
বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (৭ মে) অনুষ্ঠিত ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে আলফাজ আহমেদের দল। যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল পুলিশ এফসি।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পুলিশ। সেটপিস থেকে উজবেক ডিফেন্ডার আখরোরবেক উখমাতোভ এগিয়ে নেন দলটিকে।
পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে মোহামেডান। ৬৮ মিনিটে সানডে ইমানুয়েল দলটিকে সমতা এনে দেন। আর ৭৯ মিনিটে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন শাহরিয়ার ইমন। পরে সেই লিড ধরে রেখে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে সাদাকালোরা।
গত মৌসুমে ফেডারেশন কাপ জেতা মোহামেডান চলতি মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে রানার্সআপ হয়। লিগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে দলটি। এবার ফেডারেশন কাপেও ফাইনালে জায়গা করে নিলে দলটি।
ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ কে হবে, সেটা ঠিক হবে আগামী মঙ্গলবার। ওইদিন প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। এ ম্যাচে জয়ীরা শিরোপার লড়াইয়ে মোহামেডানের মুখোমুখি হবে। ময়মনসিংহে আগামী ২১ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।