ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

ইউটিউব দেখে আধুনিক চাষাবাদ

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০১:০৪ পিএম
আপডেট: ১৫ মে ২০২৪, ০১:১৫ পিএম
ইউটিউব দেখে আধুনিক চাষাবাদ
কুমারখালীর কবুরাটে মাঠের শ্রমিকদের সঙ্গে নিজের খেতের পেঁয়াজ তুলছেন মনিরুল। ছবি : খবরের কাগজ

ইউটিউব দেখে আধুনিক চাষাবাদ করে ছাত্রজীবনেই ব্যাপক সফলতা পেয়েছেন মনিরুল ইসলাম। চলতি মৌসুমে প্রায় ১০ বিঘা জমিতে উচ্চ ফলনশীল লালতীর পেঁয়াজ চাষ করেছেন তিনি। বিঘাপ্রতি ফলন পেয়েছেন ৮০ থেকে ১২০ মণ। সব মিলে ১০ বিঘায় প্রায় ৮০০ থেকে ৯০০ মণ পেঁয়াজ পাবেন বলে জানান।

খরচ বাদে চলতি মৌসুমে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা লাভ করতে পারবেন বলে জানান এই কৃষক। এ ছাড়া তিনি চলতি মৌসুমে তিন বিঘা জমিতে রসুন এবং এক বিঘা জমিতে পেঁয়াজের বীজ আবাদ করেছেন।

মনিরুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরাট এলাকার বাসিন্দা। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।

মনিরুল ইসলাম বলেন, চাকরিতে আয় সীমিত ও সীমাবদ্ধ। অন্যদিকে আধুনিক ও বাণিজ্যিক চাষাবাদ লাভজনক। সে জন্য পড়াশোনা করে চাকরির জন্য বসে না থেকে ইউটিউব দেখে চাষাবাদ শুরু করেছেন। রোপণ, পরিচর্যা, জমির ইজারাসহ প্রতিবিঘা চাষাবাদে তার খরচ হয়েছে ৫৫ থেকে ৬০ হাজার টাকা। আর প্রতিবিঘায় ৮০ থেকে ১২০ মণ পেঁয়াজ পেয়েছেন।

পড়শোনার পাশাপাশি কৃষিকাজের বিষয়ে কথা বলতে গিয়ে মনিরুল বলেন, পড়াশোনা করে আধুনিক কৃষক ও কৃষিবিদ হতে চান। সে জন্য ইউটিউব দেখে এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে পেঁয়াজ চাষে উদ্ধুদ্ধ হন। ২০১৫ সালে মাত্র ১৬ শতাংশ জমিতে পেঁয়াজ আবাদ করে লাভের মুখ দেখেছিলেন। এরপর থেকে তিনি চাষাবাদ বাড়াতে থাকেন। গত বছর ৫ বিঘা এবং চলতি মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে হাইব্রিড জাতের পেঁয়াজের চাষ করেছেন।

তিনি আরও জানান, চাষের পাশাপাশি বাড়িতে গরু, ছাগলের খামার তৈরির চেষ্টা করছেন। বর্তমানে তার বাড়িতে ৪টি গরু ও ১৭টি বিভিন্ন জাতের ছাগল রয়েছে। স্থানীয় কৃষক নুর ইসলাম জানান, তাদের এলাকায় প্রথমবারের মতো হাইব্রিড পেঁয়াজের আবাদ হয়েছে। এতে ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে দামও ভালো। সে জন্য তিনি আগামী বছর প্রায় চার বিঘা জমিতে হাইব্রিড পেঁয়াজ চাষ করবেন।

শহিদুল ইসলাম নামে আরেক কৃষক জানান, মনিরুলের চাষাবাদে মুগ্ধ অন্য চাষিরা। এখন অনেকেই তার কাছে পরামর্শ নিতে আসেন। অনেকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন মনিরুল।

