চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত । খবরের কাগজ
ঢাকা ৩১ বৈশাখ ১৪৩১, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২২ পিএম
চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত
ধর্মঘট স্থগিত করার আগ পর্যন্ত গণপরিবহন সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। ছবি : খবরের কাগজ

জেলা প্রশাসন থেকে নিরাপত্তা দেওয়ার আশ্বাসে চট্টগ্রামে গণপরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী।

তিনি বলেন, ‘বৈঠকে আমরা আমাদের দাবি তুলে ধরেছি। জেলা প্রশাসন নিরাপত্তা দিয়ে গাড়ি চালানোর আশ্বাসে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হলো।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুরোধে আমরা আমাদের চলমান ধর্মঘট স্থগিত করে নিচ্ছি। যদি আমাদের গাড়ি কোনো রকম হামলার শিকার হয়, তাহলে আমরা আবারও ধর্মঘটে যেতে বাধ্য হব।’

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি অতিরিক্ত উপপুলিশ কমিশনার নোবেল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাউজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাঙ্গুনিয়া, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিনিধি, বিআরটিসির সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি প্রমুখ।

বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব মোহাম্মদ মুছা খবরের কাগজকে বলেন, ‘আমাদের চার দফা দাবির বিষয়েও আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন।’

এদিকে রবিবার সকাল থেকে ধর্মঘট স্থগিত করার আগ পর্যন্ত গণপরিবহন সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। চৈত্রের আগুনঝরা রোদে গাড়ির জন্য হাহাকার সৃষ্টি হয়। একদিকে তীব্র গরম, অন্যদিকে গাড়িসংকটের জন্য ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা।

সকালে নগরের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, ধর্মঘটের কারণে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাঙ্গামাটি, ঢাকা-কক্সবাজার, ঢাকা-খাগড়াছড়ি, ঢাকা-বান্দরবানসহ বিভিন্ন জেলার গণপরিবহন চলেনি। এ ছাড়া বিভিন্ন উপজেলা ও বান্দরবান এবং কক্সবাজারমুখী যাত্রীরা কর্ণফুলী শাহ আমানত সেতুর মুখে জটলা করেন সকাল থেকেই। ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকেন যাত্রীরা।

চুয়েটের তিন শিক্ষার্থী হতাহতের ঘটনাকে কেন্দ্র করে গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাচন স্থগিত

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৯:১৩ পিএম
কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাচন স্থগিত

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে আগামী ৫ জুন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও সোমবার (১৩ মে) হাইকোর্টের নির্দেশনায় সেটি স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বিষয়টি নিশ্চিত করে জানান, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান স্বপদে বহাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ে তার মনোনয়ন স্থগিত করে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে একটি রিট করেন। সে জটিলতা কাটাতে আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন চান্দিনা উপজেলা পরিষদের সব নির্বাচন স্থগিত করেছে।

নির্বাচন স্থগিত সম্পর্কিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘রিট পিটিশন নং ৫৩২০/২০২৪-এর আলোকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

এর আগে একই কারণে প্রথম ধাপের নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হয়।

জহির শান্ত/এমএ/

আচরণবিধি লঙ্ঘন ফটিকছড়ির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৭:৫৭ পিএম
ফটিকছড়ির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ
ছবি : সংগৃহীত

ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আবু তৈয়ব ও বর্তমান পৌরসভা মেয়র ইসমাইল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৪ তারিখ জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে।

সোমবার (১৩ মে) কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ৯ এপ্রিল এস এম আবু তৈয়ব এক প্রার্থীর পক্ষে প্রচারণা পথসভায় বক্তব্যের সময় ভোটারদের উদ্দেশে মানহানিকর বক্তব্য প্রদান করায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ১৮(ক) বিধি  লঙ্ঘন করার বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।

এছাড়াও গত ১১ তারিখ ফটিকছড়ি পৌরসভার মেয়র এক ফেসবুক পোস্টে নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন একইসঙ্গে পূর্ববর্তী নির্বাচন নিয়েও প্রশ্ন তোলায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা এর ৫(ক) এর উপবিধি লঙ্ঘন করেছেন। তাই বিধিমালার ৩২ এর ১ উপবিধি অনুসারে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে আগামী ১৪ তারিখ জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এর জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলে যোগ করেন তিনি।

এর আগে গত ১২ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নির্বাচনি প্রচারণায় প্রতিটি গাড়িতে একাধিক মাইক এবং ছবিযুক্ত টি শার্ট ব্যবহার করায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ (ক) ও ২১ (১) ভঙ্গ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী বখতেয়ার সাইদ ইরানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

