সেটাও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। জনসমক্ষে ঘুণাক্ষরেও নিজেদের সম্পর্ক নিয়ে কেউ মুখ খোলেননি এখনো। নিন্দুকরা বলছেন, আপাতত চুপিচুপি প্রেম করছেন দুজন। দুজনকে একত্রে দেখা গেছে অরণ্যে! সামান্থা-নাগার বিচ্ছেদ হয়েছে দুই বছর হলো। এরই মধ্যে আবারও বিয়ে করতে যাচ্ছেন নাগা। বেশ ক’দিন ধরে ভারতের বিনোদন অঙ্গনে এ গুঞ্জনও শোনা যাচ্ছিল। এবারে শোভিতার সঙ্গে নাম জড়ালেন নাগার!

এসব ঘটনার বেশ আগে বলিউড অভিনেত্রী শোভিতার কাছে জানতে চাওয়া হয়েছিল প্রেম নিয়ে। তিনি জানিয়েছেন, সব সময়ই তিনি প্রেমের মধ্যে থাকেন। প্রেমই নাকি তার জীবনের চালিকাশক্তি। শোভিতা বলেন, ‘পর্দায় আমাকে যেসব দৃশ্যে দেখা যায়, মনে হতে পারে আমি খুব শক্ত, দৃঢ়চেতা, উচ্চাকাঙ্ক্ষী মানুষ। আসলে বাস্তবে আমি অল্পে খুশি একটা সাদাসিধে মেয়ে। আমার কাছে ভালোবাসা মানে ভক্তি। কেউ ভালোবাসলে তার ভেতরেই আমি হারিয়ে যাই।’

গত মাসে মুক্তি পেয়েছে শোভিতা ধুলিপালা অভিনীত হলিউড সিনেমা ‘মাঙ্কি ম্যান’। এতে তিনি অভিনয় করেছেন ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা দেব প্যাটেলের বিপরীতে। রোটেন টমেটোতে চুরাশি শতাংশ আর আইএমডিবিতে ছবিটি পেয়েছে ১০-এ সাত। এই ছবি দিয়েই হলিউডে অভিষেক হলো শোভিতার।

জাহ্নবী

৭৭তম কান চলচ্চিত্র উৎসব সেলেনাদের জন্য অভিবাদন

প্রকাশ: ২০ মে ২০২৪, ১২:৫৬ পিএম
সেলেনাদের জন্য অভিবাদন
অ্যাড্রিনা প্যাজ, কার্লা সোফিয়া গ্যাসকন, জোয়ি সালডানা ও সেলেনা গোমেজ। ছবি: কানের সৌজন্যে

অভিবাদনও যে এত দীর্ঘ হতে পারে, কে জানত! কান চলচ্চিত্র উৎসবের শনিবার সন্ধ্যা তার সাক্ষী। স্প্যানিশ ভাষার ক্র্যাইম কমেডি মিউজিক্যাল ফিল্ম ‘এমিলিয়া পেরেজ’ দেখানোর পর সে রাতে টানা ১১ মিনিট করতালি দিয়েছেন অতিথিরা। কার্লা সোফিয়া গ্যাসকন, সেলেনা গোমেজ, জোয়ি সালডানা, এডগার রামিরেজদের দিকে যেন ছুটে যাচ্ছিল শুভেচ্ছার অদৃশ্য পাপড়ি। বেশ কষ্ট করে আবেগ চেপে রেখেছিলেন পপ তারকা সেলেনা, কিন্তু জোয়ি সালডানা পারেননি। কেঁদে ফেলেছেন।

কানের প্রতিযোগিতা বিভাগে হয়ে গেল ‘এমিলিয়া পেরেজ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। এই সিনেমার মাধ্যমে ২০২১ সালের পর জ্যাক অডিয়ার্ড আবারও ফিরলেন প্রতিযোগিতা শাখায়। ওই বছর তার ‘প্যারিস, থার্টিনথ ডিসট্রিক্ট’ অংশ নিয়েছিল প্রতিযোগিতায়। নতুন সিনেমায় তিনি রিটা নামের একজন অবমূল্যায়িত মেধাবী আইনজীবীর কাহিনি দেখিয়েছেন। অপরাধীকে খালাস করার চেয়ে বিচারের আওতায় নিয়ে যাওয়াই যার লক্ষ্য।

২০১৫ সালে ‘ধীপান’ ছবির জন্য স্বর্ণপাম জিতেছিলেন জ্যাক। ১৯৯৪ সালে তার পরিচালিত প্রথম সিনেমা ‘ওয়াচ দ্য মেন ফল’ ক্রিটিকস উইকে নির্বাচিত হয়। তার ছয়টি ছবি অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছিল। সেই তালিকায় রয়েছে ‘আ প্রফেট’, ‘অব রাস্ট অ্যান্ড বোন’ ও ‘দ্য অলিম্পিয়াডস’। ‘এমিলিয়া পেরেজ’ আগস্ট মাসের ২৮ তারিখ ফ্রান্সে মুক্তি পাবে।