মনিরুলের মা মনিকা খাতুন জানান, চাষে ভালো ফলন হচ্ছে। অনেকেই তাদের বাড়িতে কাজ করছেন। অনেক টাকাও পাওয়া যাচ্ছে। তাই চাকরির জন্য আর দুঃখ হয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীস কুমার দাস জানান, কৃষি অফিসের পরামর্শে উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ করে ছাত্রজীবনেই সফল মনিরুল ইসলাম। চলতি মৌসুমে মনিরুলের জমিতে ৮০ থেকে ১২০ মণ পেঁয়াজ হয়েছে। শিক্ষিতদের আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ।
ইউএনও মাহবুবুল হক জানান, কৃষিবান্ধব সরকার কৃষিকে আধুনিকীকরণ ও বাণিজ্যিক রূপ দিয়েছে। মনিরুলের মতো অন্য তরুণ ও যুবকদের উদ্বুদ্ধ করতে কৃষি প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

একনেকে ৮৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:৪১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম
একনেকে ৮৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত ১৭টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প, বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন প্রকল্প, বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদক নিরাময় কেন্দ্র নির্মাণ, নতুন ৪টি মেরিন একাডেমিতে প্রশিক্ষণ সুবিধা স্থাপন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রসারণে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন, বিভিন্ন জেলায় নতুন সার গোডাউন নির্মাণ, অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন প্রকল্প, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সেবা জোরদারকরণ, টিভিইটি শিক্ষক উন্নয়ন প্রকল্প, দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় ডিজিটাল ডাটাবেজ স্থাপন, পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন, সরকারি কেনাকাটা ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিসংখ্যান দক্ষতা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

সালমান/

ব্যবসা কার্যক্রম পরিদর্শনের নির্দেশ বিএসইসির

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:০৫ পিএম
ব্যবসা কার্যক্রম পরিদর্শনের নির্দেশ বিএসইসির
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে নিরীক্ষক প্রতিষ্ঠান ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০২৩-২৪ অর্থবছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় কোম্পানিটি ভবিষ্যতে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ব্যবসা চালিয়ে যাওয়ার মতো সক্ষমতার অভাব হবে বলে উল্লেখ করা হয়েছে। 

সম্প্রতি বেশ কিছু নির্দেশনা সাপেক্ষে বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩০ জুন ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সংশ্লিষ্ট নিরীক্ষিত বেশ কিছু বিষয়ে আপত্তি বা মতামত জানিয়েছে। ওই মতামতের ভিত্তি কোম্পানির সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করা প্রয়োজন বলে মনে করে কমিশন।

এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর রুল ১৭ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫-এর রেগুলেশন ৫৪(১)-এর অধীনে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রমের বিষয়গুলোর ৩০ কার্যদিবসের মধ্যে একটি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে পরিদর্শন প্রতিবেদন কমিশনে দাখিল করার নির্দেশ দেওয়া হলো।

৩০ জুন ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানির  লোকসান ১০৪ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১০ টাকা এবং ঋণের পরিমাণ ২৬ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৭৫১ টাকা। কিন্তু কোনো ঋণ পরিশোধ করতে পারেনি কোম্পানিটি। ফলে স্ট্যাটুটরি অডিটর (বিধিবদ্ধ নিরীক্ষক) কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই সঙ্গে ব্যবসা অব্যাহত রাখার ক্ষমতা নিয়েও সন্দেহ পোষণ করেছে। এই পরিস্থিতিতে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরীক্ষা করা এবং চলমান পরিস্থিতিতে উদ্বেগসংক্রান্ত কোনো হুমকি আছে কি না, তা পরীক্ষা করবে পরিদর্শন কমিটি।

৩০ জুন ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষকের মতামতের ভিত্তিতে ব্যাংক-ব্যালেন্স নিশ্চিতকরণসহ প্রাইম ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখার কোম্পানির বর্তমান আমানত এবং অন্যান্য আমানত পরীক্ষা করবে পরিদর্শন কমিটি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শ্যামলী শাখায় কোম্পানির বর্তমান আমানত এবং অন্যান্য আমানত পরীক্ষা করা হবে। এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পরিদর্শন করে দেখবে পরিদর্শন কমিটি।

বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাই কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করে উল্লিখিত অসংগতিগুলো খতিয়ে দেখাতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন কার্যক্রমে কোনো অসংগতি পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ প্রদান করেনি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। এদিকে সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ৩৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান ছিল শূন্য দশমিক ৩৭ টাকা। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ দশমিক শূন্য ৬ টাকা।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির মোট পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ৮৪৪ টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৭ দশমিক ৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬ দশমিক ২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে। রবিবার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯ টাকা ৪০ পয়সা। 

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরির একটি কোম্পানি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ৮৪৪ টাকা। মোট শেয়ারসংখ্যা ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি।

পুঁজিবাজারে দুই ঘণ্টায় ২০৯ কোটি লেনদেন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:৪৪ পিএম
পুঁজিবাজারে দুই ঘণ্টায় ২০৯ কোটি লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন চলছে। সে সঙ্গে বেড়েছে দুই পুঁজিবাজারের সব সূচক। 

লেনদেনের দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৮ কোটি টাকা। এবং সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি টাকা। 

মঙ্গলবার (২৪ জুন) লেনদেনে শুরুর দুই ঘণ্টায় পুঁজিবাজারে এমন চিত্র দেখা গেছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ২৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। কমেছে ৩০টির ও দর অপরিবর্তিত আছে ৬৫টির।

একইসময়ে সিএসইতে মোট ১২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮২টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দর।

বেলা ১২টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৩ পয়েন্টে অবস্থান করছে। তালিকাভুক্ত শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইর শরিয়াহ সূচক ১১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫ পয়েন্টে। এ ছাড়া বাছাই করা সবচেয়ে ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৮ পয়েন্টে লেনদেন চলছে।  

এদিন বেলা ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া ১০টি কোম্পানি হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, অগ্নি সিস্টেমস পিএলসি, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, বিচ হ্যাচারি, খান ব্রাদাস্‌ পি পি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি।

অপরদিকে লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৬৯ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮১ পয়েন্টে। 

সাখাওয়াত সুমন/অমিয়/

সূচক বাড়ল পুঁজিবাজারে

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ পিএম
সূচক বাড়ল পুঁজিবাজারে
ঢাকা স্টক এক্সচেঞ্জ।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পুঁজিবাজারে বড় দরপতনের এক দিন পরই ঘুরে দাঁড়িয়েছে। দিনে শেষ বেড়েছে সূচক। 

সোমবার (২৩ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে বেড়েছে সব কটি মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় বেশির ভাগ প্রতিষ্ঠান থাকলেও মূল্যসূচক বেড়েছে।

সোমবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। লেনদেনের শেষ দিকে দাম বাড়ার তালিকা আরও বড় হয়। ফলে বড় পতনের পরদিনই পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১০৪টির। আর ৭৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সব কটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে ২৭৬ কোটি ৫৩ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৭১ কোটি ৭০ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৪ কোটি ৮৩ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে লাভেলো আইসক্রিম। কোম্পানিটির ২০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ১ লাখ টাকার। ৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯২ প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৪টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩১ কোটি ৩৫ লাখ টাকা।

রিজেন্ট টেক্সটাইলের শেয়ারদর কমেছে ৬.৪৫ শতাংশ

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:২৯ পিএম
রিজেন্ট টেক্সটাইলের শেয়ারদর কমেছে ৬.৪৫ শতাংশ
রিজেন্ট টেক্সটাইল। ছবি: সংগৃহীত

সোমবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ারপ্রতি দর আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। 

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ। আর ৫ দশমিক ৫০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর।

ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে প্যাসিফিক ডেনিমসের, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, ফ্যামিলিটেক্স লিমিটেড এবং অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড।