কিশোর গ্যাং-মাদক সমূলে উৎখাত করব: র‌্যাব মুখপাত্র আরাফাত । খবরের কাগজ
ঢাকা ১ জ্যৈষ্ঠ ১৪৩১, বুধবার, ১৫ মে ২০২৪

কিশোর গ্যাং-মাদক সমূলে উৎখাত করব: র‌্যাব মুখপাত্র আরাফাত

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০১:২৬ পিএম
কিশোর গ্যাং-মাদক সমূলে উৎখাত করব: র‌্যাব মুখপাত্র আরাফাত
পরিচয়পর্ব ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম

কিশোর গ্যাং-মাদক সমূলে উৎখাত করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর নতুন পরিচালক হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া কমান্ডার আরাফাত ইসলাম।

রবিবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয়পর্ব ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মাদক নিয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কিশোর গ্যাং নির্মূলে উচ্চপর্যায়ের নির্দেশনা পেয়েছি। এগুলো নিয়ে আমরা কাজ করছি। প্রচুর কিশোর গ্যাং সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। এদের আশ্রয়প্রশ্রয় ও মদদদাতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘প্রচুর কিশোর গ্যাং সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। এদের আশ্রয়, প্রশ্রয় ও মদদদাতাদেরও খুঁজে বের করা হবে। কিশোর গ্যাং চক্রকে আমরা সমূলে উৎখাত করব ইনশাআল্লাহ।’ এজন্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

গত বুধবার (২৪ এপ্রিল) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালকের দায়িত্ব নেন তিনি।

ফরিদপুরে মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক। তাদের গ্রেপ্তারে এলিট ফোর্স র‌্যাব কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘র‍্যাবের ইনটেলিজেন্স উইং বিষয়টি নিয়ে কাজ করছে। দেশের যেকোনো জায়গায় যেকোনো প্রান্তে যেকোনো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনা নিয়ে কাজ করে। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে র‌্যাব এ ঘটনায় কাজ করছে। অচিরেই জড়িতদের গ্রেপ্তার করা হবে।’

পঞ্চপল্লীতে মন্দিরের পাশে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনাতে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে সাইবার জগতে। যারা অপচেষ্টা করছেন তাদের শনাক্ত করা হয়েছে কি-না; জানতে চাইলে তিনি বলেন, ‘একটা অপরাধ সংঘঠনের পর অপচেষ্টা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। অপরাধী গ্রেপ্তার হলেই সব বেরিয়ে আসবে।’

কোন বিষয়ে কাজ করা আপনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো নিয়ে আমরা কাজ করি। আমার পূর্বে যে কর্মকর্তারা কাজ করে গেছেন, ঊর্ধ্বতনরা যে লিগ্যাসি রেখে গেছেন সেটাই আমি বহন করব। র‌্যাবের কার্যক্রমকে আরও বেগবান করব।’

কুকি-চিনের তৎপরতা নির্মূলে র‍্যাব ও যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে তিনি বলেন, ‘র‌্যাবসহ যৌথবাহিনী কাজ করছে। র‌্যাব যৌথবাহিনীর অংশ। এতটুকু বলতে পারি, র‌্যাব এ ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে।’

সাগর-রুনী হত্যাকাণ্ডের চার্জশিট বারবার পেছানো হচ্ছে। বিষয়টি বিচারিক প্রক্রিয়াতেই যায়নি। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টির তদন্ত প্রক্রিয়াধীন।’

উপজেলা নির্বাচন আসন্ন। নির্বাচন ঘিরে অস্ত্রের ঝনঝনানি হয়। এ ক্ষেত্রে র‌্যাব কি ধরনের তৎপরতা চালাচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘দেশে চার পর্বে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ তৈরির জন্য র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা কাজ করছে।’

খাজা/অমিয়/

প্রকাশ্যে ভোট : ইসিতে ক্ষমা চেয়ে পার পেলেন এমপি হাফিজ

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৩:৫৫ পিএম
প্রকাশ্যে ভোট : ইসিতে ক্ষমা চেয়ে পার পেলেন এমপি হাফিজ
তলবের শুনানিতে কমিশনে বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক। ছবি : সংগৃহীত

