ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

এবার যুক্তরাষ্ট্রে বাতিল আর্জেন্টিনার ম্যাচ

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩ এএম
এবার যুক্তরাষ্ট্রে বাতিল আর্জেন্টিনার ম্যাচ
ছবি : সংগৃহীত

নাটকীয়তা থামছেই না আর্জেন্টিনার পরবর্তী প্রীতি ম্যাচের সূচি নিয়ে। ম্যাচটি হওয়ার কথা ছিল চীনে। কিন্তু ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি প্রাক্–মৌসুম প্রস্তুতি ম্যাচে হংকংয়ে গিয়েও মাঠে না নামায় শুরু হয় বিতর্ক। আর্জেন্টিনার চীন সফরে মেসি যদি না খেলেন এই অনিশ্চয়তায় সেখানে হতে যাওয়া পূর্বনির্ধারিত ম্যাচ দুটি বাতিল করে দেয় চীন। পরবর্তীতে সেই ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্র ঠিক করা হলেও, এবার বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আর্জেন্টিনা-নাইজেরিয়া  ম্যাচটিও।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছে, নাইজেরিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রে খেলবে না তারা। যদিও, সমস্যাটি আর্জেন্টিনা দলের নয়। মূলত নাইজেরিয়া দলের যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসাজনিত জটিলতা তৈরি হওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে এএফএ।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি বাতিল হলেও সূচি অনুযায়ী আগামী মার্চে মার্কিন মুলুকে প্রীতি ম্যাচ দুটোই খেলবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। নাইজেরিয়ার পরিবর্তে এখন কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই ব্যাপারে এএফএ জানিয়েছে, আগামী মাসের ২২ তারিখ এল সালভাদরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে আর্জেন্টিনা ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে। চার দিন পর ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেস কলোসিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবেন মেসিরা।

আগামী জুনে কোপা আমেরিকার আগে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে যুক্তরাষ্ট্রেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে ও ১৪ জুন মেরিল্যান্ডের ল্যান্ডোভারের ফেডএক্স ফিল্ডে গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

মারা গেছেন ভারতের সাবেক স্পিনার দোশী

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:০৩ পিএম
মারা গেছেন ভারতের সাবেক স্পিনার দোশী
ছবি : সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের সাবেক ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার (২৩ জুন) লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।

ভারতের হয়ে ১৯৭৯ সালে অভিষেক হওয়া এই সাবেক ক্রিকেটার খেলেছেন ১৯৮৩ সাক পর্যন্ত।  ভারতের জার্সিতে খেলেছেন ৩৩ টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ। বল হাতে টেস্টে ১১৪ ও ওয়ানডেতে শিকার করেছেন ২২ উইকেট।

রাজকোটে ১৯৪৭ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার ৩২ বছর বয়সে অভিষগেক ঘটান টেস্ট ক্রিকেটে। চেন্নাইতে অভিষেক টেস্ট খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৯ সালে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই শিকার করেন ৬ উইকেট। অভিষেক টেস্টে ভারতের হয়ে ৫ বা এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব আছে ৯ জনের। দোশি তাদেরই একজন।

বাংলা ও সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। দেশের বাইরে কাউন্টি খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৮৯৮টি উইকেট রয়েছে।

সাবেক এই স্পিনারের মৃত্যুতে শোক জানিয়েছেন অনীল কুম্বলে এক্সে লিখেছেন, ‘দীলিপ ভাইয়ের মৃত্যু সংবাদ হৃদয়বিদারক। ঈশ্বর তার পরবিবার ও পরিজনদের শক্তি দিক।’
গত মাসে লন্ডনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উপস্থিত ছিলেন দোশী।

ক্লাব বিশ্বকাপ মেসির জন্মদিন ম্লান করে দিল পালমেইরাস

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৩০ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ পিএম
মেসির জন্মদিন ম্লান করে দিল পালমেইরাস
ছবি : সংগৃহীত

৩৮তম জন্মদিনটা রাঙাতে পারলেন না লিওনেল মেসি। মাঠেই তাকে শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করে ইন্টার মায়ামি। কিন্তু সবকিছু ম্লান করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

জয়ের কাছে থেকেও পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপে দুই দলের মধ্যকার ম্যাচটি। ফ্লোরিডার ক্লাবটি ২-০ গোলের লিডে ছিল। কিন্তু মায়ামিকে হতাশ করে দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচটি ড্র হয়েছে ২-২ স্কোরে।

তবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে দুই দলেরই। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করে দ্বিতীয় রাউন্ডে পালমেইরাস আর সমান ম্যাচে সমান পয়েন্ট ও ১ গোলের ব্যবধানের কারণে দুইয়ে থেকে শেষ ষোলোতে গেছে ইন্টার মায়ামি। বিদায় নিয়েছে ইউরোপের ক্লাব পোর্তো তিন ম্যাচের দুটিতে সমতা ও একটি হেরে। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। দারুণ এক কাউন্টার অ্যাটাকে টাডিও অ্যালেনডে স্বাগতিক দলকে এনে দেন প্রথম লিড। গোলটিতে সহায়তা করেন লুইস সুয়ারেজ।

গোল শোধের চেষ্টা চালালেও দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে উল্টো আরও একটি গোল হজম করে বসে পালমেইরাস। গোলটি করেন সুয়ারেজ। এই গোলে বুড়ো বয়সেও নিজের স্কিল প্রদর্শন করেন তিনি।

তবে হাল না ছাড়া পালমেইরাস ৮০ মিনিটে ম্যাচে ফেরে। একটি গোল করে ব্যবধান কমান বদলি নামা পাউলিনিয়ো ফিলিয়ো। মিনিট সাতেক পরই বদলি নামা আরেক ফুটবলার মাউরিসিও গোল করে সমতা ফেরান ম্যাচে। গ্রুপের অপর ম্যাচে পোর্ত আল আহলির বিপক্ষে ৪-৪ গোলের সমতা করেছে। 

গ্রুপে দুইয়ে থাকায় ইন্টার মায়ামি শেষ ষোলোয় পিএসজির মুখোমুখি হবে। ম্যাচটি ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে। ওদিকে পালমেইরাস পেয়েছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোকে। ২৮ জুন বাংলাদেশ সময় রাত ১০টার নকআউট ম্যাচে ব্রাজিলের এক ক্লাব বিদায় নেবে। অন্য ক্লাবে শেষ আটে চলে যাবে।

জিততে ইংল্যান্ডের চাই ৩৫০ রান, ভারতের ১০ উইকেট

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১১:১১ এএম
জিততে ইংল্যান্ডের চাই ৩৫০ রান, ভারতের ১০ উইকেট
ছবি : সংগৃহীত

হেডিংলি টেস্টের দুই ইনিংসেই হেসেছে ঋষভ পন্তের ব্যাট। সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই ইনিংসেই। দুর্দান্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল। এসেছে তার ব্যাটেও শতক। ঋষভের ব্যাটে ১১৮ আর রাহুল করেছেন ১৩৭ রান। 

কিন্তু এই দুই বাটারের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। ৩৩৩ রানে ৫ উইকেট থেকে ভারত অলআউট ৩৬৪ রানে। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রান। দিন শেষে বিনা উইকেট ২১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

এত বড় লক্ষ্য তাড়া করা মোটেও সহজ কাজ নয় টেস্ট ক্রিকেটে। তবে বছর তিনেক আগে এজবাস্টনে বাজবল যুগের সূচনায় ৩৫০ এর বেশি লক্ষ্য তাড়া করে জিতেছে ইংলিশরা ভারতেরই  বিপক্ষে। 

ভারতের সামনে সুযোগ ছিল আরও বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার। রাহুল ও পন্ত চতুর্থ উইকেটে গড়েছিলেন ১৯৫ রানের জুটি। দুইজন খেলেন দুই মেজাজে। রাহুলের শতকটি এশিয়ার বাইরে হিসেবে ষষ্ঠ। ক্যারিয়ারে এ কীর্তিতে তাঁর উপরে এখন কেবল সুনীল গাভাস্কার ১৫ শতক নিয়ে। পন্তের সেঞ্চুরিটি ইংল্যান্ডে নিজের চতুর্থ, উইকেটকিপার হিসেবে যা যৌথ সর্বোচ্চ।

দলীয় ৩৩৩ রানে ১৩৭ রানের ইনিংস খেলা রাহুল বিদায়ে ছন্দপতন হয় ভারতীয়দের ব্যাটিংয়ে। শেষের ৬ ব্যাটার মিলে করতে পারেন মাত্র ৩১ রান। মাত্র ৭১ বলের ব্যবধানে ৩৬৪ রানে অলআউট হয় সফরকারীরা।

ভারতের এই ধসটা নামান পেসার জশ টাং। চার বলে ৩ উইকেট নিয়ে সবকিছু ওলট-পালট করে দেন তিনি। পরপর দুই বলে ফেরান শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজকে। একবল পর বোল্ড করেন জাসপ্রীত বুমরাহকে। 

