সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদ ভাই, বান্টিসহ ৩ জনের যাবজ্জীবন । খবরের কাগজ
ঢাকা ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, সোমবার, ২০ মে ২০২৪

সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদ ভাই, বান্টিসহ ৩ জনের যাবজ্জীবন

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০১:৩০ পিএম
সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদ ভাই, বান্টিসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী

বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ঘটনায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়া শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুনসহ ছয়জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্ত্তী এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী।

এর আগে গত ২৯ এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুনাভ চক্রবর্তী মামলার রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (৯ মে) দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা গেছে, এ মামলার ১১ জন সাক্ষী মারা গেছেন। আর ১২ জন সাক্ষীকে খুঁজে পাওয়া যায়নি। আর আদালতে সাক্ষ্য দিয়েছেন মাত্র ১০ জন।

রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে উঠে আসে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশীষ রায় চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরের বছর আশীষ রায় চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, এর ২ বছর পর ২০০১ সালে বিচার শুরুর আদেশ হয়। ওই আদেশ চ্যালঞ্জ করে এক আসামি হাইকোর্টে গেলে আটকে যায় বিচার কার্যক্রম। এরপর হাইকোর্টের আদেশে আবার বিচার কার্যক্রম ২০২২ সালে শুরু হয়।

এদিকে ১৭ বছর আগে ঢাকা মহানগরের পিপির দপ্তর থেকে সোহেল চৌধুরী হত্যা মামলার তদন্তের নথিপত্র (কেস ডকেট) নিয়ে যান পুলিশের তৎকালীন পরিদর্শক ফরিদ উদ্দিন। আদালতের নির্দেশের পরও তিনি তা আদালতে উপস্থাপন করতে পারেননি বলে জানান এপিপি সাদিয়া।

পুলিশের কাছে দেওয়া সাক্ষীদের জবানবন্দির তথ্যানুযায়ী, বনানীর ট্রাম্প ক্লাবে গান বন্ধ করা নিয়ে ১৯৯৮ সালের ২৪ জুলাই আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম ও বান্টির বন্ধু আশীষ রায় চৌধুরীর সঙ্গে চিত্রনায়ক সোহেল চৌধুরীর বিরোধের শুরু। এর জেরেই ট্রাম্প ক্লাবের সামনে ঢাকার তৎকালীন শীর্ষ সন্ত্রাসীদের দিয়ে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে।

অমিয়/

আজ থেকে আইনজীবীদের আবার কোট-গাউন পরতে হবে

প্রকাশ: ১৯ মে ২০২৪, ১০:২০ এএম
আজ থেকে আইনজীবীদের আবার কোট-গাউন পরতে হবে
প্রতীকী ছবি

এক মাস পর আবারও নিয়মিত কোট-গাউন পরতে হবে আইনজীবীদের। শনিবার (১৮ মে) সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে। এতে বলা হয়, প্রচণ্ড গরমে দেশের অধস্তন আদালতের পর উচ্চ আদালতে মামলার শুনানির সময় আইনজীবীদের পোশাক পরিধানে শিথিলতা জারি করে গত ২০ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর ফলে আজ রবিবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলার শুনানির সময় আইনজীবীদের কোট-গাউন উভয়ই পরিধান করতে হবে। 

দেশজুড়ে প্রচণ্ড গরমে মামলার শুনানিতে আইনজীবীদের গাউন পরা বাধ্যতামূলক নয়, প্রধান বিচারপতির নির্দেশে গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়। বিজ্ঞপ্তি জারির পর ২১ এপ্রিল আইনজীবীরা শুনানির সময় গাউন পরতেন না। ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করায় আইনজীবীদের আবার গাউন পরে শুনানিতে অংশ নিতে হবে। 

চেয়ারম্যান পদ অবৈধ, ফেরত দিতে হবে ৫ বছরের বেতন-ভাতা

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৯:৫০ পিএম
চেয়ারম্যান পদ অবৈধ, ফেরত দিতে হবে ৫ বছরের বেতন-ভাতা
মেজবাউল হায়দার চৌধুরী সোহেল

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের বিগত ৫ বছরের দায়িত্ব পালনকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ৫ বছরে উপজেলা চেয়ারম্যান হিসেবে নেওয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা বাবদ ৩৩ লাখ ২৬ হাজার ৬১৯ টাকা ৯০ দিনের মধ্যে ফেরত দিতে মেজবাউল হায়দার চৌধুরীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্বেচ্ছায় নির্ধারিত সময়ের মধ্যে ওই টাকা পরিশোধ না করলে টাকা আদায় করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) এক রিট আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

শুনানিতে রিটের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন। সোহেল চৌধুরীর পক্ষে অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান সাংবাদিকদের জানান, ২০১৯ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল হালিম ও শহিদুল্লাহ মজুমদারের প্রার্থিতা বাতিল হয়। এর ফলে অপর প্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এর মধ্যে প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন আব্দুল হালিম ও শহিদুল্লাহ মজুমদার। এ ছাড়া রিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোহেলকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ২০১৯ সালেই এসব বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশে ছাগলনাইয়ার উপজেলা চেয়ারম্যানের গ্যাজেট স্থগিত হয়। পরে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত ঘোষণা করেন। গ্যাজেট না হওয়ায় আইনি জটিলতায় মেজবাউল হায়দার চৌধুরী সোহেল উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিতে পারেননি। শপথ না নিয়েও তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার রিটের নিষ্পত্তি করে রায় দিলেন হাইকোর্ট।