প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক ক্ষমাপ্রার্থনা করায় তা আমলে নিয়ে তাকে দায়মুক্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ মে) সকালে নির্বাচন ভবনে তলবের শুনানিতে কমিশনের কাছে উপস্থিত হয়ে ক্ষমা চাইলে তাকে দায়মুক্তি দেওয়া হয়। 

শুনানি শেষে দুপুরে এ তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত ৮ মের নির্বাচনে তিনি প্রকাশ্যে ভোট দিয়েছেন। অভিযোগগুলো কমিশন শুনেছে। তিনি ভুল স্বীকার করেছেন। লজ্জিত হয়েছেন। ক্ষমাপ্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে আশ্বস্ত করেছেন। তার ক্ষমা চাওয়ার বিষয়টি কমিশন আমলে নিয়ে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছি।’

সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক শুনানি শেষে বলেন, ‘বিষয়টি অত্যন্ত নগণ্য ও ছোট। এটা তিলেরে তাল বানাইছে চ্যানেল ও পত্রিকা। এমন না যে, আমি কাউকে বাধ্য করেছি ব্যালট দেখিয়ে ভোট দিতে।’

প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘গোপন কক্ষে যাওয়ার কাজটা আমি দাঁড়িয়ে করেছিলাম। লাস্ট মোমেন্টে ঠিক ৪টার কয়েক মিনিট আগে পৌঁছেছি। কেউ ছিল না সেখানে। খুব তাড়াতাড়ি করে ব্যালট নিয়ে ড্রপ করেছি। কাকে ভোট দিয়েছি কেউ দেখে নাই।’

এটা শাস্তিযোগ্য অপরাধ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘এটা এত বড় অপরাধ না তো। কমিশনের সিদ্ধান্ত তাদের হাতে। আমি দুঃখ প্রকাশ করেছি।’

এর আগে গত ৮ মে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে নির্বাচনি অপরাধের ঘটনায় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য হাফিজ মল্লিককে তলব করে নির্বাচন কমিশন।

ইসি তাকে চিঠিতে জানায়, গত ৮ মে অনুষ্ঠেয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দিন আপনি ৪৭নং মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন। যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট দিয়ে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ৭৮ এর বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনি অপরাধ। উক্ত অপরাধ সংঘটনের কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা নিতে স্পিকারের কাছে কেন পত্র পাঠানো হবে না, সে বিষয়ে বুধবার (১৫ মে) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে আপনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

ইসির সেই তলবের জবাব দিতে আজ নির্বাচন ভবনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন এমপি হাফিজ মল্লিক। 

এলিস/সালমান/

টেকসই উন্নয়নে কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৩:১১ পিএম
টেকসই উন্নয়নে কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে।’

বুধবার (১৫ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘আইসিপিডি-৩০: জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপ’ শীর্ষক দুই দিনব্যাপী ইভেন্টের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইউএনএফপিএর সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনসংখ্যাগত লভ্যাংশের রূপান্তর একটি সমৃদ্ধ বৈশ্বিক ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে।’

তিনি বলেন, ‘এই লক্ষ্য অর্জনে সর্বজনীন স্বাস্থ্যসেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে।’

শেখ হাসিনা বলেন, ঢাকায় অনুষ্ঠিত এই বৈশ্বিক সংলাপ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে অনুষ্ঠেয় ‘সামিট অব দ্য ফিউচার’-এর জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সহায়ক হবে।

জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ‘সামিট অব দ্য ফিউচার’-এর ঘোষণাপত্রে দৃঢ় রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের জন্য অপরিহার্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান। 

সরকারপ্রধান বলেন, ‘সেখানে মানুষ ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে। আশা করি জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সবার বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্যসহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের মানুষের বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।’

সরকারপ্রধান বলেন, ‘একইসঙ্গে সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে মনে করি।’

এ সময় তিনি মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে বলেন, ‘এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।’