উল্লেখ্য দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ২ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান পদে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন মুহুরী মোটরসাইকেল প্রতীক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান আনারস প্রতীকে নির্বাচন করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন্নাহার মুক্তা প্রজাপতি প্রতীক ও আওয়ামী লীগ নেত্রী শারমিন নুপুর ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন বই প্রতীক, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীক, সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী তালা প্রতীক ও নাজিমুদ্দিন সিদ্দিকী চশমা প্রতীকে নির্বাচন করছেন। 

ফটিকছড়ি উপজেলায় ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তারেক মাহমুদ/এমএ/

গাজীপুরে পানিতে ডুবে শিশুসহ নির্মাণশ্রমিক নিহত

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৬:৩৭ পিএম
গাজীপুরে পানিতে ডুবে শিশুসহ নির্মাণশ্রমিক নিহত
ছবি : খবরের কাগজ

গাজীপুরের শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে এক নির্মাণশ্রমিক ও বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মে) বেলা ১২টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ঠান্ডারচালা এলাকার পুকুরে ডুবে নির্মাণশ্রমিক ও বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার বাঘমারা কলেজপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়।

নিহত মো. মাজহারুল ইসলাম (২৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. হাসেন আলীর ছেলে। তিনি একজন রাস্তা নির্মাণ শ্রমিক।

নিহত শ্রমিকের সহকর্মী মামুন বলেন, উপজেলার বাঁশবাড়ী এলাকার একটি গ্রামীণ ইট সলিং রাস্তার নির্মাণ কাজ করতে তারা আসেন। প্রচণ্ড গরমে কাজ করায় গরমে অতিষ্ঠ হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মাজহারুল আমাকে নিয়ে রাস্তার পাশের খননকৃত একটি নতুন পুকুরে গোসলে যায়। মাজহারুল আগে পুকুরে নেমে গোসল শুরু করলে সে পুকুরে ডুবে যায়। সাথে সাথে আমি পানিতে নেমে তাকে খুঁজতে থাকি। পানিতে তাকে না পেয়ে স্থানীয় লোকজনদের ঘটনাটি জানাই।

নিহতের বাবা হাসেন আলী বলেন, মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্বলে আসলে মাজহারুলের মৃত্যুর কথা জানানো হয়। তার রোজগারের টাকায় চলতো আমাদের সংসার চলতো। তার সালমান নামে ৮মাস বয়সী এক শিশু পুত্র আছে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অপরদিকে, সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বাগমারা কলেজপাড়া এলাকায় জমে থাকা ডোবার পানিতে ডুবে তাহমিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো. তাহমিদ (১৫ মাস) নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. তরিকুল ইসলামের ছেলে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে কলেজ পাড়া এলাকায় একটি বাড়িতে বসবাস করতো। তার পিতা একটি মাদ্রাসার মুহতামিম।

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় আবু রায়হান বলেন, সোমবার বেলা ১১টার দিকে নিহত তাহমিদ বাড়ির উঠানে বড় বোনের সাথে খেলা করছিল, এসময় তার মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তাহমিদের কোন সাড়া শব্দ না পেয়ে তিনি আশপাশে খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশঘেঁষা জমির গর্তে জমে থাকা পানির ডোবাতে তাহমিদকে দেখতে পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল বলেন, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ওই শিশুটিকে।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, বিষয়টি কেউ থানায় জানায় নি। এবিষয়ে খোঁজ নিয়ে স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৩:৩০ পিএম
ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তা দিয়ে হাঁটার সময় গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) দুপুর ১২টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার অর্জুনা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন খান উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন সড়কের পাশ দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি আহত হয়ে সড়কে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে স্থানান্তর করা হলে পথেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ড. খাদেমুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য জানা নেই।

জুয়েল রানা/জোবাইদা/অমিয়/

ভাঙ্গায় ডাম্প ট্রাকের চাপায় যুবক নিহত

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৩:২৫ পিএম
ভাঙ্গায় ডাম্প ট্রাকের চাপায় যুবক নিহত
নিশাত শিকদার

ফরিদপুরের ভাঙ্গায় ডাম্প ট্রাকের চাপায় নিশাত শিকদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাপুড়িয়া সদরদী-চৌধুরীকান্দা রেলক্রসিংয়ের এ দুর্ঘটনা ঘটে।

নিশাত কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ডাম্প ট্রাকটি রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। আর নিশাদ মোটরসাইকেলে কাপুড়িয়া সদরদী থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় ট্রাকটির নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নিশাদের।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম খবরের কাগজকে বলেন, গ্রামের রাস্তায় রেলক্রসিংয়ের নিচে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সঞ্জিব দাস/পপি/অমিয়/