ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

১৯ দিন পর ফের ৪০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ল চুয়াডাঙ্গা

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৬:২০ পিএম
আপডেট: ২৪ মে ২০২৪, ০৬:৩৭ পিএম
১৯ দিন পর ফের ৪০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ল চুয়াডাঙ্গা
ছবি : খবরের কাগজ

চুয়াডাঙ্গায় আবারও ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ মে) বেলা ৩টার চুয়াডাঙ্গায় ৪০ দশমিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ৪২ শতাংশ। যা আজ চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে, গত ৫ মে চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। টানা ১৯ দিন পর আবারও ৪০ ডিগ্রি তাপে পুড়ল চুয়াডাঙ্গা।

তবে আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়ে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান খবরের কাগজকে বলেন, তাপমাত্রা আগামীকাল থেকে কমতে শুরু করতে পারে। পরদিন অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা আছে।

আফজালুল হক/এমএ/

খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত
উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে বাসের সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হয়েছেন।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে ডিউটিতে যাওয়ার পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি বলাকা বাস ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান এসআই কামরুল।

এ ঘটনায় ওই বাস জব্দসহ চালককে আটক করে শাজাহানপুর থানার পুলিশ।

নিহত এই পুলিশ সদস্যের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার নাগরায়।
 
শাজাহানপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল খবরের কাগজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বলাকা বাসের চালক মো. জামাল আহমেদ টিপুকে আটক করা হয়েছে৷ বাসটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম মর্মান্তিক এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, এসআই কামরুল ইসলাম ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে নামার সময় একটি বলাকা পরিবহনের বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। 

সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

শেখ জাহাঙ্গীর/অমিয়/

জবির অধ্যাপক আনোয়ারা বেগমের জামিন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:৪০ পিএম
জবির অধ্যাপক আনোয়ারা বেগমের জামিন
জবির অধ্যাপক আনোয়ারা বেগম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যাচেষ্টার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম আনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করা হয়েছে। 

সোমবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আনোয়ারা বেগমের আইনজীবী ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জামিনের আবেদনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত এই অধ্যাপক একজন নারী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেছেন। তার বয়স ৭০ ও অসুস্থ। ফৌজদারি আইনের বিধানমতে তিনি জামিন পাইতে পারেন। 

শুনানিতে রাষ্ট্রপক্ষ ওই আবেদনের বিরোধিতা করলেও বিচারক ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। 

আদালত সূত্র জানায়, অনির্ধারিত তারিখে পুট আপ (বিশেষ বিবেচনায়) দিয়ে জামিন আবেদন করা হয়েছে। 

রাজধানীর সূত্রাপুর থানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার (২৯ মে) তাকে কারাগারে পাঠানো হয়েছিল। এর আগের দিন তাকে গ্রেপ্তার করা হয়। 

মামলার বিবরণে জানা যায়, গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের ১৯ জুলাই রায়সাহেব বাজারের কাছে স্টার হোটেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারী ও ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে গুলি চালানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্রত্যক্ষ প্ররোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটানো হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি লাগে। 

চিকিৎসা শেষে সুজন মোল্লা বাদী হয়ে চলতি বছরের গত ১৬ ফেব্রুয়ারি সূত্রাপুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে এ মামলা করেন।

প্রসঙ্গত, আনোয়ারা বেগম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।

তাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে রবিবার (১ জুন) বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।


এম এ জলিল উজ্জ্বল/মাহফুজ

বিচার বিভাগ সংস্কার গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রধান বিচারপতির

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:০৪ পিএম
গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রধান বিচারপতির
ছবি: খবরের কাগজ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কারের জন্য কাজ করছি। গণমাধ্যমও সংস্কারে সহযোগিতা রাখছে। আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে।

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোটার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক প্রকাশনা ‘প্রজন্ম ২৪’-এর মোড়ক উন্মোচনের সময় এই আশা প্রকাশ করেন তিনি। সোমবার (২ জুন) প্রধান বিচারপতির কার্যালয়ে এই মোড়ক উন্মোচন করা হয়।

এসময় সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাদের মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞা উপস্থিত ছিলেন।

এ সময় ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদসহ সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

মাহমুদুল আলম/মাহফুজ

অধ্যাদেশ বাতিলের দাবিতে ৩ উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন কর্মচারীরা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:২৯ পিএম
অধ্যাদেশ বাতিলের দাবিতে ৩ উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন কর্মচারীরা
ছবি: সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে কলমবিরতি কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত ঐক্য পরিষদ। বিক্ষোভ কর্মসূচি শেষে তারা খাদ্য উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন।

রবিবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের ৩ নম্বর এবং ৬ নম্বর ভবনের মাঝে বাদামতলায় বিক্ষোভ কর্মসূচি পালনের পর মিছিল করে ওই দিনের কর্মসূচি শেষ করেন।

মিছিল নিয়ে তারা খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে স্মারকলিপি দেন। এরপর তারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি দেন। কিন্তু পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিবালয়ের দপ্তরে উপস্থিত না থাকায় তাদের দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন কর্মচারীরা।

এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা শনিবার (৩১ মে) জাপান সফর শেষে দেশে ফিরে এলে তার সঙ্গে কথা বলে ভূমিসচিব আমাদের একটা ফলাফল দেবেন। রবিবারের (গতকাল) মধ্যে অধ্যাদেশ বাতিলের দাবি প্রসঙ্গে একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা। এ জন্য আজ কর্মসূচি কিছুটা শিথিল করে স্মারকলিপি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ আছি। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সঙ্গে বৈঠক হবে।’ বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান কর্মচারী নেতারা।

এর আগে গত বৃহস্পতিবার, রবি ও সোমবার পাঁচ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন কর্মচারীরা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে অধ্যাদেশ বাতিলের দাবিসংবলিত কর্মচারীদের স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে; এমন বিধান রেখে ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।

উপদেষ্টা পরিষদের ২২ মের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর ২৪ মে থেকে আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সব সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছে। তারা এই অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসেবে অভিহিত করছেন।

উপদেষ্টা পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০২:৩৬ পিএম
উপদেষ্টা পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
প্রধান উপদেষ্টা ড. ইউনূস তেজগাঁওয়ে তার কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটবিষয়ক উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) সকালে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

এটি হবে দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে পূর্ব-ধারণকৃত বাজেট বক্তৃতা পেশ করবেন তিনি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভির অফিসিয়াল ফিড ব্যবহার করে একইসঙ্গে ভাষণটি সম্প্রচার করার অনুরোধ করা হয়েছে।

এই বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন ক্রমবর্ধমান চাপের মধ্যেও অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে পরিচালিত করছে এবং ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হচ্ছে। 

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে মুদ্রাস্ফীতি আরও নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ ও এফডিআই সুবিন্যস্তকরণ, সম্পূর্ণ আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং বৈশ্বিক ও দেশীয় অনিশ্চয়তার মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার মতো কঠিন কাজও রয়েছে।

অমিয়/