আইটি সেক্টরে কাজ করে ৩০ লাখ মানুষ : পলক । খবরের কাগজ
ঢাকা ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, সোমবার, ২০ মে ২০২৪

আইটি সেক্টরে কাজ করে ৩০ লাখ মানুষ : পলক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১২:০২ পিএম
আইটি সেক্টরে কাজ করে ৩০ লাখ মানুষ : পলক
ছবি: খবরের কাগজ

দেশের আইটি সেক্টরে এখন ত্রিশ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নারীরা আইটি সেক্টরে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, পরিবারে একজন চাকরি করলে একটি পরিবারই স্বাবলম্বী হয়, কিন্তু কোনো নারী উদ্যোক্তা হলে তার অধীনে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। আইটি সেক্টরে সব মিলিয়ে আমাদের ত্রিশ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রশিক্ষণ, পুঁজি, প্রযুক্তির সঙ্গে তারুণ্যের মেধাকে কাজে লাগিয়ে আমাদের তরুণ-তরুণীরা দেশের চাহিদা মিটিয়ে উন্নত দেশের চাহিদানুযায়ী ফ্রিল্যান্সিং করবে।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রযুক্তির কল্যাণে নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ অনেকে।

অনুষ্ঠানে ২৬৫ জন নারীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট নাগরিক হতে হলে চারটি গুণ থাকা প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যিনি নারীকে সম্মান করতে পারেন না, সে কখনোই নিজেকে স্মার্ট হিসেবে দাবি করতে পারে না।

নারায়ণগঞ্জে আইটি সেক্টরে বছরে অনন্ত ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে জানিয়ে তিনি বলেন, এখন যখন ১০ তলা শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার হবে তখন এখানে বছরে অনন্ত ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তখন নারায়ণগঞ্জের মাটিতে বসে দেশের প্রযুক্তি কাজে লাগিয়ে ছেলেমেয়েরা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমাদের দেশে সমস্যা হচ্ছে নারীরা সব সময় ভাবে যে আমি একটা মেয়ে মানুষ কিন্তু আমি এ বিষয়টা মানতে পারি না।’ 

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, ‘আমরা প্রতিদিন যুদ্ধ করি, আমার যুদ্ধ একটাই- ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে গড়ে উঠবে। এ ছাড়া আমার কোনো যুদ্ধ নাই, আমার কোনো রাজনীতি নাই। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শ কর্মী হিসেবে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে যেতে পারি এটাই আমার চাওয়া।’   

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষক-শিক্ষার্থী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বিল্লাল হোসাইন/ইসরাত চৈতি/ 

মৌলভীবাজারের সদর উপজেলায় নির্বাচন স্থগিত

প্রকাশ: ২০ মে ২০২৪, ০১:২১ পিএম
মৌলভীবাজারের সদর উপজেলায় নির্বাচন স্থগিত
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজার সদর উপজেলায় সকল পদে দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার (১৯ মে) নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- আপিল বিভাগের আদেশ পালনের সুবিধার্থে দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন ৭ দিনের জন্য স্থিতাবস্থা জারি করেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

জানা গেছে, মৌলভীবাজার সদরের এ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন ও মোস্তাফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন। দুদিন পর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২৩ এপ্রিল তাজের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার আব্দুস সালাম। কিন্তু পাঁচদিন পর ২৮ এপ্রিল চেয়ারম্যান পদে প্রার্থী তাজের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম।

এরপর তাজ মনোনয়নপত্র ফিরে পেতে উচ্চ আদালত হাইকোর্টে রিট আবেদন করেন। গত ৯ মে তাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আখতারুজ্জামানের যৌথ বেঞ্চ এবং রুলসহ আদেশ দেন। একই সঙ্গে দ্রুত প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করেন যৌথ বেঞ্চ। 

রিটের শুনানিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের দেওয়া আদেশ স্থগিত করে তাদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পাশাপাশি রুল জারি করেন।

পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশন ফের ১৫ মে চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার জজ আদালত ১৬ মে তারিখ ধার্য করে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন ৭ দিনের জন্য স্থিতাবস্থা জারি করেন।

পুলক পুরকায়স্থ/সাদিয়া নাহার/অমিয়/

এমপিওভুক্ত শিক্ষকদের আচরণবিধির খসড়া প্রস্তুত

প্রকাশ: ২০ মে ২০২৪, ০১:০১ পিএম
এমপিওভুক্ত শিক্ষকদের আচরণবিধির খসড়া প্রস্তুত
শিক্ষা মন্ত্রণালয়

দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ‘সরকারি চাকরি বিধিমালা-২০১৮’ এবং ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯’ থাকলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোনো আচরণবিধি নেই। এবার প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর জন্য আচরণবিধি তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গেল বছর ক্লাস ফেলে জাতীয়করণ নিয়ে রাজধানীতে আন্দোলনে যোগ দেওয়া শিক্ষকদের বারবার সতর্ক করা হলেও তাদের শাস্তি নিশ্চিত করা যায়নি। অনেক শিক্ষক তাদের কোচিংয়ে প্রাইভেট পড়তে যেতে বাধ্য করেন শিক্ষার্থীদের। ছাত্রীদের যৌন নির্যাতনও করেন অনেকে। এ পরিস্থিতিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য আচরণবিধি তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

এরই মধ্যে ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আচরণবিধি ও শৃঙ্খলা বিধিমালা’র খসড়াও প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ৫ মে এ খসড়া নিয়ে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব, মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, পরিচালক (মাধ্যমিক) সৈয়দ জাফর আলী ও পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী অংশ নেন।

সভায় অংশ নেওয়া মাউশি পরিচালক (মাধ্যমিক) সৈয়দ জাফর আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মচারীর জন্য আলাদা একটি আচরণ বিধিমালা করতে যাচ্ছে সরকার। কী অপরাধের জন্য কেমন শাস্তি হতে পারে, এসব নিয়ে সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও পর্যালোচনা হবে। সবার মতামত নিয়েই বিধিমালা চূড়ান্ত করা হবে।’

খসড়ায় যা আছে
খসড়া বিধিমালায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সাধারণ আচরণ ও শৃঙ্খলা শিরোনামে ১০টি বিধি রয়েছে।

প্রথমত, ‘কোনো রাজনৈতিক আন্দোলনে অংশ নেবেন না, এর সাহায্যে চাঁদা দেওয়া বা অন্য কোনো উপায়ে এর সহায়তা করবেন না এবং প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থি কোনো কার্যকলাপে নিজেকে জড়াবেন না।’

দ্বিতীয়ত, ‘কোনো বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ বা প্রস্তাব নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংসদ সদস্য বা অন্য কোনো বেসরকারি ব্যক্তির দ্বারস্থ হতে পারবেন না।’ 

অনুমোদন ছাড়া টিউশনি নিষিদ্ধের কথাও খসড়ায় বলা হয়েছে।

কোনো শিক্ষক নিজ নামে প্রকাশিত কোনো লেখায় অথবা জনসমক্ষে দেওয়া বক্তব্যে অথবা পত্রিকায় এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবেন না, যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে। 

একইসঙ্গে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি হতে পারে, এমন বিতর্কিত ধর্মীয় বিষয়ে অংশ না নিতেও বলা হয়েছে।

এ ছাড়া অদক্ষতা, পেশাগত অসদাচরণ, দুর্নীতি, নৈতিক স্খলন, রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে তিরস্কার, ইনক্রিমেন্ট স্থগিত, চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত ইত্যাদি শাস্তি হতে পারে বলেও খসড়ায় উল্লেখ করা আছে।

কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে খসড়ায় বলা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করবে। কমিটিতে জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক (ডিসি) বা তার প্রতিনিধি, উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা তার প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং একজন শিক্ষককে রাখতে হবে।

এ ছাড়া শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলা হলে কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে সাময়িক বরখাস্ত করতে পারবে। সাময়িক বরখাস্তকালীন বেতনের অর্ধেক খোরপোশ পাবেন। এ ছাড়া কোনো অভিযোগ আদালতের রায়ে মিথ্যা প্রমাণিত হলে সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আচরণ বিধিমালাটি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। চূড়ান্ত করতে আরও কয়েকটি ধাপ পার হতে হবে। 

তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করেই বিধিমালা চূড়ান্ত করা হবে।

অমিয়/

এনজিও সিসিডিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৯:২৮ এএম
এনজিও সিসিডিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)

মাত্র তিন কর্মকর্তাকে দিয়ে সরকারের একাধিক প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) নামে একটি এনজিওর বিরুদ্ধে। এভাবে সরকারের নীতিমালা লঙ্ঘন করে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

