ঢাকা ১২ শ্রাবণ ১৪৩১, শনিবার, ২৭ জুলাই ২০২৪

ফুটবল বিসিএলে চ্যাম্পিয়ন ফকিরেরপুল

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১১:৪৩ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ১১:৪৩ পিএম
বিসিএলে চ্যাম্পিয়ন ফকিরেরপুল
ছবি : সংগৃহীত

পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) শিরোপা নিশ্চিত করেছে ফকিরেরপুর ইয়ংমেন্স ক্লাব।

মঙ্গলবার (২৩ এপ্রিল) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে পিডব্লিউডি ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার শিরোপা নিশ্চিত করে ফকিরেরপুল। এতে করে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত হলো দলটির।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ডালিম বর্মণ গোল করে এগিয়ে নেন ফকিরেরপুলকে। ৪৭তম মিনিটে জয়ন্ত লাল পিডব্লিউডিকে সমতা এনে দেন। পরে ৭৯তম মিনিটে ইরফান হোসেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফকিরেরপুল।

ইরফান গোল করার এক মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ ১০ মিনিটের বেশি সময় একজন কম নিয়ে খেলতে হয় ফকিরেরপুলকে। তবু পয়েন্ট আদায় করতে পারেনি পিডব্লিউডি।

ফকিরেরপুল এই ম্যাচ শুরু করেছিল শীর্ষে থেকে। তৃতীয় স্থানে থেকে মাঠে নেমেছিল পিডব্লিউডি। জিতলে পিডব্লিউডিরও প্রিমিয়ারে খেলা নিশ্চিত হতো। তবে এখনও পিডব্লিউডির সুযোগ আছে। এজন্য দলটিকে তাকিয়ে থাকতে হচ্ছে আগামীকাল বুধবার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাফুফে এলিট অ্যাকাডেমির ম্যাচের দিকে।

টেবিলের শীর্ষে থেকে প্রতিযোগিতা শেষ করা ফকিরেরপুলের পয়েন্ট ১৪ ম্যাচে ২৭। সমান ম্যাচে ২৩ পয়েন্ট পিডব্লিউডির। এক ম্যাচ কম খেলা ওয়ান্ডারার্সের পয়েন্টও ২৩। এখন বাফুফে এলিট অ্যাকাডেমির বিপক্ষে পয়েন্ট পেলেই রানার্সআপ নিশ্চিত হয়ে যাবে ওয়ান্ডারার্সের। আর যদি দলটি হারে তাহলে সুযোগ তৈরি হতে পারে পিডব্লিউডির। তবে সেই সম্ভাবনাও আসলে খুব ক্ষীণ। ওয়ান্ডারার্সই এগিয়ে থাকবে রেসে।

ফকিরেরপুর ইয়ংমেন্স ক্লাব এর আগে ২০১৭ সালেও বিসিএল চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উত্তির্ণ হয়েছিল। কিন্তু অর্থ সংকটের কথা উল্লেখ করে দেশের শীর্ষ ফুটবলে অংশ নেওয়া থেকে বিরত থাকে দলটি।

প্রথম সোনা চীনের, প্রথম পদক কাজাখাস্তানের

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম
প্রথম সোনা চীনের, প্রথম পদক কাজাখাস্তানের
ছবি : সংগৃহীত

গতকাল প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিক। আজকের দিনে হবে মোট ১৪ সোনার লড়াই। এবারের আসরে প্রথম স্বর্ণপদক জিতল চীন। আর প্রথম পদক জিতেছে কাজাখাস্তান।

শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণ জিতেছে চীন। কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬-১২ ব্যবধানে হারায় চীনের হুয়াং ইউতিং এবং শেং লিহাও জুটি।

প্রথম স্বর্ণপদক চীনের হলেও এবারের আসরের প্রথম পদক জিতেছে কাজাখাস্তান। এই ইভেন্টেই ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখাস্তান।

জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি।

দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলায় ক্ষমা চাইলো আইওসি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০২:১৫ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৪, ০২:১৫ পিএম
দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলায় ক্ষমা চাইলো আইওসি
ছবি : সংগৃহীত

সিন নদীতে জাহাজে করে চলছিল প্যারেড। একের পর এক অংশগ্রহণকারী দেশের অ্যাথলেটরা জাতীয় পতাকা হাতে পার হচ্ছিলেন সেই নদী। অন্যান্য দেশগুলোর মতো দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটরাও পার হয়েছিলেন সেই পানি পথ। বাকিসব দেশের মতো ধারাভাষ্যকাররা পরিচয় করিয়ে দেন দক্ষিণ কোরিয়াকেও। তবে করে বসেন বিরাট এক ভুল। দক্ষিণ কোরিয়ার বদলে বলে ফেলেন উত্তর কোরিয়া।

