ম্যাচ শেষ হয়ে গেলেও এখনও আলোচনা থামছে না আর্জেন্টিনা ও মরক্কোর ম্যাচ নিয়ে। দর্শকদের উশৃঙ্খলতায় ম্যাচ থমকে গেলে প্রায় ঘন্টাদুয়েক পর আবারও ভিএআরের মাধ্যমে গোল বাতিল হলে সমতায় ফেরা আর্জেন্টিনা শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিদায় নেয়। এই ম্যাচকে নিয়ে ফিফার কাছে নালিশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও।
এই ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন আর্জেন্টিনা সিনিয়র দলের অধিনায়ক লিওনেল মেসিও। ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লিখেন ‘অস্বাভাবিক’ ব্যবহার করেন একটি বিস্ময়ের চিহ্নও। এতেই স্পষ্ট মেসি ঠিক কতোটা হতভম্ব হয়েছেন।
মেসির আরেক সতীর্থ রদ্রিগো ডি পল অলিম্পিকে অংশ নেওয়া আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যেকোনো সময়ের চেয়ে আরও বেশি তোমাদের পাশে আছি। তোমরা সবাইকে হারাতে পারো।’
প্রতিক্রিয়া জানিয়েছেন সেশেলসে ছুটি কাটাতে যাওয়া আরেক আর্জেন্টাইন তালিয়াফিকোও। তিনি এক্সে লিখেছেন, ‘সার্কাস ছাড়ুন। আমরা কি ম্যাচ স্থগিত করার কারণ সম্পর্কে কথা বলছি নাকি বোকাদের মতো কাজ করছি? যদি এর উল্টোটা হতো (প্রতিপক্ষ গোল করত কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়দের লক্ষ্য করে বোতল, অগ্নিশিখা ছুড়ে মারা হতো), তাহলে তারা কী বলত আমি কল্পনাও করতে পারছি না।’
উল্লেখ্য, অলিম্পিক ফুটবলের নিয়ম অনুযায়ী, দুই দলের কেউই যদি আর খেলতে না চায় তাহলে ম্যাচ সেখানেই শেষ হবে। আর্জেন্টিনার হয়ে মেদিনা শেষ মুহূর্তে গোল করায় ২-২ সমতায় নেমে আসা ম্যাচে দুই দলের কোনো খেলোয়াড়ই মাঠে নামতে চাননি ম্যাচের মাত্র ৩ মিনিট বাকি থাকলেও।
কিন্তু উচ্ছৃঙ্খল দর্শকদের স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে খেলোয়াড়দের আবার মাঠে ডেকে পাঠান রেফারি। আর খেলোয়াড়েরা মাঠে নামার সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএআর অফসাইডের কারণে বাতিল করে। শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।