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, ইউএনএফপির নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম, মালদ্বীপের সামাজিক ও পরিবার উন্নয়নমন্ত্রী আইশাথ শিহাম, কিরিবাতির নারী, যুব, ক্রীড়া ও সামাজিকবিষয়ক মন্ত্রী মার্টিন মোরেত্তি, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইয়াসুশি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বুলগেরিয়া সরকারের প্রতিনিধিও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

বাসস/সালমান/ 

ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাসকে সংবর্ধনা

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০২:৪৭ পিএম
ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাসকে সংবর্ধনা
ছবি: খবরের কাগজ

ঢাকা মহাধর্মপ্রদেশের নবনিযুক্ত সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজকে সংবর্ধনা দিয়েছে বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয়। 

মঙ্গলবার (১৪ মে) সকালে বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ, সংঘকর্ত্রী সিস্টার মেরী শুভ্রা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী সুপ্রীতি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও খবরের কাগজের সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা।

অনুষ্ঠানে সুব্রত বনিফাস গমেজ বলেন, ‘আমার স্বপ্ন ছিল আমি একজন ধর্মযাজক হব। আমি তার জন্য সাধনায় নিমগ্ন হলাম। পরিশেষে ঈশ্বরের কৃপায় আমি সেই সুযোগ পেয়েছি। সেখান থেকে আজ আমাকে সহকারী বিশপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঈশ্বরের সেবক হিসেবে আমি আমার দায়িত্ব যেন সুচারূরূপে পালন করতে পারি।’ 

অনুষ্ঠানে সুব্রত বনিফাস গমেজ মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিজেকে নিয়োজিত রাখার কথাও বলেন তিনি। 

জয়ন্ত সাহা/ইসরাত চৈতী/অমিয়/  

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০২:৩৪ পিএম
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৫ মে) সকালে বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় দুই সিটি করপোরেশনের মেয়র ও বিআরটিএ’র চেয়ারম্যানকে এ নির্দেশনা দেন দেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এটা আগে কার্যকর করুন। এছাড়া ২২টি মহাসড়কে রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে। সেটা বাস্তবায়ন করুন।’

তিনি বলেন, ‘সিটিতে ব্যাটারিচালিত রিকশা না চলে সেই বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেটার ব্যবস্থা করুন।’

উচ্চ হর্ণ নিয়ে মন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলছি, এখন থেকে ১০ বছর আগেই আমার প্রটেকশন গাড়িতে হুটার বাজে না। ঢাকায় হয় না, ঢাকার বাইরে হয় না। হুটার বাজানো বন্ধ করা দরকার। জরুরি সেবা ছাড়া হুটার বাজানো যাবে না।’

সরকার সারা দেশে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করতে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণে নিতে পেরেছি। এখন মোটামুটি সবাই হেলমেট পরে। কিন্তু ঢাকার বাইরেও একটা পলিসি নেওয়া দরকার। ডিসি, এসপিদের জানাতে হবে যদি মোটরসাইকেল চালকদের কাউকে হেলমেটবিহীন অবস্থায় পাওয়া যায়, তবে তাদের ফুয়েল দেওয়া হবে না। পুরো বাংলাদেশে এ নিয়ম জারি করতে হবে। এ নীতিতে সিদ্ধান্ত নিতে হবে। 

এ সময় মন্ত্রী বলেন, বিআরটিএতে আপাতত আর কোন জনবল নিয়োগ হবে না। তবে ওই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারাদেশে মোটরসাইকেল ইজি বাইকের কারণে দূর্ঘটনা বেশি হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ফিটনেস বিহীন গাড়ি ডাম্পিং করতে হবে।

জয়ন্ত সাহা/অমিয়/

শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিলের প্রার্থিতা বাতিল

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০২:১১ পিএম
শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিলের প্রার্থিতা বাতিল
ছবি : খবরের কাগজ

সতর্ক করার পরও বারবার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শ্রীপুর উপজেলার চেয়ারম্যানপ্রার্থী মো. জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে শুনানি শেষে দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।  

অশোক কুমার বলেন, ‘আচরণবিধি ভঙ্গ করায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চেয়ারম্যানপ্রার্থী মো. জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। প্রার্থীর শুনানি শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেয়।’ 

জামিল হাসান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর ভাই।

এলিস/ইসরাত চৈতি/অমিয়/