
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না- এ প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘কেন এখন পর্যন্ত তাদের নামে মামলা দেওয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।’
বুধবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, ১২-দলীয় জোটভুক্ত জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অর্পণা রায়, মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ।
মান্না বলেন, ‘এমপিরা খুব বড় বড় করে বলেন, তিনবারের এমপি। তিনবারই ভোটডাকাতি করেছে। বলে খুব জনপ্রিয় মানুষ। এত জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন, তারপর জনপ্রিয়তা মাপা যাবে। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে। এখন সবাই এগিয়ে আসেন। দেশ বাঁচাবার লড়াইয়ে, মানুষ বাঁচাবার লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
এদিকে, ঢাকা ওয়াসার পানির দাম ১০ শতাংশ বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না।
বুধবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১৫ বছরে দফায় দফায় বাড়ানো হয়েছে বিদ্যুৎ, গ্যাস আর জ্বালানি তেলের দাম। সরকারি হিসাবেই গত এক বছর ধরে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ, বাস্তবে এই হার ১৫ শতাংশের বেশি। নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এই পরিস্থিতির মধ্যে নতুন করে পানির দাম বৃদ্ধি জনগণের দুর্ভোগ আরও বাড়াবে।’ অবিলম্বে পানির দামবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান মান্না।
শফিকুল ইসলাম/সালমান/