শেষ বিকালে ব্যাট করতে নামা স্বাগতিক ওপেনাররা অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাটিং করেছেন। মাত্র ৬ ওভার ব্যাটিং করলেও কোনো উইকেট হারায়নি তারা। ৬ ওভারে বিনা উইকেটে তাদের সংগ্রহ ২১ রান। জিততে দরকার আরও ৩৫০ রান।

এতবড় লক্ষ্য তাড়া করা অনেক কঠিন হলেও, এজবাস্টনের স্মৃতিতে উজ্জীবিত হয়ে ইংলিশদের লক্ষ্য এবারও তেমন কিছুই করা। অন্যদিকে, ভারতের লক্ষ্য প্রথম সেশনেই জয়ের সুবাস বের করে আনা।

সবমিলিয়ে হেডিংলি টেস্টের পঞ্চম ও শেষ দিন দারুণ রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে।

শুভ জন্মদিন লিওনেল মেসি শেষ নাচের অপেক্ষায় জাদুকর

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৪৫ এএম
শেষ নাচের অপেক্ষায় জাদুকর
ছবি : সংগৃহীত
২৪ জুন, ১৯৮৭। এক উষ্ণ দুপুরে রোসারিওর আকাশে ফুটেছিল এক ফুটবল-নক্ষত্রের জন্মরং। তিন যুগ পেরিয়ে আজ তিনি ৩৮। যিনি শুধু একজন ফুটবলার নন। তিনি ইতিহাস, তিনি সময়ের মহাকাব্য। তিনি কি কেবল বয়সে বন্দি এক ফুটবলার? না, তিনি এক আবেগের নাম, এক বিপ্লবী। এক চিরন্তন কবিতা, যিনি সময়কে থমকে দিয়েছেন বাঁ পায়ের জাদুতে। 
 
বাঁ পায়ের কেরামতি। সেটা অপার্থিব নাকি মায়াবী বিভ্রম। কেউ বলে ঐশী দক্ষতা, কেউবা অত্যাশ্চর্য ক্ষমতা। সবুজ গালিচায় সর্পিল গতিতে তার আঁকাবাঁকা চলা মুগ্ধতার রেণু ছড়ায়। সঙ্গে ওলটপালট হয় রেকর্ড বুক। কত গোল, কত ট্রফি, কত কীর্তি, রোসারিও থেকে বার্সেলোনা, টিস্যু পেপারে সাইন করা থেকে ভুবন মাতানো এক ফুটবলার- লিওনেল আন্দ্রেস মেসি।
 
শুরুটা ছিল তীব্র লড়াইয়ের। ছোটবেলায় গ্রোথ হরমোনের অভাবে খর্বকায় শিশু মেসিকে কেউ ভাবেনি বিশ্ব কাঁপাবে। কিন্তু বার্সেলোনায় সেই যাত্রা শুরু হয়েছিল চুপিচুপি, যেন কোনো গীতিকাব্যের প্রথম লাইন।
 
২০০৪ সালে ক্লাব ফুটবলে অভিষেক, এরপর কেটে গেছে প্রায় দুই দশক। অনেক শিরোপা, কত্ত ব্যালন ডি’অর। তার গোলের সংখ্যা কাঁড়ি কাঁড়ি, রেকর্ডের খাতা যেন ফুরোচ্ছে না কিছুতেই। তবুও একটা অপূর্ণতা ঘিরে ছিল তাকে, তাও একটানা প্রায় এক যুগ।
 
একটি বিশ্বকাপের জন্য কত হাপিত্যেশ ছিল মেসির, তা সবারই জানা। ম্যারাডোনার নেতৃত্বে ১৯৯০, মেসির কাঁধে চড়ে ২০১৪। দুই বিশ্বকাপের ফাইনালেই জার্মান মেশিনে বিকল হয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপের পর দুবার কোপা আমেরিকার খেতাব মিস। পেনাল্টি মিসে সূর্যাস্ত। অভিমান-দুঃখে অবসরও নিয়েছিলেন মেসি। কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘জাতীয় দলে আর না।’
 
তবে শেষ সেখানেই নয়। হেরে যাওয়ার মুহূর্ত থেকে যারা চ্যাম্পিয়নের সরণিতে ফিরে আসেন, তারাই প্রকৃত লিজেন্ড। মেসিও যেমন তাই। মেসির সূর্য তখন ডুবে যাচ্ছিল কোপা মিসে। কিন্তু তিনিই তো মেসি-পুনর্জন্ম যার আরেক নাম। ২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে পেলেন প্রথম আন্তর্জাতিক ট্রফি, কোপা আমেরিকা। সেই জয় ছিল শুধুই শিরোপা নয়, ছিল জীবনের দিকে নতুন করে প্রত্যাবর্তন।
 
তারপর কাতার ২০২২, মেসির মহাকাব্যিক অর্জন। ৩৫ বছর বয়সে খেললেন স্বপ্নের মতো। গোল করলেন, অ্যাসিস্ট দিলেন, নেতৃত্ব দিলেন, উদযাপন করলেন নিজের মতো করে। আর শেষ পর্যন্ত হাতে তুললেন সোনালি ট্রফিটা।
 
‘মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে’, এই বাক্যটা হয়ে রইল এক সমাপ্তি-রহিত আনন্দের নাম। এরপরও থামেননি। পিএসজি ছেড়ে পাড়ি জমালেন আমেরিকায়, ইন্টার মায়ামিতে। অনেকেই ভেবেছিল, এবার বুঝি বিদায়ের ঘণ্টা বাজবে। কিন্তু না, তিনি এখনো স্বতঃস্ফূর্ত, চঞ্চল, প্রাণবন্ত। আরও একটি কোপা আমেরিকা জিতেছেন এর মাঝে, যেন বলে দিচ্ছেন- ‘আমি এখনো শেষ হইনি।’
 
জীবন নামের বহতা নদীতে চিরস্থায়ী দুঃখ বলে কিছু নেই। কোন এক রাঙা ভোরে সব হতাশা, গ্লানি, অপ্রাপ্তি, কলঙ্ক উবে যায় প্রখর স্বর্ণালি সাফল্যে। ঐতো সূর্য, ঐটাই সাফল্য। জীবন বারবার ফিরে আসার স্ক্রিপ্ট তৈরি করার সুযোগ দেয়, সাহসের সঙ্গে যে গ্রহণ করতে পারে তিনিই   দিগবিজয়ী, তিনিই কিংবদন্তি; তিনিই লিওনেল আন্দ্রেস মেসি।
 
সেই কিংবদন্তি এখন তাকিয়ে আছেন ২০২৬ বিশ্বকাপের দিকে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের মাটিতে হবে সেই প্রতিযোগিতা। এটাই হবে তার শেষ নাচ। আর যদি সেই মঞ্চেও আসে জয়ের ধ্বনি, তবে তিনি হবেন চিরন্তন পূর্ণতা। দুটি বিশ্বকাপ, অগণিত গোল, অজস্র সাফল্যের স্মৃতি- একজন মানুষ, এক মহাকাব্য।
 
মেসি চিৎকার করেন না, বিতর্কে জড়ান না। তার পায়ের ভাষাই তার উত্তর, তার চোখের আলোই তার আবেগ। আজ তার জন্মদিনে শুধু ‘শুভ জন্মদিন’ বললে অত্যুক্তি হবে। বরং বলা ভালো, ‘ধন্য এ সময়, যে সময়ে আমরা দেখেই যাচ্ছি লিওনেল মেসির খেলা।’
 
আমি সুখী, কারণ সব বাদ দিয়ে আমি ফুটবল খেলতেই চেয়েছি। আমি যেহেতু খেলতে ভালোবাসি, এটা আমার কাছে ‘কাজ’ মনে হয় না। এখনো সেই একই রকম আনন্দ নিয়ে খেলি, যেভাবে সেই ছোট্টবেলায় খেলতাম  -লিওনেল মেসি
 
মেসি হলো একটি প্রতিভা। সে সবকিছু। আমি যখন তাকে দেখি, তখন আমার ম্যারাডোনার কথা মনে হয়    -ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্মানি কিংবদন্তি
 
মেসিকে নিয়ে কিছু লিখো না। তাকে বর্ণনা করার চেষ্টাও করো না। শুধু তার খেলা দেখো এবং উপভোগ করে যাও     -পেপ গার্দিওলা
 

টিভিতে আজকের খেলা (২৪ জুন)

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:১০ এএম
টিভিতে আজকের খেলা (২৪ জুন)
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি আজও (২৪ জুন) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেওয়া যাক আজ টিভিতে কোন কোন খেলা রয়েছে।

ক্রিকেট (সরাসরি)

ইংল্যান্ড-ভারত, প্রথম টেস্ট
পঞ্চম দিন, জিওহটস্টার

ফুটবল (সরাসরি)

ফিফা ক্লাব বিশ্বকাপ

বেনফিকা-বায়ার্ন, রাত ১টা
অকল্যান্ড-বোকা জুনিয়র্স, রাত ১টা
ডিএজেডএন