প্রেক্ষাগৃহ লুমিয়েতে প্রতিযোগিতার বাইরে দেখানো হয় কানাডার এভান জনসন, গ্যালেন জনসন ও গাই ম্যাডিন পরিচালিত ‘রিউমার্স’। এতে অভিনয় করেছেন কেট ব্ল্যানচেট। লালগালিচায় দাঁড়িয়ে দূর থেকেই অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ২০১৮ সালে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক ছিলেন তিনি। নতুন ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অ্যালিসিয়া ভিক্যান্ডার, চার্লস ড্যান্স, দনি মেনোশেঁ, তাকেহিরো হিরা, রোলান্ডো রাভেলো, নিকি আমুকা-বার্ড। এ দিন আরও দেখানো হয় ক্লদ ব্যারা পরিচালিত অ্যানিমেটেড ছবি ‘সভেজ’। কান প্রিমিয়ার বিভাগে ছিল ফ্রান্সের লিউস ক্যারাক্স পরিচালিত ‘ইটস নট মি’। মাঝরাতের শোয়ে ছিল ফ্রান্সের নোইমি মেরল্যঁ পরিচালিত ‘দ্য ব্যালকোনেটস’।

একই দিনে সাগর পাড়ে খোলা আকাশের নিচে দেখানো হয় আর্জেন্টিনার ড্যানিয়েল বারম্যান পরিচালিত ‘ট্রান্সমিৎজভা’ ছবিটি। সমান্তরাল বিভাগের ৫৬তম ডিরেক্টরস ফোর্টনাইটে দেখানো হয় কানাডার ম্যাথু র‍্যানকিন পরিচালিত ‘ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ’, ফ্রান্সের প্যাত্রিসিয়া ম্যাজুই পরিচালিত ‘ভিজিটিং আওয়ার্স’, পর্তুগালের পাওলো কারনেইরো পরিচালিত ‘সাভানা অ্যান্ড দ্য মাউন্টেন’। ৬৩তম ক্রিটিকস উইকে দেখানো হয় বেলজিয়ামের লিওনার্দো ফন ডেইল পরিচালিত ‘জুলি কিপস কোয়ায়েট’, ফ্রান্সের অ্যালেক্সি লঙ্গলোয়াঁ পরিচালিত ‘কুইনস অব ড্রামা’। এসিআইডি বিভাগে ছিল আর্জেন্টিনার আইয়ার সাইদ পরিচালিত ‘মোস্ট পিপল ডাই অন সানডেজ’, ভারতের মায়সাম আলি পরিচালিত ‘ইন রিট্রিট’।

জাহ্নবী

 

শাকিবের সাথে চঞ্চল চৌধুরী

প্রকাশ: ২০ মে ২০২৪, ১২:৫৪ পিএম
শাকিবের সাথে চঞ্চল চৌধুরী

‘ভয় নাই, প্রচণ্ড গরমেও আমরা মাথা ঠাণ্ডা রাখি’। গতকাল বিকেলে হঠাৎ শাকিব খানের সঙ্গে ছবিটি পোস্ট করে ক্যাপশন লেখেন চঞ্চল চৌধুরী। দুজন একত্রে কাজ করছেন নতুন সিনেমা ‘তুফান’-এ। ছবির টিজারের শেষ দৃশ্যে একই রকম হাসি নিয়ে চঞ্চলকে বলতে শোনা গিয়েছিল, ‘তুফান, খুব ভয় পাইছি রে’।

জাহ্নবী

সাবিলার হ্যাটট্রিক

প্রকাশ: ২০ মে ২০২৪, ১২:৫৩ পিএম
সাবিলার হ্যাটট্রিক

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বর্তমানে তিনি অবকাশ যাপনে থাইল্যান্ডে রয়েছেন। সেখানে যাওয়ার আগেই এই অভিনেত্রী শেষ করে গেছেন নতুন তিন নাটকের কাজ। নাটক তিনটি হচ্ছে অনন্য ইমনের ‘দূষিত এই শহর’, রাগীব পিয়ালের ‘মাকড়সা’ এবং মুরসালিন শুভর পরিচালনায় ‘রাত বাকী’। 

