
আইপিএলের এবারের মৌসুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ইতোমধ্যেই পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বিসিবির কাছ থেকে ঠিকঠাক ছুটির অনুমতি পেলে এবারের আসরে দেখা যেতে পারতো আরেক পেসার শরিফুল ইসলামকেও।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে নিতে চেয়েছিল এই বাঁ-হাতি পেসারকে। তারা শরিফুলকে পুরো মৌসুমের জন্য চাইলেও বিসিবি একমাসের বেশি ছুটি দিতে রাজি না হওয়ায় আইপিএল খেলা হয়নি তার। জিম্বাবুয়ে সিরিজের কথা ভেবে এক মাসের বেশি ছুটি বিবেচনা করা হয়নি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মিরপুর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ব্যাপারে সাংবাদিকদের শরিফুল বলেন, ‘লক্ষ্ণৌ থেকে এসএমএস দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি, তাহলে হতো। কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসি ওভাবে দেওয়া হয়েছিল।’
এবারের আসরে খেলার প্রস্তাব পেয়েও জাতীয় দলের সূচির কারণে খেলতে পারেননি তিনি। একবার প্রস্তাব পাওয়ায় ভবিষ্যতে আবারও আসতে পারে এমনটা আশা করছেন তিনি। ‘ইচ্ছে তো আছে, সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশা আল্লাহ একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে, ইচ্ছেও আছে, সুযোগ পেলে ভালো কিছু করব ইনশা আল্লাহ।’
এর আগে, ২০২২ সালের আইপিএলে তাসকিনকে দলে চেয়েছিল তারা ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় তাসকিনেরও খেলা হয়নি আইপিএলে।