অভিযোগ রয়েছে, এই তিন কর্মকর্তার টিম লিডার হিসেবে কাজ করার যথেষ্ট যোগ্যতা নেই। তারা জাল সার্টিফিকেট দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণপত্র দাখিল করেছেন। ওই তিন কর্মকর্তা হলেন আতিকুর রহমান খান (প্রকল্প টিম লিডার), তার দুই সহযোগী লিয়াকত আলী ও হাবিবুল্লাহ মণ্ডল। তারাও প্রকল্প টিম লিডার হিসেবে কাজ করছেন।

সম্প্রতি বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) জামিল নামে এক সাবেক কর্মচারী অভিযোগটি করেছেন। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নির্ধারণ, প্রদান ও তাদের পুনর্বাসন কার্যক্রমের জন্য এনজিও নিয়োগ করা হয়।

অভিযোগে বলা হয়, গত ২৫ বছর ধরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সওজের যত এনজিওসংশ্লিষ্ট কাজ রয়েছে, তার ৯৯ শতাংশ কাজই সিসিডিবির দখলে রয়েছে। সিসিডিবিকে একচেটিয়া ব্যবসার সুযোগ দেওয়ার ফলে দক্ষ ও যোগ্য অনেক এনজিও ওই দুটি সরকারি প্রতিষ্ঠানের কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। 

বিভিন্ন এনজিওর একাধিক কর্মকর্তার অভিযোগ, সরকারি ক্রয়নীতি অনুযায়ী একটি প্রকল্পে টিম লিডার হিসেবে একজন ব্যক্তি কাজ করতে পারবেন। তবে একটি প্রকল্পের জন্য সিসিডিবি একই ব্যক্তিকে একই সময়ে তাদের চলমান একাধিক সরকারি প্রকল্পের বিভিন্ন পদে দেখিয়ে সরকারের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এই সঙ্গে একটি প্রকল্পের মাঠ পর্যায়ে কমপক্ষে ৩০ জন লোকের প্রয়োজন হলেও মাত্র চারজন নিয়োগ করে কাজ দেখিয়ে বিল তুলে নেওয়া হচ্ছে। এ ছাড়া স্নাতক পাসের জাল সার্টিফিকেট ও ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে একই প্রকল্প টিম লিডার দিয়ে একাধিক প্রকল্পের কাজ উঠিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। 

যেসব প্রকল্পে কাজ করছেন সিসিডিবির এই তিন টিম লিডার
আতিকুর রহমান খান (একই সময়ে চলমান পাঁচটি প্রকল্পের টিম লিডার)। এগুলো হলো ‘মাতারবাড়ী বন্দর উন্নয়ন’ শীর্ষক প্রকল্প (সওজ অংশ), ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্প, সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্প, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের আওতাধীন সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্ট ও সাসেক সড়ক সংযোগ প্রকল্প (ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক) সদ্য সমাপ্ত।

হাবিবুল্লাহ মণ্ডল (একই সময়ে চলমান পাঁচটি প্রকল্পের টিম লিডার)। এগুলো হলো ‘সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্প, ডেপুটি টিম লিডার, সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের আওতাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, সিলেট সড়ক জোনের আওতাধীন ‘ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি স্থানান্তর প্রকল্প; ঢাকা (কাঁচপুর)-সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ’ শীর্ষক প্রকল্প (সাপোর্ট প্রকল্প) ও নলুয়া বাহারচর প্রকল্প (সওজ)।

লিয়াকত আলী (একই সময়ে চলমান ছয়টি প্রকল্পের টিম লিডার)। এগুলো হলো আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়কে চার লেনে মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, সাপোর্ট টু জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি প্রকল্প, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (ভিত্তিতে), হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য সহায়ক প্রকল্প, কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (ধরখার) জাতীয় মহাসড়ককে (এন-১০২) চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাতারবাড়ী বন্দর উন্নয়ন (বন্দর অংশ) ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের আওতাধীন ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট।

এসব অভিযোগের বিষয়ে সিসিডিবির প্রকল্প টিম লিডার আতিকুর রহমান খান খবরের কাগজকে বলেন, ‘কাজ ভাগিয়ে নেওয়ার সুযোগ নেই। সরকারি দুই প্রতিষ্ঠান থেকে যাচাই-বাছাই ও যোগ্যতার ভিত্তিকে আমরা কাজ পাই।’ তিনি বলেন, ‘সিসিডিবি পদ্মা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ শেষ করেছে। এ ছাড়া ঢাকা ও সাভারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ করছে। এ কাজও ছয় মাসের বেশি হবে না। আমাদের হাতে তেমন কোনো কাজ এখন নেই।’