দুটি নাটকে সাবিলার বিপরীতে আছেন শ্যামল মাওলা ও সুদীপ বিশ্বাস দীপ। আর একটি নাটকে দেশের একটি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার কর্মীরা অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘তিনটি নাটকের গল্পই চমৎকার। আমি সব সময় ভালো গল্পের নাটকের অপেক্ষায় থাকি। এ জন্য ভালো গল্প পেলেই অভিনয় করতে ভালো লাগে। এটা আমার বিশ্বাস এই নাটকের গল্প ও নির্মাণ দর্শকদের ভালো লাগবে। নাটকগুলোতে আমার চরিত্রগুলোও দারুণ। আমার বিশ্বাস দর্শকরা নিরাশ হবেন না।’

সাবিলা নূর জানান, আগামী ২২ মে দেশে ফিরবেন তিনি। ফিরেই আরও দুতিনটি ঈদের নাটকে কাজ করার কথা রয়েছে। নাটকের পাশাপাশি সাবিলাকে মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রেও দেখা যায়।

জাহ্নবী

ভোটে জিতলেই ছাড়বেন অভিনয়

প্রকাশ: ২০ মে ২০২৪, ১২:৫২ পিএম
ভোটে জিতলেই ছাড়বেন অভিনয়

ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে লড়ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তিনি। প্রার্থিতা ঘোষণার পর থেকেই এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। কাজটি ভীষণ কঠিন, বরং সিনেমায় অভিনয় অনেক সহজ কাজ। তবে ভোটে জিতে গেলে সহজ কাজটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। 

ইনস্টাগ্রামে নিজের নির্বাচনি প্রচারের একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ‘ছয়টা জনসভা, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। দুর্গম গ্রামীণ পাহাড়ি পথঘাট, একই দিনে ৪৫০ কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে, এমনকি রাতেও থামার সুযোগ নেই। ঠিকমতো না হচ্ছে খাওয়া, না বিশ্রাম। যেতে যেতে গাড়িতে বসে ভাবছি, সিনেমা বানানোর কাজটা এই যুদ্ধের কাছে হাস্যকর।’

কঙ্গনা জানিয়েছেন, প্রচারে বেশ সাড়া পাচ্ছেন তিনি। নিজের জয়ের ব্যাপারে মোটামুটি নিশ্চিত এই অভিনেত্রী। জিতলে অভিনয় ছেড়ে রাজনীতিতেই মনোযোগ দেবেন বলে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভোটে জিতলে আমি ধীরে ধীরে বলিউড ছেড়ে দেব।’ যদিও ভোটের মাঠেও বিতর্ক পিছু ছাড়েনি তাকে। এ নির্বাচনকে তিনি ‘ধর্মযুদ্ধ’ আখ্যা দিয়েছেন। প্রতিটি প্রচারে গিয়ে বিরোধী দল নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। এতে নিজ দলের অনেক নেতার সমর্থন পাচ্ছেন না তিনি। তাকে প্রার্থী করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতারা।

অনেক দিন হলো কঙ্গনার কোনো সিনেমা হিট হয় না। এমনকি চলতি লোকসভা নির্বাচনের ব্যস্ততায় পিছিয়ে গেছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’। এসব কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে ‘ফ্লপ কুইন’ বলে খোঁচাও দেন। বলিউড ছাড়ার ঘোষণা দিলেও বলা চলে বলিউড তাকে ছেড়েছে অনেক আগেই। ভোটে হারলে বলিউড থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই অভিনেত্রীর।

জাহ্নবী

অর্থহীনে স্থায়ী হলেন জাহিন রাশিদ

প্রকাশ: ২০ মে ২০২৪, ১২:৫১ পিএম
অর্থহীনে স্থায়ী হলেন জাহিন রাশিদ

জনপ্রিয় ব্যান্ড অর্থহীন থেকে পদত্যাগ করেছিলেন রাফা। পরে দল ছাড়েন গিটারিস্ট শিশির আহমেদও। রদবদল ও দল পুনর্গঠনের তাগিদে এবার নতুন সদস্য নিল অর্থহীন। সম্প্রতি দলের অস্থায়ী সদস্য জাহিন রাশিদকে স্থায়ী করে নিয়েছে তারা।

জাহিন অনেক দিন ধরেই অর্থহীনে বাজাচ্ছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি অর্থহীনের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। এখন থেকে তিনি ব্যান্ডের গিটার, কিবোর্ড, সেতার ও বাঁশি বাজাবেন। ব্যান্ডের লাইনআপে এখন রয়েছেন সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ।

বর্তমানে ফিনিক্সের ডায়েরির সিক্যুয়েল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’ নিয়ে কাজ করছে অর্থহীন। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন দলনেতা সুমন। শ্রদ্ধা করে তাকে ‘বেজবাবা’ বলে ডাকেন ভক্ত ও সংগীতাঙ্গনের সব মানুষ। নতুন অ্যালবামের কাজ নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন তিনিও।

জাহ্নবী