সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ । খবরের কাগজ
ঢাকা ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, শুক্রবার, ১৭ মে ২০২৪

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ছবি : সংগৃহীত

গুজব ছড়িয়ে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘এ ধরনের কোনো গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গুজব প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যও মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই চলতে দেওয়া যাবে না।’ এ সময় তিনি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অনলাইনে অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইট মারলে পাটকেলের জন্য প্রস্তুত থাকবেন: নানক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১২:৫৮ এএম
ইট মারলে পাটকেলের জন্য প্রস্তুত থাকবেন: নানক
ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘ওরা (বিএনপি) বেহায়া, ওদের লজ্জা নেই।’ মির্জা ফখরুলকে হুঁশিয়ারি দিয়ে নানক বলেন, ‘যা বলবেন, বুঝেশুনে বলবেন। ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আওয়ামী লীগ কোনোদিনও কারও দয়া-দাক্ষিণ্য নিয়ে ক্ষমতায় আসেনি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

‘এই সরকার পুরোপুরি নতজানু’ মির্জা ফখরুলের এই বক্তব্যের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জেনারেল আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করে জনতার জয়ের মধ্য দিয়ে ৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ। জেনারেল জিয়ার বিরুদ্ধে, এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন লড়াই করেছে আওয়ামী লীগ।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে নানক বলেন, ‘শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দেশে ফিরে আসার বিষয়ে ব্যাকুল ছিলেন। শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু শেখ হাসিনার প্রত্যাবর্তন ছিল না, তার প্রত্যাবর্তন ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারার প্রত্যাবর্তন।’

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহসভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। 

রাজু/এমএ/

শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ বিশেষজ্ঞ কমিটির

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১২:৩১ এএম
শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ বিশেষজ্ঞ কমিটির
ছবি : সংগৃহীত

সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে আলোচিত ‘শরীফার গল্প’টি বাদ দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত পর্যালোচনা কমিটি।

বৃহস্পতিবার (১৬ মে) কমিটির আহ্বায়ক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশীদ বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, আমাদের প্রতিবেদন আট-দশ দিন আগে মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এখন মন্ত্রণালয় নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবে।

গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষে সাদৃশ্য বৈসাদৃশ্য অধ্যায়ে শরীফার গল্পে বেশ কয়েকটি ভুল চিহ্নিত করে এটা বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

গত ১৯ জানুয়ারি এক সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস ‘শরীফার’ গল্পে ট্রান্সজেন্ডার নিয়ে বর্ণনা করা হয়েছে, এমন দাবি তুলে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে ‘শরীফার গল্প’ নিয়ে করণীয় ঠিক করতে শিক্ষা মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে।

কবির/এমএ/

শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশ: ১৬ মে ২০২৪, ১১:১৩ পিএম
শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
ছবি : বাসস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ।

বৃহস্পতিবার (১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছাবার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে চান তিনি। 

এন্থনি এলবানিজ চিঠিতে আরও উল্লেখ করেন, ভারত মহাসাগরের দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের একই ধরনের স্বার্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

সৌদি আরব পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৯:৫৮ পিএম
সৌদি আরব পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী
ছবি : সংগৃহীত

সৌদি আরব পৌঁছেছেন মোট ২১ হাজার ৬৩ বাংলাদেশি হজযাত্রী। বাংলাদেশ সময় গতকাল বুধবার (১৫ মে) রাত ২টা ৩০ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তার মধ্যে রয়েছেন সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১৭ হাজার ৩১৬ জন।
 
সরকারি-বেসরকারি মিলিয়ে মোট নিবন্ধিত ৮৫ হাজার ২৫৭ হজযাত্রীর বিপরীতে বৃহস্পতিবার (১৬ মে) পর্যন্ত ভিসা পেয়েছেন ৭৮ হাজার ৩৪১ জন। অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ৬ হাজারেরও বেশি হজযাত্রী ভিসা পাননি। 

এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬২ এবং বেসরকারি কোটা ৮০ হাজার ৬৯৫ নিবন্ধন করেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯।

১২ এজেন্সিকে সতর্ক করল মন্ত্রণালয় 

বৃহস্পতিবারের (১৬ মে) মধ্যে ৯টি হজ এজেন্সিকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম। 

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে না পারার জন্য ১২টি এজেন্সিকে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি সচিবালয়ে ডেকে সতর্ক করা হয়েছে। এই ১২টির মধ্যে ৯টি হজ এজেন্সিকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী গ্রিন ভবন করা সময়ের দাবি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৯:৪৬ পিএম
পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী গ্রিন ভবন করা সময়ের দাবি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছে, পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী গ্রিন ভবন করা সময়ের দাবি। সর্বক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের সঙ্গে সঙ্গে ভবনকেও জ্বালানি সাশ্রয়ী করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। প্রকৃতির সঙ্গে প্রকৃতির মাঝেই আমাদের বাঁচতে হবে। 

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (১৬ মে) আইএবি (ইনস্টিটিউট অব আর্কিটেক্ট, বাংলাদেশ) ভবনে “Open Architectural Design Competition for The Design of The NESCO Main Control Center (MCC), Rajshahi” প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, ৬০ দশকেই আমাদের আর্কিটেক্টরা জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে ভবন নির্মাণ করেছেন। আমাদের ভবনগুলো দেশের কথা মনে রেখে, আমাদের সংস্কৃতির সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে এবং হবে। গ্রিন ভবন নির্মাণ কার্যক্রম যত বাড়বে স্বাস্থ্যকর পরিবেশ তত দ্রুত সৃষ্টি হবে, যা পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে একটি ইতিবাচক ধারণা তৈরি করবে।

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (NESCO)পিএলসি বাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর সকল উপকেন্দ্র মনিটরিং ও কন্ট্রোল করার উদ্দেশে মেইন কন্ট্রোল সেন্টার (MCC) নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত ভবনটি দৃষ্টিনন্দন ও আইকনিক করার জন্য আইএবি (ইনস্টিটিউট অব আর্কিটেক্ট, বাংলাদেশ)’র সহযোগিতায় একটি Open Architectural Design Competition আয়োজন করে। যাতে মহাম্মদ নাইমুল আহসান খানের নেতৃত্বে ১২ সদদ্যের দল  IABNESCOEC25084 প্রথম  হয়েছে।

আইএবির প্রেসিডেন্ট প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদের  সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. মাসুম আহমেদ চৌধুরী ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বক্তব্য রাখেন।