জাল সার্টিফিকেট ও একজন লিডার একাধিক প্রকল্পে কাজ করার বিষয়ে তিনি বলেন, ‘সিসিডিবি বাংলাদেশের প্রথম সারির একটি এনজিও। এখানে জাল সার্টিফিকেটে কাজ করার সুযোগ নেই। এ ছাড়া একজন একাধিক প্রকল্পে কাজ করার বিষয়টিও ভিত্তিহীন। আমাদের হাতে এখন সরকারি তেমন কোনো প্রকল্প নেই।’ 

তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি এনজিও যারা কাজ পায় না তারা আমাদের পেছনে লেগেছে। মানহানির চেষ্টা করছে। এ বিষয়ে আমরা মামলা করব বলে অফিসে সিদ্ধান্ত হয়েছে।’ 

এসব বিষয়ে সিসিডিবির আরও দুই টিম লিডার হাবিবুল্লাহ মণ্ডল ও লিয়াকত আলী খবরের কাগজকে বলেন, ‘জাল সার্টিফিকেট ও একাধিক প্রকল্পে কাজ করার যে অভিযোগ উঠেছে তা অসত্য। সিসিডিবিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি চক্র এ ধরনের মিথ্যাচার করেছে। এ ছাড়া একাধিক প্রকল্প বলতে কে কয়টা দায়িত্ব পালন করবে সেটা অফিসের সিদ্ধান্ত। অফিসে যেভাবে দায়িত্ব দেয় আমরা সেভাবে পালন করি।’ 

বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের বেশ কয়েকজন অসাধু প্রকৌশলী সিসিডিবির দুর্নীতি-অনিয়মে সহযোগিতা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সওজের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম খবরের কাগজকে বলেন, ‘কোনো প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা তা তদন্ত করি। তদন্তে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে থাকি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাদের জানান। আমরা ব্যবস্থা নেব।’

কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, বাংলাদেশের উদ্বেগ

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৯:১৪ এএম
কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, বাংলাদেশের উদ্বেগ
ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দেশটির সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে ঢাকা।’

রবিবার (১৯ মে) দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশি কোনো ছাত্র খুব জখম হয়েছে, আমাদের কাছে এমন খবর নেই। রাষ্ট্রদূতকে কিরগিজস্তানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছি।’

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানের বাংলাদেশের দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে থাকে।

কিরগিজস্তানে মূলত কতজন বাংলাদেশি আছেন, বাংলাদেশ দূতাবাসের কাছে তার কোনো পরিসংখ্যান নেই। দূতাবাসের ধারণা, শিক্ষার্থী ও শ্রমিক মিলিয়ে হাজার দুয়েক বাংলাদেশি কিরগিজস্তানে রয়েছেন।

কিরগিজস্তানে মিসরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েক ব্যক্তির সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদেশিদের ওপর হামলা শুরু করেছে স্থানীয়রা। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ১৫-২০ জনের গ্রুপ করে একটি রুমের মধ্যে লুকিয়ে রয়েছেন। সেখানে এক ব্যক্তিকে নির্দয়ভাবে পেটানো হচ্ছে। একজন রাস্তায় পড়ে রয়েছেন। 

তবে তিনি কোন দেশের নাগরিক, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন একসঙ্গে ২০-২৫টি গাড়ি করে শহরে টহল দিচ্ছেন।

তাপপ্রবাহে শ্রেণি কার্যক্রম নিয়ে মাউশির ৯ নির্দেশনা

প্রকাশ: ২০ মে ২০২৪, ১২:৫৪ এএম
তাপপ্রবাহে শ্রেণি কার্যক্রম নিয়ে মাউশির ৯ নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তাপপ্রবাহের সময় শ্রেণি কার্যক্রম নিয়ে ৯টি নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (১৯ মে) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় রয়েছে: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা, শ্রেণি কার্যক্রম চলাকালে শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখা, শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা, পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা, শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা, যেন কোনো শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক জরুরি চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা যায়, প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা, শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করা এবং বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখে, সে বিষয়টি নিশ্চিত করা।

কবির/এমএ/