ফরাসি ভাষায় প্রথমে দক্ষিণ কোরিয়াকে বলা হয়, ‘রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।’ সেখানে ঠিকঠাক বললেও ইংরেজিতে বলার সময় বলেন, ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’ এটি মূলত দক্ষিণ নয় উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম।

দক্ষিণ কোরিয়ার অফিশিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া।

এমন এই বিরাট ভুলের পর জন্ম নেয় অনেক আলোচনা ও সমালোচনা। ব্যাথিত হয়ে দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী এক বিবৃতিতে এ ব্যাপারে ‘দুঃখ’ প্রকাশ করে বলেন, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণার সময় দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া দল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।’

প্যারেডের সময় ধারাভাষ্যকারদের এমন অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছে খোদ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। আইওসির অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ক্ষমা প্রার্থনা করে কোরিয়ান ভাষাতেই পোস্ট করেছে।

যেখানে তারা বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

সিন নদীতে কেন গোলাপ ছুড়লেন আলজেরিয়ানরা?

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০১:১৮ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৪, ০১:১৮ পিএম
সিন নদীতে কেন গোলাপ ছুড়লেন আলজেরিয়ানরা?
ছবি : সংগৃহীত

পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। মূল ভেন্যুর বাইরে নদীতে আয়োজিত হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠান। সেই আয়োজনে জাহাজে করে নদীতে প্যারেডে অংশ নেওয়ার সময় ব্যতিক্রমী এক ঘটনা ঘটিয়েছেন আলজেরিনা অ্যাথলেটরা। সেসময় তারা সিন নদীতে গোলাপ ফুল ছুড়ে মারেন। এই ফুল ছোড়ার ঘটনার মধ্য দিয়ে ১৯৬১ সালে প্যারিসে ঘটা গণহত্যায় নিহতদের স্মরণ করেন আলজেরিয়ানরা।

মূলত আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, আলবেনিয়া ও জার্মানি থেকে আসা অ্যাথলেটরা ভাগাভাগি করেন আফ্রিকান অ্যাথলেটদের বোট। আলজেরিয়ান অ্যাথলেটরা সেই বোট থেকেই গোলাপ ছুড়ে মারেন সিন নদীতে।

এই ফুল ছুড়ে তারা সম্মান প্রদর্শণ করেন ১৯৬১ সালের ১৭ অক্টোবরে এই সিন নদীতে ডুবিয়ে হত্যা করা আলজেরিয়ার মানুষকে। যাদেরকে হত্যা করার অভিযোগটা ঔপনিবেশিক ফ্রান্সের বিরুদ্ধে।

এ নিয়ে আলজেরিয়ান অলিম্পিক কমিটি এক বার্তায় জানিয়েছে, ‘আমাদের অধিকার আদায়ের লক্ষে শহীদ হওয়ার হওয়া ব্যক্তিদের স্মরণে অলিম্পিকের উদ্বোধনীতে সিন নদীতে আলজেরিয়ার প্রতিনিধি ফুল নিক্ষেপ করেছে। বিশেষ করে সেই ব্রিজ থেকে আমরা তাদের স্মরণ করেছি যেখানে তারা শহীদ হয়েছিল, সৃষ্টিকর্তা তাদের ক্ষমা করুন।’

গ্লোবাল টি-টোয়েন্টি বোলিংয়ে দুর্দান্ত শরিফুল, আবারও ব্যর্থ সাকিব

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:২৫ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১২:২৫ পিএম
বোলিংয়ে দুর্দান্ত শরিফুল, আবারও ব্যর্থ সাকিব
ছবি : সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজ লিগে আগে খেললেও গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে নেমেছিলেন প্রথমবারের মতো। যেখানে কিনা আবার অধিনায়ক হিসেবে পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। শুরুর ওভারে তাকেই বোলিংয়ে আনেন সাকিব। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি।

৪ ওভার বোলিং করে মাত্র ১৬ রান খরচ করে শিকার করেছেন ১ উইকেট। তার এমন দারুণ পারফরম্যান্সের দিনেও অবশ্য নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান।  ব্যাটে-বলে দুই দিকেই হয়েছেন ব্যর্থ। ৪ ওভারে ৩০ রান দেওয়ার পর ব্যাট হাতে করতে পেরেছেন মাত্র ৩ রান। লিগ বদলালেও বদলায়নি আপনার ফর্ম। এমন দিনে তার দল বাংলা টাইগার্স ৩৩ রানে হেরেছে মন্ট্রিয়েল টাইগার্সের কাছে।

টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। চল্লিশোর্ধ্ব রান করেন চারজন বোলার। অ্যাস্টন আগার ৪১, টিম সেইফার্ট ৪৪, দিলপ্রীত বাজওয়া ৪১ এবং বেন মানেনতি করেন ৪০ রান। এই চার ব্যাটারের নৈপুণ্যে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় মন্ট্রিয়েল। বাংলা টাইগার্সের হয়ে ডেভিড ভিইসে নেন ৩ উইকেট, ১টি করে নেন শরিফুল, ডিলন হেলিঙ্গার ও নাভ পাভরেজা। সাকিব ছিলেন উইকেটশূণ্য।

জবাব দিতে নেমে ১৩ রান করে হজরতউল্লাহ জাজাই দলীয় ২৬ রানে আউট হলে মাঠে আসেন সাকিব। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ খেলতে থাকেন চার-ছক্কার ইনিংস। সঙ্গ দিতে নেমে মাত্র ৩ রান করে আউট হন অধিনায়ক সাকিব। ৫০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর একমাত্র গুরবাজের ৩৯ বলে ৬৪ রানের ইনিংসটাই ছিল বলার মতো বাংলা টাইগার্সের। এই ইনিংস খেলতে গিয়ে তিনি ৬টি চার ও ৫টি ছক্কা হাঁকান। তার বিদায়ের পর শেষ হয়ে যায় জয়ের স্বপ্ন। ব্যর্থ হন ইফতিখার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিমরা দলকে জেতাতে। মন্ট্রিয়েলের বোলারদের তোপে পরাজিত হতে হয়েছে ৩৩ রানে। বাংলা টাইগার্স থামে ১৫৬ রানে। ২ উইকেট থাকলেও ওভার শেষ হয়ে যায়।

আয়ান আফজান খান নেন ৪টি উইকেট, দুটি নেন অ্যাস্টন আগার। ১টি করে নেন রায়মন রেইফার ও জহুর খান।

মন্ট্রিয়লের স্কোয়াডে থাকা বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন ভিসা জটিলতায় কানাডায় যেতে দেরি হওয়ায় কালকের ম্যাচটি খেলতে পারেননি।

ইরাকের বিপক্ষে ম্যাচের আগে যা বললেন আর্জেন্টিনার কোচ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১১:২০ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১১:২০ এএম
ইরাকের বিপক্ষে ম্যাচের আগে যা বললেন আর্জেন্টিনার কোচ
ছবি : সংগৃহীত

মরক্কোর বিপক্ষে প্রায় দুই ঘন্টা পর গোল বাতিলের নাটকীয়তায় আর্জেন্টিনা হারে ২-১ ব্যবধানে। সেই অবিশ্বাস্য হারের স্মৃতি ভুলে আজ ইরাকের বিপক্ষে মাঠে নামবে হাভিয়ের মাশ্চেরানোর দল। সেই ম্যাচকে সামনে রেখেও তিনি কথা বলেছেন আগের ম্যাচে ঘটে যাওয়া সেই নাটকীয় কাণ্ড নিয়ে।

আর্জেন্টাইন কোচ বলেছেন, সেদিন যা হয়েছে, সেটা বিপজ্জনক এক দৃষ্টান্ত রেখে গেছে। ভবিষ্যতেও এমন কিছু আবার দেখা যায় কি না, সেই শঙ্কার কথাও বলেছেন তিনি।

প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। আগের ম্যাচে অবিশ্বাস্য হারের পর দলের অবস্থান সম্পর্কেও জানতে চাওয়া হয় তার কাছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই কয়েক ঘণ্টা ভালোই কেটেছে। নিশ্চিতভাবেই আগের ম্যাচটি শেষ হওয়ার পর আমাদের খারাপ লেগেছে। যে পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে, সেটা স্বাভাবিক ছিল না। তবে আমাদের মনোযোগ এখন পরের ম্যাচে। আমরা চেষ্টা করব ভালো খেলার ও ৩ পয়েন্ট আদায় করে নেওয়ার। এটি করতে পারলে আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করতে পারব।’

উল্লেখ্য, মরক্কোর বিপক্ষে অতিরিক্ত সময়েন আর্জেন্টিনা দ্বিতীয় গোল করে ম্যাচ সমতায় নিয়ে আসার পর মরক্কোর দর্শকরা মাঠে বোতল ছুঁড়তে থাকেন এবং মাঠেও প্রবেশ করেন। এমন অবস্থায় খেলা স্থগিত হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে রেফারি খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনেন। মাঠে গড়ায় ৩ মিনিটের অবশিষ্ট খেলা।

তার আগে শুরুতেই ভিএআর চেক করে বাতিল করে দেওয়া হয় আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি। প্রায় ঘন্টাদুয়েক পর রেফারির এমন সিদ্ধান্তে জন্ম নেয় অনেক আলোচনা ও সমালোচনা। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচ আর্জেন্টিনা হারে ২-১ গোলে।