জবির অধ্যাপক আনোয়ারা বেগম। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যাচেষ্টার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম আনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করা হয়েছে।
সোমবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আনোয়ারা বেগমের আইনজীবী ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জামিনের আবেদনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত এই অধ্যাপক একজন নারী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেছেন। তার বয়স ৭০ ও অসুস্থ। ফৌজদারি আইনের বিধানমতে তিনি জামিন পাইতে পারেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ ওই আবেদনের বিরোধিতা করলেও বিচারক ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, অনির্ধারিত তারিখে পুট আপ (বিশেষ বিবেচনায়) দিয়ে জামিন আবেদন করা হয়েছে।
রাজধানীর সূত্রাপুর থানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার (২৯ মে) তাকে কারাগারে পাঠানো হয়েছিল। এর আগের দিন তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের ১৯ জুলাই রায়সাহেব বাজারের কাছে স্টার হোটেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারী ও ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে গুলি চালানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্রত্যক্ষ প্ররোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটানো হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি লাগে।
চিকিৎসা শেষে সুজন মোল্লা বাদী হয়ে চলতি বছরের গত ১৬ ফেব্রুয়ারি সূত্রাপুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে এ মামলা করেন।
প্রসঙ্গত, আনোয়ারা বেগম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।
তাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে রবিবার (১ জুন) বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
এম এ জলিল উজ্জ্বল/মাহফুজ