ব্লগার নাজিমুদ্দিন হত্যা মামলায় অভিযোগ গঠন পেছাল

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৯:৩৫ পিএম
ব্লগার নাজিমুদ্দিন হত্যা মামলায় অভিযোগ গঠন পেছাল
ব্লগার নাজিমুদ্দিন সামাদ

ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় পলাতক আসামি মেজর (চাকরিচ্যুত) সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়েছে। আগামী ২৪ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১৬ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিমুদ্দিনকে হত্যার ঘটনায় করা এই মামলার অভিযোগ গঠন বিষয়ে এই নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই নির্দেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম ছারোয়ার খান (জাকির) এই তথ্য নিশ্চিত করেছেন। 

আদালত থেকে বের হওয়ার পর তিনি জানান, এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্যই বৃহস্পতিবার দিন ধার্য ছিল। কারাগারে আটক থাকা চার আসামি রশিদুন নবী ভূইয়া ওরফে রায়হান, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহকে সে অনুসারে আদালতে হাজিরও করা হয়। তবে ট্রাইব্যুনাল শুনানি চলাকালে আসামি পক্ষের আইনজীবী না থাকায় অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন।

চাকরিচ্যুত জিয়াসহ মামলার অপর চার আসামি আকরাম হোসেন, মো. ওয়ালিউল্লাহ ওরফে ওলি ওরফে তাহের ওরফে তাহসিন, সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক ও মাওলানা জুনেদ আহাম্মেদ ওরফে সাব্বির ওরফে জুনায়েদ পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ জানুয়ারি মেজর জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। সেইসঙ্গে পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ওই বছরের ২৩ ফেব্রুয়ারি আদালত পলাতক ৫ জনের সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

প্রসঙ্গত, ব্লগার নাজিমুদ্দিনকে ২০১৬ সালের ৬ এপ্রিল রাতে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ওই দিন ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ার মেসে ফেরার পথে লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে তাকে হত্যা করা হয়। পরদিন ৭ এপ্রিল রাজধানীর সূত্রাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০২০ সালের ২০ আগস্ট মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হক জিয়াসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

সেলিম প্রধানের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল, জরিমানা

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৭:২৬ পিএম
সেলিম প্রধানের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল, জরিমানা
সেলিম প্রধান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সেলিম প্রধানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। একই সঙ্গে আদালতের মূল্যবান সময় নষ্ট করার দায়ে তার বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। 

শুনানিতে সেলিম প্রধানের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট এ কে এম নুরুল আলম। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও ব্যারিস্টার আশফাকুর রহমান।

শুনানির শুরুতে সেলিম প্রধানের আবেদনটি নন-প্রসিকিউশনের (মামলা না চালানো) জন্য আদালতের কাছে আরজি জানান অ্যাডভোকেট এ কে এম নুরুল আলম। এ সময় আপিল বিভাগ বলেন, ‘আপনাদের জরুরি কথা বিবেচনা করে আবেদনটি আপিল বিভাগের লিস্টে আনা হয়েছে। এখন বলছেন নন-প্রসিকিউশন করবেন। সবকিছুর একটা সীমা থাকা দরকার।’ এরপর আদালতের মূল্যবান সময় নষ্ট করায় সেলিম প্রধানের ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আবেদন খারিজ করে তার প্রার্থিতা স্থগিতাদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

ক্যাসিনোকাণ্ডে আলোচিত, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সাজাপ্রাপ্ত সেলিম প্রধান আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে মানি লন্ডারিং ও দুদকের মামলায় সাজার কারণে গত ২৩ এপ্রিল তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে মনোনয়নের বৈধতা চেয়ে জেলা প্রশাসকের কাছে আপিল করেন সেলিম প্রধান। ২৮ এপ্রিল আপিল খারিজ করেন জেলা প্রশাসক। এ বিষয়ে রিট করলে গত ৩০ এপ্রিল তার প্রার্থিতার বৈধতা দিয়ে ও প্রতীক বরাদ্দের আদেশ দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন করেন সেলিম প্রধান।

সাগর-রুনী হত্যা মামলার প্রতিবেদন ১০৮ বার পেছাল

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৭:০১ পিএম
সাগর-রুনী হত্যা মামলার প্রতিবেদন ১০৮ বার পেছাল
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনী

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আবারও নতুন দিন ধার্য করেছেন আদালত। এই নিয়ে বহুল আলোচিত এ মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১০৮ বার পেছাল। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ জুন নতুন দিন ধার্য করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এই নির্দেশ দেন।

আদালতে দায়িত্বরত রাজধানীর শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল করেনি। এর পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনী ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে নিজেদের ভাড়া বাসায় খুন হন। পরের দিন ১২ ফেব্রুয়ারি ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহত রুনীর ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শুরুতে মামলার তদন্তে ছিল ওই থানা। তবে চার দিন পর এ মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ডিবি। এ পর্যায়ে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। এরপর এক যুগ পেরিয়ে গেলেও এখনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেনি র‌্যাব।

চাঞ্চল্যকর এ মামলায় রুনীর বন্ধু তানভীর রহমানসহ আসামি আটজন। মামলার অন্য সাত আসামি হলেন বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।